India Fellow Social Leadership Program 2022 : Application Form, Eligibility, Last Date more in Bengali !

একজন ছাত্র বা ছাত্রীকে যে শুধুমাত্র পড়াশোনাতে ভালো হতে হবে তা জরুরী নয়। সব ছাত্রছাত্রী কিন্তু অনন্য প্রতিভার অধিকারী। আমাদের  মধ্যে অনেকেই  রয়েছে Leadership এর প্রতিভা সমাজের পরিবর্তন আনতে চায় । আজ আমরা আলোচনা করতে চলেছি India Fellow Social Leadership Programs এর সম্বন্ধে বিস্তারিত যা আমাদের ওয়েবসাইটে আলোচনা করো Scholarship/Fellowship থেকে অনেকটাই ভিন্ন বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

India Fellow Social Leadership Programs কী ?

অনেকের মধ্যেই ছোটো থেকেই থাকে Leadership এর ক্ষমতা , সমাজকে বদলানো তীব্র আকাঙ্ক্ষা। এটি একটি Experimental Social Leadership Scheme যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা Special Leadership Training, অর্থ সাহায্য সহ ছাত্র-ছাত্রীর মহৎ উদ্দেশ্য পূরণ করতে পারবে। মোটামুটি 11 বছর ধরে এই Leadership Program চলে আসছে। ICICI Foundation, Tata Trust Paul Hamlyn Foundation , InfoEdge Pvt Ltd এই Leadership Program  আয়োজনের এক গুরুত্বপূর্ণ সঙ্গী।

India Fellow Social Leadership Programs প্রদানের উদ্দেশ্য কী?

এই Social Leadership প্রদানের প্রধান উদ্দেশ্য গুলি হল –

  • প্রথাগত শিক্ষার পাশাপাশি Social Leadership এর মত নব্য পরিচিত বিষয় কে উৎসাহ প্রদান করা।
  • সমাজে যারা কিছু পরিবর্তন করতে চায় তাদের সাহায্য প্রদান এর মাধ্যমে সমাজের উন্নতি সাধন।
  • যে সকল ছাত্র ছাত্রীরা এই Social Leadership Program এ অংশগ্রহণ করবে তাদের ভবিষ্যৎ জীবনকে সহজ করে তোলা।

 SVMCM Scholarship 2021 Last Date, Eligibility Criteria, Amount, Important Documents, Last Date?

India Fellow Social Leadership Program এর জন্য কারা আবেদন করতে পারবে?

সমগ্র ভারতবর্ষে যেসব যুবক-যুবতীরা ভবিষ্যতের Leader হওয়ার আকাঙ্ক্ষা রাখেন এবং সমাজের কল্যাণের উদ্দেশ্যে কর্ম করতে চান তারা সকলেই এই Social Leadership Program এর জন্য অংশগ্রহণ করতে পারবে এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানবেন Eligibility সেকশনে।

India Fellow Social Leadership Program এর Important Dates:-

India Fellow Social Leadership Online Application Closing 31/03/2022
Final List Prepare for India Fellow Social Leadership 31/05/2022
India Fellow Social Leadership Provide Starting 01/07/2022

India Fellow Social Leadership Program এর Selection Process:-

সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই Leadership এর জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের মধ্যে থেকে Masters Degree  তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী যাচাই করণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিস্তারিত নিম্নে বর্ণনা করা হলো।

  • আবেদনকারীকে Application Form সম্পূর্ণ ফিল Up করতে হবে।
  • Shortlisted Candidate দের জন্য একটি Telephonic Interview এর আয়োজন করা হবে।
  • যেসব আবেদনকারীরা Telephonic Interview এ পাস করবে তাদেরকে এক Written Test ও In-depth Conversation এর জন্য ডাকা হবে।
  • অন্তিম পর্যায়ে যেসব আবেদনকারীরা পূর্ববর্তী পর্যায়ে পাশ করেছে তাদের জন্য এক Final List গঠন করা হবে এবং তাদের আহ্বান জানানো হবে Leadership Scheme এর জন্য।

Aikyashree Scholarship 2022 : Log In, Scholarship Amount, Status Check, Last Date, Eligibility & More

India Fellow Social Leadership Program এর Distribution Process:-

বিশ্বস্ত শিক্ষার্থীরা এই  Leadership এর  জন্য নির্বাচিত হবে তারা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই Leadership এর  টাকাগুলো পেয়ে যাবে। প্রত্যেক মাসের শুরুতেই নির্দিষ্ট সময়ে Fellowship এর  টাকা প্রদান করা হয়। এর সঙ্গে ছাত্রছাত্রীরা আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পাবে যার সম্বন্ধে আমরা নিম্নে আলোচনা করব।

