Kotak Shiksha Nidhi (2021-22) এর মাধ্যমে এখন পেতে পারেন লক্ষাধিক টাকার, জানুন বিস্তারিত

সমগ্র বিশ্বজুড়ে একটি আতংক সৃষ্টি করে রেখেছে Covid- 19 নামক এক ব্যাধি। এই ব্যাধি ভারতে প্রবেশ করে 2020 সালের মার্চ মাসে। করোনা অতিমাড়ির সংক্রমণ কমানোর জন্য ভারত জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতি যদি কারোর হয়ে থাকে তারা হলো ভারতের যুব সমাজ এবং শিক্ষার্থীরা। লকডাউন এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই; এর পাশাপাশি যে সমস্ত পরিবারের সদস্যরা করণা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের পরিবারের আর্থিক পরিস্থিতি আরো ভয়াবহ। কোথাও দেখা গেছে কিছু আঞ্চলিক সংগঠন এবং সমাজের উচ্চ বৃত্তীয় মানুষেরা এই করনা আক্রান্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবারে ভারতের Kotak Mahindra Group অন্যান্য কিছু সংগঠন কে সঙ্গে নিয়ে এই Corona পীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

Kotak Shiksha Nidhi কি ?

‘Kotak Shiksha Nidhi’ হলো ভারতের Kotak Mahindra Bank  এর তরফ থেকে Corona  পীড়িত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সাহায্য প্রদান করার একটি প্রকল্প। এই Scholarship প্রকল্পটির সূচনা করেছে SBI General Insurance Company Limited। ভারতীয় স্টেট ব্যাংক এবং অন্যান্য কিছু বিনিয়োগকারী সংস্থা সংযুক্ত হয়ে করোনা পিরিত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সাহায্য প্রদানের একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Kotak Shiksha Nidhi প্রদানের উদ্দেশ্য কি ?

এই Scholarship  প্রদানের প্রধান উদ্দেশ্য হলো Corona  পীড়িত পরিবারের শিক্ষার্থীদের অর্থ সাহায্য করা। পারিবারিক উপার্জনের অভাবে যে সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনা থমকে দাঁড়িয়েছে এই সদস্য হওয়ার পর তারা পুনরায় তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে বলে এর বিশ্বাস।

Kotak Shiksha Nidhi এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

প্রথম শ্রেণী থেকে স্নাতক  পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীদের পিতা অথবা মাতার অথবা দুইজনেই বিগত করোনা পরিস্থিতির সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবা পরিবারের উপার্জনকারী প্রধান ব্যক্তি করণা আক্রান্ত হয়ে মারা গেছেন সেই সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ বহনের জন্য এই Scholarship এর জন্য আবেদন করতে পারে।

Kotak Shiksha Nidhi এর Selection Process :-

  • প্রার্থীদেরনির্বাচনKotak Education Foundation বিবেচনারভিত্তিতেকরাহবে।
  • আবেদনকারীদেরনির্বাচনশিক্ষাবিদদেরভিত্তিতেকরাহবেএবং COVID-19-এরকারণেপিতা-মাতা/বাবা/মাতা/পরিবারেরপ্রাথমিকউপার্জনকারীসদস্যহারানোরবৈধপ্রমাণেরভিত্তিতেকরাহবে।

Swami Vivekananda Scholarship  2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Kotak Shiksha Nidhi এর Scholarship Amount  :-

এই Scholarship এর  জন্য নির্বাচিত শিক্ষার্থীদের স্কুল বা কলেজের ভর্তি ফি, লাইব্রেরীর ফ্রী, অন্যান্য কিছু স্টেশনারি খরচ, কলেজে প্রদেয় অন্যান্য খরচ, হোস্টেলের খরচ কিংবা বোর্ডিংয়ের খরচ সমস্ত কিছু প্রদান করা হবে। নিন্মে প্রদান করা সংস্থা গুলির  মাধ্যমে এর টাকা প্রদান করা হবে।নে রাখবেন এই এ কোনো নির্দিষ্ট পরিমান টাকা প্রদান করা হয় না , প্রয়োজন অনুসারে টাকার পরিমান নির্ধারণ করা হয়।

  • Kotak Mahindra Asset Management Company Limited (KMAMC)
  • Kotak Mahindra Capital Company Limited (KMCCL)
  • Kotak Mahindra Investments Limited (KMIL)
  • Kotak Mahindra Prime Limited (KMPL)
  • Kotak Mahindra Trustee Company Limited (KMTCL)
  • Kotak Infrastructure Debt Fund Limited (KIDFL)
  • Kotak Investment Advisors Limited (KIAL)
  • Kotak Securities Limited (KSL)

Kotak Shiksha Nidhi এর Eligibility Criteria:-

  • যে সমস্ত শিক্ষার্থীদের পিতা অথবা মাতার কিংবা পিতা-মাতা দুজনেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে সে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে,
  • যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের উপার্জনকারী প্রধান ব্যক্তি করণা আক্রান্ত হয়ে মারা গেছে তারা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে।
  • প্রথম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত নিয়মিত স্কুলে অথবা কলেজে পঠন-পাঠন করা ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য যোগ্য,
  • আবেদনকারীদের বয়স 6 থেকে 22 বছরের মধ্যে হতে হবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Kotak Shiksha Nidhi এর Application Process :-

  • যে সমস্ত শিক্ষার্থীরা Kotak Shiksha Nidhi এর জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে – ‘https://www.buddy4study.com/user-info?url=%2Fpage%2Fkotak-shiksha-nidhi’
  • এবারে Buddy4Study এর নতুন একটি পেজ ওপেন হবে। এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর   জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Rejister ID তৈরি করতে হবে এবং এই ID দিয়ে Scholarship এর জন্য Log In করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
  • ‘Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

বিদেশে পড়ার ইচ্ছা ? National Overseas Scholarship (NOS) 2021-22 এর সম্বন্ধে  বিশদে জানুন

Kotak Shiksha Nidhi এর আবেদনের জন্য Important Documents:-

আবেদনের সময় সময় যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে –

  • চলতি বছরে কলেজ অথবা বিদ্যালয়ে একটি ভর্তির প্রমাণ পত্র,
  • মাতা – মাতা অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর সার্টিফিকেট,
  • হসপিটাল অথবা কোন ডাক্তারের কাছ থেকে গৃহীত একটি সার্টিফিকেট যেখানে মৃত্যুর কারণ হিসাবে করণা মহামারীর উল্লেখ থাকবে,
  • দুইজন ব্যক্তির (স্কুল শিক্ষক, ডাক্তার, স্কুল বা কলেজের প্রধান শিক্ষক অথবা যেকোনো সরকারি কর্মচারী হতে পারেন) থেকে রেফারেন্স গ্রহণ করতে হবে যেখানে আবেদনকারীর পরিবারের সংকটজনক পরিস্থিতির কথা উল্লেখ থাকবে।
  • ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য,
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • যে সমস্ত আবেদনকারীদের বয়স 18 বছরের কম তাদের নিজেদের আধার কার্ড এবং পিতা অথবা মাতার পরিচয় পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
  • যে সমস্ত আবেদনকারীদের বয়স 18 বছরের বেশি তাদের জন্য পরিচয় পত্র হিসাবে নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।

Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Kotak Shiksha Nidhi এর Result Checking Process :-

  • আবেদনকারীদের buddy4study-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • যেখান থেকে আপনাকে অল-স্কলারশিপ বিভাগে যেতে হবে এবং কোটাক শিক্ষা নিধি দেখতে হবে।
  • All Scholarship Section থেকে Kotak Siksha Nidhi বেছে নিন।
  • একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখান থেকে আপনি Check Result অপশনে ক্লিক করতে হবে স্ক্রিনে একটি নতুন পৃষ্ঠা খুলবে।
  • এখানে আপনি Scholarship প্রোগ্রামের জন্য নির্বাচিত সমস্ত সুবিধাভোগীদের বিবরণ দেখতে  পারবেন ।

Kotak Shiksha Nidhi এর Renewal Process :-

Kotak Siksha Nidhi এর Renewal নির্ভর করে আবেদনকারীর Academic Progress, No Disciplinary Issue ইত্যাদির ওপর এবং এই সবকিছুই যাচাই করার দায়িত্ব থাকে Kotak Education Foundation এর ওপর।

Kotak Shiksha Nidhi এর Bank Account Related Details:-

18 বছরের উর্ধ্বে আবেদনকারীদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে, অন্যথায় Scholarship এর    টাকা পেতে সমস্যা হতে পারে। তবে যে সমস্ত আবেদনকারীদের বয়স 18 বছরের কম তাদের পরিবারের যে কোনো সদস্যের ব্যাংক একাউন্ট থাকলেই চলবে।

LIC Scholarship 2021 | Application Form, Amount, Eligibility Criteria, How To Apply?

Kotak Shiksha Nidhi Contact Details :-

Kotak Siksha Nidhi এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচনের মানদণ্ড এবং নথি সম্পর্কিত আপনার কোন প্রশ্ন থাকলে, নীচে দেওয়া যোগাযোগের বিবরণের মাধ্যমে নির্দ্বিধায় যোগাযোগ করুন –

Email: [email protected]

Phone: +91-11-430-92248 (Ext: 263)

FAQ:-

Kotak Siksha Nidhi এর জন্য আপনি কোন Website এর মাধ্যমে আবেদন করতে পারবেন ?
Kotak Siksha Nidhi আবেদনের Starting Date কি?

 
20 September,2021

 
Kotak Siksha Nidhi আবেদনের Last Date কি?

31 March,2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *