NPCIL তথা Nuclear Power Corporation of India Atomic Energy সম্পর্কিত সমস্ত কিছুর তদারকি করে থাকে। এটি ভারত সরকারের অন্তর্গত একটি সংস্থা। আগের বছরের NPCIL Recruitment 2021 এর সম্বন্ধে ও আমার আগেই আলোচনা করেছি। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি Nuclear Power Corporation of India Atomic Energy এর Official Website এ প্রকাশিত NPCIL Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
NPCIL Recruitment 2022 কি ?
NPCIL একটি PSU (Public Sector Undertaking) Company যার কাজে ভারত সরকারের অন্তর্গত Atomic Energy সম্পর্কিত সমস্ত কাজে অংশগ্রহণ করা। প্রতিবছরই Fresh Recruitment প্রকাশ করা হয়ে থাকে NPCIL এর পক্ষ থেকে। সাম্প্রতিক প্রকাশ করা NPCIL Recruitment 2022 অনুযায়ী Mechanical, Civil, Chemical, Electrical, Electronic ইত্যাদি Post এ নিয়োগে করা হবে। এই Recruitment টির মাধ্যমে চাকরিপ্রার্থীরা পেতে পারে উন্নত মানের Salary।
NPCIL Recruitment 2022 এর Important Dates:-
NPCIL Recruitment 2022 Online Application Starting | 13/04/2022 |
NPCIL Recruitment 2022 Online Application Closing | 28/04/2022 |
NPCIL Recruitment 2022 এর Vacancy সংখ্যাঃ-
Post | UR | EWS | SC | ST | OBC(NCL) | Total |
Mechanical | 34 | 9 | 13 | 7 | 24 | 87 |
Chemical | 19 | 5 | 7 | 4 | 14 | 49 |
Electrical | 12 | 2 | 5 | 3 | 9 | 31 |
Electronics | 5 | 1 | 2 | 1 | 4 | 13 |
Instrumentation | 5 | 1 | 2 | 1 | 3 | 12 |
Civil | 13 | 3 | 5 | 3 | 9 | 33 |
88 | 21 | 34 | 19 | 63 | 225 |
পশ্চিমবঙ্গ Army HQ নিয়োগ , আবেদন শেষ হচ্ছে কিছুদিনের মধ্যেই !
NPCIL Recruitment 2022 এর Educational Qualification:-
- Mechanical:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical এ ন্যূনতম B.Sc, B.E or B.Tech, M.Tech পাস করতে হবে এবং সঙ্গে Valid GATE Score থাকতে হবে।
- Chemical;- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Chemical;Engineering এ ন্যূনতম B.Sc, B.E or B.Tech, M.Tech পাস করতে হবে এবং সঙ্গে Valid GATE Score থাকতে হবে।
- Electrical :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electrical/ Electrical & Electronics Engineering এ ন্যূনতম B.Sc, B.E or B.Tech, M.Tech পাস করতে হবেএবং সঙ্গে Valid GATE Score থাকতে হবে।
- Electronics:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Electronics & Controls, Electronics & Instrumentation Engineering এ ন্যূনতম B.Sc, B.E or B.Tech, M.Tech পাস করতে হবেএবং সঙ্গে Valid GATE Score থাকতে হবে।
- Instrumentation:-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Instrumentation, Instrumentation & Controls, Instrumentation & Electronics Engineering এ ন্যূনতম B.Sc, B.E or B.Tech, M.Tech পাস করতে হবে এবং সঙ্গে Valid GATE Score থাকতে হবে।
- Civil:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Civil Engineering এ ন্যূনতম B.Sc, B.E or B.Tech, M.Tech পাস করতে হবে এবং সঙ্গে Valid GATE Score থাকতে হবে।
NPCIL Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
Category | Age Limit |
General/EWS | 26 |
OBC (NCL) (relaxation – 03 years) | 29 |
SC/ST (relaxation – 05 years) | 31 |
PwBD – General/EWS Category | 36 |
PwBD – OBC (NCL) Category | 39 |
PwBD – SC/ST Category | 41 |
Dependents of those who died in riots of 1984 (Dep 1984) (relaxation – 5 years) | 31 |
Ex-servicemen and commissioned officers including Emergency Commissioned Officers or Short Service Commissioned Officers (Relaxation – 5 years) | 31 |
শুরু হয়ে গেছে Indian Railways তে আবেদন , সময় মাত্র আর কয়েকদিন
NPCIL Recruitment 2022 এর Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা SBI Bank Draft ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
Category | Application Fees in INR |
General/EWS/OB | 500 |
SC, ST, PwBD, Ex-serviceman, DODPKIA,Female | Not Applicable |
NPCIL Recruitment 2022 এর Application Process:-
NPCIL এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট npcilcareers.co.in.
- Homepage এ আপনি পেয়ে যাবেন Recruitment of Executive Trainees in NPCIL through GATE 2018/2019/2020 এর লিঙ্ক , ক্লিক করুন উক্ত লিঙ্কে।
- সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
- প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
- Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি তথ্যসহ প্রদান করুন।
- Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
- এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য
- Print Out কপি ও বের করে রাখতে পারেন।
ভাবা রিসার্চ সেন্টারে ITI পাসেই আবেদনের সুযোগ , জানুন বিস্তারিত
NPCIL Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
Application Submission এর সময় Photograph ছাড়া অন্য কোনো Documents upload করতে হবে না।
NPCIL Recruitment 2022 এর Selection Process:-
মূলত দুইটি পর্যায় NPCIL Recruitment এর Selection Process সম্পন্ন হয়ে থাকে।
- Step 1 :- সকল পরীক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর (GATE Score) এর তুলনা করা হবে এবং Merit List প্রস্তুত করা হবে প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে ।
- Step 2:- পরবর্তী পর্যায়ে পাস করা পরীক্ষার্থীদের Personal Interview এর জন্য ডাকা হবে এবং Interview এর আপনার Performance এর অপর নির্ভর করবে আপনার Selection ।
NPCIL Recruitment 2022 Important Links:-
NPCIL Recruitment 2022 Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
কেন্দ্র সরকারের BRO তে Multi Tasking Worker নিয়োগ ,Salary ও 40000 এর ওপরে
FAQ:-
NPCIL Recruitment 2022 Official Website কি?
2. NPCIL Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
3. NPCIL Recruitment 2022 Last Date কি ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।