আপনার বাড়ি যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকেন এবং আপনি যদি Class 5 থেকে Graduation Course এর মধ্যবর্তী কোন Class এ পঠনরত পরিণত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে OASIS Scholarship Schemes একদম অচেনা নয়। অনেক সময় দেখা যায় Caste Certificate বা অন্য কোন কারণের জন্য আপনার পক্ষে সম্ভব হয় না OASIS Scholarship আবেদনের জন্য। আজ আমরা যেই Scholarship এর সমন্ধে আলোচনা করতে চলেছি তা আপনারা OASIS Scholarship এর Alternative হিসাবে মেনে নিতে পারেন। আজ আমরা বিস্তারিত জানার চেষ্টা করব Anant Merit Scholarship এর সমন্ধে ।
Anant Merit Scholarship কী ?
অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি অন্যতম শিক্ষা মূলক প্রকল্প হল Anant Scholarship যা Anant Merit Scholarship নামে পরিচিত । যে সমস্ত দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা Madhyamik বা Higher Secondary পরীক্ষায় কমপক্ষে 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু পারিবারিক অর্থাভাবের কারণে পরবর্তী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না; মূলত এই প্রকারের ছাত্র-ছাত্রীদের জন্যই এই Anant Scholarship প্রকল্পের সূচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোন বোর্ড থেকে Madhyamik বা Higher Secondary পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে পরবর্তী কোর্সে ভর্তি হবার পরে শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। তাই যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা তারা অতিসত্বর Anant Scholarship এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে Scholarship সংক্রান্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিয়ে Scholarship এর জন্য আবেদন করতে পারে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Anant Merit Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?
এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলা যাতে তারা ভবিষ্যৎ জীবনে একটি ভালো জায়গায় দাঁড়াতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে
Anant Merit Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
যেসমস্ত ছাত্রছাত্রীরা Madhyamik বা Higher Secondary পরীক্ষায় কমপক্ষে 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং পারিবারিক অভাব-অনটনের কারণে পরবর্তী কোর্স চালাতে চরম আর্থিক অভাবের সম্মুখীন হয়েছে তারা সকলে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Anant Merit Scholarship এর Selection Process :-
প্রথমে Anant Scholarship এর বিশেষজ্ঞরা অনলাইন এবং অফলাইনে জমা করা আবেদন পত্র গুলী ভালোভাবে যাচাই করবেন এবং যোগ্য প্রার্থীদের নাম গুলি আলাদা একটি তালিকার অন্তর্ভুক্ত করবেন। এরপরই এই তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে একটি Interview পরীক্ষা নেওয়া হবে। এই Interview পরীক্ষাটি Scholarship প্রকল্পের নিজস্ব ভবনে অর্থাৎ রাজধানী শহর কলকাতায় আয়োজিত হবে।
এরপরে শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য গুলি নেওয়া হবে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে Scholarship এর টাকা প্রদান করা হবে।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Anant Merit Scholarship এর Distribution Process :-
সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য এই স্ক Scholarship এর জন্য আহ্বান জানানো হয়। নির্বাচিত শিক্ষার্থীদের সরাসরি তাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে Scholarship এর টাকা প্রত্যেক মাসে প্রদান করা হয়। তবে মোট Scholarship প্রাপকদের মধ্যে 50% সিট মহিলা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে।
Anant Merit Scholarship এর Scholarship Amount :-
এই Scholarship এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেক মাসে 500 টাকা করে অর্থাৎ এক বছরে মোট 6000 টাকার Scholarship প্রদান করা হয়। তবে শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা রয়েছে।
Anant Merit Scholarship এর Eligibility Criteria:-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গে অবস্থিত কোন বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে,
- আবেদনকারীদের Madhyamik পাশ অথবা Higher Secondary পাশ হতে হবে।
- Madhyamik বা Higher Secondary পরীক্ষায় 70% নম্বর অর্জন করতে হবে,
- আবেদনকারীর পরিবারের মাসিক আয় 5000 টাকার কম হতে হবে অর্থাৎ বছরে 60000 টাকার কম হতে হবে,
- এছাড়াও শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Anant Merit Scholarship এর Application Process :-
Anant Merit Scholarship এর জন্য On;line কিংবা Offline এ আবেদন করা সম্ভব। নিম্নে দুই প্রকার আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো –
Anant Merit Scholarship Online Appication Process :-
- Online এ আবেদন করার জন্য প্রথমে Anant Merit Scholarship এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – “https://ananteducation.org/whocanapply-ananteducation.php”
- হোমপেজে Scholarship সংক্রান্ত সমস্ত বিষয় ভালোভাবে পড়ে নিতে হবে, এরপরে APPLY ONLINE বাটনে ক্লিক করতে হবে।
- Scholarship Portal এর নিজস্ব E-Mail ID দিয়ে Register করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করে আবেদনপত্রটি পূরণ করতে হবে,
- এরপরে প্রয়োজনীয় Documents গুলি পোর্টালে আপলোড করতে হবে,
- সমস্ত Documents আপলোড করা হয়ে গেলে SUBMIT বাটনে ক্লিক করতে হবে।
Sitaram Jindal Scholarship কেমন করে আবেদন করবেন ? জানুন সমস্ত প্রয়োজনীয় তথ্য
Anant Merit Scholarship এর আবেদনের জন্য Important Documents:-
অনলাইনে আবেদন করার সময়ে নিম্নলিখিত Documents গুলি পোর্টালে আপলোড করতে হবে –
- পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরের থেকে ইস্যু করা একটি Income Certificate
- BPL Card কিংবা অন্তর্দয় কার্ড (যদি থাকে) ,
- বসবাসের প্রমাণপত্র (Residential Certificate) ,
- বয়সের প্রমাণপত্র হিসেবে Madhyamik বা Higher Secondary পরীক্ষার Admit অথবা Birth Certificate ,
- স্ব স্বাক্ষরিত Aadhar Card এর জেরক্স ,
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য Disability Certificate ,
- Madhyamik /CBSE /ICSE / Higher Secondary / CBSE+ / ISC অথবা অন্য কোন বোর্ডের পরীক্ষার স্ব স্বাক্ষরিত Marksheet এর জেরক্স,
Anant Merit Scholarship Offline Application Process:-
- অফলাইনে আবেদন করার জন্য প্রথমে Anant Merit Scholarship এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – “https://ananteducation.org/whocanapply-ananteducation.php”
- পোর্টাল থেকে Scholarship সংক্রান্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিয়ে Download Form অপশনে ক্লিক করতে হবে।
- আবেদনপত্রের একটি PDF ফাইল Download করতে হবে ।
- এরপরে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে এবং সঠিক তথ্য সহকারে ফরমটি ভালোভাবে পূরণ করতে হবে ।
- ফ্রম এ উল্লেখিত Documents গুলির একটি করে কপি এবং আবেদনকারীর এক কপি ছবি Form এর সঙ্গে অ্যাটাচ করতে হবে ।
- এরপরে সম্পূর্ণ আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় Speed Post করতে হবে ।
ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor, Plot A3,
Block GP, Sector V,
Salt Lake, Kolkata – 700091
WBSCC এর Student Credit Card কি? কেমন করে আবেদন করবেন ?
Anant Merit Scholarship এর Renewal Process :-
প্রত্যেক শিক্ষাবর্ষে Scholarship Renew করার জন্য বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের 70% নম্বর অর্জন করতে হবে এবং কলেজ স্তরের শিক্ষার্থীদের কমপক্ষে 60% নম্বর অর্জন করতে হবে। বার্ষিক পরীক্ষার Marksheet গুলি Email এর মাধ্যমে অথবা Speed Post এর মাধ্যমে ANANT EDUCATION INITIATIVE এর অফিসে জমা দিতে হবে।
Anant Merit Scholarship Contact Details :-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কোন ব্যক্তির মনে কোন প্রশ্ন থাকে অথবা কোন বিষয়ে জানার থাকে তবে তারা সরাসরি এই ফাউন্ডেশন এ যোগাযোগ করতে পারবে।
Email: info@ananteducation.org
Phone Number: (033)40050410
Mobile: 9007030313
এছাড়াও প্রার্থীরা নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে Scholarship Foundation এর অফিসে যোগাযোগ করতে পারে –
Anant Education Initiative
Infinity Think Tank, Tower II,
3rd Floor, Plot A3,
Block GP, Sector V,
Salt Lake, Kolkata – 700091
Inspire Scholarship এর মাধ্যমে পেয়ে যান সহজেই পেয়ে যান বার্ষিক 80 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত
FAQ:-
1. Anant Merit Scholarship এর জন্য কোন Website থেকে আবেদন করতে পারবেন ?
2. Anant Merit Scholarship এর Last Date to Apply?
3. Anant Merit Scholarship এর আবেদন কি Online এ করতে হয় ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।