Scholarship ও Fellowship এর কথা আমাদের মাথায় আসলে আমাদের মাথায় অজান্তেই চলে আসে পড়াশোনা। এই চিরাচরিত ধরনের একদম বিপরীত ধরনের Fellowship এর সম্বন্ধে আজ আমরা আলোচনা করতে চলেছি। আপনি যদি শিল্পী হয়ে থাকেন বা বিভিন্ন রকম স্থাপত্যকর্মের সাথে নিযুক্ত হয়ে থাকেন তাহলে আপনারা আজকের আলোচনা করা Kriti Fellowship এর জন্য আবেদন করতে পারবেন। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
Kriti Fellowship কী ?
আমরা সচরাচর দেখতে পাই ভারতবর্ষে অধিকাংশ Scholarship ও Fellowship প্রদান করা হয় শিক্ষার বিস্তারের ক্ষেত্রে। তবে এই দিক থেকে বিচার করলে দেখা যায় Kriti Fellowship প্রকল্প ভিন্নধর্মী একটি প্রকল্প। ভারতবর্ষের বিভিন্ন প্রকারের স্বতন্ত্র শিল্পীরা যারা শিল্পকলা, কারুকার্য কিংবা ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত তাদের প্রতিভার বিকাশ এর জন্য এবং তাদের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল করার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পটি একপ্রকার বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত একটি Fellowship প্রকল্প। সমাজের অর্থপূর্ণ পরিবর্তন ঘটানোর জন্য The Hyphen, WeCare এবং Discovery Village এর সহযোগে ভারতের স্বতন্ত্র শিল্পীদের আর্থিক সহায়তা প্রদান করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে। 30 বছরের কম বয়সি, শিল্পকলার সঙ্গে যুক্ত এমন সমস্ত ভারতীয় যুবক যুবতীরা এই প্রকল্পের আবেদন করতে পারবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Kriti Fellowship প্রদানের উদ্দেশ্য কী?
এই Fellowship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষের বিভিন্ন প্রকারের স্বতন্ত্র শিল্পীদের নির্বাচন করা এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানো। শিল্পীদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য এককালীন 1 Lakh টাকা Fellowship প্রদান করা হবে এবং বিশিষ্ট শিল্পীদের সঙ্গে Mentorship এর সুযোগ প্রদান করা হবে।
Kriti Fellowship এর জন্য কারা আবেদন করতে পারবেন?
ভারতবর্ষের যে সমস্ত যুবক যুবতীরা বিভিন্ন প্রকারের শিল্পকলা, কারুকার্য বা ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যারা নিজেদের শিল্পকলার মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গির বদল ঘটানোর চেষ্টা করছেন তারা এই Fellowship এর জন্য আবেদন করতে পারবেন।
Kriti Fellowship এর Important Dates :-
Kriti Fellowship Online Application Starting | 10/12/2021 |
Kriti Fellowship Online Application Closing | 31/01/2022 |
Kriti Fellowship Winner Announcement | 10/02/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Kriti Fellowship এর Selection Process:-
প্রকল্পের আবেদন করার সময় প্রার্থীরা নিজেদের শিল্পকর্মের যে ফটোকপি অথবা গ্রাফিক গুলি আপলোড করবে সে গুলির মধ্যে বিচার বিবেচনা করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
Kriti Fellowship এর Distribution Process:-
এই Fellowship এর জন্য সমগ্র ভারত বর্ষ থেকে মোট 25 জন প্রার্থীকে নির্বাচন করা হবে এবং Fellowship এর টাকাগুলি সরাসরি নির্বাচিত প্রার্থীদের ব্যাংক একাউন্টে প্রদান করা হবে।
Kriti Fellowship এর Benefit :-
- যে সমস্ত শিল্পীরা এই Fellowship এর জন্য নির্বাচিত হবে তারা এককালীন 1 Lakh টাকা Fellowship পাবে।
- প্রার্থীরা বিশিষ্ট শিল্পীদের সঙ্গে Mentorship এর সুযোগ পাবে।
- এছাড়াও নির্বাচিত প্রার্থীরা একটি মিউজিয়াম তৈরীর একটি নিরবচ্ছিন্ন অংশ হওয়ার সুযোগ পাবে।
Kriti Fellowship এর Eligibility:-
- আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতের একজন স্বতন্ত্র শিল্পী হতে হবে।
- আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Kriti Fellowship এর Application Process:-
- যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন “https://thehyphen.in/kriti-fellowship-apply-now/ “
- লিংকে ক্লিক করলে Kriti Fellowship এর Application Form টি ওপেন হবে,
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’ বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে। সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- এই প্রকল্পের জন্য আবেদন করার সময় প্রার্থীদের নিজেদের শিল্পকর্মের একটি ফটোকপি অথবা গ্রাফিক এবং সেই শিল্পকর্মের বিষয়ে এক পৃষ্ঠার একটি নোট পোর্টালে আপলোড করতে হবে।
Kriti Fellowship এর Renewal:-
এই Fellowship এর ক্ষেত্রে Fellowship Renew করার কোন প্রয়োজন নেই। Fellowship এর টাকা টি নির্বাচিত প্রার্থীদের মধ্যে এককালীন প্রদেয় অর্থ হিসাবে প্রদান করা হবে।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Kriti Fellowship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
এই Fellowship এককালীন প্রদেয় একটি অর্থ। প্রকল্পের জন্য নির্বাচিত প্রার্থীদের কালীন 1 Lakh টাকা Fellowship পাবে। তবে নির্বাচিত 25 জন সেরা ভাস্কর্য শিল্পীদের বর্জ্য প্লাস্টিক থেকে নির্মিত দুর্দান্ত ভাস্কর্য গুলিকে জীবন্ত এবং মনোময় করে তোলার জন্য যে প্রশিক্ষণটি দেওয়া হবে তা তিন সপ্তাহ ধরে চলবে।
Kriti Fellowship এর Bank Account সম্বন্ধিত Details:-
এই Fellowship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
Kriti Fellowship এর Terms & Conditions :-
- কেবলমাত্র ভারতবর্ষের স্বতন্ত্র শিল্পীরাই এই Fellowship এর জন্য আবেদন করতে পারবে।
- শিল্পীরা তাদের ভাস্কর্য নির্মাণ করতে পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় বেছে নেওয়ার সুযোগ।
এই পাঁচটি বিষয় হলো –
- Biodiversity
- My Waste, My Responsibility
- Waste in My Community
- Segregation at Source
- Responsible Consumption
- চূড়ান্ত পর্যায়ে যে সব ভাস্কর্য গুলি থাকবে সেই সবগুলি Fellowship আয়োজক কমিটির সম্পত্তি হিসেবে রয়ে যাবে।
- বাছাই প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র একটি শিল্পকর্ম নির্বাচন করা হবে।
- এই উন্মুক্ত Fellowship এর অংশ হিসেবে 25 জন সেরা ভাস্কর্য শিল্পীদের নির্বাচন করা হবে এবং বর্জ্য প্লাস্টিক থেকে নির্মিত দুর্দান্ত ভাস্কর্য গুলিকে জীবন্ত এবং মনোময় করে তোলার জন্য তিন সপ্তাহের একটি মনিটরিং প্রোগ্রাম চলবে।
- এই ভাস্কর্যগুলিকে বেঙ্গালুরু শহরের কাছে নন্দী পাহাড়ে ভারতবর্ষের প্রথম ‘Museum of Plastic Waste Art’ এ রাখা হবে,
Lady Tata Trust Young Researcher Award 2022-23 : Application Process, Eligibility , Last Date etc.
Kriti Fellowship এর Contact Details:-
এই Fellowship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Email : fellowship@thehyphen.in
FAQ:-
1. Fellowship for Artists in India কি ?
2. Holland Scholarship এর আবেদনের Last Date কি ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।