College Board India Scholars Program 2022-23 : Eligibility, Last Date, Application Process, Renewal, Dates !

ভারতে কলেজ এর  ছাত্র ছাত্রী দের কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রদান করা Scholarship  এর সংখ্যা নেহাত কম নয় । College Board এমন এক সংস্থা যা প্রতিবছর কলেজ Students দের জন্য Scholarship । যদি আপনি কলেজে Students হয়ে থাকেন ,তাহলে অবশ্যই India Scholars Program এর জন্য আবেদন করতে পারবেন, বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি পড়ুন।

India Scholars Program কী ?

ভারতবর্ষের যেসমস্ত ছাত্রছাত্রীরা সাধারণ High School  পড়াশোনা শেষ করে Graduation Degree তে ভর্তি হবে তাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য একটি অন্যতম প্রকল্প হল India Scholars Program। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত যে সমস্ত শিক্ষার্থীরা SAT পরীক্ষাতে মোট 1600 নম্বরের মধ্যে কমপক্ষে 1300 নম্বর অর্জন করবে তারা SAT Registration Fee এর 90% কমানোর জন্য একটি Voucher গ্রহন করবে। এছাড়াও Graduation Degree তে কলেজের সম্পূর্ণ Tution Fee এই Scholarship এর মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাবে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

India Scholars Program প্রদানের উদ্দেশ্য কী ?

এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্র-ছাত্রীদের Graduation Degree পড়াশোনা সম্পন্ন করার জন্য একটি শক্তিশালী আর্থিক সহায়তা প্রদান করা।

India Scholars Program এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাওয়া সমস্ত ছাত্র-ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত যেসব ছাত্র ছাত্রীরা SAT Exam এ  1600 নম্বরের মধ্যে কমপক্ষে 1300 নম্বর অর্জন করেছে তারাই আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।

India Scholars Program এর Selection Process:-

  • প্রথমে SAT পরীক্ষাতে মোট 1600 নম্বরের মধ্যে কমপক্ষে 1300 নম্বর অর্জন করা শিক্ষার্থীদের অন্য একটি তালিকার অন্তর্ভুক্ত করা হবে।
  • পরবর্তীতে শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পরিবারের Annual Income এর উপর ভিত্তি করে নির্বাচিত শিক্ষার্থীদের পৃথক একটি তালিকা প্রকাশ করা হবে।

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ? 

India Scholars Program এর Distribution Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা Graduation Degree তথা SAT Online Registration এর সময় Registration Fees সংক্রান্ত Voucher  গুলি ব্যবহার করতে পারবে।

India Scholars Program এর Important Dates:-

India Scholars Program Online Application Starting *
India Scholars Program Online Application Closing *

India Scholars Program এর  Scholarship Amount  :-

  • SAT Registration Fee এর 90% কমানোর জন্য একটি Voucher  প্রদান করা হবে।
  • এছাড়াও Graduation Degree তে কলেজের সম্পূর্ণ Tution Fee এই Scholarship এর মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাবে।

India Scholars Program  এর Eligibility:-

  • এই Scholarship এর জন্য আবেদন করতে হলে প্রথমত একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীকে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • SAT পরীক্ষাতে মোট 1600 নম্বরের মধ্যে কমপক্ষে 1300 নম্বর অর্জন করতে হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের Annual Income 8  Lakh টাকার কম তারা SAT Registration Fee 90% কম করার একটি Voucher প্রদান করা হবে।
  • এবং যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের Annual Income 8 Lakh টাকা থেকে 15 Lakh টাকার মধ্যে তাদের SAT Registration Fee 50% কম করার একটি Voucher প্রদান করা হবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

India Scholars Program এর Application Process:-

  • SAT পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর অর্জন করতে হবে।
  • College Board এর মাধ্যমে SAT পরীক্ষায় প্রাপ্ত নম্বর গুলি India Global Alliance এর সদস্য কলেজগুলিতে পাঠাতে হবে (এই নম্বর পাঠানোর প্রক্রিয়া টি সম্পূর্ণ বিনামূল্যে)।
  • India Global Alliance এর সদস্য কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে।
  • সেই কলেজে ভর্তির জন্য অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সংক্রান্ত শর্ত গুলি পূরণ করতে হবে।
  • ভর্তি বৃত্তি প্রদানের সমস্ত বিষয়গুলি সম্পর্কে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

India Scholars Program এর Renewal:-

এই প্রকল্পের ক্ষেত্রে Scholarship Renew করার কোন প্রয়োজন পড়বে না। নির্বাচিত শিক্ষার্থীদের Graduation  Degree তে ভর্তির সময় SAT Registration Fees  সর্বাধিক 90% পর্যন্ত কম করার একটি Voucher  প্রদান করা হবে।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

India Scholars Program এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

এই Scholarship টি Graduation Degree  তে প্রদত্ত একটি Scholarship । নির্বাচিত শিক্ষার্থীরা SAT  Registration এর সময় Registration Fees 90% পর্যন্ত কম করার একটি Voucher গ্রহণ করবে এবং Graduation Degree  তে কলেজের সম্পূর্ণ Tution Fees এই Scholarship এর  মাধ্যমে গ্রহণ করবে।

India Scholars Program এর Bank Account Details :-

এই Scholarship প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব Bank Account এর কোন প্রয়োজন নেই। শিক্ষার্থীদের প্রাপ্ত Voucher গুলি অনুযায়ী ভর্তি Fees কমানো হবে এবং College এর Tution Fees সংশ্লিষ্ট কলেজগুলি বহন করবে।

College Board Contact Details :-

Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?

FAQ:-

1. India Scholars Program প্রদান করে কোন সংস্থা?

ANS:-International College Board

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *