উচ্চ শিক্ষা গ্রহণের আশা আমাদের অনেকেরই রয়েছে। Albert Einstein International Scholarship Test স্কুল কলেজের ছাত্র ছাত্রী দের আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করে। এমন অনেক ছাত্র-ছাত্রী আছে যারা চায় বিদেশে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণামূলক কাজ কর্ম চালাতে পারে যাদের স্বপ্ন রয়েছে গবেষণার সম্পর্কিত তারা অবশ্যই এই Scholarship Test এর জন্য আবেদন করতে পারবেন ।আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ুন আশা করি আপনার সমস্ত প্রশ্ন দূর হয়ে যাবে।
Albert Einstein International Scholarship Test কী ?
Albert Einstein International Scholarship হলো বিদ্যালয় এবং কলেজ স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয় একটি Scholarship । যেসমস্ত ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক স্তরে গবেষণামূলক কাজ করতে ইচ্ছুক মূলত তাদেরকেই এই Scholarship প্রদান করা হয়। এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা – এই পাঁচটি মহাদেশের অন্তর্গত ছাত্রছাত্রীরা নির্দিষ্ট যোগ্যতা অর্জন করলে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন 1 Lakh টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। Scholarship প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের কে অন্যান্য কিছু বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। নিম্নে Scholarship Amount,, Eligibility ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Albert Einstein International Scholarship Test প্রদানের উদ্দেশ্য কী?
এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো আন্তর্জাতিক স্তরে গবেষণা ক্ষেত্রগুলিতে মেধা সম্পন্ন যুবক যুবতীদের প্রমোট করা। সমগ্র বিশ্বের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষাক্ষেত্রে আগ্রহী করে তোলা আর্থিক ভাবে সাহায্যের মাধ্যমে এই Scholarship প্রধান এর মূল উদ্দেশ্য।
Albert Einstein International Scholarship Test এর জন্য কারা আবেদন করতে পারবেন?
এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা – এই পাঁচটি মহাদেশের অন্তর্গত যেসমস্ত ছাত্রছাত্রীরা কোন একটি সরকার স্বীকৃত বিদ্যালয় চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীতে পঠন-পাঠন করছে অথবা কোন কলেজে পড়াশোনা করছে কিংবা যেসমস্ত ছাত্রছাত্রীরা কলেজের পড়াশোনা শেষ করে কোন পেশায় নিযুক্ত রয়েছে তারা এই Scholarship প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
Albert Einstein International Scholarship Test Important Dates :-
Albert Einstein International ScholarshipTest 2021 Application Closing Date | January, 2021 |
Albert Einstein International ScholarshipTest 2021 Application Online Exam Date | January, 2021 |
Declaration of Result | February, 2021 |
Albert Einstein International ScholarshipTest 2021 Application Offline Exam Date | February, 2021 |
Declaration of Final Result | February, 2021 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Albert Einstein International Scholarship Test এর Selection Process:-
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে সমস্ত আবেদনকারীদের মধ্যে একটি Online Exam আয়োজিত হবে। Online Exam Link প্রত্যেক আবেদনকারীদের Register করা Mobile Number এ পাঠিয়ে দেওয়া হবে।
- এই Exam তে যারা উত্তীর্ণ হবে তাদের চূড়ান্ত পর্যায়ের আরেকটি Exam এর জন্য অন্য একটি তালিকার অন্তর্ভুক্ত করা হবে।
- চূড়ান্ত পর্যায়ের নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে একটি Offline Exam আয়োজন করা হবে। সমগ্র ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষাটি আয়োজিত হবে।
Albert Einstein International Scholarship Test এর Distribution Process:-
যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তাদের সরাসরি Bank Account এর মাধ্যমে Scholarship এর টাকা গুলি প্রদান করা হবে। প্রতিবছর সমগ্র বিশ্ব থেকে 5 Lakh এর ও বেশী ছাত্র-ছাত্রীরা আবেদন করে এই Scholarship এর জন্য কিন্তু এর মধ্যে 10000 যোগ্য ছাত্র-ছাত্রীরাই প্রতিবছর পেয়ে থাকে এই Scholarship টি।
Albert Einstein International Scholarship Test Groups:
বয়স অনুসারে 3 টি তিনটি আলাদা আলাদা Group এর আবেদনকারীদের এই Scholarship প্রদান করা হয় । নিম্নে Category সহ Age Group বর্ণনা করা হলো।
Category | Age Group |
Group 1 | 10 – 13 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য |
Group 2 | 14-17 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য |
Group 3 | 18-24 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য |
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Albert Einstein International Scholarship Test এর Exam Format:-
- আবেদনকারীরা বাড়ি থেকেই Scholarship এর জন্য আয়োজন করা Online Exam এ অংশগ্রহণ করতে পারবে।
- Online Live Interview এ আবেদনকারীরা নিজস্ব বাড়ি থেকেই যোগদান দিতে পারবে, এর জন্য 20 জন আবেদনকারী দের ডাকা হবে, এই 20 জনের মধ্যে থেকেই 3 Winner বের করা হবে।
- সমস্ত প্রশ্ন MCQ ও Objective টাইপ এর হবে।
- Exam Schedule ,Date,Time Slot সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার সংক্রান্ত তথ্য পরীক্ষার্থীরা তাদের রেজিস্টার Contact Details এ SMS এর মাধ্যমে পেয়ে যাবে।
- 60 নম্বর এর এই পরীক্ষাটি নেয়া হয়ে থাকে এবং এই পরীক্ষাতে থাকবে 30 টি প্রশ্ন।
- পরীক্ষার্থীদের পরীক্ষা 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে।
- পরীক্ষার্থীরা অবশ্যই মাথায় রাখবে যে পরীক্ষায় কিন্তু Negative Marking রয়েছে , প্রতি প্রশ্ন ভুল করলে 1 নম্বর করে কাটা হবে।
- পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য Smartphone এর বদলে Strong Internet Connection সহ Laptop বা Computer ব্যবহার করতে পারে এক্ষেত্রে তাদের পরীক্ষা দিতে অনেকটাই সুবিধা হবে।
Albert Einstein International Scholarship Test এর Syllabus:-
পরিচালনা সংস্থা বৃত্তি পরীক্ষার সিলেবাস নির্ধারণ করে। প্রধানত, পেপারে মৌলিক গণিত এবং সাধারণ যোগ্যতার প্রশ্ন থাকবে। বৃত্তি পরীক্ষায় ভালো স্কোর করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সিলেবাস ডাউনলোড করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। AICTSD অ্যালবার্ট আইনস্টাইন আন্তর্জাতিক বৃত্তি পরীক্ষার জন্য পাঠ্যক্রমের নীচে দেখুন-
Category | Syllabus |
Group 1 ( 10 – 13 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য) | Click Here |
Group 2 (14-17 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য) | Click Here |
Group 3 (18-24 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য) | Click Here |
National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য
Albert Einstein International Scholarship Test এর Scholarship Amount :-
এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের Scholarship প্রদানের পাশাপাশি অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তবে আলাদা আলাদা পুরস্কার প্রাপকদের জন্য সুবিধাগুলি ভিন্ন ভিন্ন রয়েছে। যেমন-
1st Prize Winner:-
- 1 Lakh টাকা Scholarship ।
- শিল্প পেশাদারদের সাথে Robotics Automation এবং Software গুলির উপর 1 বছরের বিনামূল্যে প্রশিক্ষণ এবং R&D যেই Course টির বর্তমান খরচ প্রায় 1 Lakh টাকা ।
- এছাড়াও প্রার্থীরা AICTSD কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের প্রকল্প প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
- Industrial Certified International Level AICTSD Certificate।
- National Scholar Scientist Trophy।
- একটি National Scholar Scientist Scholarship।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
2nd Prize Winner:-
- 50000 টাকা Scholarship।
- শিল্প পেশাদারদের সাথে Robotics Automation এবং Software গুলির উপরে 6 মাসের বিনামূল্যে প্রশিক্ষণ এবং R&D যেই Course টির বর্তমান খরচ প্রায় 50 হাজার টাকা ।
- এছাড়াও প্রার্থীরা AICTSD কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের প্রকল্প প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
- Industrial Certified International Level AICTSD Certificate।
- National Scholar Scientist Trophy।
- একটি National Scholar Scientist Scholarship ।
3rd Prize Winner:-
- 20000 টাকা Scholarship ।
- শিল্প পেশাদারদের সাথে Robotics Automation এবং Software গুলির উপরে 3 মাসের বিনামূল্যে প্রশিক্ষণ এবং R&D যেই কোর্সটির বর্তমান খরচ প্রায় 30000 টাকা।
- এছাড়াও প্রার্থীরা AICTSD কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের প্রকল্প প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
- Industrial Certified International Level AICTSD Certificate।
- National Scholar Scientist Trophy।
- একটি National Scholar Scientist Scholarship।
PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা
Albert Einstein International Scholarship Test এর Eligibility:-
- এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা – এই পাঁচটি মহাদেশের অন্তর্গত ছাত্র ছাত্রীরা এই Scholarship প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
- কোন একটি সরকার স্বীকৃত বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে পাঠাতো ছাত্র-ছাত্রীরাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- কলেজে পাঠরত শিক্ষার্থী অথবা কলেজের শিক্ষা সম্পন্ন করে কোন পেশায় নিযুক্ত হয়েছেন এমন প্রার্থীরাও এই Scholarship এর যোগ্য।
- কলেজ শিক্ষা সম্পন্ন করে পেশায় নিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে তাদের বয়স 18 বছরের কম হতে হবে।
Albert Einstein International Scholarship Test এর Application Process :-
- যেই সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা গুলি অর্জন করবে তারা নিম্নলিখিত লিংকে ক্লিক করে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে – https://www.aictsd.com/aeist/
- এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি প্রদান করে Application Form টি পূরণ করতে হবে।
- এরপরে Application Fees প্রদান করতে হবে।
- এরপরে Application Form টি Submit করতে হবে।
Post Graduate Scholarship for University Rank Holders কি, কেমন করে আবেদন করবেন ?
Albert Einstein International Scholarship Test এর Renewal:-
এই Scholarship প্রকল্পটি এককালীন সময়ে প্রদেয় একটি Scholarship । এই কারণে পরবর্তী বছরের জন্য এই Scholarship প্রকল্পটি Renew করার কোন প্রয়োজন নেই। প্রকল্পের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীরা এককালীন সর্বাধিক 1 Lakh টাকা পর্যন্ত Scholarshipপেয়ে থাকে এবং এছাড়াও প্রার্থীদের অন্যান্য কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
Albert Einstein International Scholarship Test এর Bank Account Details:-
Scholarship এর টাকাগুলি গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account থাকতে হবে। পিতা অথবা মাতার সঙ্গে Joint AccouNt থাকলেও এই Scholarship এর জন্য আবেদন করা যাবে।
Albert Einstein International Scholarship Test এর Contact Details:-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Email: director@aictsd.com
Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন
FAQ:-
1. Albert Einstein International Scholarship Test এর জন্য এখন কি আবেদন করতে পারবেন?
2. AICTSD Exam কি?
3. Albert Einstein International Scholarship Test এর জন্য আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন?
4. Albert Einstein International Scholarship Test এর Syllabus কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।