ভারতবর্ষের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনে অর্থ সাহায্য করতে ভারত সরকারের তরফ থেকে বহু শিক্ষামূলক প্রকল্পের উন্মোচন করা হয়েছে। ভারতবর্ষের কিছু বেসরকারি সংস্থা এবং বৃহদায়তন এর কিছু কোম্পানি একই উদ্দেশ্য সাধনে এগিয়ে এসেছে। এরকম একটি বেসরকারি সংস্থা হল ICICI Bank। যে সমস্ত ভারতীয় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের জন্য ভারতবর্ষের বাইরের দেশের কোন উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদের অতি অল্প সুদে সর্বাধিক 1 Crore টাকা পর্যন্ত Educational Loan প্রদান করে ICICI Bank। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ICICI Bank iSMART Education Loans।
ICICI Bank iSMART Education Loans কী ?
ICICI Bank হল ভারতবর্ষের বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত ব্যাংক গুলির মধ্যে শীর্ষস্থানীয় একটি ব্যাংক। এই সংস্থাটি ভারতীয় ছাত্র-ছাত্রীদের তাদের পছন্দমতো বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা সম্পন্ন করার জন্য Loan প্রদান করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে প্রদেয় অর্থের ওপরে সুদের হার অপেক্ষাকৃত কম (9.25% – 12.25%,) এই কারণে এই প্রকল্পটি উচ্চশিক্ষা পিপাসু ছাত্রছাত্রীদের কাছে অন্যতম একটি প্রকল্প।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
ICICI Bank iSMART Education Loans প্রদানের উদ্দেশ্য কী ?
এই Loan প্রদানের প্রধান উদ্দেশ্য হলো ভারতের বাইরের কোনো নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা। যে সমস্ত শিক্ষার্থীরা পরিবারের আর্থিক সমস্যার কারণে ভারতের বাইরে উন্নত দেশগুলিতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য করার উদ্দেশ্যেই এই বিনা সুদে Loan প্রদান প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।
ICICI Bank iSMART Education Loans এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
যে সমস্ত ভারতীয় ছাত্র ছাত্রীরা ভারতবর্ষের বাইরে USA, Canada, UK, Australia, New Zealand, Germany, France প্রভৃতি দেশের কোন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক Degree অর্জনের জন্য ভর্তি হতে হবে তারা সকলেই এই Educational Loan প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
ICICI Bank iSMART Education Loans এর Important Dates:-
ICICI Bank iSMART Education Loans Application Starting Date | * |
ICICI Bank iSMART Education Loans Application Closing Date | * |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
ICICI Bank iSMART Education Loans এর Selection Process:-
শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের জীবনে Scholarship এর প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত Interview পরীক্ষায় শিক্ষার্থীদের আচার আচরণের ওপর ভিত্তি করে এই Scholarship এর জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
ICICI Bank iSMART Education Loans এর Benefit :-
যেই সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা নিম্নলিখিত সুবিধাগুলি গ্রহণ করবে –
- এই প্রকল্পের মাধ্যমে সর্বাধিক 1 Crore টাকা পর্যন্ত Educational Loan প্রদান করা হয় যা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিউশন খরচ, হোস্টেলের খরচ, যাতায়াতের খরচ এবং অন্যান্য সমস্ত শিক্ষামূলক খরচ চালাতে পারবে।
- এছাড়াও শিক্ষার্থীরা Unsecured loan হিসেবে 40 Lakh টাকা পাবে।
- IT আইনের ধারা 80E এর অধীনে প্রদত্ত সুদের জন্য 100% আয়কর সুবিধা ।
- শিক্ষার্থীরা শিক্ষামূলক ঋণের মাধ্যমে রেমিট্যান্সের উপর TAX Collected at Source (TCS) এ 4.5% টাকা সঞ্চয় করার সুযোগ পাবে ।
- iSMART LAP এর তুলনায় জামানত নিরাপত্তার জন্য 65% এর জায়গায় 100% LTV দেয়।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
ICICI Bank iSMART Education Loans এর Eligibility:-
- এই প্রকল্পের জন্য যোগ্য হতে গেলে প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- শিক্ষার্থীদের ভারতবর্ষের বাইরে USA, Canada, UK, Australia, New Zealand, Germany, France প্রভৃতি দেশের কোন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে অথবা ভর্তির ইচ্ছা রাখতে হবে।
- ইচ্ছুক প্রার্থীদের GRE/GMAT entrance test পরীক্ষাতে শীর্ষ স্থানীয় Score অর্জন করতে হবে।
- আবেদনকারীর বয়স 18 থেকে 35 এর মধ্যে হতে হবে।
- Academic Score ভালো হতে হবে।
- Post Graduation Degree বা Post Graduation Diploma তে পঠনরত হতে হবে।
- পরিবারের Income Stable হতে হবে।
- Recognised Institution এ পঠনরত হতে হবে।
- নির্ভরযোগ্য Guarantor ও Collateral থাকতে হবে।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
ICICI Bank iSMART Education Loans এর Application Process :-
- ICICI Bank iSMART Education Loan এর জন্য আবেদন করতে হলে আপনাকে ভিজিট করতে হবে এর অফিশিয়াল ওয়েবসাইট অথবা আপনাদের সুবিধার্তে Application Form এর Direct Link প্রদান করা হলো উক্ত লিংকে ক্লিক করুন।
https://loans.icicibank.com/loans/education-loan/#/verify/EducationLoan/Student-VerifyDetailsPage
- New Applicant হলে সমস্ত তথ্যাবলী ভালো ভাবে জেনে নিয়ে Apply Online লিংকে ক্লিক করুন।
- আপনার সামনে Application Form টি ওপেন হবে New Loan এ ক্লিক করে PAN Card, First Name,Last Name,DOB Mobile Number Location প্রদান করুন।
- Terms and Conditions Accept করুন।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- Application Process সম্পন্ন হয়ে গেলে Bank কর্তৃপক্ষ Applicant এর সঙ্গে Interview মাধ্যমে যাচাই করবে Applicant এই Loan পাওয়ার যোগ্য কিনা।
ICICI Bank iSMART Education Loans এর Important Documents:-
যে সমস্ত রকমের গুলি পোর্টালে আপলোড করতে হবে সেগুলি হল –
- Undergraduate এবং Post Graduate Degree তে প্রাপ্ত সমস্ত Marksheet ।
- আবেদনকারীর একটি Photo ID Card ।
- আবেদনকারীর বাসস্থানের সম্পূর্ণ ঠিকানা Aadhar Card , Voter Card, Driving Licence, Job Card প্রভৃতি)।
- জন্ম প্রমাণপত্র,।
- আবেদনকারীর Signature এর একটি কপি ।
- College Admission Proof ।
- Fees Structure সহকারে College Admission Proof ।
- আবেদনকারীর 2 Copy Color Photo Signature সহ।
- 10/12 পাস এর Marksheet।
- Course Expence এর Statement।
- Residential Proof (Ration Card/Gas Book/Electricity Bill/Tel Bill etc)
- অভিভাবক / Co Borrower এর Salary Slip.
- Co Borrower এর শেষ ছয় মাসের Bank Statement।
Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?
ICICI Bank iSMART Education Loans এর Renewal:-
এই প্রকল্পের ক্ষেত্রে Educational Loan Renew করার কোন প্রয়োজন নেই। যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা Post Graduate Degree সম্পন্ন করার জন্য এককালীন সর্বাধিক 1 Crore টাকা পর্যন্ত Educational Loan প্রদান করা হবে।
ICICI Bank iSMART Education Loans Payments Duration:-
যে সমস্ত শিক্ষার্থীরা এই Educational Loan গ্রহণ করবে তাদের Post Graduation Degree সম্পন্ন হবার পরে আগামী 15 বছরের মধ্যে এই Loan পরিশোধ করতে হবে।
ICICI Bank iSMART Education Loans Bank Account Details:-
এই Educational Loan পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Saving Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে। ICICI Bank Account থাকলে ভালো হয়।
Pre Matric Scholarships Scheme for Minorities এর জন্য কেমন করে আবেদন করবেন ?
ICICI Bank iSMART Education Loans Contact Details :-
এই Educational Loan সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Phone : +91-11-430-92248 (Ext: 123) (Monday to Friday – 10:00AM to 6PM)
FAQ:-
1. ICICI Bank iSMART Education Loans Eligibility কি?
2. ICICI Bank iSMART Education Loans Interest Rate কি?
3. ICICI Bank iSMART Education Loans Documents Required কি কি?
4. ICICI Bank iSMART Education Loans Application Form PDF কোথায় পাবেন?
5. ICICI Bank iSMART Education Loans এর Processing Fees কি?
6. ICICI Bank iSMART Education Loans গ্রহণ করার পরে কতদিন পর্যন্ত এই Loan শোধ করা যাবে ?
7. ICICI Bank iSMART Education Loans এর মাধ্যমে প্রদেয় অর্থের পরিমাণ কত ?
8. ICICI Bank iSMART Education Loans এর Fresh Application Last Date কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।