PhD Degree 2022 in India, Duration, Subjects, Full Form, Fees, Eligibility, Qualification & More in Bengali !

বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে অনেক অনেক পড়াশোনা করা এবং পরবর্তীতে একটি ভালো কাজে নিযুক্ত হয়ে নিজেদের ভবিষ্যত জীবন উজ্জ্বল করে তোলা। উচ্চশিক্ষা বিষয়ে Ph.D একটি অন্যতম জনপ্রিয় Course।বর্তমানকালে অর্জন করা অত্যন্ত গর্বের বিষয়। Degree যে বর্তমানকালে Traditional শিক্ষার সর্বোচ্চ স্তর বললেও ভুল হবে না খুব একটা। এমতাবস্থায় অনেকেরই ইচ্ছে থাকে জীবনে PhD Degree সম্পন্ন করা। আজকের আর্টিকেল টি সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ভবিষ্যতে নিজের পছন্দসই বিষয়ে PhD Degree পেতে চান। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব PhD Degree এর সম্বন্ধিত সমস্ত প্রশ্ন উত্তর । এই Article এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান না হয় অবশ্যই আমাদের জানান Comment Section বা Social Media হ্যান্ডেল গুলিতে আমরা আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।

Ph.D Degree কী ?

এই কোর্সটি সম্পন্ন করার পরে একজন ব্যক্তির নামের পূর্বে  “Doctorate” শব্দটি যুক্ত করা হয় যা প্রতিটি মানুষের কাছেই একটি গর্বের বিষয়। Ph.D শব্দটির সম্পূর্ণ অর্থ হলো Doctor of Philosophy। এটি একজন মানুষের জীবনের অর্জিত সর্বোচ্চ Degree Course  যা সম্পন্ন করতে একজন ব্যক্তির কমপক্ষে 3-5 বছর সময় লাগে। আপনি যদি ভবিষ্যতে কলেজের অধ্যাপক অথবা লেকচারার হিসেবে যুক্ত হতে চান তবে আপনাকে এই Course টি অবশ্যই সম্পন্ন করতে হবে। এই Course সম্পন্ন করার পরে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা অথবা পরীক্ষা-নিরীক্ষার কাজ চালিয়ে যেতে পারবেন।

একটি নির্দিষ্ট বিষয়ে Graduation Degree  সম্পন্ন করার পরে সেই বিষয়ে Masters Degree সম্পন্ন করতে হবে। Masters Degree  অর্জন করার পরেই একজন শিক্ষার্থী Ph.D Degree  তে ভর্তি হতে পারবে। এই Doctorate Degree সম্পন্ন করার পরে একজন ব্যক্তির মধ্যে সেই বিষয় সম্পর্কে যাবতীয় জ্ঞান থাকবে এবং তাকে সেই বিষয়ের একজন বিশেষজ্ঞ বলা হবে। পূর্বে এই Course টি Distance মাধ্যমে করা যেত তবে 2017 সালে UGC কর্তৃক জারি করা নয়া নির্দেশিকা অনুসারে Distance মাধ্যমে প্রাপ্ত Ph.D Degree পরবর্তীতে কোনভাবেই স্বীকৃত হবে না।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Ph.D Degree Duration: –

সাধারণভাবে এই Course এর সময়সীমা রয়েছে তিন বছর। তবে গবেষণার বিষয়, বিশ্ববিদ্যালয়, সুপারভাইজার তথা প্রশিক্ষক প্রভৃতির ওপর ভিত্তি করে Course এর  সময়সীমা পরিবর্তিত হতে পারে।একজন শিক্ষার্থী সর্বনিম্ন তিন বছরে এবং সর্বাধিক পাঁচ থেকে ছয় বছরে Ph.D Degree সম্পন্ন করতে পারবে।

Ph.D Degree Eligibility:-

যারা ভবিষ্যতে শিক্ষকতা বিভাগে নিজেদের যুক্ত করতে চান তাদের অবশ্যই এই Course টি সম্পন্ন করতে হবে। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্ষেত্রে এই Ph.D Course টি বাধ্যতামূলক। Ph.D Course করার জন্য একজন প্রার্থীকে প্রথমত ঐচ্ছিক বিষয়ে Masters Degree সম্পন্ন করতে হবে এবং একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষকের পরামর্শ নিয়ে Degree  সম্পন্ন করতে হবে।

Ph.D Degree Qualification:-

  • প্রার্থীরা যেই বিষয়ে Doctorate Degree করতে চায় তাদের সেই বিষয়টিতে Masters Degree  থাকতে হবে।
  • ভারতবর্ষের কোন কোন কলেজে Ph.D Degree  তে ভর্তির জন্য M. Phil Degree সম্পন্ন করতে হয়।
  • আবার কিছু সংখ্যক কলেজে Ph.D Degree  তে ভর্তির জন্য UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক বলে ধরা হয়।
  • Engineering বিভাগে Ph.D করতে গেলে একজন প্রার্থীকে অবশ্যই GATE  উত্তীর্ণ হতে হবে।

Ph.D Degree Admission Fees  :-

আলাদা আলাদা কলেজের ক্ষেত্রে এই Ph.D Degree এর খরচ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন সরকার অধিকৃত বিশ্ববিদ্যালয়গুলিতে Ph.D Degree  সম্পন্ন করতে প্রায় 80 হাজার টাকা খরচ হতে পারে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কোর্সের খরচ প্রায় 1 লক্ষ 25 হাজার টাকার উপরে।

UPSC CSE Civil Service Examination 2022 Notification Out, Exam Date, Apply Online, Vacancy, Eligibility & More in Bengali !

Ph.D Degree  Admission Process :-

  • Doctor of Philosophy Degree তে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজে এই Doctorate Degree তে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি চিঠি জমা করতে হয়। শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইট থেকে ভর্তির জন্য আবেদনের লিংক পেয়ে যাবে।
  • কোন কোন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা খবরের কাগজে এই Degree তে ভর্তির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়।
  • কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার সরাসরি শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে গবেষণার একটি প্রস্তাব পত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।
  • আবেদনপত্র জমা হওয়ার পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আবেদন পত্র এবং প্রস্তাবগুলি ভালভাবে যাচাই করি নেয়।
  • পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীদের নাম সমন্বিত একটি সংক্ষিপ্ত Merit List প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয় তরফ থেকে।
  • সংক্ষিপ্ত তালিকা ভুক্ত এই সমস্ত শিক্ষার্থীদের একটি Entrance পরীক্ষা নেওয়া হয়। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটির ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়াও আলাদা আলাদা হয়।
  • যে সমস্ত শিক্ষার্থীরা এই যাচাই প্রক্রিয়াতে সফলভাবে উত্তীর্ণ হবে তারা তাদের অভিপ্রেত কলেজে Ph.D Degree তে ভর্তি হতে পারবে।

Top Ph.D Entrance Exam:-

  • BITS Pilani PhD Entrance Examination
  • Osmania University PhD Entrance Exam
  • AIIMS Ph..D Entrance Exam
  • JNU PhD Entrance Exam
  • Kurukshetra University PhD Entrance Exam
  • IISC PhD Entrance Exam
  • Symbiosis PhD Entrance Exam
  • NIPER PhD Entrance Exam
  • Guru Gobind Singh Indraprastha University Delhi PhD Admission Test
  • GITAM University Visakhapatnam PhD Admissions Test
  • Jamia Hamdard New Delhi PhD Admission Test
  • PhD Entrance Exam of NMIMS University Mumbai
  • ISM Dhanbad PhD Admission Test.

UPSC Indian Forest Service (IFS) Recruitment 2022: Exam, Syllabus, Salary, Exam Pattern, Eligibility in Bengali !

PhD Course Structure:-

  • সংশ্লিষ্ট কলেজে Ph.D Degree তে ভর্তি হওয়ার পরে শিক্ষার্থীদের Doctorate Degree এর জন্য গবেষণার প্রস্তাব পত্র এবং গবেষণার জন্য ঐচ্ছিক বিষয় টি সাবমিট করতে হবে।
  • এরপরে প্রার্থীদের একজন সুপারভাইজার অথবা প্রশিক্ষকের অধীনে নিযুক্ত করা হবে।
  • এরপরে সেই প্রশিক্ষকের দ্বারা শিক্ষার্থীদের Course এর কাজ, মূল্যায়ন পদ্ধতি এবং গবেষণাকাজের সম্পূর্ণ সময়সূচী বুঝিয়ে দেওয়া হবে। গবেষণার কাজ চলাকালীন কিছু কিছু কলেজে ছয় মাসে প্রগতি পত্র জমা করার নিয়ম রয়েছে।
  • গবেষণা কাজের সম্পূর্ণ সময়কালের মধ্যে শিক্ষার্থীদের কমপক্ষে দুইটি সেমিনার প্রেজেন্টেশন প্রদান করতে হবে এবং এরপরে রিসার্চ ইউনিটের দ্বারা প্রেসক্রাইব করা নির্দিষ্ট ফরমেটে একটি সার্টিফিকেট জমা দিতে হবে।
  • এর পরবর্তীতে D শিক্ষার্থীদের কমপক্ষে একটি রিসার্চ পেপার প্রকাশ করতে হবে প্রশিক্ষকের দ্বারা উল্লেখিত সাময়িক পত্রিকাতে। এবং এর সাথে সাথে গবেষণামূলক প্রবন্ধ Submit করার পূর্বে রিসার্চ ইউনিটের দ্বারা প্রেসক্রাইব করা নির্দিষ্ট ফরমেটে একটি Certificate  জমা দিতে হবে ।
  • এই গবেষণামূলক প্রবন্ধ সাবমিট করার কমপক্ষে 45 দিন আগে শিক্ষার্থীদের প্রবন্ধ সম্বন্ধে সমস্ত পরিবর্তনগুলি একত্রিত করতে হবে এবং এই প্রবন্ধের সারসংক্ষেপ তাদের প্রশিক্ষকের কাছে জমা দিতে হবে।
  • সবশেষে শিক্ষার্থীদের তাদের গবেষণামূলক প্রবন্ধটির একটি Hard Copy অথবা Soft Copy  জমা করতে হবে। এই প্রবন্ধটি বহিরাগত বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এই প্রবন্ধ সম্বন্ধে যদি কোনো বিশেষজ্ঞদের মনে হয় যে প্রবন্ধটি পরিবর্তন করার প্রয়োজন আছে তবে শিক্ষার্থীদের প্রবন্ধ টি পরিবর্তন করে পুনরায় জমা করতে হবে।
  • এরপরে শিক্ষার্থীদের একটি Viva নেওয়া হবে যেখানে একদল বিশেষজ্ঞ কমিটির সামনে শিক্ষার্থীরা তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা এই পদক্ষেপগুলি সম্পূর্ণ করতে পারবে তাদের Ph.D Degree প্রদান করা হবে।

NMDC Notification 2022 Published : Vacancy for 200 Non Executive / Trainee Posts Check Full Details in Bengali!

Types of Ph.D Degree:-

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের সুযোগ প্রদান করা হয় যাতে শিক্ষার্থীরা তাদের Ph.D Degree সম্পন্ন করতে পারে; যেমন –

  • Semi Govt.Fellowship – এই ধরনেরর শিক্ষার্থীরা সরকারি-আধা সরকারি সংস্থা হতে ফেলোশিপ পেয়ে থাকে Ph.D Degree সম্পন্ন করার জন্য।
  • Sponsored Candidates – এই বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গবেষণা এবং উন্নয়নমূলক সংস্থাগুলির দ্বারা প্রস্তাবিত হয়ে থাকে এবং সংশ্লিষ্ট কলেজে সম্পূর্ণ সময়ের জন্য D Degree সম্পন্ন করার সুযোগ পায়।
  • Institute research Scholars with Teaching Assistance – এই শ্রেণীর D Scholars দের MHRD দ্বারা নির্দিষ্ট করা Institute Teaching Assistantship প্রদান করা হয়
  • Self-Financed Candidates – এই সমস্ত প্রার্থীদের Academic Record বিচার করে এবং তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে Doctorate Degree এর জন্য একটি আসন প্রদান করা হয়। এই শ্রেণীর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নিয়ম মেনে সাধারণভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি হয় তবে বিশ্ববিদ্যালয় থেকে কোন প্রকার আর্থিক সহায়তা পায় না।
  • Study Leave Candidates – এই বিভাগের প্রার্থীদের নির্দিষ্ট Institute এ গবেষণা কাজ সম্পন্ন করার জন্য সরকারী প্রতিষ্ঠান/কোম্পানী/শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা তিন বছরের কম সময়ের মধ্যে Doctorate Degree সম্পন্ন করার একটি সুযোগ দেওয়া হয়। এই বিভাগে Ph.D  শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার জন্য প্রার্থীর প্রতিষ্ঠান/কোম্পানীর দ্বারা প্রদত্ত ছুটি মঞ্জুরিপত্র আবশ্যক।
  • ICCR Awards – ভারতবর্ষের বাইরের কোন দেশের শিক্ষার্থীরা যদি সেই দেশের সরকার কর্তৃক প্রস্তাবিত হয়ে ভারতবর্ষে Doctorate Degree এর জন্য ভর্তি হতে চায় তবে তাদের Indian Council of Cultural Relations (ICCR) Award Holders এর অধীনে একটি আসন প্রদান করা হয়। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের দেশের সরকার কর্তৃক তাদের বৃত্তি প্রদান করতে হবে।
  • Part Time Research Scholars – যে প্রার্থীরা কোনো একটি বিশ্ববিদ্যালয়ে Part Time Research Scholars হিসেবে ভর্তি হতে চান তাদের নিচে উল্লেখিত বিভাগগুলির যে কোনো একটিতে ভর্তি হতে হবে-
  1. Research Assistants
  2. Institute staff/ Faculty
  3. Project Staff
  4. External Sponsored Candidates

IOCL Non Executive Recruitment 2022 Non-Executive Engineering Assistant Posts in Bengali

Top PhD Programs in Different  Steams:-

PhD Degree in Medical Steam:-

  • PhD in Physiotherapy
  • Doctorate of Medicine (MD) in Biochemistry,
  • Doctorate of Medicine in Forensic Medicine,
  • Doctorate of Medicine in Cardiology,
  • PhD in Physiology,
  • PhD in Pathology,
  • PhD in Medicine,
  • Doctorate of Medicine in Homoeopathy,
  • PhD in Psychiatry,
  • PhD in Hospital Administration,
  • PhD in Radiology,
  • PhD in Neurosciences,
  • PhD in Medical Physics,
  • PhD in Immunology,
  • PhD in Paramedical Sciences.

