ভারতবর্ষে কৃষিপ্রধান অর্থনীতি। বর্তমান যুগে পরিস্থিতি সাথে সাথে কৃষিকাজ তথা Agricultural নতুন রূপে পরিচিতি লাভ করছে। দিন দিন Agriculture এর ক্ষেত্র আরো আকর্ষণীয় হয়ে উঠছে। এমন অনেকেরই স্বপ্ন থাকে Agriculture এ Doctorate Degree সম্পন্ন করে কর্মক্ষেত্রে নতুন নতুন আবিস্কার করা। যদি আপনিও Agricultural এর ক্ষেত্রে বিভিন্ন গবেষণা মূলক কাজ চালিয়ে যেতে চান সে ক্ষেত্রে আপনার এই স্বপ্ন পূরণ এর ক্ষেত্রে সাহায্য করতে চলেছে MANAGE Fellowship CAEIRA।
MANAGE Fellowship (CAEIRA) কী ?
Agriculture বিষয়ে Doctorate Degree অর্জন কারী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। MANAGE Fellowship (CAEIRA) 2022 নামক একটি প্রকল্পের মাধ্যমে Doctorate Degree অর্জন কারী শিক্ষার্থীদের গবেষণার জন্য একটি বিশাল সুযোগ প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা “MANAGE Centre for Agricultural Extension Innovations, Reforms and Agripreneurship (CAEIRA)” প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য গবেষণামূলক কাজ চালিয়ে যেতে পারবে। গবেষণামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রত্যেক নির্বাচিত প্রার্থীরা 56000 টাকা মাসিক বৃত্তি পাবে যা তাদের গবেষণার ক্ষেত্রে প্রভূত সাহায্য করবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
MANAGE Fellowship (CAEIRA) প্রদানের উদ্দেশ্য কী ?
এই Fellowship প্রদান এর প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষে কৃষিক্ষেত্রে গবেষণার কাজ বৃদ্ধি করা এবং উন্নত কৃষি পদ্ধতির আবিষ্কার করা। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত ফেলোরা নিজেদের গুণ এবং দক্ষতার প্রভূত বিকাশ করতে পারবে এবং এর সাথে সাথে ভারতবর্ষের কৃষি কাজের উন্নতিতে উল্লেখযোগ্য অংশীদার হতে পারবে।
MANAGE Fellowship (CAEIRA) এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
যে সমস্ত শিক্ষার্থীরা Agricultural Extension/Agricultural Economics/Agri-Business Management প্রভৃতি বিষয়ে Doctorate Degree অর্জুন করেছে এবং যাদের বয়স 35 বছরের কম তারা সকলে Fellowship এর জন্য আবেদন করতে পারবে।
MANAGE Fellowship (CAEIRA) এর Important Dates:-
MANAGE Fellowship (CAEIRA) Online Application Starting Date | * |
MANAGE Fellowship (CAEIRA) Online Application Closing Date | 21/01/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ?
MANAGE Fellowship (CAEIRA) এর Selection Process:-
মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের একটি Interview পরীক্ষা নেওয়া হবে। Interview পরীক্ষার উপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
MANAGE Fellowship (CAEIRA) এর Distribution Process:-
Fellowship এর জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এ Fellowship এর টাকা গুলি প্রদান করা হবে।
MANAGE Fellowship (CAEIRA) এর Fellowship Amount:-
এই প্রকল্পের জন্য নির্বাচিত প্রার্থীরা প্রত্যেক মাসেই 56000 টাকা করে Fellowship পাবে। Fellowship এর মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়ে প্রার্থীরা নিজেদের গবেষণার কাজ চালিয়ে যেতে পারবে এবং দৈনন্দিন খরচ চালাতে পারবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
MANAGE Fellowship (CAEIRA) এর Eligibility:-
- Agricultural Extension/Agricultural Economics/Agri-Business Management প্রভৃতি বিষয়ে Doctorate Degree থাকতে হবে এবং গবেষণা এবং প্রকাশনা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজি লিখা এবং পড়ার বিষয়ে দক্ষ হতে হবে।
- পিয়ার-পর্যালোচিত জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চমৎকার সাংবাদিকতা প্রকাশনার রেকর্ড থাকতে হবে।
- ব্যক্তিগত কাজের পরিকল্পনার উন্নয়ন ও তদারকি করা, গবেষণা কার্যক্রম সমন্বয় করা এবং প্রস্তাবে নতুন ধারণা তৈরিতে অসামান্য অবদান রাখতে হবে।
- গবেষণা বিষয়ক প্রজেক্ট এর বিকাশ এবং পরিচালনায় দক্ষ হতে হবে।
- নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে এবং একাধিক দল পরিচালনা করতে হবে।
- প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে।
MANAGE Fellowship (CAEIRA) এর Application Process:-
- এই পেজ থেকে Fellowship সংক্রান্ত সমস্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং নিজেদের যোগ্যতা যাচাই করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় Documents গুলি স্ক্যান করে নিম্নে প্রদত্ত Email ID তে মনোনয়নপত্র জমা করতে হবে – “manage@gmail.com“
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
MANAGE Fellowship (CAEIRA) এর আবেদনের জন্য Important Documents:-
অনলাইনে মনোনয়নপত্র জমা করতে যে সমস্ত Documents গুলি প্রয়োজন সেগুলি হল –
- Curriculum Vitae (CV)
- প্রার্থীদের দ্বারা অর্জিত শিক্ষাগত শংসাপত্র।
- প্রার্থীদের যদি কোন কাজের অভিজ্ঞতা থাকে তবে তার প্রমান পত্র,
MANAGE Fellowship (CAEIRA) এর Renewal:-
এই Fellowship এর মেয়াদ রয়েছে 1 বছর। এই এক বছরের মধ্যে প্রার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কারা কারা এই Fellowship Renew করতে পারবে তা পরবর্তীতে Fellowship প্রদানকারী সংস্থা জানিয়ে দেবে।
MANAGE Fellowship (CAEIRA) এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
এই Fellowship এর মেয়াদ 1 বছর পর্যন্ত থাকবে। তবে প্রার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কারা কারা এই Fellowship এর Renew করতে পারবে তা পরবর্তীতে Fellowship প্রদানকারী সংস্থা জানিয়ে দেবে।
MANAGE Fellowship (CAEIRA) এর Bank Account সম্বন্ধিত Details:-
এই Fellowship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
MANAGE Fellowship (CAEIRA) এর Contact Details:-
এই Fellowship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Saravanan Raj Director (Agril. Extn.)
National Institute of Agricultural Extension Management (MANAGE)
Manage Rd, Police Quarters, Rajendranagar Mandal
Hyderabad, Telangana 500030
FAQ:-
1. Manage Fellowship CAEIRA এর জন্য আবেদনের Last Date কি?
2. শুধুমাত্র Manage Fellowship CAEIRA এর জন্য কি Agriculture এ পাঠরত ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।