VOCLET 2022 Exam Date : Online Application Form, Full Form, Eligibility, Syllabus & more in Bengali !

ইতিমধ্যে শুরু হয়ে গেছে VOCLET ও JEXPO এর Registration । দুটি Course ই শিক্ষার্থীদের কাছে সমানভাবে সমাদৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে দুটি Course অনেক টাই এক হলেও কিছু কিছু ক্ষেত্রে  তফাৎ লক্ষ্য করা যায় যা সম্পর্কে আমরা আজ এই আর্টিকেলের মাধ্যমে জানার চেষ্টা করব। কতক্ষণ আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম JEXPO এর সম্বন্ধে , জানার জন্য নিম্নে প্রদান করা হয় লাইক টেক্সট এ ক্লিক করুন।

VOCLET  কী ?

VOCLET এর Full Form Vocational Lateral Entry Test । West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development (Technical Education Division) প্রতিবছর VOCLET Exam গ্রহণ করে থাকে। JEXPO ও VOCLET এর Registration ও Exam একই দিনে একই সঙ্গে মোটামুটি হয়ে থাকে। পূর্বে JEXPO ও VOCLET উভয় এর Registration Online ও Offline দুইভাবেই করা যেতো কিন্তু এই বছর থেকে উভয় Exam এর ক্ষেত্রে শুধুমাত্র Online এই সম্ভব। VOCLET Exam Polytechnic এ Career গড়ার ক্ষেত্রে খুব ভাল বিকল্প কারণ এই Course টি সর্বভারতীয় ক্ষেত্রে সমাদৃত হয়।

VOCLET 2022 Important Dates:-

VOCLET 2022 Online Application Starting 01/03/2022
VOCLET  2022 Online Application Closing 04/04/2022
VOCLET 2022 Admit Card Releasing June 3rd Week
VOCLET 2022 Exam 07/05/2022
VOCLET  2022 Merit List Publishing September 2nd Week
VOCLET  2022 Counselling Registration & Choice Filling Opening September 3rd Week
Counselling Registration & Choice Filling Closing September 4th  Week
VOCLET  2022 1st Round Seat Allotment September 1st Week
Admission / Provisional Seat Booking of 1st Round October 1st – 2nd  Week
VOCLET 2022  2nd Round Seat Allotment October 2nd Week
Admission / Provisional Seat Booking of 2nd  Round October 2nd  – 3rd  Week
VOCLET  2022  3rd Round Seat Allotment October 3rd Week
3rd Round Application Closing October 3rd – 4th Week

JEXPO 2022 Exam Date, Online Application Form, Full Form, Eligibility, Syllabus & more in Bengali !

VOCLET 2022 এর Eligibility:-

আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সাথে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Science Steam  এ Higher Secondary পাস বা সমতুল্য অন্য যেকোনো Degree পাস করতে হবে , মনে রাখবেন Graduate  প্রভৃতি যে কোনো যোগ্যতা থাকলেও তারা এই Exam এর জন্য Registration  করতে পারবে।

VOCLET 2022 এর Educational Qualification:-

Diploma in Engineering & Technology:-

এটি একটি 2 বছর এর Course । এই Course এ Admission এর জন্য ন্যূনতম আপনাকে –

  • Madhyamik সহ দুই বছর এর ITI Course সম্পন্ন করতে হবে।
  •  বা West Bengal State Council of Technical and Vocational Skill Development Board থেকে Vocational Course সম্পন্ন করতে হবে ।/
  •  বা Recognise Board থেকে Compulsory Subject হিসাবে Physics/Chemistry/Mathematics সহ Science Steam এ Higher Secondary পাস করতে হবে।

Diploma in Modern Office Practice & Management (MOPM):-

  • এটি একটি 3 বছর এর Course শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এই Course এর জন্য এবং Educational Qualifications হিসেবে Compulsory Subject English হিসেবে Higher Secondary পাস করতে হবে।

Diploma in 3-Dimensional Animation & Graphics (3DAG) :-

  •  এটি একটি 2 বছর এর Course ।শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এই Course এর জন্য এবং Educational Qualifications হিসেবে Higher Secondary পাস করতে হবে।

West Bengal ITI 2022 : Admission, College List, Last Date, Syllabus, Merit List, Eligibilty & more in Bengali !

VOCLET 2022 এ আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীর জন্ম 01/07/2005 এর আগে হতে হবে ।এক্ষেত্রে বয়সের কোনো উর্ধ্বসীমা উল্লেখ করা হয়নি।

VOCLET 2022 এর Application Fees:-

JEXPO এর আবেদন Online এ সম্ভব যদিও আগে Offline এ আবেদন করা যেত কিন্তু এবছর থেকে সেই পদ্ধতি তুলে দেওয়া হয়েছে। আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees প্রদান করতে হবে Credit Card, Debit Card, Net Banking, UPI and E-Wallet মাধ্যমে। Category এর অনুসারে Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
All 450
Online Application for Female(Kanyashree) 250

VOCLET 2022  Application Process:-

  • JEXPO 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
  • সর্বপ্রথম ভিজিট করুন West Bengal ITI  এর অফিসিয়াল ওয়েবসাইট https://webscte.co.in/
  • Homepage এ আপনি পেয়ে যাবেন JEXPO & VOCLET 2022-23 Academic Season এর Link , পাশে থাকা Click to Apply বাটনে ক্লিক করুন।
  • সর্বপ্রথম Online Portal এ গিয়ে নিজেদের নাম Register করতে হবে। Registration এর জন্য আপনাকে প্রদান করতে হবে আপনার সম্পূর্ণ নাম Mobile Number, Username এবং Password SET করুন।
  • Submit’ করার সঙ্গে সঙ্গে Mobile Number এ একটি OTP আসবে। Application Form এ সেই OTP টি Type করতে হবে। এরপর পাশে থাকা ‘VALIDATE’ অপশন এ ক্লিক করে Close করে দিতে হবে।
  • Registration হয়ে যাওয়ার পর একই Page এর নীচের দিকে Registered Candidate দের Log In Portal রয়েছে সেখানে Username বা Mobile Number ও Password দিয়ে Log In  করতে হবে।  এরপর সেই পেজের বাঁ দিকে  থাকা ‘Application Form’ অপশনে ক্লিক করতে হবে। এবারে ‘Application Form’ টি Open হবে।
  • ‘Application Form এ যথাক্রমে Personal Details, Academic Record, Address একে একে পূরণ করুন সতর্কতার সঙ্গে। এরপর ‘SAVE’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় Documents গুলি Scan করে Upload করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।

Bank of Baroda Specialist Officer Recruitment 2022 : Notification Out for 105 Posts, Salary Upto 90,000 Learn More in Bengali !

VOCLET 2022 এর আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Passport Size Color Photo JPG/JPEG ফরমেট এ এবং File Size হতে হবে 5-50 KB এর মধ্যে।
  • আবেদনকারীর Signature JPG/JPEG ফরমেট এ এবং File Size হতে হবে 5-30 KB এর মধ্যে।
  • আবেদনকারীর Left Hand Thumb Impression JPG/JPEG ফরমেট এ এবং File Size হতে হবে 5-30 KB এর মধ্যে।

VOCLET 2022 Exam Pattern:-

VOCLET  2022 Exam অনুষ্ঠিত হবে আগামী 07/05/2022 (শনিবার) 01:30 PM  থেকে 03:30 PM পর্যন্ত) । পরীক্ষার্থীদের Exam OMR Sheet এর মাধ্যমে দিতে হবে। কালো/নীল Ball Point পেন এর ব্যবহার করা যেতে পারে Exam এর ক্ষেত্রে।  মাথায় রাখবেন OMR Sheet এ উত্তর প্রদানের ক্ষেত্রে Circle যেনো সম্পূর্ণ পূর্ণ হয় নইলে আপনার  নম্বর কাটাও হতে পারে।

  • Mode of Exam:-Exam সম্পূর্ণ Offline এ (মাধ্যমে নেওয়া হবে।
  • Type of Questions:- MCQ Type এর Question মূলত থাকে ।
  • Exam Duration:– পরীক্ষার জন্য মোট নির্ধারিত সময়ে রয়েছে 2 ঘন্টা।
  • Total Marks:- পরীক্ষার পূর্ণমান 100 নম্বর ।
  • Language:- পরীক্ষার্থীরা Exam Bengali ও English উভয় ভাষাতেই দিতে পারবে।
  • Number of Questions:-Offline Exam এ মোট 100 টি প্রশ্ন থাকবে।
  • Marking Scheme:–প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীর 1 Number পাবে।
  • Negative Marking:-প্রতি ভুল উত্তরের পরীক্ষার্থীর 0.25 Number কাটা হবে।

বিষয় অনুযায়ী Marks Distribution ও প্রশ্ন সংখা নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো-

Subjects  Number of Questions  Total Marks 
Mathematics 40 40
English 10 10
Aptitude 10 10
Physics 20 20
Chemistry 20 20
Total 100 100

BEL Apprentice Recruitment 2022 : Application Started for 360 Vacancy, Learn more in Bengali !

VOCLET 2022 Syllabus:-

  • Mathematics :-Sphere, Variation, Partnership Business, Theorem related to Tangent to a circle, Right Circular Cone, Similarity, Construction of tangent to a Circle, Real-Life Problem related to different Solid Objects,Trigonometry,Construction – Determination of Mean Proportional ,Pythagoras TheoremReal Number,Laws of Indices,Graph, Coordinate Geometry, Linear, Simultaneous Equations, Properties of Parallelograms, Polynomial, Factorisation, Transversal & Mid Point Theorem, Profit & Loss, Statistics, Theorems on Area, Construction of Parallelogram, Construction of Triangle, Area & Perimeter of Triangle & Quadrilateral, Shaped Region, Circumferences of Circle, Theorems on Concurrence, Area of Circular, Region, Quadratic Equations with one Variable, Simple Interest, Theorem related to CircleRectangular Parallelepiped or Cuboid, Ratio and Proportion, Compound Interest, Theorem related to Angles in a Circle, Right Circular Cylinder, Quadratic Surd, Theorems related to Cyclic Quadrilateral, Construction of Circumcircle ইত্যাদি।
  • Physical Science and Chemistry :- Measurement ,Force & Motion, Atomic Structure ,Mole Concept, Matter – Structure, and Properties,Solution , Acids, Bases & Salts, Work, Power & Energy, Sound, Heat, Separation of Components of Mixtures, Water, Concerns about our Environment, Behavior of Gases, Light, Periodic Table and Periodicity of the Properties of Elements, Ionic and Covalent  Bonding, Chemistry Calculations,Thermal Phenomena, Current Electricity, Electricity and Chemical Reactions, Inorganic Chemistry in the Laboratory and in Industry, Metallurgy, Atomic Nucleus,Organic Chemistry, General Awareness ইত্যাদি।

VOCLET ও JEXPO এর Syllabus মোটামুটি এক দুই Exam এর Syllabus এর মধ্যে একটিমাত্র পার্থক্য যে VOCLET এর Questions Pattern হবে Higher Secondary Level এর এবং অপর ক্ষেত্রে JEXPO এর Questions Pattern হবে Madhyamik Level এর । বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

SIDBI Grade A Recruitment 2022 : Notification PDF Out for 100 Vacancy Salary Upto 70000, Learn more in Bengali !

VOCLET 2022 Preparation Tips :-

  • Exam এর আগে Suggestion /Preparation বই আপনি পড়তে পারেন, এটি ধারণা প্রদান করবে যে পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হতে পারে।
  • আর্টিকেলের উপরিভাগে আমরা আলোচনা করেছে Syllabus সেটি দেখুন এবং সঙ্গে Download Section এ প্রদান করা Information Brochure টি থেকে Download করে পূর্ণ Syllabus টি জেনে নিন এবং Syllabus অনুসারে সমস্ত বিষয়ে যথাযথ Practice করুন।
  • প্রয়োজনে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আলাদা করে ফোকাস করতে পারেন, এতে আপনার এ সুবিধা হবে।
  •  Syllabus এর বিষয়গুলি বারংবার Practise করুন, এটি আপনাকে ভালো Score পেতে সাহায্য করবে।
  • প্রয়োজনে আপনার Performance এর সম্বন্ধে জানার জন্য Mock Test এর Practise করতে পারেন।

VOCLET 2022 Set Reservation:-

  Category Reservation
SC, ST, PC, OBC-A, OBC-B সরকারের নিয়ম অনুসারে
District Quota 20%
Female Quota 25%

VOCLET 2022 Exam Centre :-

Kolkata – North Kolkata-South Kolkata – Central
South 24 Parganas North 24 Parganas Howrah
Hooghly Purba Bardhaman Paschim Bardhaman
Nadia Murshidabad Birbhum
Bankura Purulia Purba Medinipur
Paschim Medinipur Jhargram Malda
Uttar Dinajpur Dakshin Dinajpur Darjeeling
Jalpaiguri Alipurduar Coochbehar
Kalimpong    

JRF SRF Recruitment 2022 : JRF ও SRF পদে কাজ করার সুযোগ, Salary Upto 30000 টাকা !

VOCLET  2022 Admit Card :-

West Bengal State Council of Technical Education (WBSCTE) এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে  VOCLET 2022 Admit Card Download করা যেতে পারে। সাধারণত   VOCLET Exam এর Admit Card Exam এর দুই তিন সপ্তাহের মধ্যেই Official Website এর মধ্যে Release করা হয়ে থাকে। পরীক্ষার্থীরা তাদের Log In Credentials প্রদান করে সহজেই তাদের Admit Card Download করতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত আমরা অন্য আর্টিকেলে আলোচনা করব।

Documents Required at VOCLET 2022 Exam:-

মনে রাখবেন Exam Center এ নিম্নে উল্লেখিত Documents ছাড়া ঢুকতে পারবেন না।

  • Admit Card
  • Photo ID Proof:-Aadhaar Card, Madhyamik Certificate, Voter ID, Driving licence, PAN card, Passport, Bank Passbook
  • Passport Size Photo

VOCLET 2022 Answer Key:-

VOCLET Exam হওয়ার এক থেকে দুই সপ্তাহের মধ্যেই VOCLET  2022 Answer Key Download পারবে । পরীক্ষার্থীরা তাদের সুবিধার্থে  VOCLET  2022 Answer Key এর মাধ্যমে তাদের Performance সহজেই জেনে নিতে পারবে।

VOCLET 2022 Merit List:-

VOCLET  2022 পরীক্ষার Result প্রকাশের সঙ্গে সঙ্গেই  Merit List ও প্রকাশ করা হবে । এই Merit List এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবেন তাদের তাদের Individual Rank । এই Individual Rank এর ওপর নির্ভর করবে আপনার Counselling । আপনারা আপনাদের Log In প্রদান করে Merit List জেনে নিতে পারবেন।

VOCLET 2022 Result:-

প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য VOCLET  2022 পরীক্ষার Result পৃথকভাবে জানানো হবে। পরীক্ষা শেষ হবার কয়েকদিনের মধ্যেই পরীক্ষার Result ঘোষণা করবে পরীক্ষা পরিচালনা কমিটি। পরীক্ষার Result বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীরা তাদের Registration Number   অথবা Admit Card  এ উল্লেখিত Roll Number  প্রদান করে পরীক্ষার Result  জানতে পারবে। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব Result  প্রকাশিত হলে।

Howrah Asha Karmi Recruitment 2022 : শতাধিক আশা কর্মী নিয়োগ শেষ হচ্ছে মাত্র কয়েকদিনেই !

VOCLET  2022 Counselling:-

পরীক্ষার্থীদের Result সহ Merit List প্রকাশিত হলে সকল পরীক্ষার্থীদের আছে VOCLET 2022 Counselling এর জন্য আপনাকে নতুন করে Register করতে হবে। খুব সাবধানে Counselling এর জন্য Registration করবেন। কারণ একটু ভুল হয়ে গেলেই আপনার নাম Counselling থেকে বাইরে যেতে পারে। সম্পূর্ণ Counselling এর প্রক্রিয়া Online এ সম্পন্ন হয়ে থাকে। প্রার্থীরা তাদের ভর্তির সম্ভাবনা সর্বাধিক করার জন্য – অগ্রাধিকারের ক্রম অনুসারে – অনেকগুলি পছন্দ বেছে নিন। মেধা অনুযায়ী আসন বন্টন সম্পন্ন হবে।

VOCLET 2022  Counselling এর জন্য Important Documents:-

  1. Higher Secondary এর Mark Sheet এবং Certificate Category certificate (যদি থাকে)
  2. Caste certificate (যদি থাকে)
  3. VOCLET 2022 Admit Card and Rank Card
  4. Migration Certificate (যদি থাকে)
  5. Kanyashree Prakalpa এর জন্য নথিভুক্তিকরণ এর Certificate
  6. PWD Candidate যদি থাকে।
  7. Aadhar Card/ Other Government ID
  8. Passport Size Photo

VOCLET 2022 College List PDF:-

আবেদনকারীদের কাছে Course নির্বাচনের ক্ষেত্রে College List জানার খুব গুরুত্বপূর্ণ Matrics। মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দুই বা ততোধিক সরকারি College রয়েছে।  আপনার বাড়ির নিকটস্থ College এর অবস্থান জানার জন্য নিন্মে প্রদান করা PDF লিংক এ ক্লিক করুন এবং PDF টি Scroll Down করে 10 Number Page এ থাকা College List দেখুন।

VOCLET 2022 Important Links:-

VOCLET 2022 Information Brochure Click Here
Apply Now Click Here
Google News Follow Us

Bankura Asha Recruitment 2022 : শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ, কেমন করে আবেদন করবেন ?

VOCLET 2022 Contact Details :-

West Bengal ITI এর Registration Refund বা অন্য কোনো তদসংলগ্ন সমস্যা থাকে আপনি নিম্নে উল্লেখিত মাধ্যমে সাহায্য পেতে পারেন।

West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development

(Technical Education Division)

Kolkata Karigori Bhavan, 2nd Floor

110 S. N. Banerjee Road, Kolkata – 700013

Phone No.- (033) 2227-7592,

Email ID:-  helhelpdesk@webscte.co.in

DRDO GTRE Recruitment 2022 For 150 Graduate, Diploma And ITI Apprentice Posts Read more in Bengali !

FAQ:-

1. VOCLET  Full From কি ?
ANS:-Vocational Lateral Entry Test
2. VOCLET 2022 Exam Date 2022 কি ?
ANS:-07/05/2022
3. VOCLET 2022 Registration 2022 কি কবে শুরু হয়েছে ?
ANS:-01/03/2022
4. VOCLET 2022 Official Website কোনটি ?
5. VOCLET 2022 Syllabus  কি ?
ANS:- উপরে থাকা Syllabus ওখানে ক্লিক করুন Syllabus জানার জন্য।
7. VOCLET 2022 Eligibility Criteria কি ?
ANS:-অন্ততপক্ষে Science Steam  Higher Secondary পাস করলে আপনি JEXPO Exam এর জন্য বসতে পারবেন।
8. VOCLET 2022 HelpLine Number কি ?
 ANS:- (033) 2227-7592,Email ID:-  helhelpdesk@webscte.co.in
9. VOCLET 2022 Form Fill Up Last Date কি ?
 ANS:- 04/04/2022
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823