Narotam Sekhsaria Scholarship 2022-23 : Eligibility , Application Process, Last Date, Scholarship Amount !

ভারতবর্ষের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনে অর্থ সাহায্য করতে ভারত সরকারের তরফ থেকে বহু শিক্ষামূলক প্রকল্পের উন্মোচন করা হয়েছে। ভারতবর্ষের কিছু বেসরকারি সংস্থা এবং বৃহদায়তন এর কিছু কোম্পানি একই উদ্দেশ্য সাধনে এগিয়ে এসেছে। এরকমই একটি শিক্ষামূলক প্রকল্প হল Narotam Sekhsaria Scholarship Programme

Narotam Sekhsaria Scholarship কী ?

ভারতবর্ষের যে সমস্ত Educational Loan রয়েছে তার মধ্যে অন্যতম একটি Narotam  Sekhsaria Scholarship।এই প্রকল্পের মাধ্যমে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ প্রদান করা হয়। ভারতবর্ষের যেসমস্ত ছাত্রছাত্রীরা Graduation Degree  সম্পন্ন করার পরে ভারতবর্ষের শীর্ষস্থানীয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বিদেশের কোনো উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে Master’s Degree তে অথবা Ph.D. Degree তে ভর্তি হবে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

Narotam Sekhsaria Scholarship প্রদানের উদ্দেশ্য কী?

এই ঋণ প্রদানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা। যে সমস্ত শিক্ষার্থীরা পরিবারের আর্থিক সমস্যার কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না কিংবা পরিবারের অর্থাভাবের কারণে গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করার পরেই তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য করার উদ্দেশ্যেই এই বিনা সুদে ঋণ প্রদান প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Narotam Sekhsaria Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

যেসমস্ত ছাত্রছাত্রীরা গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করার পরে ভারতবর্ষের শীর্ষস্থানীয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বিদেশের কোনো উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে Master’s Degree তে অথবা Ph.D. Degree তে ভর্তি হবে বা ভর্তি হওয়ার পরিকল্পনা গ্রহণ করবে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থীরা তাদের Undergraduate Degree এর চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

Narotam Sekhsaria Scholarship এর Important Dates:-

Narotam Sekhsaria Scholarship Online Application Starting Date *
Narotam Sekhsaria Scholarship Online Application Closing Date 15/03/2022

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Narotam Sekhsaria Scholarship এর Selection Process:-

শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি, তাদের শিক্ষাগত যোগ্যতা,  তাদের জীবনে Scholarship এর প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত Interview পরীক্ষায় শিক্ষার্থীদের আচার আচরণের ওপর ভিত্তি করে এই Scholarship এর  জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

Narotam Sekhsaria Scholarship এর Scholarship Amount  :-

যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা Post Gradaution Degree  সম্পন্ন করার জন্য সম্পূর্ণ বিনা সুদে শিক্ষামূলক ঋণ পাবে।

Narotam Sekhsaria Scholarship এর Eligibility:-

  • এই Scholarship এর জন্য আবেদন করতে গেলে প্রথমত একজন প্রার্থীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • ভারতবর্ষের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Graduation সম্পন্ন করতে হবে।
  • ভারতবর্ষের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অথবা বিদেশের কোনো উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠানে Master’s Degree তে অথবা D. Degree তে ভর্তি হওয়ার পরিকল্পনা করতে হবে,
  • আবেদনকারীর বয়স 30 বছর বা তার কম হতে হবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Narotam Sekhsaria Scholarship এর Application Process:-

Narottam Sekhsaria Scholarship এর জন্য আবেদন অনলাইনে করা যেতে পারে নিম্নে Step-by-Step Application Process বর্ণনা করা হলো।

  • Narottam Sekhsaria Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
  • যদি আপনি New User হয়ে থাকেন Sign Up করুন Email ID ও Password Genarate এর মাধ্যমে।
  • Scholarship এর আবেদনের জন্য একটি ফর্ম আসবে, সঠিক তথ্য সরকারি এই ফরমটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদান করুন।
  • Application Fee বাবদ 500 টাকা প্রদান করুন ।
  • এবারে ‘Pre-Register’ অপশনে ক্লিক করতে হবে।
  • Registration Process সম্পন্ন হলে পুনরায় Email ID এবং Password দিয়ে Log In করতে হবে।
  • আবেদনকারীদের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা পরবর্তী পর্যায়ে জন্য নির্বাচিত হবে তাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট পোর্টালে আপলোড করতে হবে।

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Narotam Sekhsaria Scholarship এর Important Documents:-

নির্বাচিত ছাত্র-ছাত্রীদের যে সমস্ত রকমের গুলি পোর্টালে আপলোড করতে হবে সেগুলি হল –

  1. Undergraduate এবং Post Graduate Degree তে প্রাপ্ত সমস্ত মার্কশিট,
  2. যে কোন নির্বাচনী পরীক্ষার (Eg. GRE, GMAT, CAT, GATE, etc.) Score Card
  3. ফি স্ট্রাকচার সহকারে কলেজে ভর্তির রশিদ,
  4. Reference Letter
  5. অন্য কোন তহবিল বা Scholarship বা যে কোন প্রকারের ভর্তি ফি মওকুফের নথিপত্র
  6. সর্বশেষ প্রাপ্ত পরিবারের আয়কর রিটার্ন

Narotam Sekhsaria Scholarship এর Renewal:-

এই Scholarship এর ক্ষেত্রে Scholarship Renew করার কোন প্রয়োজন নেই। যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা Post Graduation Degree সম্পন্ন করার জন্য এককালীন কিছু পরিমাণ অর্থ শিক্ষামূলক ঋণ স্বরূপ গ্রহণ করবে।

Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) 2022-23 Eligibility, Admit Card, Syllabus, Pattern, Result, Cutoff

Narotam Sekhsaria Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

যে সমস্ত শিক্ষার্থীরা এই শিক্ষামূলক ঋণ গ্রহণ করবে তাদের Post Graduation Degree সম্পন্ন হবার পরে এই ঋণ পরিশোধ করতে হবে।

Narotam Sekhsaria Scholarship এর Bank Account Details :-

এই Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account  থাকতে হবে এবং অবশ্যই Bank Account  টি Aadhar Number  এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Narotam Sekhsaria Scholarship এর Term and Conditions :-

  • যে সমস্ত শিক্ষার্থীরা তাদের Undergraduate Degree এর চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা Interview পরীক্ষার জন্য নির্বাচিত হবে তাদের মুম্বাই শহরে ডাকা হবে Interview পরীক্ষার জন্য ।
  • এই Interview পরীক্ষাটি চলতি বছরের মে অথবা জুন মাসে আয়োজিত হবে।
  • এই শিক্ষামূলক ঋণ গ্রহণের জন্য শিক্ষার্থীদের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পরে যেসমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তী পর্যায়ে জন্য নির্বাচিত হবে শুধুমাত্র তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।

Kriti Fellowship for Artist : Dates, Eligibility, Application Process , Renewal etc.

Narotam Sekhsaria Scholarship এর Contact Details :-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

1 st Floor,

Nirmal Building,

Nariman Point,

Churchgate,

Mumbai – 400 021

Phone: 022 61326200

Email: [email protected]

FAQ:-

1. Engineering এর Students কি আবেদন করতে পারবে Narotan Sekhsaria Scholarship এর জন্য?
ANS:- হ্যা পারবেন।
2. প্রয়োজনীয় Documents কখন আপলোড করতে হবে?
ANS:-Selection Process এর 2nd Phrase এ  প্রয়োজনীয় Documents গুলি আপলোড করতে হবে।
3. Narotan Sekhsaria Scholarship এর Application Form কি Edit করা যায়?
ANS:-  আপনার Application Form Upload করা পর্যন্ত আপনি Form Edit করতে পারবেন।
4. Narotan Sekhsaria Scholarship জন্য আবেদনের Last Date কি?
ANS:- 15/03/2022
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823