UPSC NDA 2 Recruitment 2022 : Application Form (Released), Exam Dates (Out), Pattern, Eligibility etc.

নতুন বছরের Fresh Recruitment Updates নিয়ে চলে এসেছি। আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি UPSC NDA Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত। আশাকরি চাকরিপ্রার্থীদের কাছে আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে।

NDA Recruitment 2022 Important Date:-

Event  NDA l NDA ll
NDA Official Notice Release 22/12/2021 18/05/2022
NDA Recruitment 2022 Application Starting Date 22/12/2021 18/05/2022
NDA Recruitment 2022 Application Closing Date 11/01/2022 14/06/2022
NDA Recruitment 2022 Application Withdrawal 18-24/01/2022 *
NDA Admit Card Download MId of March MId of August
NDA Exam April, 2022 September, 2022
Result Publish June, 2022 November, 2022
Interview * *

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

NDA Recruitment 2022 এর Vacancy সংখ্যা:-

পদ Vacacncy
148th National Defence Academy (Indian Army) 208
148th National Defence Academy (Indian Navy) 42
148th National Defence Academy (Indian Air Force ) 120
110th Indian Naval Academy 30
Total 400

NDA Recruitment 2022 এর Eligibility:-

  • যে প্রার্থীরা যে কোনও রাজ্য বোর্ড বা সমমানের পরীক্ষা থেকে শিক্ষার 10+2 প্যাটার্নের অধীনে 12 তম শ্রেণি পাস করেছেন তারা National Defence Academy  এর জন্য যোগ্য।
  • Air Force and Naval Wings of National Defence Academy এর জন্য প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত সহ 12 তম পাস হতে হবে বা যেকোনো রাজ্য বোর্ড বা সমমানের স্কুল শিক্ষার 10+2 প্যাটার্নের একটিতে উপস্থিত হতে হবে।
  • আবেদনকারীর কে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
  • Nepal ও ভুটানের নাগরিক ও এই Recruitment এর জন্য আবেদন করতে পারবে।
  • একজন তিব্বতি উদ্বাস্তু যিনি ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপনের অভিপ্রায় নিয়ে 1লা জানুয়ারি, 1962 সালের আগে ভারতে এসেছিলেন তারাও এই Recruitment এর জন্য আবেদন করতে পারবে।

Uttar Dinajpur Asha Recruitment 2022 | শতাধিক পদের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে এই মাসেই !

NDA Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-

  • NDA 1 2022 পরীক্ষার জন্য, যে প্রার্থীরা 02 জুলাই, 2003 এর আগে জন্মগ্রহণ করেননি এবং 01 জুলাই, 2006-এর পরে জন্মগ্রহণ করেননি তারা যোগ্য।
  • NDA 2 2022 পরীক্ষার জন্য, 02 জানুয়ারী, 2004 এবং 01 জানুয়ারী, 2007 এর মধ্যে জন্মগ্রহণকারী প্রার্থীরা যোগ্য।

প্রার্থীকে অবশ্যই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র বা ভারতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত অন্য কোনো সমতুল্য শংসাপত্রে উল্লিখিত জন্ম তারিখ লিখতে হবে। জন্মতারিখ প্রমাণের জন্য অন্য কোন দলিল কমিশন গ্রহণ করবে না।

NDA Recruitment 2022 এর Application Form:- 

আগ্রহী প্রার্থীদের Online  এ  NDA Application Form  পূরণ করতে হবে। আবেদন ফি হল INR 100 যা Online এবং Offline উভয়ভাবেই প্রদান করা যেতে পারে। কমিশন আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ার কয়েকদিন পর প্রত্যাখ্যাত আবেদনকারীদের তালিকা প্রকাশ করে। এছাড়াও, পরীক্ষা কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময়ের জন্য NDA Appliction আবেদনপত্র প্রত্যাহারের লিঙ্কটি সক্রিয় করে। যে সকল প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে চান না তারা তাদের আবেদনপত্র প্রত্যাহার করতে পারবেন।
NBCC Recruitment 2022 | 70 Trainee & Other Vacancies, Apply Online @ nbccindia.com

NDA Recruitment 2022 এর Application Process :- 

  • UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
  • Online Application for VArious Examinations of UPSC  এ ক্লিক করুন।
  • থম অংশের জন্য এখানে ক্লিক করুন” এ ক্লিক করুন এবং নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন এবং “হ্যাঁ” এ ক্লিক করুন
  • Part 1 এর জন্য আবেদনের জন্য সম্পূর্ণ ইন্সট্রাকশন গুলো ভালোভাবে পড়ে নিন এবং Click Here for Part 1 এর পাশে থাকা Yes বাটনে ক্লিক করুন।
  • আপনার সামনে Application Form টি ওপেন হবে , সেটি এখন Fill Up করুন যথাযথভাবে এবং Continue বাটনে ক্লিক করুন।
  • পৃষ্ঠা 2-এ, বিকল্পগুলি নির্বাচন করুন এবং সেগুলিকে 1 থেকে 4-এর মধ্যে চিহ্নিত করুন বা আপনি যদি কোনো পছন্দ দিতে না চান তাহলে ‘0’ চিহ্নিত করুন। যারা সৈনিক/মিলিটারি স্কুল থেকে বা JCO/NCO/অন্যান্য র্যাঙ্ক অফিসারের ছেলে তাদের অবশ্যই পৃষ্ঠা 3 এবং পৃষ্ঠা 4 পূরণ করতে হবে।
  • আপনার Application Fees প্রদান করুন।
  • পরীক্ষা কেন্দ্র নির্বাচন করুন এবং একটি Photo এবং Signature আপলোড করুন।
  • আবেদনপত্র ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য SAve করে রাখতে পারেন।

OSCB Recruitment 2022 | Apply Online for 725 Asst Manager & Banking Asst Vacancy !