 PhD Degree in Science Steam:-

  • PhD in Applied Sciences
  • PhD in Chemistry
  • PhD in Basic and Applied Sciences
  • PhD in Clinical Research
  • PhD in Mathematical and Computational Sciences
  • PhD in Environmental Science and Engineering
  • PhD in Mathematics
  • PhD in Bio Science
  • PhD Biotechnology
  • PhD in Zoology
  • PhD in Science
  • PhD Zoology
  • PhD in Bioinformatics
  • PhD in Physics
  • PhD in Applied Chemistry and Polymer Technology

Kolkata Metro Rail Apprentices Recruitment 2022 : Apply Offline for 104 Apprentice Posts

PhD Degree in Commerce Steam:-

  • PhD in Commerce Management
  • PhD in Accounting and Financial Management

PhD Degree in Engineering Steam:-

  • PhD in Engineering
  • PhD in Genetic Engineering
  • PhD in Civil Engineering
  • PhD Program in Quantitative Techniques
  • PhD in Engineering and Technology
  • PhD Electronics & Communication Engineering
  • PhD Computer Science Engineering
  • PhD in Electronics and Communication Engineering
  • PhD in Aeronautical and Automobile Engineering
  • PhD in Information Technology
  • PhD in Ceramic Engineering
  • PhD in Production Engineering
  • PhD in Marine Biotechnology
  • PhD in Chemical Engineering
  • PhD in Mechanical Engineering

PhD Degree in Humanities Steam:-

  • PhD in Humanities
  • PhD Economics
  • PhD Geography
  • PhD in Social Work
  • PhD in English
  • PhD in Social Sciences
  • PhD in Public and Economic Policy
  • PhD in Humanities & Social Sciences
  • PhD in Humanities and Life Sciences
  • PhD in Psychology
  • PhD in Arts
  • PhD in International Relations and Politics
  • PhD in Physiology
  • PhD in Public Policy
  • PhD in Literature

Mazagon Dock Recruitment 2022 in Bengali : 1501 Non Executive Posts apply now, Learn More!

PhD Degree in Business & Management Steam:-

  • PhD Business Administration
  • PhD in Management
  • PhD in Aviation Management
  • PhD in Logistics and Supply Chain Management
  • PhD in Accounting and Financial Management
  • PhD in Marketing/ Brand Management
  • PhD in Commerce
  • PhD in Commerce and Management

PhD Degree in Law Steam:-

  • PhD in Law
  • PhD in Constitutional Law
  • PhD in Law and Governance
  • PhD in Legal Studies

PhD Degree in Teaching & Education Steam:-

  • PhD in Education
  • PhD in Teaching

SSC CHSL 2022 Notification PDF Out Exam Date, Fees, Eligibility, Syllabus, Salary & More in Bengali !

FAQ:-

1. Ph.D Degree তে ভর্তির জন্য কি কোন প্রকার Entrance পরীক্ষা দিতে হয় ?

ANS:- হ্যা Entrance Exam দিতে হয়।

2. Ph.D Degree কি ব্যয় সাপেক্ষ ?

ANS:- হ্যাঁ, PhD Degree বিনামূল্যে করা যায় না, এই Degree সম্পন্ন করতে হলে শিক্ষার্থীদের কিছু পরিমাণ অর্থ ব্যয় করতে হবে (এইDegree এর জন্য প্রয়োজনীয় ব্যয় এই নিবন্ধের উপরে উল্লেখ করা হয়েছে)। তবে কিছু সংখক শিক্ষার্থীদের সরকারি তরফ থেকে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের তরফ থেকে Fellowship প্রদান করা হয়।

3.   Ph.D Degree এর জন্য কিভাবে Fellowship পাওয়া যায়?

ANS:- Ph.D Degree তে Fellowship পেতে গেলে শিক্ষার্থীদের UGC-NET, GATE কিংবা অন্যান্য কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 
  4. Ph.D Degree তে ভর্তি হতে গেলে কি M.Phil থাকা আবশ্যক ?

ANS:- এই বিষয়টি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যাপার। কিছু কিছু কলেজে M.Phil ছাড়াও Ph.D Degree তে ভর্তি নেওয়া হয়। ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নিতে হবে।

 
5. Ph.D Degree Full Form কি?

ANS:- Doctor of Philosophy

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *