এবার মাত্র 40,000 টাকায় সম্পূর্ণ করুন নিজের B.Ed Degree !

পশ্চিমবঙ্গের সমস্ত Person with Disability (PwD) শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট । অনেক সময় দেখা যায় টাকা-পয়সার অভাবে PwD শিক্ষার্থীরা তাদের ইচ্ছামতো কোর্স নিয়ে পড়তে পারেন না । PwD শিক্ষার্থীদের এই সমস্যা অনেকাংশ সমাধান করতে সফল হয়েছে Netaji Subhas Open University (NSOU) ।

গত 18.08.2021 তারিখে NSOU এর পক্ষ থেকে এক স্পেশাল B.Ed কোর্সের নোটিশ অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে । সম্প্রতি Rehabilitation Council of India, New Delhi কর্তৃক রিকগনাইজ এই B.Ed. Spl.Ed. (I.D/H. I /V. I)- কোর্সে 2021-2023 শিক্ষাবর্ষের জন্য ভর্তি আরম্ভ হয়ে গেছে । আজ আমরা আলোচনা করতে চলেছি উক্ত কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য সমূহ ।

NSOU এর B.Ed Course এর Eligibility:-

  1. আবেদনকারীর Bachelor Degree Course এ বা Master’s Degree Course এ যদি Science, Social Science, Humanities ইত্যাদি বিষয় থাকে তাহলে অন্ততপক্ষে 50% নম্বর থাকতে হবে এবং কারো যদি Bachelor Degree Course এ বা Master’s Degree Course এ Technology with Specialization in Science and Mathematics থাকে সে ক্ষেত্রে অন্ততপক্ষে 55% নম্বর থাকতে হবে ।
  2. Reserve Category এর প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে Marks Relaxation পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত আইন মেনে নেওয়া হবে । যেমন – SC শ্রেনীর প্রার্থীদের জন্য 22%, ST শ্রেনীর প্রার্থীদের জন্য 6%, এবং OBC-A শ্রেনীর প্রার্থীদের জন্য 10% এবং OBC-B শ্রেনীর প্রার্থীদের 7% । সংরক্ষণের সুযোগ পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে পশ্চিমবঙ্গ সরকারের ইস্যু করা কাস্ট সার্টিফিকেট থাকতে হবে ।
  3. PwD প্রার্থীর তালিকায় আপনি যে Suitable তার প্রমাণ স্বরুপ নিম্নে দেওয়া তিনটির মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট থাকলেই হবে-
  • প্রার্থীর পিতা-মাতা যদি PwD হয়ে থাকেন সে ক্ষেত্রে অথরিটি থেকে ইস্যু করা PwD Certificate এর মাধ্যমে আপনার এডমিশন অনেক সহজ হয়ে উঠবে ।
  • প্রার্থী নিজেই যদি PwD অন্তর্ভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অথরিটি থেকে ইস্যু করা সার্টিফিকেটের মাধ্যমে আপনি এডমিশন নিতে পারবেন ।
  • RCI কর্তৃক প্রদান করা Diploma/Degree সার্টিফিকেট আপনাকে এডমিশন এর ক্ষেত্রে সাহায্য করবে ।

B. Ed Course (2021) এ প্রয়োজনীয় যোগ্যতা, ফি , সিলেবাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন

NSOU B.Ed Course এর Duration:-

সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে সময় লাগবে 2 বছর 6 মাস, যেখানে আপনাকে 5 টি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে ।

প্রার্থীর Specialise Disability Area:-

শ্রবণে অক্ষম, দর্শনে অক্ষম সহ বলতে অক্ষমতার শিকার হওয়া সকল প্রার্থীরা এই B.Ed. Spl.Ed কোর্সের জন্য আবেদন করতে পারবেন ।

NSOU B.Ed Course এর Seat Allotment:-

B.Ed. Spl.Ed কোর্সের জন্য সম্পূর্ণ পশ্চিমবঙ্গের 13 টি স্টাডি সেন্টারে 500 টি সিট ফাঁকা রয়েছে ।

NSOU B.Ed Course এর Course Fees:-

NSOU এর এই B.Ed. Spl.Ed কোর্সের ফি হিসেবে খরচ লাগবে সর্বমোট 40 হাজার টাকা । অবশ্য আপনি উক্ত পরিমাণ টকাটি কিস্তিতে পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে ভর্তির সময় আপনাকে প্রথম কিস্তি হিসেবে প্রদান করতে হবে 20,000 টাকা এবং দ্বিতীয় কিস্তি 3rd Semester এর আগে আপনাকে প্রদান করতে হবে বাঁকি 20,000 টাকা । এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি 3rd Semester এর আগে দ্বিতীয় কিস্তির টাকা পেমেন্ট না করেন তাহলে পরবর্তী পরীক্ষা দিতে পারবেন না ।

B.Ed. Spl.Ed কোর্সের Important Dates: –

বিষয় সমুহ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ 18th  August , 2021
অনলাইনে ভর্তির ফর্ম ফিলাপ শুরু 20th  August , 2021
ফর্ম ফিলাপের শেষ তারিখ 5th September, 2021
Subject এবং Study Center সিলেক্ট 8th to 10th  September 2021
ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশ To be notified latter
অনলাইন কোর্স ফি পেমেন্ট To be notified latter
 পঠনপাঠনের জন্য ক্লাস শুরু 1st October, 2021

D.El.Ed Course (2021) এ প্রয়োজনীয় যোগ্যতা,ফি,সিলেবাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন

B.Ed. Spl.Ed কোর্সের Admission Process:-

আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার ভিত্তিতে এবং তথ্যের যথার্থতা এবং সত্যতা যাচাইয়ের পরে বিশ্ববিদ্যালয় তাদের দ্বারা আপলোড করা নথির সাথে একটি অস্থায়ী মেধা তালিকা প্রস্তুত করবে । ভর্তি প্রক্রিয়ার সময় পাওয়া ভুল/মিথ্যা/টেম্পার্ড/জাল তথ্য বা সত্যতার অভাবের কারণে যে কোনো অস্থায়ী মেধা তালিকা পরিবর্তিত হতে পারে । ভুল/মিথ্যা/টেম্পার্ড/জাল নথির অসত্যতা/বৈষম্য এবং সত্যতার অভাবের জন্য আবেদনকারীরা নিজে দায়ী থাকবেন এবং এর জন্য উক্ত আবেদনকারীকে ভর্তির যে কোন পর্যায়ে প্রার্থিতা প্রত্যাখ্যান করা হতে পারে । সময়ও অনলাইন ভর্তি ব্যবস্থার পর আবেদনকারীর প্রদত্ত পছন্দ অনুযায়ী একটি নির্দিষ্ট অধ্যয়ন কেন্দ্র এবং বিশেষ ধারায় (ID, HI, VI) ভর্তির প্রস্তাব দেওয়া হবে ।

নিম্নে ছকের মাধ্যমে Full Admission Process টি বর্ণনা করা হলো –

nsou b.ed procedure

FAQ-

1. NSOU B.Ed Degree Course এর Merit List কেমন করে চেক করবেন ?

উ:-এখনো শুরু হয় নি ।


Deprecated: Function wp_img_tag_add_loading_attr is deprecated since version 6.3.0! Use wp_img_tag_add_loading_optimization_attrs() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453

Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 874

2 Comments


  1. Deprecated: Function wp_img_tag_add_loading_attr is deprecated since version 6.3.0! Use wp_img_tag_add_loading_optimization_attrs() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453

    Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453
    Subhajyoti Karmakar

    Soumi Banerjee

    I completed B.A. (hons) in Drama from Rabindra Bharati University & 1st M.A. in Acting with videography & Mass Communication.Then 2nd M.A. in Environmental Studies. I completed Double M.A. from Rabindra Bharati University. Primary teacher’s training.I want to know my B.ED subject & admission..


    • Deprecated: Function wp_img_tag_add_loading_attr is deprecated since version 6.3.0! Use wp_img_tag_add_loading_optimization_attrs() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453

      Deprecated: Function wp_get_loading_attr_default is deprecated since version 6.3.0! Use wp_get_loading_optimization_attributes() instead. in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-includes/functions.php on line 5453
      Subhajyoti Karmakar

      Subhajyoti

      আপাতত বন্ধ আছে admission, আপানি পরে এবার যোগাযোগ করে দেখতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *