মাত্র চারদিন আগেই আমরা আলোচনা করেছি IOCL Apprentice Recruitment এর সম্বন্ধে বিস্তারিত, যদি এ সম্বন্ধে না জেনে থাকেন অবশ্যই হাইলাইট টেক্সট এ ক্লিক করে এ সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারবেন। গত 24/01/2022 এ Indian Oil Corporation Ltd এর কর্তৃপক্ষ শতাধিক Non Executive কর্মী নিয়োগের Recruitment প্রকাশ করেছে , বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সূচি
IOCL Non Executive Recruitment 2022 Important Dates:-
IOCL Non Executive Recruitment Online Application Starting | 24/01/2022 |
IOCL Non Executive Recruitment Online Application Closing | 18/02/2022 |
Closing for Final Submission of Application | 18/02/2022 |
Admit Card Download Starting | 14/03/2022 |
Admit Card Download Closing | 27/03/2022 |
IOCL Non Executive Exam | 27/03/2022 |
SPPT Date | 01/04/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
IOCL Non Executive Recruitment 2022 Vacancy সংখ্যা :-
পদ | Vacancy সংখ্যা |
Technical Attendant-1 | 79 |
Engineering Assistant (T&I) | 25 |
Engineering Assistant (Mechanical) | 13 |
Engineering Assistant (Electrical) | 13 |
Engineering Assistant (Operations) | 07 |
Total | 137 |
IOCL Non Executive Recruitment 2022 এর Educational Qualifications:-
যেসব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চান তাদের অন্ততপক্ষে Madhyamik পাস সহ পর্যাপ্ত ITI Degree বা Diploma পাস হতে হবে সরকার কর্তৃক Recognised Board/University/Institute থেকে (Mechanical, Electrical, T&I, Chemical Engineering এ ) তে অন্ততপক্ষে 50% নম্বর সহ।
IOCL Non Executive Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
24/02/2022 এর হিসাব অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম 18 এবং সর্বোচ্চ বয়স 26 হতে পারে ।ST/SC Candidate রা অতিরিক্ত 5বছর ও OBC Candidate রা সর্বোচ্চ 3 বছর ছাড় পাবে।
Kolkata Metro Rail Apprentices Recruitment 2022 : Apply Offline for 104 Apprentice Posts
IOCL Non Executive Recruitment 2022 এর Salary:-
পূর্বোক্ত দুটি Post এর Salary ভিন্ন হবে Engineering Assistant এর Salary হতে পারে Rs. 25000 to Rs. 1,05, 000 এর মধ্যে এবং Technical Attendant এর ক্ষেত্রে Salary হতে পারে Rs.23000 to Rs. 78,000 এর মধ্যে।
IOCL Non Executive Recruitment এর Application Fees:-
Category | Fees in INR |
Gen, OBC, and EWS | 100 |
ST/SC | Nil |
IOCL Non Executive Recruitment এর Application Process:-
- যেসব আবেদনকারীরা এই Recruitment এর জন্য আবেদন করতে চান তাদের সর্বপ্রথম ভিজিট করতে হবে Indian Oil Corporation Ltd Pipeline Division এর Official Website
- নতুন User হলে Register করুন প্রয়োজনীয় Details প্রদান করে।
- এখন Log In করুন Register করা তথ্য প্রদান করে।
- আপনার সামনে আসবে এর IOCL Non Executive Recruitment Application Form টি।
- প্রয়োজনীয় তথ্য প্রদান করে Application Fees টি Online এ প্রদান করুন।
- সব তথ্য ঠিক থাকলে Application Form টি Submit করুন।
Mazagon Dock Recruitment 2022 in Bengali : 1501 Non Executive Posts apply now, Learn More!
IOCL Non Executive Recruitment এর Selection Process:-
IOCL Pipeline Division Recruitment 2022-এর মাধ্যমে Non Executive চাকরির জন্য প্রার্থীদের Selection Written Exam এবং Skill/Proficiency/Physical Test (SPPT) এর মাধ্যমে করা হবে।
IOCL Non Executive Recruitment 2022 এর Important Links :-
IOCL Non Executive Recruitment Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
1. IOCL Non Executive Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:-24/01/2022
2.কত গুলো Vacancy তে নিয়োগ হবে এর Kolkata Metro Rail Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:-137
3. Kolkata Metro Rail Recruitment 2022 এর জন্য আবেদন এর Last Date কি?
ANS:-18/02/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।