Lotas Petal Foundation ভারতের এক অন্যতম সংস্থা যা ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য প্রদান করে থাকে। Lotas Petal Foundation কর্তৃক প্রদত্ত বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম একটি Winnie Sun Scholarship।যদি আপনি মহিলা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার খুব গুরুত্বপূর্ণ হতে পারে।
Winnie Sun Scholarship কী ?
ভারতবর্ষে নারী শিক্ষার বিস্তার এবং নারী শিক্ষার উন্নতির জন্য সরকারি তরফ থেকে অথবা কোন বেসরকারি সংস্থা থেকে যে সমস্ত Scholarship প্রদান করা হয় তাদের মধ্যে অন্যতম একটি Scholarship প্রকল্প হল Winnie Sun Scholarship।18 বছরের ঊর্ধ্বে ভারতবর্ষের যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা সাধারণ উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে Graduation Degree তে Medical (MBBS/BDS), Engineering, Nursing এবং Pharmacy প্রভৃতি যেকোনো বিষয়ে তিন বছরের Graduation Degree তে ভর্তি হবে সেই সমস্ত শিক্ষার্থীদের এই প্রকল্পের মাধ্যমে Annual Scholarship প্রদান করা হয় ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Winnie Sun Scholarship প্রদানের উদ্দেশ্য কী ?
এই Scholarship প্রকল্পের প্রধান উদ্দেশ্য নারী শিক্ষার বিকাশ ঘটানো, উচ্চশিক্ষায় নারী সমাজকে উদ্বুদ্ধ করা এবং একটি আর্থিক সহায়তা প্রদান করা যাতে বর্তমান সমাজে মহিলারা Medical বা Pharmacy বিষয়ক Degree অর্জন করে ভবিষ্যত জীবনে স্বাবলম্বী হতে পারে।
Winnie Sun Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
ভারতবর্ষের যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 70% নম্বর অর্জন করার পরে Graduation Degree তে Medical (MBBS/BDS), Engineering, Nursing এবং Pharmacy প্রভৃতি বিষয় নিয়ে ভর্তি হবে সে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Winnie Sun Scholarship এর Important Dates:-
Winnie Sun Scholarship Online Application Starting | * |
Winnie Sun Scholarship Online Application Closing | 31/01/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ?
Winnie Sun Scholarship এর Selection Process:-
আবেদনপত্র জমা করা শেষ হলে Scholarship কর্তৃপক্ষ শিক্ষার্থীদের Application Form গুলি এবং শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা Documents গুলি বিচার বিবেচনা করবে। পরবর্তীতে Scholarship এর জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীদের দ্বারা নথিভুক্ত করা E Mail ID এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Winnie Sun Scholarship এর Distribution Process:-
শিক্ষার্থীরা উপযুক্ত Course এ ভর্তি নিশ্চিত করার পর এবং আবেদনের সময় প্রয়োজনীয় Documents গুলো আপলোড করার পরে Scholarship এর টাকা সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
Winnie Sun Scholarship এর Scholarship Amount :-
এই Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা তাদের Degree Course শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছর 65000 টাকা Scholarship পাবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Winnie Sun Scholarship এর Eligibility:-
- শুধুমাত্র ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী ছাত্রীরা এই Scholarship এর আবেদন করতে পারবে।
- ইচ্ছুক আবেদনকারীদের Madhyamik এবং Higher Secondary পরীক্ষায় কমপক্ষে 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে SC, ST, OBC শ্রেণীর অন্তর্গত শিক্ষার্থীদের ক্ষেত্রে Madhyamik এবং Higher Secondary পরীক্ষায় 60% নম্বর অর্জন করতে হবে।
- কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে Higher Secondary পাশ করতে হবে।
- আবেদনকারীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে ।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 5 Lakh টাকা বা তার কম হতে হবে।
- যে সমস্ত শিক্ষার্থীরা Graduation Degree এর প্রথম বর্ষ অথবা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে তারাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Winnie Sun Scholarship এর Application Process:-
- যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন – ” https://lotuspetalfoundation.org/winnie-sun-scholarship-program/ “
- এবারে ‘Winnie Sun Scholarship’ এর হোমপেজটি ওপেন হবে,
- এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Application Form টি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে গেলে Form টি Submit করতে হবে।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Winnie Sun Scholarship এর Required Important Documents:-
আবেদনের সময় যে সমস্ত Documents গুলি প্রয়োজন সেগুলি হল –
- Madhyamik এবং Higher Secondary পরীক্ষার Marksheet
- আবেদনকারীর একটি Photo ID Proof (Aadhar Card, Voter Card , Pan Card, Driving Licence )ইত্যাদি হতে পারে)
- কলেজে Admission Proof অথবা প্রবেশিকা পরীক্ষার Result ,
- College Admission Fees
- Family Annual Income Certificate
Winnie Sun Scholarship এর Renewal:-
এই Scholarship’ এর ক্ষেত্রে প্রকল্পটি Renew করার কোনো পদ্ধতি উল্লেখ করেনি Scholarship প্রদানকারী সংস্থা। শিক্ষার্থীরা যেই বছর এই Scholarship’ এর আবেদন করবে সেই বছর থেকে শুরু করে Graduation Degree শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছর 65000 টাকা করে Scholarship পাবে।
Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Winnie Sun Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
এই Scholarship’ এর মেয়াদ রয়েছে সর্বাধিক 3 বছর। শিক্ষার্থীরা যেই বছর এই Scholarship’ এর আবেদন করবে সেই বছর থেকে শুরু করে Graduation Degree শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছর 65000 টাকা করে Scholarship পাবে।
Winnie Sun Scholarship এর Bank Account Details :-
যেহেতু এই Scholarship এর ক্ষেত্রে শিক্ষার্থীদের হাতে কোনো প্রকার Scholarship’ এর টাকা প্রদান করা হয় না, তাই Bank Account এর ও কোনো প্রয়োজন নেই। নির্বাচিত শিক্ষার্থীদের Scholarship’ এর টাকা সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
Winnie Sun Scholarship এর Terms and Conditions :-
- শিক্ষার্থীরা উপযুক্ত Course এ ভর্তি নিশ্চিত করার পর এবং আবেদনের সময় প্রয়োজনীয় Documents গুলো আপলোড করার পরে Scholarship’ এর টাকা সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
- অসম্পূর্ণ আবেদন পত্র সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হবে।
- Scholarship’ এর জন্য আবেদন করা মানে Scholarship এর জন্য নির্বাচিত হওয়ার কোনো নিশ্চয়তা নয়।
- Personal Interview এর সময় প্রার্থীদের সমস্ত Documents এর আসল কপিগুলি নিয়ে আসতে হবে।
- Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের কলেজে Admission Fee শো করাতে হবে। কোনো শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে Admission Fee শো করাতে না পারলে তারা কোনরকম Scholarship’ এর টাকা পাবে না ।
Pre Matric Scholarships Scheme for Minorities এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Winnie Sun Scholarship এর Contact Details:-
Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Lotus Petal Charitable Foundation
59, Central Ave, Block I, South City I, Sector 41, Gurugram, Haryana 122002
Contact Number – 098180 89635
Email – connect@lotuspetalfoundation.org
FAQ:-
1. ছেলেরা কি আবেদন করতে পারবে Winnie Sun Scholarship এর জন্য?
2. কত টাকা দেওয়া হয় Winnie Sun Scholarship এর মাধ্যমে ?
3. Winnie Sun Scholarship আবেদনের Last Date কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।