ভারতবর্ষের সিংহভাগ ছাত্র-ছাত্রী এবং পিতা-মাতার প্রথম পছন্দ Medical Profession। যদি আপনিও এই সিংহভাগ ছাত্র-ছাত্রী বা। পিতা-মাতার মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার কাছে NEET UG শব্দটি কোন নতুন নয়।কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে NEET UG 2022 এর Notification । আজকের এই Article এর মাধ্যমে আজ আমরা বিস্তারিত জানার চেষ্টা করব NET UG 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
NEET 2022 কী?
NEET 2022 Exam প্রতিবছর গ্রহণ করে থাকে NTA (National Testing Agency) । NEET এর পূর্ণ নাম National Eligibility Cum Entrance Test । NEET Exam পাশ করলে সকল পরীক্ষার্থীরা সর্বভারতীয় সমস্ত Recognise শিক্ষা প্রতিষ্ঠানে Undergraduate Medical Course যেমন MBBS/BDS/BAMS/BSMS/BUMS/BHMS Degree এর জন্য Admission নিতে পারবে যা সর্বভারতীয় Medical/Dental/AYUSH দ্বারা স্বীকৃত। প্রতিবছর 1.3 Lakh এর ও বেশী ছাত্র-ছাত্রী সর্বভারতীয় Recognise বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়ার সুযোগ পায় NEET এর মাধ্যমে। মোটামুটি April মাসের প্রথম দিকেই শুরু হয়ে যাবে NEET 2022 এর Registration। NEET 2022 সম্মিলিত Official Notice আপনারা Download করতে পারবেন এই Article এর নীচের দিকে থাকা Download Section এ।
NEET 2022 Important Dates :-
NEET 2022 Online Notification Publishing | 06/04/2022 |
NEET 2022 Online Registration Starting | 06/04/2022 |
NEET 2022 Online Registration Closing | 06/05/2022 |
Last Date of Paying Application Fees for NEET 2022 | 07/05/2022 |
Application Editing Window Opening for | |
Announcement of Exam Centre for NEET 2022 | |
NEET 2022 Admit Card Releasing | |
NEET 2022 Exam | 17/07/2022 |
NEET Phase 2 Registration Starting | |
NEET 2022 Official Answer Key Publishing | |
Display OMR Sheet | |
Window opening for Raising Objection | |
NEET 2022 Final Official Answer Key Publishing | |
Declaration of Final Result for NEET 2022 |
NEET 2022 এর Eligibility:-
- Age Limit:- NEET 2022 এর জন্য যখন আবেদন করবেন তখন আপনার বয়স নূন্যতম হতে হবে 17 বছর আর মাথায় রাখবেন NEET 2022 Application এর ক্ষেত্রে বয়সের কোনো Upper Limit নেই।
- Educational Qualification:- আবেদনকারীকে ন্যূনতম Physics, Chemistry, Zoology এবং English এ আলাদা আলাদা ভাবে 50% মার্কস পেতে হবে এবং Physics/ Chemistry/ Biology/ Biotechnology তে গড় 50% মার্কস পেতে হবে।
- ST,SC,OBC Category অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের Physics/ Chemistry/ Biology/ Biotechnology তে গড় 40% মার্কস পেতে হবে 50% এর পরিবর্তে ।
- NMC,CCIM, BoGCCH Guidelines অনুযায়ী PWD ছাত্র-ছাত্রী দের Physics/ Chemistry/ Biology/ Biotechnology তে গড় 45% মার্কস পেতে হবে 50% এর পরিবর্তে ।
- দেশের ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশোনা করেছে এবং ভারতবর্ষে এসে NEET এর জন্য Registration করতে চান তাদের Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics/ Chemistry/ Biology/ Biotechnology তে গড় 50% মার্কস পেতে হবে। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
NEET 2022 এর Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। মনে রাখবেন এই Application Fees কিন্তু Non Refundable।
Category | Application Fees in INR |
General | 1500 |
General-EWS/ OBC-NCL | 1400 |
SC/ST/PWD/ Transgender | 800 |
NEET 2022 Application Process:-
- NEET 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন NCHMCT JEE এর অফিসিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/
- Homepage এ আপনি পেয়ে যাবেন Registration for NEET 2022 এর অপশন।
- সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
- প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
- Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
- Exam Center Select করুন।
- এখন আপনাকে Upload করতে হবে Photograph ও Signature।
- Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
- এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।
RBI Officer Grade B Recruitment 2022 : 294 Officers Notification, Apply Online & More in Bengali!
NEET 2022 এর আবেদনের জন্য Important Documents:-
- Passport Size Photo (10 KB – 200 KB এর মধ্যে)
- White Background এ Post Card Size Photo (4” x 6”) (Size: 50 KB – 300 KBএর মধ্যে)
- Signature (4 KB – 30 KB এর মধ্যে)
- Left Hand Thumb Impression (10 KB – 50 KB এর মধ্যে)
- Madhyamik পাস Certificate (100 KB – 400 KB এর মধ্যে)
- Jammu Kashmir বাসিন্দাদের ক্ষেত্রে Self Declaration Certificate
NEET 2022 Exam Pattern:-
- NEET 2022 Question Paper মূলত 2 ভাগে বিভক্ত । A Section এ রয়েছে 35 টি প্রশ্ন ও B Section এ রয়েছে 15 টি প্রশ্ন। (যার মধ্যে 10 টি Optional)
- Number of Questions:- মোট 200 টি MCQ Type প্রশ্ন থাকবে যার মধ্যে 20 টি Optional।
- Marking Scheme:–প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থী পাবে 4 নম্বর।
- Mode of Exam:-Offline Exam Centre এ গ্রহণ করা হবে NEET 2022 Exam । এটি একটি Pen Paper Test । Ball Point Pen ব্যবহার করি পরীক্ষার্থীরা NEET Exam প্রদান করতে পারবে। পরীক্ষার্থীদের OMR Sheet এই Answer গুলো Mark করতে হবে।
- Negative Marking:-প্রতি ভুল উত্তরের পরীক্ষার্থী 1 নম্বর কাটা হবে।
- Exam Duration:-NEET 2022 Exam চলবে 180 Minutes অর্থাৎ 3 ঘন্টা।
- Language :- Hindi, English,Bangla সহ মোট 11 টি ভাষায় NEET Exam প্রদান করতে পারবে।
- Exam Pattern সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনি নিম্নে প্রদান করার চার্ট এর মাধ্যমে জানতে পারবেন।
Sl No | Subjects | Section | No of Question | Marks |
|
Physics | Section A | 35 | 140 |
Section B | 15 | 40 | ||
|
Chemistry | Section A | 35 | 140 |
Section B | 15 | 40 | ||
|
Botany | Section A | 35 | 140 |
Section B | 15 | 40 | ||
|
Zoology | Section A | 35 | 140 |
Section B | 15 | 40 | ||
Total | 200 (20 Optional) | 720 |
BLW Varanasi Apprentice Recruitment 2022 : Apply Online for 374 ITI/ Non ITI Posts, Learn more
NEET 2022 Syllabus:-
- Class 11 Physics Syllabus:- Physical world and measurement, Kinematics, Laws of Motion ,Work, Energy and Power, Motion of System of Particles and Rigid body, Gravitation, Properties of Bulk Matter, Thermodynamics, Behaviour of Perfect Gas and Kinetic Theory,Oscillations and Waves ইত্যাদি ।
- Class 12 Physics Syllabus:- Electrostatics , Current Electricity, Magnetic Effects of Current and Magnetism, Electromagnetic Induction and Alternating Currents, Electromagnetic Waves , Optics, Dual Nature of Matter and Radiation,Atoms and Nuclei , Electronic Devices ইত্যাদি ।
প্রতিটি Chapter এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Download Section এ ক্লিক করুন।
- Class 11 Chemistry Syllabus:- Some Basic Concepts of Chemistry, Structure of Atom, Classification of Elements and Periodicity in Properties,Chemical Bonding and Molecular Structure, States of Matter: Gases and Liquids, Thermodynamics, Equilibrium , Redox Reactions , Hydrogen , Block Element (Alkali and Alkaline earth metals), Some p-Block Elements, Organic Chemistry- Some Basic Principles and Techniques, Hydrocarbons, Environmental Chemistry ইত্যাদি ।
- Class 12 Chemistry Syllabus:- Solid State, Solutions, Electrochemistry , Chemical Kinetics, Surface Chemistry, General Principles and Processes of Isolation of Elements, p- Block Elements , d and f Block Elements, Coordination Compounds, Haloalkanes and Haloarenes , Alcohols, Phenols and Ethers , Aldehydes, Ketones and Carboxylic Acids, Organic Compounds Containing Nitrogen, Biomolecules , Polymers, Chemistry in Everyday Life ইত্যাদি ।
প্রতিটি Chapter এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Download Section এ ক্লিক করুন।
- Class 11 Biology Syllabus:- Diversity in Living World, Structural Organisation in Animals and Plants, Cell Structure and Function , Plant Physiology, Human physiology ইত্যাদি ।
- Class 12 Biology Syllabus:- Reproduction, Genetics and Evolution, Biology and Human Welfare, Biotechnology and Its Applications , Ecology and environment ইত্যাদি ।
প্রতিটি Chapter এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Download Section এ ক্লিক করুন।
NEET 2022 Admit Card :-
পরীক্ষার্থীরা NCHMCT JEE 2022 এর Admit Card https://neet.nta.nic.in/ থেকেই Download করতে পারবে । শুধুমাত্র Online এ এই Admit Card Download সম্ভব। Admit Card এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে Exam Centres, Exam Date, Exam Time, Reporting Time ইত্যাদি। মনে রাখবেন Admit Card এছাড়া কোনো পরীক্ষার্থী Exam এ বসতে পারবে না। NEET 2022 এর Admit Card Officially প্রকাশ হলে এই এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।
NEET 2022 Answer Key:-
Exam গ্রহণের কিছুদিনের মধ্যেই Officially প্রকাশ করা হয় Answer Key । এই Answer Key এর মাধ্যমে পরীক্ষার্থীরা জেনে নিতে পারবে তাদের Performance। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Answer Key জেনে নিতে পারবে। পরীক্ষার্থীরা Answer Key প্রকাশ এর পর Answer Key Challenge করার সুবিধা পাবে নির্দিষ্ট সময়ের জন্য। এই সম্বন্ধে বিস্তারিত জানব Answer Key Publish হলে।
NEET 2022 Result:-
NTA অফিশিয়াল ওয়েবসাইটে Scorecard প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ ScoreCard জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।
NEET 2022 Merit List:-
Merit List আলাদা করে Published করা হয় না। Score Card এর মাধ্যমেই এটি Publish করা হয়। পরীক্ষার্থীর Ranking বা Merit Score নির্ভর করবে NTA Score এর ওপর। একাধিক পরীক্ষার্থীর NTA Score এক হলে Tie Breaker এর মাধ্যমে তাদের NTA Score নির্ধারিত হবে।
- যেসব পরীক্ষার্থীরা English এ যত বেশি Number পাবে তাদের NEET Rank ততো বেশী হবে।
- কোন ক্ষেত্রে পরীক্ষার্থীর Overall Score সহ English Number এক হলে Service Aptitude Component এ। যে বেশী Number পাবে তাকে পাস করানো হবে।
- উপরিউক্ত শর্ত মেনে নেওয়ার পরও যদি Tie হয়ে থাকে তাহলে যার বয়স বেশি তাকে বেছে নেওয়া হবে।
NEET 2022 Counselling:-
Counselling Process সম্পূর্ণরূপে Online এ চলবে এবং এই সম্বন্ধিত সম্পূর্ণ Details পরীক্ষা আছে না জানতে পারবে Official Website থেকে।Counselling এর এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে Registration, Choice Filling, Seat Allotment, Choice Locking , Documents Uploading এবং Payment । Counseling এর CMBBS/BDS/BAMS/BSMS/BUMS/BHMS Degree এর জন্য Recognise শিক্ষা প্রতিষ্ঠান Admission নিতে পারবে।
NEET 2022 Documents Verification :-
Counselling এর অন্তিম অর্ধেই পরীক্ষার্থীদের Documents Verification সম্পন্ন হবে। পরীক্ষার্থীর প্রয়োজনীয় Documents নিম্নে উল্লেখ করা হলো।
- Madhyamik Mark Sheet ও Certificate
- Higher Secondary Mark Sheet ও Certificate
- NEET 2022 Admit Card
- NEET 2022 Score Card
- Medical Certificate
- Caste Certificate
- Transfer Certificate
NEET 2022 Important Links:-
NEET 2022 Official Notice Download | Click Here |
NEET 2022 Official Bulletin Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Paschim Medinipur Asha Recruitment 2022 | শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ, কেমন করে আবেদন করবেন !
FAQ:-
1. NEET 2022 Official Website কোনটি?
2. NEET 2022 Syllabus কি?
3. Negative Marking কি আছে NEET 2022 তে?
4. NEET 2022 Application Form Last Date কি?
5. NEET Syllabus কি Change হয়ে গেছে?
7. NEET 2022 কি Tough?
8. NEET UG 2022 Exam Date কি ?
9. NEET Full Form কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।