Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) 2022-23 Eligibility, Admit Card, Syllabus, Pattern, Result, Cutoff

বর্তমানকালে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এক চ্যালেঞ্জ। এমতাবস্তায় এরকম পরিবারের  ছেলে বা মেয়ে যদি Medical Course বা Engineering Course সম্বন্ধিত Graduation Course সম্পন্ন করার কথা আমদের মাথায় আসে তা আরো অসম্ভব হয়ে দাঁড়ায়। এইসব পরিবারের ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়ানোর জন্য কর্তৃপক্ষ নিয়ে এসেছে Kishore Vaigyanik Protsahan Yojana । যদি আপনি ভবিষ্যতে বিজ্ঞান ভিত্তিক Course সম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেল টি ভালো ভাবে পড়ুন।

Kishore Vaigyanik Protsahan Yojana কী ?

চিকিৎসা বিভাগ তথা বিজ্ঞান বিভাগে যেসমস্ত ছাত্রছাত্রীরা Undergraduate Course এ পড়াশোনা করছে তাদের জন্য অন্যতম একটি Scholarship প্রকল্প হল Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY)। এই প্রকল্পের নির্বাচিত শিক্ষার্থীরা Undergraduate Course চলাকালীন মাসে সর্বাধিক 7000 টাকা পর্যন্ত Scholarship পেয়ে থাকে। এই মাসিক বৃত্তি ছাড়াও প্রত্যেক বছর নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেক বছর এককালীন কিছু পরিমাণ টাকা প্রদান করা হয় যা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের সম্পূর্ণ Undergraduate Course এর খরচ চালাতে পারবে। সমগ্র ভারত বর্ষ থেকে ছেলে-মেয়ে, ধনী-দরিদ্র প্রভৃতি সকল শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Kishore Vaigyanik Protsahan Yojana প্রদানের উদ্দেশ্য কী?

এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা গ্রহণে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা এবং দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সাহায্য প্রদান করা। যে সমস্ত শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে কোন একটি বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক অথবা ভবিষ্যতে চিকিৎসা বিভাগে নিজেদের নিযুক্ত করতে ইচ্ছুক তাদের পড়াশোনার ক্ষেত্রে সর্বাঙ্গীণ উন্নতির লক্ষ্যে Scholarship প্রণয়ন করা হয়েছে।

Kishore Vaigyanik Protsahan Yojana এর জন্য কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত শিক্ষার্থীরা ভারতবর্ষের কোন একটি স্বীকৃত কলেজে বা বিশ্ববিদ্যালয়ে Undergraduate Degree তে বিজ্ঞান ভিত্তিক কোন একটি বিষয় নিয়ে প্রথম বর্ষে ভর্তি হবে তারা Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

Kishore Vaigyanik Protsahan Yojana এর Important Dates :-

Kishore Vaigyanik Protsahan Yojana Online Application Starting Date 12/07/2021
Kishore Vaigyanik Protsahan Yojana Online Application Closing Date 06/09/2021
Last Date of Paying Application Fees for Kishore Vaigyanik Protsahan Yojana 09/09/2021
Admit Card Download Starting 07/10/2021
Kishore Vaigyanik Protsahan Yojana Exam 07/11/2021

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Kishore Vaigyanik Protsahan Yojana এর Selection Process:-

Online এ Application Form জমা করা শেষ হলে শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রাথমিকভাবে একটি Merit List প্রস্তুত করা হবে। এই তালিকার অন্তর্গত শিক্ষার্থীদের মধ্যে একটি যোগ্যতা যাচাইকরন পরীক্ষা নেওয়া হবে।

Kishore Vaigyanik Protsahan Yojana এর Distribution Process:-

যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তাদের সরাসরি Bank Account এর মাধ্যমে Scholarship এর  টাকা গুলি প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা এই Scholarship প্রত্যেক বছরের হিসাবে পেতে থাকবে।

Kishore Vaigyanik Protsahan Yojana এর Scholarship Amount  :-

  • SA/SX/SB Stream এর শিক্ষার্থীরা B.Sc./ B.S./ B.Stat./B.Math./M.S./ Integrated M.S. Degree এর প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত প্রত্যেক মাসে 5000 টাকা করে Stipend পাবে। এই মাসিক বৃত্তি ছাড়াও নির্বাচিত ছাত্রছাত্রীরা প্রত্যেক বছরে 20000  টাকা করে অতিরিক্ত একটি Scholarship পাবে।
  • M.Sc./M.S./M.Math./M.Stat. Degree এর চতুর্থ ও পঞ্চম বর্ষের ছাত্র ছাত্রীরা প্রত্যেক মাসে 7000 টাকা করে Stipend কবে। এই টাইপের ছাড়াও ভিত্তিক শিক্ষার্থী বছরে 28000 টাকা করে Scholarship পাবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Kishore Vaigyanik Protsahan Yojana এর Eligibility:-

SA Stream –

  • বর্তমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে অথবা ভর্তির জন্য আবেদন  করতে হবে।
  • Higher Secondary Board এর পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর ( SC/ST & PWD প্রার্থীদের জন্য 50%) অর্জন করতে হবে এবং বিজ্ঞানভিত্তিক কোন একটি বিষয় (B.Sc./B.S./B.Stat./B.Math./Int. M.Sc./M.S.) নিয়ে ।
  • Undergraduate Course এ ভর্তি হবার আকাঙ্খা রাখতে হবে।

SX Stream – 

  • বর্তমান শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে ।
  • Higher Secondary Board এর পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর ( SC/ST & PWD প্রার্থীদের জন্য 50%) অর্জন করতে হবে।
  • Undergraduate Course এ বিজ্ঞানভিত্তিক কোন একটি বিষয় (B.Sc./B.S./B.Stat./B.Math./Int. M.Sc./M.S.) নিয়ে ভর্তি হবার আকাঙ্খা রাখতে হবে।

SB Stream –

  • আবেদনকারীকে অবশ্যই Higher Secondary পাশ হতে হবে।
  • চলতি বছরে Undergraduate Course এ বিজ্ঞানভিত্তিক কোন একটি বিষয় (B.Sc./B.S./B.Stat./B.Math./Int. M.Sc./M.S.) নিয়ে ভর্তি হতে হবে।
  • Undergraduate Degree এর প্রথম বর্ষের পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর ( SC/ST & PWD প্রার্থীদের জন্য 50%) অর্জন করতে হবে।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Kishore Vaigyanik Protsahan Yojana Syllabus :-

KVPY Exam 2021 পরীক্ষা তে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এই চারটি বিষয় হলো

  1. Physics
  2. Chemistry
  3. Biology
  4. Mathematics

Kishore Vaigyanik Protsahan Yojana Exam Pattern:-

প্রত্যেক স্ট্রিমের জন্য পরীক্ষার বিষয় এবং নির্ধারিত সময় সমান। Physics, Chemistry, Mathematics, এবং Biologyমূলত এই চারটি বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রয়েছে তিন ঘন্টা। প্রত্যেক স্ট্রিম এর জন্য পরীক্ষা পদ্ধতি গুলি ভিন্ন, এগুলি নিচে আলোচনা করা হয়েছে

SA Stream Exam Pattern :-

  • এই পরীক্ষাটি একটি Computer Based Test যেখানে মোট 80 টি বিকল্প ভিত্তিক প্রশ্ন করা হয়,

  • এই 80 টি প্রশ্ন 2 টি বিভাগে ভাগ করা হয়েছে। যথা Part 1 এবং Part 2

  • Part 1 এ মোট 60 টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য অতিরিক্ত 0.25 নম্বর কেটে নেওয়া হবে।

  • Part 2 এ মোট 20 টি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান 2 এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য অতিরিক্ত 0.5 নম্বর কেটে নেওয়া হবে।

  • পরীক্ষার জন্য নির্ধারিত সময় 3 ঘণ্টা (9:30 AM to 12: 30 PM.)

  • প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক,

  • ইংরেজি এবং হিন্দি এই দুইটি ভাষাতে প্রশ্নপত্র পাওয়া যাবে।

SX/SB Stream Exam Pattern:-

  • এই পরীক্ষাটি একটি computer-based test যেখানে মোট 120 টি বিকল্প ভিত্তিক প্রশ্ন করা হয়,

  • এই 120 টি প্রশ্ন 2 টি বিভাগে ভাগ করা হয়েছে। যথা Part 1 এবং Part 2

  • Part 1 এ মোট 80টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 1 এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য অতিরিক্ত 0.25 নম্বর কেটে নেওয়া হবে।

  • Part 2 এ মোট 40 টি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান 2 এবং প্রত্যেক ভুল উত্তরের জন্য অতিরিক্ত 0.5 নম্বর কেটে নেওয়া হবে।

  • Part 1 এর চারটি বিষয়ের মধ্যে যেকোন তিনটি বিষয়ে প্রশ্ন গুলি শিক্ষার্থীদের উত্তর দিতে হবে এবং Part 2 এ চারটি বিষয়ের মধ্যে যেকোনো দুইটি বিষয়ে উত্তর লিখতে হবে।

  • এই পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রয়েছে 2:00 PM to 5:00 PM

Lady Tata Trust Young Researcher Award 2022-23 : Application Process, Eligibility , Last Date etc.

Kishore Vaigyanik Protsahan Yojana Admit Card:-

পরীক্ষার জন্য প্রয়োজনীয় এডমিট কার্ড গুলি প্রকাশিত করা হয়েছে গত 22 শে ডিসেম্বর 2021। শিক্ষার্থীরা তাদের লগইন আইডি দিয়ে পোর্টালে লগইন করে নিজেদের এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারবে। এই এডমিট কার্ডের মধ্যে শিক্ষার্থীদের নাম, রোল নাম্বার, পরীক্ষার সেন্টার, পরীক্ষার সময় ইত্যাদি তথ্য গুলি দেওয়া থাকবে।

Documents Required at Kishore Vaigyanik Protsahan Yojana Exam :-

KVPY Exam 2021 পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীদের নিম্নলিখিত ডকুমেন্টগুলি সঙ্গে রাখতে হবে

  1. পরীক্ষার জন্য প্রয়োজনীয় Admit Card ,

  2. পরীক্ষার্থীর একটি বৈধ পরিচয়পত্র (কলেজের পরিচয় পত্র, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি)

Kishore Vaigyanik Protsahan Yojana Answer Key:-

  • KVPY exam 2021 পরীক্ষার অ্যানসার কি আপলোড করবে IISc অনলাইন মোডে,

  • প্রত্যেক স্ট্রিম এর জন্য আলাদা আলাদা অ্যানসার কি PDF ফাইল আকারে প্রকাশ করা হবে,

  • পরীক্ষার্থীরা নিজেদের স্ট্রিম সিলেক্ট করে নিয়ে অ্যানসার কি ডাউনলোড করতে পারবে,

  • অ্যানসার কি সম্বন্ধে যদি কোন পরীক্ষার্থীর কোন প্রকার প্রশ্ন থাকে তবে তারা তাদের অভিযোগগুলি জানাতে পারবে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের স্কলার্শিপ পরিচালন সংস্থা কে সরাসরি জানাতে হবে।

Dhirubhai Ambani Scholarship (2022-23) Overview, Eligibility and Application Process, Last Date !

Kishore Vaigyanik Protsahan Yojana Result :-

KVPY Exam 2021 পরীক্ষার ফলাফল ঘোষণা করবে IISC Bangalore একটি PDF ফাইল আকারে। শুধুমাত্র যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার এই ফাইলের মধ্যে নথিভুক্ত থাকবে। পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফলগুলি ঘোষণা করা হবে। পরীক্ষার্থীরা নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করি এই পরীক্ষার ফলাফল জানতে পারবে

  • প্রথমে নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করুন – (https://school.careers360.com/articles/kvpy-result)

  • প্রত্যেক স্ট্রিম এবং ক্যাটাগরি অনুযায়ী উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের নাম সমন্বিত একটি PDF ফাইল ওপেন হবে।

  • নিজেদের স্ট্রিম বেছে নিতে হবে (SA/SX/SB)

  • এই ফাইল থেকে শিক্ষার্থীদের নিজেদের নাম সমন্বিত পৃষ্ঠাটি বেছে নিতে হবে এবং এটি প্রিন্ট করে রাখতে হবে,

Kishore Vaigyanik Protsahan Yojana Cut of Marks:-

পরীক্ষার নম্বর হলো এই পরীক্ষার জন্য কোয়ালিফাইং নম্বর। যে সমস্ত পরীক্ষার্থীরা এই KVPY exam 2021 পরীক্ষায় ন্যূনতম কাট অফ মার্ক অর্জন করে পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। IISC প্রতিটি স্ট্রিম এর জন্য আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্ক উল্লেখ করে দিয়েছে

SA Stream-

  • Gen/OBC – 52

  • SC/ST/PwD – 40

SX Stream-

  • Gen/OBC – 52

  • SC/ST/PwD – 40

SB Stream-

  • Gen/OBC – 47

  • SC/ST/PwD – 35

COVID Crisis (Jyoti Prakash) Support Scholarship Program 2022 : Apply Online & Get Up To 30000 Per Years !

Kishore Vaigyanik Protsahan Yojana Admit Card Download Process:-

  • প্রথমে KVPY এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (http://kvpy.iisc.ac.in/main/index.htm)
  • এরপরে “KVPY 2021 Admit card.” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপরে পোর্টালে Application Number  এবং DOB ইন্টার করতে হবে,
  • এরপরে “Submit” বাটনে ক্লিক করতে হবে।
  • এবারে Admit Card ড শো করবে, প্রত্যেক শিক্ষার্থীকে Admit Card  অন্তত 2 টি করে কপি প্রিন্ট করতে হবে।

পরীক্ষার জন্য এই এডমিট কার্ড গুলি অত্যন্ত প্রয়োজনীয়। এডমিট কার্ড ছাড়া কোন পরীক্ষার্থীকে পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর আগের দিন পর্যন্ত শিক্ষার্থীরা এই এডমিট কার্ড গুলো ডাউনলোড করতে পারবে।

Kishore Vaigyanik Protsahan Yojana এর Application Process:-

  • Scholarship  পেতে ইচ্ছুক শিক্ষার্থীরা প্রথমে নিম্নলিখিত লিংকটিতে ক্লিক করতে হবে – http://kvpy.iisc.ac.in/main/index.htm
  • আবেদন করার পূর্বে পোর্টাল থেকে Scholarship সংক্রান্ত সমস্ত ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিতে হবে।
  • এরপরে ‘Register Online’ বাটনে ক্লিক করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Register এর Form টি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় কিছু Documents  পোর্টালে আপলোড করতে হবে,
  • এরপরে আবেদনের জন্য Application Fee Payment করতে হবে। আবেদনকারীরা বিভিন্ন Online  মাধ্যম যেমন Credit Card, Debit Card, Net Banking, UPI ইত্যাদির মাধ্যমে Application Fee Payment করতে পারবে।
  • Fee Payments করা হয়ে গেলে Form টি Submit করতে হবে।

Kishore Vaigyanik Protsahan Yojana Renewal:-

Scholarship Renew করার জন্য শিক্ষার্থীদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষায় ধারাবাহিকভাবে উত্তীর্ণ হতে হবে। Scholarship পোর্টালে Login  এবং Password দিয়ে Log In  করে বিগত বছরের পরীক্ষার Mark Sheet এবং বর্তমান বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ গুলি Submit  করলে Scholarship বর্তমান বর্ষে Renew  হয়ে যাবে।

PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা

Kishore Vaigyanik Protsahan Yojana এর Important Documents:-

আবেদন আবেদন করার সময় যে সমস্ত Documents গুলি প্রয়োজন সেগুলি হল –

  1. আবেদনকারীর এক Copy Photo এবং Signature এর একটি Copy,
  2. SC/ST ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য Caste Certificate
  3. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য Disability Certificate,

Kishore Vaigyanik Protsahan Yojana এর Official Guideline Download:-

Kishore Vaigyanik Protsahan Yojana এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

Scholarship Renew  হওয়ার পরে যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট Course টি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেক বছর Scholarship এর  টাকা তাদের Bank Account এ জমা হয়ে যাবে।

Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন

Kishore Vaigyanik Protsahan Yojana এর Bank Account Details :-

ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে একটি Active Bank Account থাকতে হবে এবংঅবশ্যই Bank Account এর সঙ্গে Aadhar Number সংযুক্ত থাকতে হবে।

Kishore Vaigyanik Protsahan Yojana এর Terms & Conditions :-

  • এই Scholarship এর জন্য আবেদন সম্পূর্ণ Online  মাধ্যমে হবে।
  • যদি কোন শিক্ষার্থী ভারত সরকারের তরফ থেকে কিংবা অন্য কোন বেসরকারি সংস্থা থেকে কোন প্রকার Scholarship পেয়ে থাকে তবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।
  • Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের Undergraduate পাশ করছে বিজ্ঞান ভিত্তিক একটি বিষয় নিয়ে ভারতবর্ষে কোন স্বীকৃত কলেজে ভর্তি হতে হবে।
  • কোনো কারণবশত শিক্ষার্থীরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে অথবা পড়াশোনা বন্ধ করে দেয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাঁটাই করে তবে তাদের জন্য Scholarship টি বন্ধ হয়ে যাবে।
  • Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ছাড়াও অতিরিক্ত 50000  জনের একটি তালিকা তৈরি করা হবে। যদিও এই 5000 জন শিক্ষার্থীর এক Certificate পাওয়া যাবে তবুও এই সমস্ত শিক্ষার্থীরা Kishore Vaigyanik Protsahan Yojana Scholarship এর  জন্য নির্বাচিত হবে না।

AICTSD Albert Einstein International Scholarship Test | Check Application, Eligibility, Exam Pattern !

Kishore Vaigyanik Protsahan Yojana এর Contact Details:-

Kishore Vaigyanik Protsahan Yojana Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

The Convener, Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY),

Indian Institute of Science,

Bangalore 560012,

Phone: 08022932975, 08022932976, 23601008, 22933536;

Email: application@kvpy.iisc.ernet.in

FAQ:-

1. KVPY কি ?
ANS:-KVPY মানে Kishore Vaigyanik Protsahan Yojana, যা বিজ্ঞানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য একটি জাতীয় স্তরের Fellowship  প্রোগ্রাম।
2. Kishore Vaigyanik Protsahan Yojana Scholarship আবেদনের Last Date কি?
ANS:- 06/09/2021
3. কিভাবে আপনি Apply করতে পারবেন KVPY এর জন্য ?
ANS:- KVPY এর Official Website থেকে  Online এ Apply করতে পারবেন ।
4. KVPY 2022 কি Postponed হবে?
ANS:-বন্ধ হতে পারে Covid এর কারনে।
5. KVPY 2022 এর Interview কবে নেওয়া হবে  ?
ANS:- 2023 এর January মাসের তৃতীয় সপ্তাহে নেওয়া হবে Interview।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823