ভারতবর্ষে এমন অনেক স্কলারশিপ রয়েছে যা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের কাছে অধরা এই রকমই একটি স্কলারশিপ Atul Maheshwari Merit cum Mins Scholarship । এটি পরিচালনা করে Amar Ujala Foundation (AUF) । প্রত্যেক বছর সমগ্র ভারত থেকে মেধার ভিত্তিতে বাছাই করা আর্থিকভাবে দুর্বল পরিবারের এবং শারীরিকভাবে অক্ষম এরকম নির্বাচিত কিছু ছাত্র-ছাত্রীদেরকে এই স্কলারশিপ প্রদান করা হয় । Atul Maheshwari Merit cum Mins Scholarship টি মূলত উচ্চ বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য ।
Scholarship Name | Atul Maheshwari Scholarship | Official Link |
Starting Date |
July, 2021 |
|
Last Date | August, 2021 |
Atul Maheshwari Scholarship এর জন্য আবেদন কবে শুরু হয় ?
এই Atul Maheshwari Merit cum Mins Scholarship টি প্রায় প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের দেওয়া হয় । এই স্কলারশিপের জন্য আবেদন সাধারণত July মাসে শুরু হয় এবং যা চলে August মাসের শেষ পর্যন্ত ।
Atul Maheshwari Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
ভারতের যেকোনো সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে ক্লাস IX, X, XI, XII এ পাঠরত সকল ছাত্র-ছাত্রীরা এই Atul Maheshwari Scholarship এর জন্য আবেদন করতে পারবেন ।
Atul Maheshwari Scholarship এর মাধ্যমে কত টাকা পাওয়া যায় ?
Atul Maheshwari Scholarship এর মাধ্যমে ক্লাস IX ও X ছাত্র-ছাত্রীরা বছরে সর্বাধিক 30 হাজার টাকা এবং ক্লাস XI ও XII এর ছাত্র-ছাত্রীরা জন্য সর্বাধিক 50 হাজার টাকা অবধি পান ।
Swami Vivekananda Merit cum Means Scholarship কি ? কেমন করে আবেদন করবেন ?
Atul Maheshwari Scholarship এ ছাত্র-ছাত্রীদের Eligibility Criteria :-
Atul Maheshwari Scholarship টি পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই—
- ভারতের যে কোনো সরকারি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেনীর মধ্যে পাঠরত অবস্থায় থাকতে হবে;
- আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে তার আগের বছরের পরীক্ষায় 60 শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে;
- আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1,50,000 টাকার নিম্নে থাকতে হবে ।
Atul Maheshwari Scholarship এর জন্য Important Document:-
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি;
- আধার কার্ড (Aadhar Card);
- রেশন কার্ড (Ration Card);
- স্কুলের পরিচয় পত্র (School ID);
- আবেদনকারী সর্বশেষ যে পরীক্ষায় পাশ করেছে তার মার্কশিট ।
Atul Maheshwari Scholarship এর জন্য নির্বাচন পদ্ধতিঃ-
Atul Maheshwari Scholarship এর জন্য সকল আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হয় Amar Ujala Foundation এর পক্ষ থেকে । উক্ত নির্বাচনী পরীক্ষায় যারা পাস করেন তাদেরকে দিল্লিতে যেতে হয় একটি Personal Interview এর জন্য । Interview পরবর্তীকালে ছাত্র-ছাত্রীরা নির্বাচিত হন Scholarship টি পাওয়ার জন্য । যেসমস্ত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ পাওয়ার জন্য নির্বাচিত হয় তাদেরকে তাদের পরিবারের সাথে দিল্লিতে Amar Ujala Foundation এর অফিসে 2 দিনের সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় । এই সফরে তাদেরকে দেখানো হয় অমর উজালা কিভাবে কাজ করে এবং সাথে আরও অন্যান্য বিষয় সমুহ । এমনকি ছাত্র-ছাত্রীদেরকে দিল্লি সফরেও নিয়ে যাওয়া হয় । সর্বশেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে তাদের বৃত্তি পুরস্কার তুলে দেওয়া হয়।
Sikshashree Scholarship কি ,গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Atul Maheshwari Scholarship এর Application Process:-
যেসমস্ত ছাত্রছাত্রীরা Atul Maheshwari Scholarship পেতে ইচ্ছুক, তাদেরকে অনলাইন মাধ্যমে সরাসরি Amar Ujala Foundation এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । নিম্নে Atul Maheshwari Scholarship এর আবেদন প্রক্রিয়াটি স্টেপ অনুযায়ী বর্ণনা করা হলো –
1st স্টেপ;
সর্বপ্রথমে Amar Ujala Foundation এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Atul Maheshwari Merit cum Mins scholarship’ সেকশনে ক্লিক করতে হবে ।
2nd স্টেপ;
তারপর, সেখানে ‘New here? Sign Up’ ট্যাবে ক্লিক করতে হবে ।
3rd স্টেপ;
তারপর, নিজের নাম, ইমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ।
4th স্টেপ;
তারপর, আপনার ইমেইলে একটি লিংক পাঠানো হবে উক্ত লিংকে ক্লিক করলে নির্দিষ্ট একটি একাউন্ট ওপেন হবে যেখানে থাকবে ফর্ম ফিলাপ প্রক্রিয়া ।
5th স্টেপ;
তারপর, এপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে যথাযথ পূরণ করতে হবে এবং সাথে উপরে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে । সমস্ত ডকুমেন্টগুলোর সাইজ যেন 1.5 MB এর মধ্যে হয় । এই আপলোড প্রক্রিয়ার পর ফর্মটি সাবমিট করলে আপনার Atul Maheshwari Scholarship এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে ।
Nabanna Scholarship (2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Atul Maheshwari Scholarship এর আবেদন সংক্রান্ত কিছু বিশেষ শর্তাবলীঃ-
Atul Maheshwari Merit cum Mins scholarship এর জন্য আবেদন প্রক্রিয়ায় Amar Ujala Foundation কর্তৃক কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেগুলি আবেদনকারীদের অবশ্যই মেনে চলতে হবে, যেমন-
- আবেদনকারী ছাত্র-ছাত্রীকে ইমেইল আইডি ও ফোন নম্বর দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারন এগুলি ভবিষ্যতে আর কখনো পরিবর্তন করা যাবে না
- যেসমস্ত ছাত্র-ছাত্রীরা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবেন, তাদের পরীক্ষার সেন্টারে যাবার সময় সাথে অবশ্যই এডমিট কার্ড নিয়ে যেতে হবে যা তাদের ইমেইল আইডিতে আগেই পাঠিয়ে দেওয়া হবে ।
- ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেওয়ার সময় 57 টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে যেকোনো একটি কেন্দ্র ইচ্ছেমতো বেছে নিতে পারবেন ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।