Shanti Swarup Bhatnagar Prize 2022 : Apply Online, Last Date, Winner List, Eligibility & more in Bengali!

ভারতবর্ষের সকল Science ও Engineering এর সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রী দের কাছে খুব পরিচিত নাম Shanti Swarup Bhatnagar Prize। নিজস্ব কর্ম ক্ষেত্রে চরম দক্ষতার সঙ্গে যেসব যুব বিজ্ঞানীরা কাজ করছে তাদের জন্য মূলত এই Prize টি। এটি সম্পূর্ণরূপে ভারত সরকার প্রদত্ত Prize, যার মূল লক্ষ্য ভারতবর্ষের যুব সমাজকে আরো বিজ্ঞানমুখী করে তোলা। আপনাদের মধ্যে যারা যারা Science বা Engineering বিভাগে গবেষণামূলক কাজ চালাতে চান তাদের জন্য এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Shanti Swarup Bhatnagar Prize কী?

Shanti Swarup Bhatnagar Prize হল ভারতবর্ষের চিকিৎসা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন প্রকার গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুরস্কৃত করার অন্যতম একটি উদ্যোগ। বিজ্ঞান এবং চিকিৎসা বিভাগে অসামান্য অবদানের জন্য এই Prize প্রদান করা হয়। বিজ্ঞান এবং প্রযুক্তিগত বিভিন্ন নতুন নতুন বিষয় উদ্ভাবনের সঙ্গে যুক্ত যেকোনো ভারতীয় নাগরিক এই Prize এর জন্য আবেদন করতে পারবেন। এই পুরস্কার এর  মাধ্যমে চিকিৎসা বিভাগে যুক্ত ব্যক্তিরা তাদের সাফল্যের Prize  হিসেবে 5 Lakh  টাকা পর্যন্ত Prize পেতে পারেন। এই পরিমাণ অর্থ দিয়ে তারা তাদের গবেষণামূলক কাজ বহুদূর প্রসারিত করতে পারবেন। সর্বাধিক 45 বছর পর্যন্ত ব্যক্তিরা এই Prize এর   জন্য যোগ্য হতে পারবেন। যেই যেই বিষয়গুলোতে গবেষণামূলক কাজের ক্ষেত্রে এই  Prize  প্রদান করা হয় সেই বিষয় গুলি হল –

  1. Biological Sciences,
  2. Chemical Sciences,
  3. Earth, Atmosphere, Ocean and Planetary Sciences,
  4. Engineering Sciences,
  5. Mathematical Sciences,
  6. Medical Sciences
  7. Physical Sciences.

National Overseas Scholarship 2022 (NOS) For SC Students: Apply Online, Last Date, Result more in Bengali!

Shanti Swarup Bhatnagar Prize প্রদান এর উদ্দেশ্য কী?

Shanti Swarup Bhatnagar Prize  প্রকল্পের প্রধান উদ্দেশ্য গুলি হল –

  • বিজ্ঞান এবং চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত অসামান্য প্রতিভাধর ব্যাক্তিদের পুরস্কৃত করা।
  • চিকিৎসা বিভাগে যুক্ত ব্যক্তিদের উন্নতির পথ প্রশস্ত করা,
  • নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের আর্থিক সাহায্য করা,
  • নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার-ই বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করা

Shanti Swarup Bhatnagar Prize এর জন্য কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত ব্যক্তিরা বিগত পাঁচ বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন প্রকার বিজ্ঞানভিত্তিক বিষয় যেমন:- Biological Sciences, Chemical Sciences, Engineering Sciences, Mathematical Sciences, Medical Sciences প্রভৃতি বিষয় নিয়ে বিভিন্ন প্রকার গবেষণামূলক  কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই Prize এর জন্য আবেদন করতে পারবে।

Shanti Swarup Bhatnagar Prize 2022 Important  Dates:-

Shanti Swarup Bhatnagar Prize 2022 Application Starting
Shanti Swarup Bhatnagar Prize 2022 Application Closing

SVMCM Scholarship 2021 Last Date, Eligibility Criteria, Amount, Important Documents, Last Date

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Selection Process:-

  • এই Prize এর জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে Chairman of the Governing body of CSIR একটি Advisory Committee গঠন করবেন ।
  • এই কমিটিতে কমপক্ষে 6 জন বিশেষজ্ঞ ব্যক্তি থাকবেন যাচাই করণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এই ছয় জন বিশেষজ্ঞের মধ্যে কমপক্ষে একজন Bhatnagar Awardee থাকবেন।
  • Shanti Swarup Bhatnagar পুরস্কার প্রাপকদের নির্বাচনের জন্য CSIR একটি উপদেষ্টা কমিটির সভা আহবান করবে।
  • এই পুরস্কারের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম CSIR এর স্থাপন দিবসের দিন অর্থাৎ 26th September ঘোষণা করা হয়। CSIR এর Director General এই নামগুলো ঘোষণা করেন।
  • CSIR দ্বারা আয়োজিত একটি উপস্থাপনা অনুষ্ঠানে এই Prize গুলি প্রদান করা হবে।

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Distribution Process:-

এই Prize এর মাধ্যমে প্রদত্ত Amount সরাসরি নির্বাচিত প্রার্থীদের Bank Account এ প্রদান করা হয়। কিছু কিছু ক্ষেত্রে Prize এর একটি চেক প্রদান করা হয়। নির্বাচিত প্রার্থীরা তাদের গবেষণা কাজে আরো উন্নতি লাভের জন্য পরবর্তী তিন বছর ধরে এই Prize এর টাকা ব্যবহার করতে পারবেন।

Shanti Swarup Bhatnagar Prize 2022 এ প্রাপ্ত Amount :-

প্রার্থীদের কাজের উপর ভিত্তি করে অসামান্য এবং উল্লেখযোগ্য গবেষণা কাজের জন্য প্রত্যেক বছর 5 Lakh  টাকা করে পুরস্কার দেওয়া হবে।

Aikyashree Scholarship 2022 : Log In, Scholarship Amount, Status Check, Last Date, Eligibility & More

Shanti Swarup Bhatnagar Prize 2022 পাওয়ার জন্য Minimum Qualifications :-

  • প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • বিজ্ঞান অথবা প্রযুক্তিগত শিক্ষা বিষয়ে গবেষণার কাজে সংযুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে (যেই বছরে আবেদন করছে সেই বছরের 31 শে ডিসেম্বর হিসেবে)।
  • ভারতে বসবাসকারী একজন বিদেশী নাগরিক (OCI) এবং ভারতবর্ষে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরাও (PIO) এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য।

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Application Process:-

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট (https://ssbprize.gov.in/) থেকে একটি মনোনয়নপত্র নির্দিষ্ট ফরমেটে Download করতে হবে।
  • উপযুক্ত বিন্দুগুলি উল্লেখ করে এই মনোনয়নপত্রটি পূরণ করতে হবে।
  • বিগত পাঁচ বছর সময়কালের মধ্যে উল্লেখযোগ্য প্রকাশনার পুনর্মুদ্রণ সহকারে মনোনয়নপত্রটি উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হলো – Scientist Incharge – SSB YSA Unit, CSIR HRDG, New Delhi

Email – [email protected]

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Renewal:-

এই Prize এর মাধ্যমে প্রদেয় অর্থ যেহেতু এক প্রকার এককালীন প্রদেয় অর্থ হিসেবে প্রদান করা হয় তাই এই Prize Renew  করার কোন প্রয়োজন পড়বে না।

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর (Duration) টাকা কখন  এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় :- 

এই Prize এর  মেয়াদ রয়েছে তিন বছর। প্রার্থীরা যে বছর এই Prize এর   জন্য আবেদন করবে, সেই বছর থেকে শুরু করে পরবর্তী তিন বছর পর্যন্ত 5 Lakh টাকা করে বার্ষিক পুরষ্কার পাবে।

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Terms and Conditions :-

  • Prize গুলি প্রদানের ক্ষেত্রে CSIR এর গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
  • CSIR দ্বারা আয়োজিত একটি উপস্থাপনা অনুষ্ঠানে এই Prize গুলি প্রদান করা হবে।
  • আয়োজিত এই অনুষ্ঠানে Prize প্রদানের সময় প্রার্থীদের গবেষণা কাজের উপরে একটি উপযুক্ত উদ্ধৃতি পাঠ করা হবে।
  • Chairman of the Governing body of CSIR এর তত্ত্বাবধানে প্রত্যেক বছর Prize প্রদানের জন্য একটি Advisory Committee গঠন করা হবে।
  • উপযুক্ত প্রার্থীদের হাতে নগদ 5 Lakh টাকা Prize প্রদানের পাশাপাশি একটি করে প্রশংসা পত্র এবং একটি পদক প্রদান করা হবে।

রূপশ্রী প্রকল্প 2022 : Online Apply, Application Form, Status , Amount, Eligibility & More in Bengali !

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-

Prize এর  টাকা নিজস্ব Bank Account  পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account  থাকতে হবে। Account Number টি  বৈধ এবং চালু হতে হবে, । সঙ্গেAadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Contract Details:-

এই Prize  সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে

Human Resource Development Group

Council of Scientific & Industrial Research

CSIR Complex, Library Avenue, Pusa

New Delhi – 110 012

Telephone Number – (011) 2584 6777, 25848632, 25841568

Fax – (011) 2584 0887

Email ID – [email protected]

Shanti Swarup Bhatnagar Prize 2022 এর Important Links:-

Shanti Swarup Bhatnagar Prize 2022 Official Notice Download Click Here
Shanti Swarup Bhatnagar Prize 2022 Official  Website Click Here

OASIS Scholarship 2022 Last Date, Status Check, Apply Online, Renewal & More in Bengali !

FAQ:-

1. কোন কোন বিষয়ে গবেষণা কাজ করলে এই Prize  পাওয়া যায়?

ANS: – 1) Biological Sciences, 2) Chemical Sciences, 3) Earth, Atmosphere, Ocean and Planetary Sciences,4) Engineering Sciences, 5) Mathematical Sciences, 6) Medical Sciences ,7) Physical Sciences.

2. এই Prize এর ক্ষেত্রে কি কোন প্রকার কাজের অভিজ্ঞতা প্রয়োজন?

ANS: – বিভিন্ন প্রকারের বিজ্ঞান এবং প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে পাঁচ বছর কাজ করতে হবে, তবে এই Prize এর  জন্য আবেদন করা যাবে।

3.ভারতবর্ষের বাইরে গবেষণামূলক কাজ করলে কি এই Prize এর  জন্য আবেদন করতে পারবে?

ANS: – না, Prize এর  জন্য যোগ্য হতে গেলে ভারতবর্ষের মধ্যেই বিজ্ঞান, প্রযুক্তি বা চিকিৎসা মূলক কাজ করতে হবে।

4. কোন ভিনদেশী নাগরিক কি এই Prize এর জন্য আবেদন করতে পারবেন?

ANS:- ভারতে বসবাসকারী একজন বিদেশী নাগরিক (OCI) এবং ভারতবর্ষে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা (PIO) এই Prize এর  জন্য আবেদন করার যোগ্য।

5. Shanti Swarup Bhatnagar Prize এর মাধ্যমে কত টাকা পাওয়া যেতে পারে?

ANS:-5 Lakh পর্যন্ত।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *