Merck India Charitable Trust Scholarship Program (2021-2022) এর মাধ্যমে পেয়ে যান বার্ষিক 35000 টাকা !

বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন সময় শিক্ষা ব্যবস্থার উন্নতির উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। কখনো কখনো এই পদক্ষেপ গুলো সীমাবদ্ধ হয়ে থাকে। এরকমই এক প্রকল্পের সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি যার মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারে Mumbai,New Mumbai, Thane, Bengaluru এর ছাত্র-ছাত্রীরা। তাই এই আর্টিকেলটি আমাদের রাজ্যের ছাত্র-ছাত্রীদের পক্ষে খুব একটা কার্যকরী হবে না।

Merck India Charitable Trust Scholarship Program কী ?

মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করতে ভারত সরকারের তরফ থেকে যেমন কিছু Scholarship প্রকল্পের সূচনা করা হয়েছে, তেমনি এর পাশাপাশি ভারতবর্ষের কিছু বেসরকারি সংস্থাও সমান উদ্দেশ্য সাধনে এগিয়ে এসেছে। এরকমই একটি বেসরকারি সংস্থা হলো Merck India Charitable Trust। এই  Trust  এর মাধ্যমে প্রদেয় Scholarship টির নাম ‘MICT Scholarship’। এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের উন্নত চারটি শহর Mumbai, New Mumbai , Thane এবং Bengaluru এই চারটি শহরের দরিদ্র শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের Scholarship প্রদান করা হয়। এই চারটি রাজ্যে বসবাসকারী ছাত্রছাত্রীরা মাধ্যমিকে কমপক্ষে 80% নম্বর অর্জন করলে HIgher Secondary স্তর থেকে Graduation স্তর পর্যন্ত প্রত্যেক বছরে প্রায় 35000  টাকা পর্যন্ত Scholarship পেয়ে থাকে।

বিগত 2005 সাল থেকে Merck India Charitable Trust এই Scholarship প্রদান করে আসছে। প্রত্যেক বছর শতাধিক শিক্ষার্থীকে এই Scholarship এর  জন্য নির্বাচিত করা হয়। বিগত সময় গুলিতে উপরোক্ত চারটি শহরের নির্বাচিত Scholarship প্রাপকেরা বর্তমানে Engineering ,Medicine, Science, Business, বিমান চলাচল এবং Nursing  সহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বিযুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেছে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Merck India Charitable Trust Scholarship Program প্রদানের উদ্দেশ্য কী?

ভারতবর্ষের Mumbai ,New Mumbai, Thane এবং Bengaluru শহরগুলি আর্থিকভাবে উন্নত হলেও এখানে এমন কিছু পরিবার এখনো রয়ে গেছে যারা দুর্বল আর্থিক পরিস্থিতির কারণে তাদের উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারে না। এই সমস্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক ঊর্ধ্ব বিভিন্ন বিভাগের শিক্ষা অর্জনে আর্থিক সহায়তা করার উদ্দেশ্যেই  Merck India Charitable Trust ‘MICT Scholarship‘ নামক একটি নতুন Scholarship প্রকল্পের সূচনা করেছে।

Merck India Charitable Trust Scholarship Program এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

Mumbai ,New Mumbai, Thane এবং Bengaluru প্রধানত এই চারটি শহরে বসবাসকারী ছাত্র-ছাত্রী যারা ভারতবর্ষের কোন স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পরীক্ষায় 80%  নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা পরবর্তী কোর্সে পড়াশোনা করার জন্য এই Scholarship এর আবেদন করতে পারবে।

Merck India Charitable Trust Scholarship Program এর Important Dates :-

Merck India Charitable Trust Scholarship Application Starting Date and Time

Merck India Charitable Trust Scholarship Application Closing Date and Time 15/01/2022

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Merck India Charitable Trust Scholarship Program এর Selection Process:-

প্রথমে শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরিবারের বার্ষিক আয় এবং শিক্ষার্থীদের জীবনে Scholarship এর প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় গুলি বিচার  করে একটি Merit List  প্রকাশ করা হবে, পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ফোন কলের মাধ্যমে একটি Online Interview  নেওয়া হবে।এরপরে প্রয়োজন অনুসারে প্রার্থীদের মধ্যে সামনাসামনি বসে একটি Interview নেওয়া হবে  Merck India Charitable Trust (MICT) এর বিভিন্ন অফিস গুলিতে।

Merck India Charitable Trust Scholarship Program এর Distribution Process:-

Scholarship এর  জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সরাসরি তাদের Bank Account এ Scholarship প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে সকল প্রার্থীদের একটি Active Bank Account  থাকতে হবে এবং Aadhar Number  অবশ্যই Bank Account এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Merck India Charitable Trust Scholarship Program এর Scholarship Amount  :-

এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের Madhyamik পরীক্ষার পর থেকে Graduation  Degree পর্যন্ত প্রত্যেক বছরে 35000 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হয়।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Merck India Charitable Trust Scholarship Program এর Eligibility Criteria:-

  • এই Scholarship  এর জন্য আবেদন করতে হলে প্রথমত জন্য আবেদনকারীকে ভারতবর্ষের কোন স্বীকৃত বোর্ড থেকে Madhyamik পাস করতে হবে এবং Madhyamik পরীক্ষায় কমপক্ষে 80% নম্বর অর্জন করতে হবে।
  • Mumbai ,New Mumbai, Thane এবং Bengaluru  প্রধানত এই চারটি শহরে বসবাসকারী ছাত্র ছাত্রীরা এই cjholarship  এর জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 20000 টাকা অথবা তারও কম হতে হবে।

Merck India Charitable Trust Scholarship Program এর Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship  এর জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন “https://www.buddy4study.com/page/merck-india-charitable-trust-scholarship
  • লিংকে ক্লিক করলে Merck India Charitable Trust Scholarship Program’ এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship  এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID দিয়ে  Scholarship  এর জন্য LOG In করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
  • ‘Terms and Conditions’  এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য

Merck India Charitable Trust Scholarship Program এর আবেদনের জন্য Important Documents:-

অনলাইনে আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল –

  • মাধ্যমিক পরীক্ষার Marksheet  যা স্কুলের প্রধান শিক্ষক অথবা যেকোন গেজেটেড অফিসারের থেকে এটেস্টেড করতে হবে ।
  • পরিবারের উপার্জনকারী ব্যক্তিদের ইনকাম সার্টিফিকেট অথবা শেষ 3 মাসের Salary Slip।
  • Mumbai ,New Mumbai, Thane এবং Bengaluru  শহরগুলিতে স্থায়ীভাবে বসবাসের প্রমাণপত্র (Ration Card/নির্বাচন কার্ড/বিদ্যুৎ বিল/টেলিফোন বিল/ভাড়া চুক্তিপত্র ইত্যাদি)
  • চলতি বছরে স্কুল থেকে গৃহীত Fees Receipt Copy
  • আবেদনকারীর Passport Size Photo
  • Bank Account  সংক্রান্ত তথ্য, যেমন – একাউন্ট হোল্ডার এর নাম, IFSC কোড, BAnk Account NUmber , ব্যাংক এবং ব্যাংকের শাখার নাম ইত্যাদি।

Merck India Charitable Trust Scholarship Program এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

এই Scholarship  এর মেয়াদ সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীরা Madhyamik পাশ করার পরে এই Scholarship  এর জন্য আবেদন করতে পারবে এবং দুই বছরের Higher Secondary  Degree এবং তার সাথে তিন বছরের Undergraduate  Degree তে এই Scholarship প্রদান করা হবে।

Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Merck India Charitable Trust Scholarship Program এর Result :-

ইতিমধ্যে Merck Scholarship এর Result ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে । যারা এই Scholarship এর জন্য আবেদন করেছিলেন তারা নিম্নে প্রদান করা লিংকে ক্লিক করে তাদের Result জেনে নিতে পারবেন।

Merck India Charitable Trust Scholarship Program এর Contact Details:-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারবে  –

FAQ:-

1. পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কি এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে?
ANS:- না।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823