NESTS Recruitment 2023: B. Ed পাশেই হাজার হাজার কর্মী নিয়োগ শুরু হলো দেশে, সুযোগ হাত ছাড়া করবেন না!

National Education Society for Tribal Students বা (NESTS) ভারতবর্ষের কেন্দ্র সরকার এর অন্তর্গত একটি Autonomous Organization যার Ministry of Tribal Affairs (MoTA) এর অধীনে প্রতিষ্ঠা করা হয়।এই কর্মসূচি গ্রহণের মূল উদ্দেশ্য হল মডেল আবাসিক স্কুলের (EMRSs) শিক্ষক ও ছাত্রদের জন্য প্রশিক্ষণ এবং সক্ষমতা-নির্মাণ কার্যক্রম পরিচালনা করা। সম্প্রতি এই কেন্দ্রীয় সংস্থা একসঙ্গে হাজার হাজার কর্মী নিয়োগ এর Official Notice জারি করেছে, এই সম্বন্ধে বিস্তারিত তথ্য রইলো আজকের আর্টিকেলে।

NESTS Recruitment 2023 Overview:-

Recruiting Organization National Education Society for Tribal Students (NESTS)
Post Name Principle, TGT, Non Teaching etc
Vacancy 4062
Salary 209200 পর্যন্ত 
Job Location All India
Job Type Central Govt. Job
Last Date 31/07/2023
Mode of Application  Online 
Official Website  https://emrs.tribal.gov.in/ 

NESTS Recruitment 2023 Important Dates:- 

NESTS Recruitment 2023 Online Application Starting  29/06/2023
NESTS Recruitment 2023 Online Application Closing 31/07/2023

NESTS Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
Principal  303
PGT 2266
Accountant  361
Jr. Secretary Assistant (JSA) 759
Lab Assistant  373
Total 4062

NESTS Recruitment 2023 Eligibility:-

Educational Qualification:- 

  • Principal:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Masters Degree অর্জন করতে হবে এবং সঙ্গে B.Ed Degree অর্জন করতে হবে।12 বছরের Combine Experience থাকতে হবে Vice Principal/TGT/PGT হিসাবে কাজ করার। তাছাড়া Fully Resident স্কুল এ পড়ানোর অভিজ্ঞতা সহ Hindi, English বা Regional ভাষায় কথা বলতে জানতে হবে বা Computer এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • PGT:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Hindi/English / Physics/ Chemistry/ Mathematics/ Botany/Zoology/Biology/ History/ Geography/Commerce with Accounting/Cost Accounting/ Financial Accounting/ Economics/ Regional Language এ Masters Degree অর্জন করতে হবে তাছাড়া B.Ed Degree অর্জন করা বাধ্যতামূলক। 
  • Accountant:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Commerce Steam এ যেকোনও Degree অর্জন করতে হবে।
  • Jr. Secretary Assistant (JSA):- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে এবং English ও Hindi Typing Speed যথাক্রমে 35 ও 30 WPM হতে হবে।
  • Lab Assistant:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে ও Laboratory Technique  Diploma পাস করতে হবে বা এ Higher Secondary পাস করতে হবে Science Steam এ।

NESTS Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-

Post  Highest Age Limit 
Principal  সর্বাধিক 50 বছর পর্যন্ত তবে EMRS Employees দের ক্ষেত্রে বয়স 55 পর্যন্তও হতে পারে 
PGT সর্বাধিক 40 বছর পর্যন্ত তবে  তবে EMRS Employees দের ক্ষেত্রে বয়স 55 পর্যন্তও হতে পারে 
Accountant  সর্বাধিক 30 বছর পর্যন্ত তবে  তবে EMRS Employees দের ক্ষেত্রে বয়স 55 পর্যন্তও হতে পারে
Jr. Secretary Assistant (JSA) সর্বাধিক 30 বছর পর্যন্ত তবে  তবে EMRS Employees দের ক্ষেত্রে বয়স 55 পর্যন্তও হতে পারে
Lab Assistant  সর্বাধিক 30 বছর পর্যন্ত তবে  তবে EMRS Employees দের ক্ষেত্রে বয়স 55 পর্যন্তও হতে পারে

**Category অনুযায়ী Age Relaxation এর সমন্ধে নিম্নে চার্ট এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো।

Category Age Relaxation
Scheduled Caste/Scheduled Tribe 5
Other Backward Classes (NCL) 3
যেই সব আবেদনকারীরা 3 বছর সমজাতীয় কাজ করেছেন  5
01/01/1980 থেকে 31/12/2023 সময়কালে বসবাসকারী Jammu এবং Kashmir এর বাসিন্দা  10
All Category (Women) PGT Post এর ক্ষেত্রে  10
PwD +ST/SCPwD + OBCPwD+ General (UR) 151310
EMRS এর Permanent Employee  55 বছর পর্যন্ত 
EMRS যেই সব কর্মীরা Regular Pay Scale এ বেতন পাচ্ছেন , তাদের জন্যে  55 বছর পর্যন্ত 

NESTS Recruitment 2023 Salary:-

Post  Salary
Principal  Pay Level 12 অনুযায়ী 78,800 থেকে 2,09,200 পর্যন্ত 
PGT Pay Level 8 অনুযায়ী 47,600 থেকে 1,51,100 পর্যন্ত
Accountant  Pay Level 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 পর্যন্ত
Jr. Secretary Assistant (JSA) Pay Level 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 পর্যন্ত
Lab Assistant  Pay Level 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 পর্যন্ত

NESTS Recruitment 2023 Application Fees:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card/ Debit Card/Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।

Post Application Fees in INR 
Principle  2000
PGT 1500
Non Teaching Staff  1000

NESTS Recruitment 2023 Application Process:-

NESTS Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব NESTS এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • লিংক সেকশনে প্রদান করা লিঙ্কে ক্লিক করুন।
  • First Time User হলে প্রয়োজনীয় তথ্য প্রদান করে প্রথমে Registration সম্পূর্ণ করুন।
  • এরপর আপনি হোমপেজ এই পেয়ে যাবেন Sign in এর Link সেটিতে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
  • Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
  • নির্দেশ অনুযায়ী Application Fees প্রদান করুন ।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

NESTS Recruitment 2023 Selection Process:-

Written Exam ও Personal Interview এর মাধ্যমে এই Recruitment এর Selection Process টি সম্পূর্ণ হবে। এই সমন্ধে বিস্তারিত জানতে Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

NESTS Recruitment 2023 Information Bulletin Download Link Click Here
NESTS Recruitment 2023 English Advertisement Download Link Click Here
Syllabus for the Post of Principal Click Here
Syllabus for the Post of PGT Click Here
Syllabus for the Post of Non–Teaching Staff Click Here
Apply Now (Principal) Click Here
Apply Now (PGT) Click Here
Apply Now (Non–Teaching Staff) Click Here
Official Website  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. NESTS Recruitment 2023 Official Website কি?
ANS:- https://emrs.tribal.gov.in/ 
2. NESTS  Recruitment 2023 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 29/06/2023
3. NESTS Recruitment 2023 Online Application Last Date কি?
ANS:- 31/07/2023
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে NESTS Recruitment 2023 এর মাধ্যমে?
ANS:- 4062

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823