WBJEE ২০২৩ এর সমন্ধে বিস্তারিত সব কিছু জানুন এবার বাংলায় | WBJEE 2023 Registration Process, Eligibility, Form Correction Process, Syllabus & more !

WBJEE 2023 | WBJEE 2023 Registration | WBJEE Counselling | WBJEE 2023 Syllabus PDF | WBJEE Registration | WBJEE 2023 Application Form Correction | WBJEE 2023 Exam Pattern 

যারা যারা Higher Secondary পাস করে গেছো এবং ভবিষ্যতে Engineering হতে চাও তাদের জন্য আজকের আর্টিকেল টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে WBJEE বোর্ড WBJEE 2023 Exam এর সম্বন্ধে Official Bulletins জারি করেছে । প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 30/04/2023 তে অনুষ্ঠিত হতে চলেছে WBJEE 2023 Exam । 

WBJEE কী?

West Bengal Joint Entrance Examination বা WBJEE রাজ্য সরকার কর্তৃক গৃহীত একটি Centralized Competitive Exam যা গ্রহণ করে West Bengal Joint Entrance Examinations Board। Higher Secondary পাস এর পর পরীক্ষার্থীরা এই Exam এর জন্য Preparation নিতে পারে যার মাধ্যমে পরীক্ষার্থীরা Engineering এ পড়ার সুযোগ পায়। গত বছর সর্বমোট 81,393 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল এবং পাশ করেছিল সর্বমোট 80,132 জন। যারা যারা ভবিষ্যতে Engineering হতে চাও তারা অবশ্যই এই আর্টিকেলটি সম্পন্ন ভালোভাবে পড়ো সমস্যা থাকলে আমাদের জানাও কমেন্ট সেকশনে এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে।

Date

Paper/Subject

Duration 

30/04/2022 (Sunday)

Paper l (Mathematics)

11:00 P.M থেকে 01:00 P.M

Paper ll (Physics  & Chemistry)

02:00  P.M থেকে 04:00 P.M

WBJEE 2023 Overview:-

Coundcting Organisation West Bengal Joint Entrance Examination
Exam Name  WBJEE
Expected Candidate  80,000+
Exam Level  State Level 
Last Date  
Mode of Exam  Offline (OMR-based)
Mode of Application  Online 
Official Website https://wbjeeb.nic.in/

WBJEE 2023 Important Dates:-

WBJEE 2023 Official Notification Releasing  19/12/2022
WBJEE 2023 Online Application Starting  19/12/2022
WBJEE 2023 Online Application Closing  08/01/2023
Application Form Correction Window Opening  09-24/01/2023
WBJEE 2023 Exam 30/04/2023
WBJEE 2023 Answer Key Releasing  15/06/2023
WBJEE 2023 Result  15/06/2023
WBJEE 2023 Counselling 24/08/2023

WBJEE 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষে স্থায়ী বাসিন্দা হতে হবে।

Educational Qualification:-

Physics, Chemistry, Mathematics ও English Subject সহ আবেদনকারীকে Higher Secondary  বা তৎসংলগ্ন কোনও Exam পাস করতে হবে ন্যূনতম 45% মার্কস সহ। (SC, ST, OBC-A, OBC-B, PwD Category অন্তর্ভুক্ত পরীক্ষার্থী 40% মার্কস পেলেও আবেদন করতে পারবে।

WBJEE 2023 আবেদনের জন্য Age Limit:-

31/12/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে যথাক্রমে 17 বছর , মাথায় রাখবেন আবেদনকারীর বয়সের কোন উর্ধ্বসীমা নেই।

WBJEE 2023 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
UR/OBC/EWS  500
ST/SC/PWD  400

WBJEE 2023 Application Process:-

WBJEE 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা WBJEE এর Official Website থেকে এই Exam এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • WBJEE এর Official Website ভিসিট করুন।
  • Homepage থেকে WBJEE অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে আপনার সামনে আসবে New Registration Link , সেটিতে ক্লিক করুন।
  • আপনার নাম, পিতার মাতার নাম, DOB, Gender, Contact Details ও Type of Identification প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
  • এবার একটি Password ও Security Question সহ Answer তৈরী করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করুন একবার দেখে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা, যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
  • WBJEE 2023 এর Registration সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা Application Number পেয়ে যাবে Register করা Mobile Number ও Email এ।
  • এবার প্রাপ্ত Log In Details প্রদান করে এবার Log In করুন এবং আপনার সুবিধামতো Exam Center Select করুন।
  • আপলোড করুন আপনার Signature ও Photograph নির্দিষ্ট ফরম্যাটে। (এই সম্বন্ধে বিস্তারিত জানবো আমরা পরের সেকশনে।)
  • আপনার ক্ষেত্রে প্রযোজ্য Application Fees প্রদান করুন।
  • ইতিমধ্যে আপনার Application সম্পূর্ণ হয়েছে এখন Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করে নিন।

WBJEE 2023 আবেদনের জন্য Important Documents:-

Document Format Size  Dimention 
Passport Size Photograph JPG/JPEG 10 KB থেকে 200 KB এর মধ্যে  4 cm x 3 cm
Signature  JPG/JPEG 4 KB থেকে 30 KB এর মধ্যে 4 cm x 1.5 cm

WBJEE 2023 Application Form Correction:-

Application Form টি পূরণ এর সময় সাবধানতা অবলম্বন করে Form Fill Up করাটাই বাঞ্ছনীয়। যদি কোন ক্ষেত্রে Application Form এ তথ্য প্রদান করেন আপনার Exam প্রদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যদিও কোন কারনে ভুল হয়ে যায় WBJEE কর্তৃপক্ষ আবেদনকারীকে Application Form Correction এর সুযোগ প্রদান করে । 

বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 09/01/2022 থেকে 24/01/2023 পর্যন্ত Application Form Correction করা যাবে।একটা কথা মাথায় রাখবেন আপনি Application Form এর সমস্ত Details পরিবর্তন করতে পারবেন না। নিম্নে চার্টের মাধ্যমে যেই সব তথ্য পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন না তার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Corractable Details  Uncorrectable Details 
Domicile Candidate’s name
Category/ Pwd Status Father’s Name 
Tuition Fee Waiver Status Mother’s Name
Exam Centers Gender 
Photograph, Signature etc Date of Birth

WBJEE 2023 Application Form Correction Process:-

  • WBJEE এর Official Website ভিসিট করুন।
  • Homepage থেকে WBJEE অপশনে ক্লিক করুন।
  • সামনে থাকা WBJEE Form Correction অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে Application Form Number ও Password প্রদান করে Log In করুন।
  • এইবার প্রয়োজন অনুযায়ী যেই সব তথ্য পরিবর্তন করতে হবে সেটি পরিবর্তন করুন এবং Submit বাটনে ক্লিক করুন।

WBJEE 2023 Exam Centre:-

Districts  Zone  Zone Code 
Alipurduar Alipurduar 10
Bankura Bankura 11
Bankura Bishnupur 12
Birbhum Bolpur 13
Birbhum Suri 14
Cooch Behar Cooch Behar 15
Dakshin Dinajpur Balurghat 16
Darjeeling Kurseong 17
Darjeeling Siliguri 18
Hooghly Arambagh 19
Hooghly Bandel/Chinsurah 20
Hooghly Serampore 21
Howrah Howrah Maidan/Shibpur 22
Howrah Salkia/Bally/Uttarpara 23
Howrah Santragachi/Domjur 24
Howrah Uluberia 25
Jalpaiguri Jalpaiguri 26
Jhargram Jhargram 27
Kalimpong Kalimpong 28
Kolkata Central Kolkata (Moulali/Beliaghata/Narkel Danga/Phool Bagan/Kakurgachi/Park Circus) 29
Kolkata North Kolkata(Shyam bazar/ Bagh Bazar/Girish Park/Burra Bazar/ College Street/Sealdah) 30
Kolkata Salt Lake/New Town (Salt Lake/Lake Town/New Town/Rajar Hat) 31
Kolkata South Kolkata (Ballygaunge/MintoPark/Bhowanipore/Tollygaunge/Jadavpur) 32
Kolkata West Kolkata (Joka/Behala/Alipore/Chetla/Khidirpore/BudgeBudge) 33
Malda Malda 34
Murshidabad Berhampur 35
Murshidabad Jiaganj 36
Murshidabad Raghunathganj 37
Nadia Kalyani 38
Nadia Krishnanagar 39
Nadia Nabadwip  40
North 24 Parganas Ashoknagar 41
North 24 Parganas Barasat(Airport/Madhyamgram/Barasat) 42
North 24 Parganas Barrackpur(Dum Dum Jn. To Barrackpur) 43
North 24 Parganas Basirhat 44
Paschim Burdwan Asansol 45
Paschim Burdwan Durgapur 46
Paschim Medinipur Garbeta  47
Paschim Medinipur Kharagpur 48
Paschim Medinipur Medinipur 49
Purba Burdwan Burdwan  50
Purba Medinipur Contai 51
Purba Medinipur Haldia 52
Purba Medinipur Tamluk 53
Purulia Purulia 54
South 24 Parganas Garia/Sonarpur/Baruipur 55
South 24 Parganas Jainagar 56
Uttar Dinajpur Raiganj 57
     
Other States    
Assam Silchar 58
Tripura Agartala 59

পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যের বাসিন্দা পরীক্ষার্থীদের জন্য

District 

Zone 

Howrah

Salkia/Bally/Uttarpara

Kolkata

Salt Lake/New Town

(Salt Lake/Lake Town/New Town/Rajar Hat)

Kolkata

South Kolkata (Ballygaunge/Minto Park/Bhowanipore/Tollygaunge/Jadavpur)

Kolkata

West Kolkata (Joka/Behala/Alipore/Chetla/Khidirpore/Budge Budge)

Paschim Burdwan

Asansol

Paschim Burdwan

Durgapur 

WBJEE 2023 Exam Pattern:-

  • Mode:- Offline Mode এ OMR Sheet এর মাধ্যমে Entrance Exam গ্রহণ করা হবে।
  • Duration:- প্রতিটি Paper এর জন্য থাকবে বরাদ্দ 2 Hours (অর্থাৎ 4 Hours)।
  • Type of Questions:-  Multiple Choice Questions (Objective Type ) এর Question থাকবে। 
  • Paper:-Paper 1 এ থাকবে Mathematics ও Paper 2 তে Physics ও Chemistry সম্মানিত Questions।
  • Number of Questions:- Mathematics , Physics ও Chemistry তে থাকবে যথাক্রমে 70, 40 ও 40 টি Questions।
  • Mode of Answering:- প্রতিটি Question এর Answer এর জন্য OMR Sheet এ চারটি অপশন থাকবে , তার মধ্যে সঠিক উত্তরটি বাছাই করে, নির্দিষ্ট অপশনটি পাশে থাকা Circle টি কালো কালি কলম দিয়ে ভরতে হবে।
  • Marking System:– Category 1 এর ক্ষেত্রে প্রতি Question এর সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে এক নম্বর করে, অপর ক্ষেত্রে Category 2 ও 3 এর ক্ষেত্রে প্রতি Question এর সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 2 নম্বর করে।
  • Negative Marking:- Category 1 এর ক্ষেত্রে প্রতি Question এর ভুল উত্তরে পরীক্ষার্থীর 0.25 নম্বর কাটা হবে, অপর ক্ষেত্রে Category 2 এর ক্ষেত্রে প্রতি Question এর ভুল উত্তরে 0.50 মার্কস কাটা হবে এবং  Category 3 এর ক্ষেত্রে Negative Marking নেই।
Number of Questions Mathematics Physics Chemistry
Category 1 50 30 30
Category 2 15 05 05
Category 3 10 05 05
Total 75 40 40

বিশেষ দ্রষ্টব্য:- Mark Allotment এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Subject Marks 
Mathematics 100
Physics 50
Chemistry 50
Total  200

WBJEE 2023 Syllabus:-

  • Mathematics:- Algebra, Sets, Relations and Mappings, Logarithms, Arithmetic Progression G.P., H.P, Complex Numbers, Permutation and combination, Polynomial equation, Principle of mathematical induction, Matrices, Binomial theorem, Statistics এবং Probability ইত্যাদি। 
  • Physics:- Physical World, Measurements, Units & dimensions, Kinematics,Laws of Motion, The motion of centre of mass, connected systems, Friction,Gravitation, Bulk properties of matter, Viscosity, Thermodynamics, Kinetic theory of gases, Oscillations & Waves, Electrostatics, Current Electricity, Magnetic effect of current, Magnetics, Electromagnetic induction & alternating current, Electromagnetic waves, Optics I (Ray optics), Optics II (Wave Optics), Particle nature of light & wave-particle dualism,Atomic Physics, Nuclear Physics এবং Solid state Electronics ইত্যাদি। 
  • Chemistry:- Atoms, Molecules and Chemical Arithmetic, Atomic Structure, Radioactivity and Nuclear Chemistry,Principles of Qualitative Analysis, Introduction to Bio-Molecules, Application Oriented chemistry, Aromatic Compounds, Alcohol, Haloalkanes and Haloarenes, Compounds, Chemistry of Carbon Compounds, Environmental Chemistry, Surface Chemistry, Polymers, Chemistry in Industry, Chemistry of Metals, Chemistry of Non-Metallic Elements and their Compounds, Hydrogen, Ionic and Redox Equilibria, Physical Chemistry of Solutions, Chemical Energetics and Chemical Dynamics, Gaseous State, Liquid State, Solid State এবং Coordination Compounds ইত্যাদি। 

WBJEE 2023 Admit Card:-

WBJEE Exam এর দুই সপ্তাহ আগেই সাধারণত Admit Card Release করা হয়ে থাকে WBJEE এর Official Website এ। পরীক্ষার্থীরা তাদের Application Form Number ও Password প্রদান করে Admit Card বা Hall Ticket Download করতে পারবে। পরীক্ষার্থীরা অবশ্যই মনে রাখবেন যে একমাত্র Official Website থেকে Download করা Admit Card এর Print Out কপি একমাত্র গ্রাহ্য করা হবে। এ সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তী কালে জানব।

WBJEE 2023 Result:-

স্থায়ী Answer Key ঘোষণা করার পরে, WBJEE এ Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। WBJEE ফলাফল WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

WBJEE 2023 Counselling:-

Result ঘোষণার পরেই WBJEE এর Counselling শুরু হয়ে যাবে। পাস করা পরীক্ষার্থীরা একমাত্র Counselling এর জন্য আবেদন করতে পারবে। Counselling এর জন্য পরীক্ষার্থীদের পৃথকভাবে Registration করতে হবে। Exam এ প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে পরীক্ষার্থীদের College Allotment করা হবে । Counselling এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তীকালে আলোচনা করব।

WBJEE 2023 Contact Details:-

The Controller of Examination 

West Bengal Joint Entrance Examination Board 

DB-118, Sector l, Salt Lake City, Kolkata 700064

  • Help Desk Number:- 1800-1023-781, 1800-123-4782 (Ext. No- 2)
  • Email ID:- info@wbjeeb.in 

WBJEE 2023 Important Links:-

WBJEE 2023 Official Bulletin Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. WBJEE 2023 Exam কবে অনুষ্ঠিত হবে?
ANS:- 30/04/2023
2. WBJEE 2023 Exam Registration Starting Date কী?
ANS:-19/12/2022
3. WBJEE 2023 Exam Registration Last Date কী?
ANS:-
4. আমার বাড়ি পশ্চিমবঙ্গে নয় আমি কি আবেদন করতে পারব WBJEE এর জন্য?
ANS:- হ্যাঁ পারবে।
5. WBJEE 2023 Counselling কবে থেকে শুরু হবে?
ANS:- এখনো জানানো হয় নি ।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823