URAM Scholarship Program 2022-23 : Application Process, Last Date, Eligibility, Renewal etc.

BE, B. Tech বর্তমান কালে এক সুপরিচিত Course যার চাহিদা দিন দিন বেড়েই চলছে। এমতাবস্থায় উক্ত করছে পাঠরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা কিন্তু কম নেই। এইসব অত্যাধুনিক Course সম্পন্ন করার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। আজ আমরা আলোচনা করতে চলেছি URAM Scholarship Program এর সম্বন্ধে যার জন্য আবেদন B.E ও B.Tech এ পাঠরত ছাত্র ছাত্রীরা।

URAM Scholarship Program কী?

ভারতবর্ষের নারী শিক্ষার উন্নতিতে যে সমস্ত Scholarship প্রদান করা হয় তাদের মধ্যে সর্বাপেক্ষা অন্যতম একটি Scholarship হলো URAM Scholarship Program । ভারতবর্ষের যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা EEE/CSE/ECE এর আওতায় B.E./B.Tech তথা Dual Degree Engineering Programs Degree এর চূড়ান্ত বর্ষের পূর্বের বছরের শিক্ষার্থী তারা সকলে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরাই নয় B.E./B.Tech Degree তে পঠন-পাঠন রত বিশেষভাবে অক্ষম (পুরুষ মহিলা উভয়ই) শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেকেই এককালীন 1 Lakh  টাকা Scholarship পাবে এবং অন্যান্য কিছু সুযোগ-সুবিধা গ্রহণ করবে। নিচে Scholarship সংক্রান্ত অন্যান্য জরুরী বিষয় গুলি বিশেষভাবে আলোচনা করা হয়েছে –

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

URAM Scholarship Program প্রদানের উদ্দেশ্য কী ?

এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো মহিলা শিক্ষার্থীদের Engineering বিষয়ক শিক্ষা অর্জনে আর্থিক সহায়তা প্রদান করা। যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা B.E./B.Tech Course এ পড়াশোনা করছে তাদের 1 Lakh টাকা এককালীন Scholarship প্রদান করা হয় এবং এছাড়াও অন্যান্য কিছু সুবিধা প্রদান করা হয় যাতে তারা Engineering বিষয়ক Degree সম্পন্ন করে নিজেদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে।

URAM Scholarship Program এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

B.E./B.Tech Degree  তে চূড়ান্ত বর্ষের পূর্বের বছরের শিক্ষার্থীরা এই Scholarship প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

URAM Scholarship Program এর Important Dates:-

URAM Scholarship Program Online Application Starting 25/11/2021
URAM Scholarship Program Online Application Closing 30/01/2022
Assessments & Reviews of Application Form 28/02/2022
Intimation to Candidates 15/03/2022
Scholarship Remittances 30/04/2022

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ?

URAM Scholarship Program এর Selection Process:-

  • প্রথমে শিক্ষার্থীদের শংসাপত্র এবং অন্যান্য মানদণ্ড গুলি মূল্যায়ন করবে UWH।
  • URAM উপদেষ্টা পরিষদ, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্যানেল দ্বারা শিক্ষার্থীদের যোগ্যতা গুলি পর্যালোচনা করে উপযুক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

URAM Scholarship Program এর Distribution Process:-

Scholarship এর  জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে Scholarship এর  টাকা প্রদান করা হবে। তবে মনে রাখতে হবে প্রত্যেক বছর এই প্রকল্পের মাধ্যমে মোট 59 জন মহিলা শিক্ষার্থীকে Scholarship প্রদান করা হয়।

URAM Scholarship Program এর Scholarship Amount  :-

নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেককে এককালীন 1 Lakh  টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হবে। শিক্ষার্থীদের প্রদেয় Scholarship এর পরিমাণ নিম্নলিখিত বিষয়গুলোর ওপর হিসাব করা হবে –

  • কলেজের Tution Fees এবং Exam Fees,
  • Hostel অথবা Boarding খরচ
  • পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র কেনার খরচ
  • Software এবং Hardware বাধ্যতামূলক
  • পড়াশোনার জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ এবং কনফারেন্স এর খরচ।
  • গবেষণা বা প্রজেক্ট সংক্রান্ত ব্যয়

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

URAM Scholarship Program এর Eligibility :-

  • E./B.Tech ডিগ্রিতে চূড়ান্ত বর্ষের পূর্বের বছরের শিক্ষার্থী হতে হবে।
  • সারা দেশের মধ্যে থেকে Computer Science Engineering, Electronics & Electrical Engineering, Electronics & Computer Engineering প্রভৃতি ক্ষেত্রে Dual Degree Engineering Programs বিষয়ে পড়াশোনা করতে হবে।
  • ন্যূনতম CGPA 7.0 অর্জন করতে হবে অথবা সমমানের কোন যোগ্যতা অর্জন করতে হবে।

URAM Scholarship Program এর Application Process:-

  • এই Scholarship এর আবেদন করার জন্য প্রথমে নিম্নে প্রদত্ত লিংকটি ক্লিক করুন – https://uramscholarship.in/
  • লিংকে ক্লিক করলে URAM Scholarship এর হোম পেজ টি ওপেন হবে। এরপরে APPLY বাটনে ক্লিক করুন।
  • এই পেজ থেকে Scholarship সংক্রান্ত বিষয় গুলি পড়ে নিয়ে নিচে থাকা “Next.” বাটনে ক্লিক করুন।
  • এবারে আবেদনের একটি Application Form আসবে, এই Form টি সাবধানে পূরণ করুন।
  • এরপরে প্রয়োজনীয় কিছু Documents আপলোড করুন এবং Form টি Submit করুন।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

URAM Scholarship Program এর আবেদনের জন্য Important Documents:-

আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হলো

  1. শিক্ষার্থীদের পরিচয় পত্র
  2. সমস্ত বার্ষিক পরীক্ষা অথবা সেমিস্টার পরীক্ষার মার্কশীট,
  3. Aadhar Card.
  4. Family Annual Income Certificate ,
  5. কোন অধ্যাপক অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থেকে গৃহীত একটি সুপারিশ পত্র।

 URAM Scholarship Program এর Renewal:-

এই Scholarship এককালীন প্রদেয় একটি Scholarship, তাই Scholarship Renew করার কোন প্রয়োজন নেই। নির্বাচিত মহিলা শিক্ষার্থীরা এককালীন 1 Lakh টাকা Scholarship পাবে এবং এছাড়াও অন্যান্য কিছু সুযোগ-সুবিধা পাবে।

URAM Scholarship Program এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

এই Scholarship এর মেয়াদ রয়েছে 1 বছর। যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য নির্বাচিত হবে তারা এককালীন 1 লক্ষ টাকা Scholarship পাবে।

Manage Fellowship CAEIRA 2022-23 : Amount, Last Date, Eligibility, Renewal !

URAM Scholarship Program এর Bank Account সম্বন্ধিত Details:-

এই Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account  থাকতে হবে এবং অবশ্যই Bank Account  টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

URAM Scholarship Program এর Terms and Conditions:-

  • শিক্ষার্থীদের শংসাপত্র এবং অন্যান্য মানদণ্ড গুলি মূল্যায়ন করবে UWH।
  • URAM উপদেষ্টা পরিষদ, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্যানেল দ্বারা শিক্ষার্থীদের যোগ্যতা গুলি পর্যালোচনা করে উপযুক্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
  • Scholarship এর জন্য আবেদন করার অর্থ Scholarship এর  জন্য যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়া নয়।
  • Application Form এর সঙ্গে শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা Documents  গুলি কোন প্রকার অসঙ্গতি দেখা দিলে বা শিক্ষার্থীরা ভুল তথ্য আপলোড করে থাকলে তাদের আবেদন গুলি বাতিল করা হবে।

URAM Scholarship Program এর Contact Details :-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

MICRON Technologies

Email – uram@micron.com

Abdul Kalam Technology Innovation National Fellowship 2022-23 : Last Date, Application Process, Eligibility !

FAQ:-

1. URAM Scholarship এর জন্য আবেদনের Last Date কি?
 ANS:- 30/01/2022
2. URAM Scholarship প্রদান করে কোন সংস্থা?
 ANS:- MICRON Technologies কর্তৃপক্ষ।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823