NDA Recruitment 2022 এর Application Fees:- 

  • Application Form Fill Up প করার পর, প্রার্থীকে Online বা Offline এ Application Fees  দিতে হবে।
  • NDA পরীক্ষার Application Fees  হল 100 টাকা।
  • SC এবং ST প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • আবেদনের ফি অনলাইনে বা SBI ব্যাঙ্কের যে কোনও শাখায় টাকা জমা দিয়ে পরিশোধ করা যেতে পারে।

NDA Recruitment 2022  Selection Process:-

NDA Selection Process দুএ দুটি Stage থাকে। পর্যায়-1 হল Written Exam  এবং পর্যায়-2 হল SSB INterview । NDA Exam পরীক্ষায় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি নিয়োগের উভয় পর্যায়ে সম্মিলিতভাবে 900 টির মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিচার করা হয়।

NDA ফলাফল 2022 ঘোষণার পর, যোগ্য প্রার্থীদের দুই সপ্তাহের মধ্যে www.joinindianarmy.nic.in-এ নিজেদের নিবন্ধন করতে হবে। নির্বাচন কেন্দ্রের বরাদ্দ এবং তারিখ তারপর নিবন্ধিত Email ID তে অবহিত করা হবে।এই Interview এর পর Documents Verification করা হয়ে থাকে।

CISF Head Constable GD Recruitment 2022 | Notification, Dates, Apply Online , Salary , Selection Process !

NDA Recruitment 2022 Salary:-

আপনার নির্ভর করবে আপনি কোন পদে কাজ করছেন তার ওপরে। মোটামুটি Pay Level 10 থেকে Pay Level 18 অনুসারে Salary প্রদান করা হয়। এই Recruitment এর মাধ্যমে আপনার Salary 56,000 থেকে 2,50000 পর্যন্ত হতে পারে।

NDA Recruitment 2022  এর Admit Card Download:-

পরীক্ষা NDA Admit Card র তিন সপ্তাহ আগে UPSC অফিসিয়াল ওয়েবসাইটে NDA Admit Card প্রকাশ করে। এনডিএ অ্যাডমিট কার্ডে পরীক্ষা সংক্রান্ত বিশদ বিবরণ রয়েছে যেমন শিক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার তারিখ এবং সময় ইত্যাদি। প্রার্থীদের তাদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

NDA Recruitment 2022 Exam Centres:-

NDA Exam একাধিক রাজ্যে পরিচালিত হয় এবং প্রার্থীদের আবেদনপত্র পূরণ করা পছন্দ অনুযায়ী কেন্দ্র বরাদ্দ করা হয়।নিম্নে Exam Centre চার্ট টি প্রদান করা হলো।

Ahmedabad Agartala Aizawl
Bengaluru Bhopal Bareilly
Chennai Cuttack Dispur
Delhi Dehradun Gangtok
Itanagar Imphal Jorhat
Jaipur Kolkata Kochi
Lucknow Mumbai Madurai
Nagpur Patna Port Blair
Ranchi Shimla Srinagar
Sambalpur Tirupara Thiruvananthapuram
Visakhapatnam Prayagraj (Allahabad) Chandigarh
Dharwad Hyderabad Jammu
Kohima Panaji (Goa) Raipur
Shillong Udaipur  

Darjeeling Asha Karmi Recruitment 2022 | 250 এরও বেশী পদে নিয়োগ হতে চলেছে , জানুন বিস্তারিত !

NDA Recruitment 2022 Answer Key:-

NDA Answer Key 2022 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে গণিত এবং GAT-এর জন্য প্রকাশিত হবে। Answer Key  গুলি কোচিং ইনস্টিটিউটগুলি অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে অফিসিয়াল Answer Key  প্রকাশ করা হয়। উত্তর কী ব্যবহার করে, প্রার্থীরা তাদের সম্ভাব্য স্কোর গণনা করতে সক্ষম হবে।

NDA Recruitment 2022 Result :-

NDA Result দুটি পর্যায়ে Online এ ঘোষণা করা হয়: লিখিত এবং চূড়ান্ত। উভয় পর্যায়ের ফলাফল PDF ফরম্যাটে উপলব্ধ করা হয়েছে। এটি যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রদর্শন করে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর প্রার্থীদের Marksheet প্রকাশ করা হয়।

Indian Coast Guard Recruitment 2022 | Apply for Fresh 300 + Vacancy Application Started from 14 January , Learn More

FAQ:-

1. NDA Recruitment (l) এর Notification কবে প্রকাশ করা হয়েছে?

ANS:-22 December,2021

2. NDA Recruitment (ll) এর Notification কবে প্রকাশ করা হয়েছে?

 ANS:-18 May,2022

3. NDA Recruitment এর পরীক্ষা কোন সংস্থা দ্বারা নেওয়া হয়ে থাকে ?

ANS:- Union Public Service Commission

4. NDA 2022 এর Application Fees কত?

 ANS:- 100 টাকা।

5.  কত গুলো Vacancy এর জন্য NDA Recruitment 2022 প্রকাশ করেছে?

ANS:- 400

6. NDA Recruitment 2022 এর Selection Process কি?

ANS:- Written Exam ও Interview

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *