ছাত্রী দের জন্য বিশেষভাবে অনেক Scholarship রয়েছে যা , এই ধরনের অনেক কিছু সম্পর্কে আমরা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে আলোচনা করেছি। আজকে এই ধরনের অন্য একটি Scholarship এর সম্পর্কে আলোচনা করতে চলেছে যার নাম Legrand Scholarship। বিশেষত ছাত্রী দের জন্য এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Legrand Scholarship কী ?
Legrand Scholarship হলো মহিলা শিক্ষার্থীদের তাদের উচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করার জন্য Legrand দ্বারা পরিচালিত একটি অন্যতম শিক্ষা মূলক প্রকল্প। যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বিষয়ে কিংবা আর্কিটেকচার বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে চায় তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য বার্ষিক Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের সূচনা করা হয় 2018 সালে। শতাধিক মহিলা শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। সূচনাকালে শুধুমাত্র দরিদ্র পরিবারের মেধাবী এবং পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের Scholarship প্রদান করা হতো। কিন্তু বর্তমান বর্ষে অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সাথে সাথে করোনা পিরিত পরিবারের শিক্ষার্থীদেরকেও এই Scholarship প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Legrand Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?
এই Scholarship প্রকল্প প্রদানের প্রধান উদ্দেশ্য নারী শিক্ষার বিকাশ ঘটানো, উচ্চশিক্ষায় নারী সমাজকে উদ্বুদ্ধ করা এবং একটি আর্থিক সহায়তা প্রদান করা যাতে বর্তমান সমাজে মহিলারা কারীগরি বিষয়ক শিক্ষা অর্জন করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে।
Legrand Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা 2021-22 শিক্ষাবর্ষে 4 বছরের B.Tech/B.E./B.Arch Degree এর জন্য সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং যাদের পিতা-মাতা করণা আক্রান্ত হয়ে মারা গেছে সেই সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Legrand Scholarship এর Selection Process :-
এই স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। যেমন –
- প্রথমে শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরিবারের বার্ষিক আয় এবং শিক্ষার্থীদের জীবনে Scholarship এর প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় গুলি বিচার করে একটি Merit List প্রকাশ করা হবে,
- এর পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ফোন কলের মাধ্যমে বিশেষজ্ঞ কমিটি দ্বারা একটি অনলাইন Interview নেওয়া হবে।
- Interview এরপরে নির্বাচিত শিক্ষার্থীদের নাম Scholarship এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে একটি করে চিঠি প্রদান করা হবে।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Legrand Scholarship এর Distribution Process:-
এই প্রকল্পের সূচনা হয় 2018 সালে। বর্তমান বর্ষ অর্থাৎ 2021 সাল এই প্রকল্পের তৃতীয় সংস্করণ চলছে। এখনো পর্যন্ত শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থী এই Scholarship এর জন্য উপকৃত হয়েছে। তবে বর্তমান বর্ষে Scholarship এর প্রাপকের সংখ্যা আরো বাড়তে পারে।
Legrand Scholarship এর Scholarship Amount :-
4 বছরের B.Tech/B.E./B.Arch Course এর সময়কালের শিক্ষার্থীরা প্রত্যেক বছরে কলেজের Tution Fees এর 60% টাকা এই Scholarship এর মাধ্যমে পাবে যা প্রায় 60000 টাকা পর্যন্ত হতে পারে।
Legrand Scholarship এর Eligibility Criteria:-
- এই Scholarship শুধুমাত্র মহিলা শিক্ষার্থীদের জন্য,
- আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে,
- যে সমস্ত মহিলা শিক্ষার্থীদের পিতা মাতা বিগত করোনাকালের মধ্যে করণা আক্রান্ত হয়ে মারা গেছে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে,
- Madhyamik এবং Higher Secondary পরীক্ষাতে কমপক্ষে 75% নম্বর সহকারে উত্তীর্ণ হতে হবে।
- 2021-22 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরTech/B.E./B.Arch প্রভৃতি Course এর জন্য কোন একটি সরকার স্বীকৃত কলেজে ভর্তি হতে হবে,
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 Lakh টাকা বা তার কম হতে হবে।
Nabanna Scholarship (2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Legrand Scholarship এর Application Process :-
- Scholarship পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করতে হবে। এটি Legrand Scholarship এর অফিশিয়াল ওয়েবসাইট। “http://www.legrandscholarship.co.in/”
- হোম পেজের উপরে থাকা মেনুবার এ ক্লিক করতে হবে,
- মেনুবার থেকে APPLY NOW অপশনটিতে ক্লিক করতে হবে।
- এবারে শিক্ষার্থীদের নিজেদের Facebook ID অথবা Email ID দিয়ে Scholarship পোর্টালে Register করতে হবে।
- এরপরে পেজটিতে একটি আবেদনপত্র শো করবে, শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে 6 টি ধাপে এই আবেদনপত্রটি পূরণ করতে হবে,
- এরপরে প্রয়োজনীয় কিছু Documents পোর্টালে আপলোড করতে হবে,
- ফরমটি পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে,
Legrand Scholarship এর আবেদনের জন্য Important Documents:-
- আবেদনকারীর একটি Photo ID Card
- বয়সের প্রমাণপত্র (Aadhar Card , Birth Certificate , Madhyamik Exam Certificate ইত্যাদি)
- Madhyamik পরীক্ষার Marksheet
- Higher Secondary পরীক্ষার Marksheet
- College Admission এর প্রমাণপত্র
- পরিবারের Annual Income এর Certificate অথবা পিতা মাতার Form 16/গত ছয় মাসে Bank Statement ,
- Aadhar Card
- আবেদনকারীর Passport Size Photo
Aikyashree Scholarship কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Legrand Scholarship এর টাকা কখন(Duration) দেওয়া হয় ?
এই Scholarship এর মেয়াদ থাকবে 4 বছর। 4 বছরের B.Tech/B.E./B.Arch Course এর প্রত্যেক বছরের শিক্ষার্থীরা কলেজের Tution Fees হিসেবে শিক্ষার্থীরা Scholarship পাবে।
FAQ :-
1. Legrand Scholarship 2021-22 Results কবে প্রকাশ করা হবে ?
2. Legrand Scholarship আবেদনের Last Date কি?
3. ছেলেরা কি আবেদন করতে পারবে Legrand Scholarship এর জন্য ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।