Santoor Women’s Scholarship 2022-23 | Dates, Eligibility, Application Process Win 24,000 Per Month !

গত 2016-17 শিক্ষাবর্ষে Wipro Cares এবং Wipro Consumer Care & Lighting Group অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের Graduation Degree তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এক অভিনব প্রকল্প শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে উক্ত রাজ্যের মহিলা শিক্ষার্থীরা তাদের Graduation Degree এর  প্রত্যেক বছরের 24000 টাকা করে Scholarship পাবে। মনে রাখবেন এই Scholarship টি পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য নয়।

Santoor Women’s Scholarship কী ?

ভারতবর্ষে নারী শিক্ষার বিস্তার এবং নারী শিক্ষার উন্নতির জন্য সরকারি তরফ থেকে অথবা কোন বেসরকারি সংস্থা থেকে যে সমস্ত Scholarship  প্রদান করা হয় তাদের মধ্যে অন্যতম একটি  Scholarship প্রকল্প হল Santoor Women’s Scholarship । ভারতবর্ষের মধ্যে থেকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের মহিলা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে এই  Scholarship এর সূচনা করা হয়েছে। উক্ত তিনটি রাজ্য থেকে যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা সাধারণ উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যেকোনো বিষয়ে তিন বছরের Graduation  Degree তে ভর্তি হবে তারা এই Scholarship এর আবেদন করার জন্য যোগ্য।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Santoor Women’s Scholarship প্রদানের উদ্দেশ্য কী?

এই Scholarship প্রকল্পের প্রধান উদ্দেশ্য নারী শিক্ষার বিকাশ ঘটানো, উচ্চশিক্ষায় নারী সমাজকে উদ্বুদ্ধ করা এবং একটি আর্থিক সহায়তা প্রদান করা যাতে বর্তমান সমাজে মহিলারা Graduation Degree অর্জন করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে।

Santoor Women’s Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন?

ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্য থেকে যে সমস্ত মেয়ে শিক্ষার্থীরা Madhyamik এবং Higher Secondary Degree অর্জন করার পর তিন বছরের জন্য এবং Graduation Degree তে ভর্তি হবে তারা সকলেই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

Santoor Women’s Scholarship এর Important Dates :-

Santoor Women’s  Scholarship Online Application Starting Date *
Santoor Women’s  Scholarship Online Application Closing Date 21/01/2021

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Santoor Women’s Scholarship এর Selection Process:-

Scholarship প্রদান সংক্রান্ত সমস্ত বিষয় গুলি পর্যালোচনা করবে Wipro Cares। Application Form জমা করা শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের Application Form গুলি এবং শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা Documents গুলি বিচার বিবেচনা করবে। পরবর্তীতে Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামগুলি Scholarship Portal এ আপলোড করা হবে।

Santoor Women’s Scholarship এর Distribution Process:-

Scholarship এর জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এ  Scholarship এর টাকা গুলি প্রদান করা হবে। প্রত্যেক বছর প্রায় 900 জন শিক্ষার্থীকে এই  Scholarship এর  সুবিধা প্রদান করা হয়। প্রকল্পের সূচনা কাল থেকে অর্থাৎ 2016 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 3,000 জন মহিলা শিক্ষার্থী এই  Scholarship গ্রহণ করে নিজেদের Graduation Degree সম্পন্ন করেছে।

Santoor Women’s Scholarship এর Scholarship Amount  :-

এই Scholarship এর জন্য নির্বাচিত মেয়ে শিক্ষার্থীরা প্রত্যেক বছরে 24000  টাকা করে Scholarship পাবে। Scholarship এর মাধ্যমে প্রাপ্ত টাকা শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে ভর্তির খরচ, যাতায়াতের খরচ, বই কেনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে খরচ করতে পারবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Santoor Women’s Scholarship এর Eligibility:

  • ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্য থেকে মেয়ে শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারীকে অবশ্যই স্থানীয় একটি সরকারি বিদ্যালয় থেকে Madhyamik  পাস করতে হবে।
  • একটি সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অথবা জুনিয়ার কলেজ থেকে Higher Secondary  পাশ করতে হবে।
  • আবেদনকারীকে কোন একটি বিষয় নিয়ে সম্পূর্ণ সময়ের জন্য তিন বছরের Graduation Degree তে ভর্তি হতে হবে।

Santoor Women’s Scholarship এর Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন “https://www.buddy4study.com/page/santoor-women-scholarship
  • লিংকে ক্লিক করলে  ‘Santoor Women’s Scholarship’ এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। scholarship এর  জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship এর জন্য Log In  করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Application Form টি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
  •  Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত Formটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Santoor Women’s Scholarship এর Important Documents:-

Online এ আবেদন করার সময় প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্ট টি আপলোড করতে হবে –

  1. Madhyamik Marksheet
  2. Higher Secondary Marksheet
  3. কলেজে ভর্তির প্রমাণপত্র
  4. আবেদনকারীর Bank Account Passbook,
  5. Aadhar Card
  6. আবেদনকারীর Passport Size Photo

Santoor Women’s Scholarship Renewal:-

Scholarship Renew  করার জন্য শিক্ষার্থীদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষায় ধারাবাহিকভাবে উত্তীর্ণ হতে হবে। Scholarship পোর্টালে Login  এবং Password  দিয়ে Login  করে বিগত বছরের পরীক্ষার Marksheet  এবং বর্তমান বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ গুলি সাবমিট করলে Scholarship বর্তমান বর্ষে Renew  হয়ে যাবে।

কোনো কারণবশত শিক্ষার্থীরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে অথবা পড়াশোনা বন্ধ করে দেয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাসটিকেট করা হয় তবে তাদের জন্য Scholarship টি বন্ধ হয়ে যাবে।

Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন

Santoor Women’s Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

এই Scholarship এর মেয়াদ রয়েছে তিন বছর। শিক্ষার্থীরা Graduation Degree  প্রথম বর্ষে এই Scholarship এরজন্য আবেদন করবেন এবং Graduation Degree এর তিন বছরের মধ্যে প্রত্যেক বছর 24000  টাকা করে Scholarship  পাবে।

Santoor Women’s Scholarship এর Bank Account Details :-

এই Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Santoor Women’s Scholarship এর Terms & Conditions :-

  • উচ্চশিক্ষা লাভে আর্থিক সহায়তা করতে শুধুমাত্র মহিলার শিক্ষার্থীদের এই  Scholarship প্রদান করা হয়।
  • এই Scholarship শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যে বসবাসকারী মহিলা শিক্ষার্থী দের জন্য।
  • Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের ন্যূনতম তিন বছরের জন্য একটি Graduation এ ভর্তি হতে হবে।
  • Scholarship এর প্রাক-প্রয়োজনীয়তাগুলি না পূরণ করলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
  • Scholarship এরজন্য আবেদন করা মানেই Scholarship এর  জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া নয়।
  • Scholarship প্রদান সংক্রান্ত সমস্ত বিষয় গুলি পর্যালোচনা করবে Wipro Cares। এই সংস্থা বাদে অন্য কোন সংস্থা এই Scholarship প্রদানে অংশগ্রহণ করতে পারবে না।

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) 2022-23 Eligibility, Admit Card, Syllabus, Pattern, Result, Cutoff

Santoor Women’s Scholarship এর Contact Details:-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Phone : 011-430-92248 (Ext: 121) (Monday to Friday – 10:00AM to 6PM)

Email :  [email protected]

FAQ:-

1. Santoor Women’s Scholarship কোন সংস্থা প্রদান করে?

ANS:- Wipro India

2. পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবে Santoor Women’s Scholarship এর জন্য?

ANS:- না।

3. Santoor Women’s Scholarship আবেদনের Last Date কি?

ANS:- 21/01/2021

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *