Jhargram District Court Recruitment 2022 (ঝাড়গ্রাম ডিসট্রিক হাই কোর্ট রিক্রুটমেন্ট) Vacancy, Last Date, Eligibility জানুন বিস্তারিত!

রাজ্যবাসী সকল চাকরিপ্রার্থীদের কাছে এক অন্যতম সরকারি চাকরির উৎস জেলা আদালত।  বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জেলার আদালত এর পক্ষ থেকে মূলত Group C ও D Post এই নিয়োগ করা হয়ে থাকে এই ধরনের Recruitment গুলোর মাধ্যমে। সম্প্রতি এই ধরনের ই এক Recruitment প্রকাশ করা হয়েছে Jhargram District Court এর পক্ষ থেকে। যদি আপনিও এই ধরনের কোন Recruitment এর খোঁজে থাকেন অবশ্যই Jhargram District Court Recruitment 2022 সম্মিলিত আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

Jhargram District Court Recruitment 2022 Important Dates:-

Jhargram District Court Recruitment 2022 Online Application Starting 21/05/2022
Jhargram District Court Recruitment 2022 Online Application Closing 10/06/2022
Admit Card Releasing Exam এর 10 দিন আগে
Exam  

কলকাতা পুলিশ কনস্টেবল এর আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে জানুন বিস্তারিত

Jhargram District Court Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
English Stenographer (Group-B) 01
Lower Division Clerk 22
Process Server (Summon Bailiff)(Group-C) 01
Peon /Night Guard 28
Sweeper (Karmabandhu) 03
Total 55

Jhargram District Court Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:- 

  • English Stenographer (Group-B):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে এবং Shorthand Speed 80 WPM ও সঙ্গে ন্যূনতম Typing Speed 30 WPM হতে হবে সঙ্গে 10 Minutes এ English Script লেখার ক্ষমতা থাকতে হবে।
  • Lower Division Clerk :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম Madhyamik পাস করতে হবে সঙ্গে Computer সম্বন্ধিত Basic Knowledge ও Certificate থাকতে হবে।
  • Process Server (Summon Bailiff):-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।
  • Peon /Night Guard:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।
  • Sweeper:- আবেদনকারী Bengali/Hindi/English ভাষা লিখতে ও পড়তে জানতে হবে।

ITBP তে Head Constable পদে যোগদানের সুবর্ণ সুযোগ জানুন বিস্তারিত

Jhargram District Court Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

01/07/2022 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 37 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে প্রদান করা চার্ট এর মাধ্যমে।

Category  Age Relaxation 
ST/SC 5
OBC 3

Jhargram District Court Recruitment 2022 Salary:-

  • English Stenographer পদের জন্য Salary হতে পারে 32, 100 থেকে 82,900 এর মধ্যে।
  •  Lower Division Clerk পদের জন্য Salary হতে পারে 22,700 থেকে 58,500 এর মধ্যে।
  • Process Server (Summon Bailiff) পদের জন্য Salary হতে পারে 21,000 থেকে 54,000 এর মধ্যে।
  • Peon /Night Guard পদের জন্য Salary হতে পারে 17,000 থেকে 43,600 এর মধ্যে।
  • Sweeper পদের জন্য Salary হতে পারে 17,000 থেকে 43,600 এর মধ্যে।

Jhargram District Court Recruitment 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Post  UR/OBC-A/B  SC / ST/ PWD
English Stenographer (Grade-III) 800 600
Lower Division Clerk / LDC 700 500
Process Server / Summon Bailiff 700 500
Group-D ( Peon, Night Guard, Sweeper) 600 400

Delhi Police এ প্রচুর সংখ্যক Driver নিয়োগ শুরু হয়ে গেছে,কেমন করে আবেদন করবেন

Jhargram District Court Recruitment 2022 Application Process:-

Jhargram District Court Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। https://www.calcuttahighcourt.gov.in  , https://districts.ecourts.gov.in/jhargram  https://www.jhargram.gov.in এই তিনটি Website এর মাধ্যমেই আপনি এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। Offline এ এই Recruitment এর জন্য আবেদন সম্ভব নয়।

  • উপরোক্ত তিনটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো ওয়েবসাইট এ ক্লিক করুন বা নিম্নে প্রদান করা Link Section থেকে Application Link এ ক্লিক করুন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details,Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

Jhargram District Court Recruitment 2022 Selection Process:-

তিনটি পর্যায়ে সম্পন্ন হবে Jhargram District Court Recruitment 2022 যথা:-

  • Written Test
  • Computer Test (যদি দরকার পরে)
  • Personality Test

Jhargram District Court Recruitment 2022 Important Links:-

Jhargram District Court Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us 

BSF এ যোগদানের সুবর্ণ সুযোগ আর কয়েকদিন মাত্র চলবে আবেদন প্রক্রিয়া

FAQ:-

1. Jhargram District Court Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?
ANS:- Download Section থেকে।
2. Jhargram District Court Recruitment 2022 Official Website কোনটি?
ANS:- http://www.jhargramexam.com/index
3. Jhargram District Court Recruitment 2022 Online Application Last Date কি?
ANS:- 10/06/2022
4. কবে থেকে Jhargram District Court Recruitment 2022 এর Registration শুরু হয়েছে?
ANS:- 21/05/2022
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823