এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা ইতিমধ্যে পাস করে গেছো Higher Secondary Exam বা Post Graduation এর Admission এর জন্য Competition Exam এর জন্য Preparation নিচ্ছো। College Admission এর ক্ষেত্রে ইতিমধ্যে হয়ে গেছে এক বৃহৎ রদবদল। এই বছর থেকেই Central Education Ministry এর নিয়ম অনুযায়ী সব Central University তে Admission একমাত্র সম্ভব CUET পাস করেই। সম্প্রতি CUET Exam এর জন্য Registration শুরু হয়ে গেছে। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব এই সমন্ধে বিস্তারিত তথ্য সমূহ।
CUET Exam কী ?
সম্প্রতি University Grants Commission (UGC) CUET 2022 Exam Notification Publish করেছে। এই Entrance Exam টি NTA (National Testing Agency) প্রতিবছর গ্রহণ করে থাকে। এই Exam টি পাশ করলে আপনি ভারত সরকারের অধীনস্থ Central University (যেমন:- Jawaharlal Nehru University, Delhi University, BHU, Jamia Millia Islamia University, University of Hyderabad ,Aligarh Muslim University, Visva Bharati University সহ মোট 45 টি University তে ) Admission পেতে পারেন। CUET Exam এ ধারণাটি নতুন। যখন Exam এর ধারণা আর্সেনিক ভাবে ঘোষনা করা হয় তখন এও বলা হয় যে আপাতত এই Exam এর Central University তে Admission হলেও ভবিষ্যতে এই Exam এর মাধ্যমে বিভিন্ন State University ও Private University এর অন্তর্গত College বা Direct University তেও Admission সম্ভব হবে।
BLW Varanasi Apprentice Recruitment 2022 : Apply Online for 374 ITI/ Non ITI Posts
CUET Exam 2022 Important Dates :-
CUET 2022 Online Notification Publishing | 26/03/2022 |
CUET 2022 Online Application Starting | 02/04/2022 |
CUET 2022 Online Application Closing | 30/04/2022 |
Last Date of Paying Application Fees Online | April 2022 4th Week |
CUET 2022 Admit Card Releasing | June 2nd Week |
CUET 2022 UG & PG Admission Test | July 1st Week |
CUET 2022 Provisional Answer Key Publishing | July 2022 |
Window Opening for Raising Objections against CUET 2022 Answer key | July 2022 |
CUET 2022 Final Answer Key Publishing | July 2022 |
CUET 2022 Result Declaration | – |
CUET 2022 Merit List Publishing | – |
CUET 2022 Counselling Staring | August 2nd Week |
CUET Exam 2022 এর Eligibility:-
- Nationality:- আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
- Academic Qualifications:- UG Course এ Admission এর ক্ষেত্রে অন্ততপক্ষে Recognised শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary (10+2 Level )পাস করতে হবে ন্যূনতম 60% সহ।
Subject ও University অনুযায়ী অবশ্য Eligibility Criteria কিছুটা ভিন্ন যা নিম্নে আলোচনা করা হল।
- Undergraduate :- আবেদনকারীকে ন্যূনতম 50% মার্কস সহ Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অবশ্য ST/SC আবেদনকারীদের 45% মার্কস থাকলেই CUET Exam এর জন্য বসতে পারবে।
- Post Graduate:- আবেদনকারীকে ন্যূনতম 55% মার্কস সহ Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অবশ্য ST/SC/OBC/PWD আবেদনকারীদের 50% মার্কস থাকলেই CUET Exam এর জন্য বসতে পারবে। মনে রাখবেন কলেজ অনুযায়ী নম্বর ভিন্ন হতে পারে।
- PhD Programme:- আবেদনকারীকে ন্যূনতম 55% মার্কস সহ Graduation পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। অবশ্য ST/SC/PWD আবেদনকারীদের 45% মার্কস ও OBC 50% মার্কস থাকলেই CUET Exam এর জন্য বসতে পারবে।মনে রাখবেন কলেজ অনুযায়ী নম্বর ভিন্ন হতে পারে।
CUET Exam 2022 Set Reservation :-
Parliament Act নির্ধারিত নিয়ম অনুযায়ী সমস্ত Central University গুলিতে বিভিন্ন Course এ Admission সম্পন্ন হবে। নিম্নে উল্লেখিত Category অনুযায়ী Reservation বাদে বাকি Set General Candidate দের জন্য।
Category | Set Reservation |
Scheduled Tribes (ST) | 7.5 % |
Scheduled Castes (SC) | 15% |
Other Backward Classes (Non-Creamy) (OBC) | 27% |
Persons with Disability (PWD) | 5% |
CUET Exam 2022 এ আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং এক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা উল্লেখ করা হয়নি।
CUET Exam 2022 এর Application Fees:-
আবেদনকারীরা প্রয়োজনীয় Application Fees Online এ Credit Card/Debit Card /Net Banking এর মাধ্যমে ও Offline এ SBI Bank Challan এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fees সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Payment through Online | Payment through Challan | ||
Application Fees in INR | Application Fees in INR | Bank Commision | Total Fees in INR | |
General/OBC | 800 | 800 | 50 | 850 |
ST/SC | 350 | 350 | 400 | |
PWD | Not Applicable |
CUET Exam 2022 Application Process:-
CUET 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন CUET এর অফিসিয়াল ওয়েবসাইট https://cuet.samarth.ac.in/
- Homepage এ আপনি পেয়ে যাবেন Registration for CUET 2022 এর অপশন।
- সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
- প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
- Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
- Exam Center Select করুন।
- এখন আপনাকে Upload করতে হবে Photograph ও Signature।
- Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
- এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য
- Print Out কপি ও বের করে রাখতে পারেন।
CUET Exam 2022 এর আবেদনের জন্য Important Documents:-
- Government ID Proof (Aadhar Card/Pan Card/Passport/Ration Card Bank Account ইত্যাদি)
- Date of Birth (Madhyamik Admit Card)
- Educational Qualification সম্বন্ধিত Details
- Bank Account Details
- Passport Size Colour Photo
- Signature
- PwD Certificate (যদি থাকে)
Paschim Medinipur Asha Recruitment 2022 | শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ, কেমন করে আবেদন করবেন !
CUET Exam 2022 Exam Pattern:-
CUET Exam 2022 বেশ কয়েকদিন ধরে চলবে এবং তাছাড়া দুই Shift er5 মাধ্যমেই সম্পন্ন Exam সম্পন্ন হবে।
- Mode of Exam:- Exam সম্পূর্ণ Online এ (CBT) এর মাধ্যমে নেওয়া হবে।
- Language:- পরীক্ষার্থীরা Exam Hindi,Bengali ও English সহ মোট 13 টি ভাষায় এই Exam টি দিতে পারবে।
- CUET Exam টি আলাদা আলাদা টি Section এ বিভক্ত যথা -Section IA , Section I B Section II ও Section III । আবার Section I,দুই ভাগে বিভক্ত এর মধ্যে Section IA তে থাকবে 13 টি Language, Section I B তে থাকবে 19 টি Language, Section II Select করা বিষয় ও Section III General Test ।
- Type of Questions:- MCQ Type এর Question মূলত থাকে CBT Exam এ।
- মোট 175 টি প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে 140 টি প্রশ্ন উত্তর করতে হবে পাস করতে গেলে।
- Section IA ,Section I B থেকে সর্বাধিক পরীক্ষার্থীরা 3 টি বিষয়ে Exam প্রদান করতে পারবে।
- Section II এ থাকবে মোট 27 টি Subject, এর মধ্যে থেকে পরীক্ষার্থীরা সর্বাধিক 6 টি বিষয়ে Exam প্রদান করতে পারবে।
- Section IA এর অন্তর্গত Language গুলি হলো:- Tamil, Telugu, Kannada, Malayalam, Marathi, Gujarati, Odia, Bengali, Assamese, Punjabi, English, Hindi এবং Urdu ।
- Section I B এর অন্তর্গত Language গুলি হলো:- French, Spanish, German, Nepali, Persian, Italian, Arabic, Sindhi, Kashmiri, Konkani, Bodo, Dogri, Maithili, Manipuri, Santhali, Tibetan, Japanese, Russian এবং Chinese।
Exam Pattern সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Section | Subjects | No. of Questions | Minimum Attempted Questions | Duration |
Section IA | 13 টি Language, | 50 | 40 | 45 Minutes Language প্রতি |
Section I B | 19 টি Language | |||
Section II | Select করা বিষয় | 50 | 40 | 45 Minutes Language প্রতি |
Section III | General Test | 75 | 60 | 60 Minutes |
SSC MTS 2022 Notification PDF Out Exam Date, Fees, Eligibility, Syllabus, Salary & More in Bengali !
CUET Exam 2022 Syllabus:-
- Section IA & IB :- Reading Comprehension (based on different types of passages–Factual, Literary and Narrative [Literary Aptitude & Vocabulary] ইত্যাদি।
- Section II:- Class 12 এর NCERT Model Syllabus Section Section II এর জন্য যথেষ্ট।
- Section III:- General Knowledge, Current Affairs, General Mental Ability, Numerical Ability, Quantitative Reasoning (Simple application of basic mathematical concepts arithmetic/algebra geometry/mensuration/stat taught till Grade 8), Logical এবং Analytical Reasoning ইত্যাদি।
CUET 2022 Exam Centre :-
সমগ্র ভারতবর্ষে 100 টির ও বেশী Exam CUET Exam এর Entrance Test নেওয়া হবে। পশ্চিমবঙ্গের অন্তর্গত Exam Center গুলি হলো Asansol, Hooghly, Kalyani, Kolkata, Siliguri ইত্যাদি। এই সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন আপনার Admit Card থেকে।
CUET 2022 Colleges:-
CUET Colleges | State | Location |
Banaras Hindu University | Uttar Pradesh | Varanasi |
Delhi University | Delhi | New Delhi |
Aligarh Muslim University | Uttar Pradesh | Aligarh |
Jamia Millia Islamia | Delhi | New Delhi |
Jawaharlal Nehru University | Delhi | New Delhi |
Babasaheb Bhimrao Ambedkar University | Uttar Pradesh | Lucknow |
Guru Ghasidas Vishwavidyalaya | Chhattisgarh | Bilaspur |
Tezpur University | Assam | Tezpur |
University of Allahabad | Uttar Pradesh | Prayagraj |
Visva-Bharati University | West Bengal | Santiniketan |
Dr. Hari Singh Gour University | Madhya Pradesh | Sagar |
English and Foreign Languages University | Telangana | Hyderabad |
North-Eastern Hill University | Meghalaya | Shillong |
Hemwati Nandan Bahuguna Garhwal University | Uttarakhand | Srinagar |
University of Hyderabad | Telangana | Hyderabad |
Manipur University | Manipur | Imphal |
Pondicherry University | Puducherry | Pondicherry |
Rajiv Gandhi University | Arunachal Pradesh | Itanagar |
Tripura University | Tripura | Agartala |
Assam University | Assam | Silchar |
Nagaland University | Nagaland | Lumami |
Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya | Maharashtra | Wardha |
Maulana Azad National Urdu University | Telangana | Hyderabad |
Mizoram University | Mizoram | Aizawl |
Indira Gandhi National Tribal University | Madhya Pradesh | Amarkantak |
Sikkim University | Sikkim | Gangtok |
Central University of South Bihar | Bihar | Gaya |
Dr. Rajendra Prasad Central Agriculture University | Bihar | Samastipur |
National Sanskrit University | Andhra Pradesh | Tirupati |
Shri Lal Bahadur Shastri National Sanskrit University | Delhi | New Delhi |
Central Sanskrit University | Delhi | New Delhi |
Indira Gandhi National Open University | Delhi | New Delhi |
Central Agricultural University | Manipur | Imphal |
Indian Maritime University | Tamil Nadu | Chennai |
Central University of Gujarat | Gujarat | Gandhinagar |
Central University of Haryana | Haryana | Mahendragarh |
Central University of Himachal Pradesh | Himachal Pradesh | Dharamsala |
Central University of Kashmir | Jammu and Kashmir | Srinagar |
Central University of Jharkhand | Jharkhand | Ranchi |
Central University of Karnataka | Karnataka | Kalaburagi |
Central University of Kerala | Kerala | Kasaragod |
Central University of Odisha | Odisha | Koraput |
Central University of Punjab | Punjab | Bathinda |
Central University of Rajasthan | Rajasthan | Ajmer |
Central University of Tamil Nadu | Tamil Nadu | Tiruvarur |
Nalanda University | Bihar | Rajgir, Nalanda |
South Asian University | Delhi | New Delhi |
Central University of Jammu | Jammu and Kashmir | Jammu |
Rajiv Gandhi National Aviation University | Uttar Pradesh | Raebareli |
Rani Lakshmi Bai Central Agricultural University | Uttar Pradesh | Jhansi |
Mahatma Gandhi Central University | Bihar | Motihari |
National Sports University | Manipur | Imphal |
Central Tribal University of Andhra Pradesh | Andhra Pradesh | Vizianagaram |
Central University of Andhra Pradesh | Andhra Pradesh | Anantapur |
ESIC SSO Recruitment 2022 : Notification Out for 93 Grade 2 Manager Posts more in Bengali !
CUET Exam 2022 Admit Card :-
পরীক্ষার্থীরা NCHMCT JEE 2022 এর Admit Card Official Website থেকেই Download করতে পারবে । শুধুমাত্র Online এ এই Admit Card Download সম্ভব। Admit Card এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে Exam Centres, Exam Date, Exam Time, Reporting Time ইত্যাদি। মনে রাখবেন Admit Card এছাড়া কোনো পরীক্ষার্থী Exam এ বসতে পারবে না। NCHMCT JEE 2022 এর Admit Card Officially প্রকাশ হলে এই এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।
CUET Exam 2022 Answer Key:-
Exam গ্রহণের কিছুদিনের মধ্যেই Officially প্রকাশ করা হয় Answer Key । এই Answer Key এর মাধ্যমে পরীক্ষার্থীরা জেনে নিতে পারবে তাদের Performance। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Answer Key জেনে নিতে পারবে। পরীক্ষার্থীরা Answer Key প্রকাশ এর পর Answer Key Challenge করার সুবিধা পাবে নির্দিষ্ট সময়ের জন্য। এই সম্বন্ধে বিস্তারিত জানব Answer Key Publish হলে।
CUET Exam 2022 Result:-
NTA অফিশিয়াল ওয়েবসাইটে Scorecard প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ Score Card জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।
CUET Exam 2022 Merit List:-
Merit List আলাদা করে Publish করা হয় না। Score Card এর মাধ্যমেই এটি Publish করা হয়। পরীক্ষার্থীর Ranking বা Merit Score নির্ভর করবে NTA Score এর ওপর। একাধিক পরীক্ষার্থীর NTA Score এক হলে Tie Breaker এর মাধ্যমে তাদের NTA Score নির্ধারিত হবে।
- যেসব পরীক্ষার্থীরা English এ যত বেশি Number পাবে তাদের CUET Rank ততো বেশী হবে।
- কোন ক্ষেত্রে পরীক্ষার্থীর Overall Score সহ English Number এক হলে Service Aptitude Component এ। যে বেশী Number পাবে তাকে পাস করানো হবে।
- উপরিউক্ত শর্ত মেনে নেওয়ার পরও যদি Tie হয়ে থাকে তাহলে যার বয়স বেশি তাকে বেছে নেওয়া হবে।
CUET Exam 2022 Counselling:-
Counselling Process সম্পূর্ণরূপে Online এ চলবে এবং এই সম্বন্ধিত সম্পূর্ণ Details পরীক্ষা আছে না জানতে পারবে Official Website থেকে।Counselling এর এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে Registration, Choice Filling, Seat Allotment, Choice Locking , Documents Uploading এবং Payment । Counseling এর এরপর Central Institutes of Hotel Management, State Government Institutes of Hotel Management , Public Sector Undertaking ও Private Institutes of Hotel Management এর অন্তর্গত College এ Admission পেতে পারে।
CUET Exam 2022 Documents Verification :-
Counselling এর অন্তিম অর্ধেই পরীক্ষার্থীদের Documents Verification সম্পন্ন হবে। পরীক্ষার্থীর প্রয়োজনীয় Documents নিম্নে উল্লেখ করা হলো।
- Madhyamik Mark Sheet ও Certificate
- Higher Secondary Mark Sheet ও Certificate
- NCHMCT JEE 2022 Admit Card
- NCHMCT JEE 2022 Score Card
- Medical Certificate
- Caste Certificate
- Transfer Certificate
Indian Navy SSR AA Recruitment 2022 : Application Started for 2500 Vacancies 12 Pass Can Apply!
CUET Exam 2022 Contact Details :-
CUET Exam এর Registration Refund বা অন্য কোনো তদসংলগ্ন সমস্যা থাকে আপনি নিম্নে উল্লেখিত মাধ্যমে সাহায্য পেতে পারেন।
- Phone No.-+91-11-40759000,
- Email :- : cuet-ug@nta.ac.in
- Website :- www.nta.ac.in, https://cuet.samarth.ac.in
CUET Exam 2022 Important Links:-
CUET Exam 2022 Official Notice Download | Click Here |
CUET Exam 2022 Official Bulletin Download | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. CUET 2022 Exam Date কি ?
2. CUET 2022 Syllabus কি?
3. CUET Full From কি ?
4. https://cuet.samarth.ac.in/ কি Official Website CUET Exam 2022 এর?
5. CUET Registration কোন Website এর মাধ্যমে সম্ভব?
6. CUET Exam এর মাধ্যমে কি UG/PG উভয় Course এ আবেদন সম্ভব?
7. CUET College List কি?
8. CUET 2022 Registration কবে থেকে শুরু হয়েছে?
9. CUET 2022 Number of Attempt কি?
10. CUET 2022 Online Applicatrion Last Date কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।