India Fellow Social Leadership Program এর Benefit:-

  • Stipend:- গ্রাম অঞ্চলের ছাত্র-ছাত্রীরা যারা এই Leadership এর জন্য আবেদন করবেন তারা পাবেন প্রতিমাসে 16,000 টাকা। শহরাঞ্চলে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে প্রতিমাসে 18,000 টাকা পাবে। আর মাথায় রাখবেন এই Training চলবে 18 মাস পর্যন্ত।
  • Building Community :- Training Period এর সর্বাধিক সময় প্রায় (17 মাস) Community গঠনের ক্ষেত্রে প্রদান করা হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই Community গঠন করা হবে। গ্রাম শহর বিন্যাসে সমস্যার উপর ভিত্তি করে তৈরি করা হবে Community এবং এই Community সমগ্র ভারতবর্ষের যেকোনো স্থানে তৈরি হতে পারে।
  • Training:- 18 মাসের মধ্যে 45 বরাদ্দ থাকবে Residential Training এর জন্য। 45 দিনের Training Period কে 3 ভাগে ভাগ করা হবে 15 দিন করে। প্রতিটি অর্ধে Training সম্পর্কিত শিক্ষা প্রদান করা হবে।
  • Mentorship Program:– ছাত্র-ছাত্রীদের প্রতিটি বিভাগে Expert করে তোলার জন্যে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগামী ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগতভাবে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করা হবে। তাছাড়া ভবিষ্যৎ জীবনের কাজের উপযোগী করে তোলার জন্য এক উপযুক্ত Eco System প্রদান করা হবে যা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জীবনে খুব সাহায্য করবে।
  • Experience:-  অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য Modules প্রস্তুত করা হবে Certificate সহ Online Course এর মাধ্যমে । এই শিক্ষা ব্যবস্থা সূচনার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের Skill Based কাজের জন্য উপযোগী করে তোলা এবং Practically সমস্ত সমস্যার Solution যেনো করতে পারে, তার উপযোগী করে তোলা।

India Fellow Social Leadership Program এর Eligibility :-

  • আবেদনকারী ছাত্র ছাত্রীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 30 এর মধ্যে।
  • 18 মাসের জন্য Full Time Training এর জন্য আবেদনকারীকে প্রস্তুত থাকতে হবে।
  • 24*7 Community এর অংশ হয়ে থাকতে হবে।
  • আপনাকে ভারতবর্ষের যেকোনো স্থানে Training এর জন্য পাঠানো হতে পারে তার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে ।
  • Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Graduation পাস হতে হবে।

রূপশ্রী প্রকল্প 2022 : Online Apply, Application Form, Status , Amount, Eligibility & More in Bengali !

India Fellow Social Leadership Program এর Application Process:-

India Fellow Social Leadership এর জন্য Application Online মাধ্যমে করা যেতে পারে। নিম্নে Application Process বর্ণনা করা হলো।

  • সর্বপ্রথম ভিসিট করুন Official Website
  • Homepage থেকে Application Link পেয়ে যাবেন , সেটিতে ক্লিক করুন বা https://www.indiafellow.org/apply-now/ তে ক্লিক করুন।
  • সর্বপ্রথম আপনার Personal Information প্রদান করুন এবং Next বাটনে ক্লিক করুন।
  • এই Page এ আপনাকে Fill Up করতে হবে Academic Information এবং Next বাটনে ক্লিক করুন।
  • এখন প্রদান করুন আপনার Bank Account Details।
  • কোন বিষয়ে আপনি Social Leadership এর জন্য পড়তে চাইছেন সেটি উল্লেখ করুন।
  • এখন Submit বাটনে ক্লিক করুন।

India Fellow Social Leadership Program এর Important Documents:-

তেমন কোনও Documents Submit করতে হবে না ।

India Fellow Social Leadership Program এর Renewal:-

Social Leadership  Course এর জন্য নির্বাচিত হয়ে গেলে এই Social Leadership  Course পুনরায় Renew করার প্রয়োজন নেই। Course চলাকালীন প্রতি মাসে এর  টাকা নিজের Bank Account  এ পেয়ে যাবে।

India Fellow Social Leadership Program এর টাকা কখন (Duration) প্রদান করা হয় ?

এই Course এর জন্য টাকা আপনি সম্পূর্ণ Course  চলা অবধি অর্থাৎ 18 মাস পর্যন্ত পাবেন। গ্রাম ও শহরবাসী দের ক্ষেত্রে Amount ভিন্ন হতে পারে। প্রতি মাসে মাসে আপনি আপনার Bank Account এ টাকা পেয়ে যাবেন।

OASIS Scholarship 2022 Last Date, Status Check, Apply Online, Renewal & More in Bengali !

India Fellow Social Leadership Program এর Bank Account সম্বন্ধিত Details :-

এই Course এর  টাকা পেতে গেলে শিক্ষার্থীদের নিজস্ব একটি Bank Account থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই সংযুক্ত থাকতে হবে।

India Fellow Social Leadership Program এর Terms and Conditions :-

  • 18 মাসের Training Period এর মধ্যে অন্ততপক্ষে ছাত্র বা ছাত্রী 60000 টাকা পেতে পারে। কোন কারনে সম্পন্ন Training Program এ অংশগ্রহণ না করতে পারলে আপনি টাকা পাবেন না।
  • Training Period চলাকালীন ছাত্র বা ছাত্রী কে তাদের Observation, Experience ইত্যাদি সব Monthly Blog আকারে Details এ লিখে রাখতে হবে।

India Fellow Social Leadership Program এর Contact Details:-

এই Course এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে-

India Fellow

D-134, First Floor, East of Kailash,

Near National Heart Institute,

New Delhi, Delhi 110065

Phone: 011 2621 7460

Email: [email protected]

Ishwar Chandra Vidyasagar Scholarship 2022 : Apply Online, Last Dates & More

FAQ:-

1. India Fellow Social Leadership Fresh Application Close হবে কবে?

ANS:-31/03/2022

2. কোন Website থেকে আবেদন করা জেতে পারে India Fellow Social Leadership এর জন্য ?
3.  B.A, B.Com,B.Sc তে অমি পড়ছি অমি কি আবেদন করতে পারবো India Fellow Social Leadership এর জন্য?

ANS:- হ্যাঁ পারবেন ।

4. নূন্যতম কত পেতে হবে এই Course এ আবেদনের জন্য?

ANS:- শুধু পাশ করলেই আবেদন করতে পারবেন।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *