বাণিজ্যিক ট্রান্সপোর্টের চালক অথবা ট্রান্সপোর্ট এর মালিক কাম ড্রাইভার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দৈনন্দিন জীবনে এই প্রফেশন গুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের এত গুরুত্বপূর্ণ ভূমিকা গুলি পালন করা সত্বেও তাদের পরিবারের আর্থিক অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। দৈনন্দিন চাহিদাগুলো মেটানোর জন্য তাদেরকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। এইরকম পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের সাহায্য করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মধ্যে অন্যতম একটি STFC India Meritorious Scholarship Programme । আজ আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই Scholarship এর সম্বন্ধে বিস্তারিত।
STFC India Meritorious Scholarship Programme কী?
সমগ্র ভারতবর্ষের বাণিজ্যিক সংস্থা গুলির চালকদের পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে তাদের সন্তানদের শিক্ষা বিষয়ক Scholarship প্রদানের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে Shriram Transport Finance Company Limited। এই Scholarship প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘STFC India Meritorious Scholarship Programme’। এই Scholarship শুধুমাত্র তাদের জন্য যারা Undergraduate কিংবা Engineering Course চালিয়ে যাবার জন্য আর্থিক অভাবের সম্মুখীন হচ্ছে। Madhyamik ঊর্ধ্ব বিভিন্ন প্রকারের Diploma Degree এর ক্ষেত্রে এবং Undergraduate Degree এর ক্ষেত্রে Transport Driver এর সন্তানদের এই Scholarship প্রদান করা হয়।
Indian Coast Guard Recruitment 2022 | Apply for Fresh 300 + Vacancy Learn More
STFC India Meritorious Scholarship Programme প্রদানের উদ্দেশ্য কি ?
ভারতবর্ষের বাণিজ্যিক সংস্থাগুলির চালকদের পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। এরকম আর্থিক পরিস্থিতিতে সেই পরিবারের সন্তানরা কোনমতেই তাদের পড়াশোনা সম্পন্ন করতে পারে না। জীবনের ন্যূনতম পড়াশুনাটুকু শেষ করা মাত্র তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয়। চালক পরিবারদের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা বিষয়ে আগ্রহী করার উদ্দেশ্যে এবং টেকনিক্যাল বিষয়ক পড়াশোনায় আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে Shriram Transport Finance Company এই Scholarship প্রদানের ব্যবস্থা করেছে।
STFC India Meritorious Scholarship Programme এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
বাণিজ্যিক ট্রান্সপোর্টের চালক অথবা ট্রান্সপোর্ট এর মালিক কাম ড্রাইভার এর সন্তানরা যদি Madhyamik পরীক্ষার পরে কোন Technical Diploma Course এ ভর্তি হয় অথবা 3 বছরের জন্য Undergraduate Course কিংবা 4 বছরের জন্য Engineering Course ভর্তি হয় তবে সেই সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
STFC India Meritorious Scholarship Programme Important Dates :-
STFC India Meritorious Scholarship Programme Application Starting Date and Time | * |
STFC India Meritorious Scholarship Programme Application Closing Date and Time | 31/12/2021 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
STFC India Meritorious Scholarship Programme এর Distribution Process:-
প্রকল্পের সূচনা কাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 1000 জনেরও বেশি শিক্ষার্থীকে এই Scholarship এর সুবিধা প্রদান করা হয়েছে। Scholarship এর জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্য স্তরের জেলাস্তরে পরিবহন সমিতির মাধ্যমে অথবা অন্য কোন স্টেক হোল্ডারদের মাধ্যমে Scholarship এর টাকা বিতরণ করা হয়।
এই Scholarship টি দুইটি পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। যথা –
- Madhyamik ঊর্ধ্ব Technical Diploma Course এর ছাত্র-ছাত্রীদের জন্য ।
- বিভিন্ন বিষয়ে Undergraduate Degree এর ছাত্র-ছাত্রীদের জন্য ।
STFC India Meritorious Scholarship Programme এর Selection Process:-
প্রথমে শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরিবারের বার্ষিক আয় এবং শিক্ষার্থীদের জীবনে Scholarship এর প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় গুলি বিচার করে একটি Merit List প্রকাশ করা হবে । পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ফোন কলের মাধ্যমে একটি Online Interview নেওয়া হবে।Interview প্রক্রিয়াটি 10 থেকে 15 মিনিট সময়ের হয়ে থাকে।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
STFC India Meritorious Scholarship Programme এর Scholarship Amount :-
- Madhyamik ঊর্ধ্ব Technical Diploma এরছাত্র-ছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে সর্বাধিক 15000 টাকা Scholarship প্রদান করা হয় প্রত্যেক বছরের জন্য।
- বিভিন্ন বিষয়ে Undergraduate Degree এর ছাত্র-ছাত্রীদের বার্ষিক 30000 টাকা থেকে 35000 টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। একজন প্রার্থীকে সর্বাধিক 4 বছর পর্যন্ত এই Scholarship প্রদান করা হয়।
STFC India Meritorious Scholarship Programme এর Eligibility Criteria:-
(For Madhyamik ঊর্ধ্ব Technical Diploma)-
- সর্বপ্রথম একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে এবং কোন বাণিজ্যিক ট্রান্সপোর্টের চালক অথবা ট্রান্সপোর্ট এর মালিক কাম ড্রাইভার এর সন্তান হতে হবে।
- আবেদনকারীকে Madhyamik পাশ হতে হবে এবং Madhyamik পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীকে ITI/Polytechnic/Diploma প্রভৃতি বিভাগে সরকার স্বীকৃত কোন একটি কলেজে ভর্তি হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকার কম হতে হবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
(For Undergraduate Students)-
- সর্বপ্রথম একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে এবং কোন বাণিজ্যিক ট্রান্সপোর্টের চালক অথবা ট্রান্সপোর্ট এর মালিক কাম ড্রাইভার এর সন্তান হতে হবে।
- এই Scholarship শুধুমাত্র Undergraduate Degree স্তরের শিক্ষার্থীদের জন্য।
- আবেদনকারীকে অবশ্যই তিন বছরের Undergraduate Degree অথবা চার বছরের Engineering Degree তে ভর্তি হতে হবে।
- Madhyamik এবং Higher Secondary উভয় পরীক্ষায় 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকা অথবা তারও কম হতে হবে।
STFC India Meritorious Scholarship Programme এর Application Process:-
এই Scholarship এর জন্য ইচ্ছুক শিক্ষার্থীরা Online এবং Offline দুইভাবেই আবেদন করতে পারবে –
Online Application Process:-
- যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com/page/stfc-meritorious-scholarship
- লিংকে ক্লিক করলে ‘STFC India Meritorious Scholarship Programme’ এর হোমপেজটি ওপেন হবে,
- এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
- Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID তৈরি করতে হবে এবং এই ID দিয়ে Scholarship এর জন্য Log In করতে হবে।
- এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
- ‘Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’ বাটনে ক্লিক করে সমস্ত Form টি একবার ভালো করে দেখে নিতে হবে। সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
LIC Scholarship 2021 | Application Form, Amount, Eligibility Criteria, How To Apply?
Offline Application Process:-
- প্রথমে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনের ফরম টি Download করে নিন,
- এবারে এই Form টির একটি কপি Print করে নিন,
- এবারে সম্পূর্ণ Form টি সাবধানে পূরণ করে নিন,
- আবেদন পত্রে উল্লেখিত Documents গুলি Form এর সঙ্গে অ্যাটাচ করে দিন,
- এরপরে প্রয়োজনীয় Documents সহকারে সম্পূর্ণ আবেদনের Form টি পোস্ট অফিসের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে –
Address: SHRIRAM TRANSPORT FINANCE COMPANY LIMITED Corporate Office: Wockhardt Towers, 3rd Floor, West Wing, G Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai – 400051. Maharashtra
Tel. No.: +91 22 4095 9595
Fax. No.: +91 22 4095 9596/97
National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য
STFC India Meritorious Scholarship Programme এর আবেদনের জন্য Important Documents:-
Online এ আবেদন করার সময় নিম্নলিখিত Documents গুলি পোর্টালে আপলোড করতে হবে –
- মাধ্যমিক পরীক্ষার Marksheet ।
- আবেদনকারীর Birth Certificate।
- একটি সরকার স্বীকৃত পরিচয় পত্র (Aadhar Card , Voter Card , Pan Card , Voter Card , Pan Card বা Driving Licence হতে পারে) ।
- অভিভাবকের Commercial Driving Licence ।
- চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির একটি প্রমাণ পত্র ।
- পরিবারের Annual Income Certificate ।
- Bank Account সংক্রান্ত তথ্য ।
- Aadhar Card ।
- আবেদনকরীর Passport Size Photo ।
STFC India Meritorious Scholarship Programme এর Renewal
এই Scholarship এর ক্ষেত্রে Scholarship Renew করার কোন পদ্ধতি উল্লেখ করেনি কর্তৃপক্ষ। Scholarship টি অ্যাপ্রুভ হওয়ার পরে যতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট Course টি সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই Scholarship এর ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর বা সেমিস্টারের পরীক্ষা তে ব্যর্থ হয় তবে তার জন্য Scholarship এর প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।
Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?
STFC India Meritorious Scholarship Programme এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
Madhyamik উর্ধ Diploma Degree এর ছাত্র-ছাত্রীদের সর্বাধিক তিন বছর পর্যন্ত এই Scholarship প্রদান করা হয়। তবে Undergraduate স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা Engineering বিষয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সর্বাধিক চার বছর পর্যন্ত এই Scholarship প্রদান করা হবে এবং অন্যান্য সাধারণ Undergraduate Course এর ক্ষেত্রে এই Scholarship এর মেয়াদ সর্বাধিক তিন বছর।
STFC India Meritorious Scholarship Programme এর Bank Account Related Details:-
এই Scholarshipপাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা
STFC India Meritorious Scholarship Programme এর Contact Details :-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারবে –
- 011-430-92248(Ext-138) (Monday to Friday – 10:00AM to 6PM)
- stfc@buddy4study.com
FAQ:-
1. STFC Scholarship এর জন্য আবেদনের Last Date কি?
2. সমগ্র ভারত বর্ষের শিক্ষার্থীরা কি আবেদন করতে পারবে STFC Scholarship এর জন্য?
3. STFC Offline Application Form কেমন করে Download করতে পারবেন?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।