Young India Fellowship 2022-23 | Eligibility, Awards, Application Procedure , Dates etc.

উচ্চ শিক্ষা গ্রহণের জন্য Fellowship খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক পর্যায়ে । পূর্বে আমরা বেশ কিছু Fellowship এর সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা বিস্তারিত জানতে চলেছি Young India Fellowship এর সম্বন্ধে বিস্তারিত ।  এর মাধ্যমে আপনি আপনার শিক্ষাজীবন খুব সহজেই সম্পূর্ণ করতে পারবেন ।

Young India Fellowship কী ?

Ashoka University Young India Fellowship হলো ভারতবর্ষের যুবসমাজের প্রতিভা বিকাশের ক্ষেত্রে একটি অন্যতম উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে Undergraduate এবং Postgraduate Degree সম্পন্ন করা ছাত্র-ছাত্রীদের এক বছরের জন্য Multidisciplinary Postgraduate Diploma Programme এ ভর্তির সুযোগ প্রদান করা হয় যা Liberal Studies এর অন্তর্ভুক্ত। বিশেষত্ব বিশেষত্ব হলো এই যে এই ডিপ্লোমা প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের কোন প্রকার টাকা ব্যয় করতে হবে না অর্থাৎ শিক্ষার্থীরা এই Postgraduate Diploma Programme টি বিনামূল্যে করার সুযোগ পাবে।

Young India Fellowship প্রদানের উদ্দেশ্য কী?

এই Fellowship প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো সমাজের মধ্যে থেকে তরুণ প্রতিভা গুলিকে চিহ্নিত করা এবং তাদের প্রতিভার প্রভূত বিকাশ ঘটানো।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Young India Fellowship এর জন্য কারা আবেদন করতে পারবেন?

সমগ্র ভারতবর্ষের মধ্যে থেকে স্নাতক এবং স্নাতকোত্তর Degree সম্পন্ন করা ছাত্র ছাত্রীরা এই Fellowship Programme এর জন্য আবেদন করতে পারবে। এছাড়াও Undergraduate Degree এর  চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের এই Programme এর জন্য আবেদন করতে পারবে।

Young India Fellowship এর Important Dates :-

Young India Fellowship Programme এ আগ্রহী শিক্ষার্থীদের Fellowship প্রদানের তারিখগুলির সাথে ভালভাবে পরিচিত হওয়া উচিত যা সাধারণত প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হতে বাধ্য। Ashoka University সারা বছর ধরে তিনটি ভিন্ন রাউন্ডে যোগ্য ছাত্রদের থেকে আবেদন আমন্ত্রণ জানায়। নীচের টেবিলে Young India Fellowship সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে আরও জানুন:

Round -1

Young India Fellowship Application Starting July – August
Young India Fellowship Application Closing November- December
Young India Fellowship Interview October – January
Young India Fellowship Amount Distribution February-March

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Round – 2 

Young India Fellowship Application Starting November- December
Young India Fellowship Application Closing January
Young India Fellowship Interview December – March
Young India Fellowship Amount Distribution April-May

Round – 3

Young India Fellowship Application Starting January – February
Young India Fellowship Application Closing March – April
Young India Fellowship Interview March – May
Young India Fellowship Amount Distribution May –  June
Young India Fellowship  Waitlisted Candidate Amount Distribution June -July

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Young India Fellowship এর Selection Process:-

  • এই Fellowship Programme এর  জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় মোট চারটি ধাপ রয়েছে। যথা-
  • প্রথমে Application Form এবং শিক্ষার্থীদের দ্বারা আপলোড করার Documents গুলি মূল্যায়ন করা হবে,
  • এরপরে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ফোন কলের মাধ্যমে একটি Virtual Interview  নেওয়া হবে।
  • Interview পরীক্ষায় পাস করলে শিক্ষার্থীদের মধ্যে একটি Comprehension Test নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি আলাদা তালিকার অন্তর্ভুক্ত করা হবে।
  • সবশেষে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে একটি Personal Interview নেওয়া হবে।

Young India Fellowship এর Benefit :-

Young India Fellowship প্রকল্পটি জাতীয়তা এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রগুলি কে অতিক্রম করে উচ্চশিক্ষার সর্বোত্তম মূল্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। নির্বাচিত শিক্ষার্থীরা এই প্রকল্পের মাধ্যমে অত্যধিক উন্নত এবং উন্নয়নমূলক সুবিধাগুলি গ্রহণ করে থাকে। শিক্ষার্থীরা এমন একটি পরিবেশে লিপ্ত হতে পারে যা তাদের আন্তঃব্যক্তিক এবং আন্তঃ-ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর সর্বাধিক সুযোগ প্রদান করে। যেমন –

  • Multidisciplinary Curriculum- YIF একটি নির্দিষ্ট বিষয় বা দর্শনের মধ্যে আটকে থাকে না।  এটি একটি Multidisciplinary Programme এবং Experiential Learning Module (ELM) এর মাধ্যমে একাধিক দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার চেষ্টা করে।  YIF-এর কোর্সগুলির মধ্যে রয়েছে Literature, Gender Studies, History, Art Appreciation, Statistics, Mathematical Thinking, Psychology Management  ইত্যাদি।
  • Renowned Faculty- Young India Fellowship এর অন্তর্গত ফেলোদের ভারত বর্ষ তথা সমগ্র বিশ্বের উচ্চ মেধাসম্পন্ন শিক্ষক দ্বারা পড়ানো হয়। এই  অনুমোদন টি সকলের কাছেই সুপরিচিত এবং সম্মানিত। এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হয় তারা সকলেই Yale University, Harvard University, University of Pennsylvania প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন।
  • Experiential Learning Module (ELM)- এই Fellowship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের Experiential Learning Module পদ্ধতির মাধ্যমে শেখানো হয়। এই পদ্ধতিতে তাত্ত্বিক জ্ঞান এর সাথে সাথে এই তত্ত্বের ব্যবহারিক দিক গুলিও শিক্ষার্থীদের শেখানো হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা টিম বিল্ডিং বোঝে এবং পেশাদার কাজের পরিবেশে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকদের সাথে কাজ করার সময় সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে।
  • Inspiring Guest Sessions- এই পদ্ধতিতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি গেস্টেশন গুলো সমানভাবে চলবে। শিক্ষার্থীরা বিশ্বব্যাপী এচিভার্স দের দ্বারা পরিচালিত এমন অনেক গেস্ট সেশন গুলিতে অংশগ্রহণ করতে পারবে। 450 টিরও বেশি শাহরাহি এবং বিখ্যাত ব্যক্তিত্ব শিক্ষার্থীদের সম্বোধন করবেন। এই ব্যক্তিদের মধ্যে রয়েছেন Madeleine K. Albright,( Former Secretary of State, USA); Raghuram Rajan, (Governor, Reserve Bank of India); Prannoy Roy, (Co-Chairperson, Co-Founder and Mentor, NDTV) এবং Dr. Shashi Tharoor, বিশিষ্ট সংসদ সদস্য এবং লেখক এই অনুষ্ঠানের অতিথি বক্তাদের মধ্যে একজন)।
  • Critical Writing- Young India Fellowship Programme এর একটি নিরবচ্ছিন্ন অংশ হল সমালোচনামূলক লেখা।  ফেলোরা এমন ধারণার জগতে লিপ্ত হয় যা তাদের স্বচ্ছ, আকর্ষক, নৈতিক এবং যুক্তিযুক্ত লেখার মাধ্যমে তাদের নিজস্ব ধারণাগুলি বিকাশ এবং প্রকাশ করতে সক্ষম করে।
  • Peer Learning- Young India Fellowship জাতীয়তা, সংস্কৃতি এবং শিক্ষার্থীদের পারিবারিক পটভূমি অতিক্রম করে সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করে। এই Programme টি পেশাগত এবং সাংস্কৃতিকভাবে বিভিন্ন জনতার মিশ্রণে ফেলোদের উন্মোচিত করে। একটি YIF শ্রেণিকক্ষে Scientists, Engineers, Lawyers, Students From the Arts, Business এবং Humanities Background প্রভৃতি বিষয়ের ছাত্র ছাত্রীরা একসঙ্গে পড়াশোনা করে। এই ধরনের ভিড়, একাত্মবোধ এবং অনুসাঙ্গীকতা শিক্ষার্থীদের মানসিক অবস্থার অপরিমেয় প্রকাশ ঘটে এবং তাদের বিভিন্ন পরিবেশে শিখতে এবং বসতি স্থাপন করতে সাহায্য করে।
  • Financial Support- এই প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন পরোপকারী ব্যক্তি, অন্য কোনো প্রতিষ্ঠান এবং কর্পোরেট নেতাদের দ্বারা সমর্থিত। এই ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ সমাজের সমস্ত স্তরের শিক্ষার্থীদের আংশিক বা সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Young India Fellowship এর Fellowship Amount  :-

মনে রাখবেন নিম্নে আমরা যে Fellowship Amount আপনারা হাতে পাবেন না। নিম্নে আমরা যে পরিমাণ অর্ধের উল্লেখ করেছি প্রতি Course প্রতি এই Fellowship এর মাধ্যমে আপনি একদম বিনামূল্যে আপনি সম্পন্ন করতে পারবেন উক্ত Course টি। বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Fellowship Fellowship Amount
Merit Fellowship on Tuition 50,000
25% Fellowship on Tuition 1,78,750
50% Fellowship on Tuition 3,57,500
75% Fellowship on Tuition 5,36,250
Full Tuition Fellowship 7,15,000
Full Fellowship   9,00,000

Young India Fellowship এর Eligibility:-

  •  যে কোন বিষয়ে Undergraduate অথবা Postgraduate Degree থাকতে হবে।
  • Undergraduate Degree তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা এই Fellowship এর  আবেদন করতে পারবে।
  • সাধারণ পাঠক্রমিক পড়াশোনার পাশাপাশি High Academic Record থাকতে হবে।
  • লেখার এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স 28 বছরের কম হতে হবে (1 আগস্ট 2022 এর হিসেবে)।

Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন

Young India Fellowship এর Application Process:-

Step 1: Registration-

  • প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে Ashoka University Portal এ একটি Account  তৈরি করতে হবে। https://www.ashoka.edu.in/yif-admissions-eligibility/
  • Registration সম্পন্ন হলে শিক্ষার্থীদের Email ID তে একটি Registration Number এবং Password প্রদান করা হবে।

Step 2: Log-in the Portal-

  • ইমেইল আইডি তে গৃহীত রেস্টেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রদত্ত শংসাপত্র সহকারে পোর্টালে লগইন করতে হবে।
  • এরপরে শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন ডিটেলস্ বিভাগে চলে আসবে যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে এবং নিম্নলিখিত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে
    1. শিক্ষার্থীদের যোগাযোগের মাধ্যম,
    2. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র,
    3. কর্মসংস্থানের বিবরণ (যদি থাকে)
    4. পাঠক্রমের বাইরে শিক্ষার্থীদের যদি কোন Degree থাকে তবে তার শংসাপত্র,
    5. পিতামাতা অথবা অভিভাবকের ডিটেইলস,
    6. বিচারকের বিবরণ (যদি থাকে)
    7. সমীক্ষার বিবরণ,

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) 2022-23 Eligibility, Admit Card, Syllabus, Pattern, Result, Cutoff

Young India Fellowship এর Important Documents:-

Online আবেদন করার সময় প্রার্থীদের নিম্নলিখিত Documents  গুলি  আপলোড করতে হবে –

  • বিগত বছরের পরীক্ষার Mark Sheet
  • College Admission Proof
  • আবেদনকারীর Bank Passbook
  • একটি সুপারিশ পত্র (Recommendation )
  • আবেদনকারীর Passport Size Photo

Young India Fellowship এর Renewal :-

যেহেতু এই প্রকল্পটি এক বছরের একটি প্রশিক্ষণ প্রকল্প তাই এই প্রকল্পটি Renew  করার কোন প্রয়োজন নেই। যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা Liberal Studies এ এক বছরের জন্য Multidisciplinary Postgraduate Diploma Programme এ ভর্তির সুযোগ পাবে। এছাড়াও এই Diploma Programme এর জন্য শিক্ষার্থীদের সমস্ত  Tuition Fees  মকুফ করা হবে।

Young India Fellowship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

এই Fellowship Programme এর  মেয়াদ রয়েছে এক বছর।

Kriti Fellowship for Artist : Dates, Eligibility, Application Process , Renewal etc.

Young India Fellowship এর Bank Account সম্বন্ধিত Details:-

যেহেতু এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের কোন প্রকার টাকা প্রদান করা হয় না তাই শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টের কোন প্রয়োজন নেই। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে Liberal Studies এ এক বছরের জন্য Multidisciplinary Postgraduate Diploma কোর্সের সুযোগ দেওয়া হবে।

Young India Fellowship এর Terms & Conditions:-

  •  এই প্রকল্পের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যে কোন প্রকারের Educational Loan পেতে পারে।
  • প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রকারের সামাজিক সমস্যা সমাধানের জন্য এবং সমাজে একটা প্রভাব বিস্তার করার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে।
  • বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য শিক্ষার্থীদের নম্রতা চরিতার্থ করতে হবে।
  • ভিন্নভাবে কিছু চিন্তা করা এবং নতুন কোন Course শুরু করার ইচ্ছা থাকতে হবে।
  • যে কোন প্রকারের চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য একটি ক্ষমতা প্রদর্শন করতে হবে,
  • প্রার্থীদের মধ্যে সততা, আত্ম-সচেতনতা, শক্তি, উদ্যোগ এবং উন্মুক্ত মানসিকতার গুণাবলী ইত্যাদি গুণ থাকা আবশ্যক।

Holland Scholarship 2022-23 : Now Get more than 4 Lakh Rupees Per Years !

Young India Fellowship এর Contact Details:-

এই Fellowship সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

No.2, Green Avenue Street, Pocket D-3

Vasant Kunj, New Delhi-110070 (India)

Phone: +91-11- 40747565

Email: [email protected]

FAQ:-

1. Young India Fellowship কোন সংস্থা প্রদান করে?

ANS:-Ashoka University প্রদান করে।

2. Young India Fellowship আবেদনের Last Date কি?

ANS:-15 December,15 March 2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *