CSIR Young Scientist Awards Scientists দের ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প । প্রতিবছর সারা ভারতের অসংখ্য তরুণ বিজ্ঞানীরা তাদের গবেষণায় মূলক কার্যকারী এ যাওয়ার জন্য আর্থিক ও অন্যান্য সুযোগ প্রদানের মাধ্যমে তাদের গবেষণামূলক কাজ চালিয়ে যাচ্ছে । আপনি যদি বিজ্ঞানী হতে চান এবং অর্থসংকট আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় , সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি পড়ুন আশা করি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।
CSIR Young Scientist Awards কী ?
CSIR Young Scientist Awards হল ভারতবর্ষের তরুণ বিজ্ঞানীদের গবেষণার কাজে সহায়তা করার এক অন্যতম উদ্যোগ। CSIR institute তাদের ল্যাবরেটরীতে তথা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীদের গবেষণামূলক কাজে উন্নতির জন্য এই সুযোগ প্রদান করেছে। 35 বছর বা তার কম বয়সী যেসব গবেষকরা CSIR institute এর অধীনে বিভিন্ন গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন তারা এই প্রকল্পে শামিল হবার সুযোগ পাবেন। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা CSIR ল্যাবরেটরীতে পাঁচ বছর গবেষণার কাজ চালিয়ে যেতে পাবেন এবং প্রত্যেক বছর 5 Lakh টাকা করে মোট 25 Lakh টাকা গবেষণামূলক অনুদান পাবেন। নির্বাচিত গবেষকরা এই অনুদান ছাড়াও আরো অন্যান্য কিছু পুরস্কার পেতে পারেন যেগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
CSIR Young Scientist Awards প্রদানের উদ্দেশ্য কী ?
এই Scholarship প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো ভারতবর্ষের তরুণ বিজ্ঞানী তথা গবেষকদের গবেষণার কাজে সহায়তা করা যাতে তারা নতুন কিছু উদ্ভাবনে একটি উন্নত মানের প্ল্যাটফর্ম পায়। এইভাবে গবেষণামূলক কাজে ভারতবর্ষের তরুণ বিজ্ঞানীদের প্রতিভার সর্বাঙ্গীণ বিকাশ ঘটানো প্রধান উদ্দেশ্য ।
CSIR Young Scientist Awards এর জন্য কারা আবেদন করতে পারবেন?
ভারতবর্ষের যে সমস্ত গবেষকরা CSIR ল্যাবরেটরি অথবা শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার কাজে কমপক্ষে 1 বছর যাবৎ যুক্ত আছেন এবং যাদের বয়স 35 বছরের কম তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।Biological Sciences, ii) Chemical Sciences, iii) Earth, Atmosphere, Ocean and Planetary Sciences, iv) Engineering Sciences v) Physical Sciences এর ক্ষেত্রে যুক্ত তরুণ বিজ্ঞানীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।
CSIR Young Scientist Awards এর Important Dates :-
CSIR Young Scientist Awards Online Application Staring | * |
CSIR Young Scientist Awards Online Application Closing | 31/01/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
CSIR Young Scientist Awards এর Selection Process:-
আবেদনকারীরা তাদের গবেষণামূলক কাজের ওপরে যে Presentation টি প্রদান করবে তার ওপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
- প্রত্যেক প্রার্থীকে 15 মিনিট সময় দেওয়া হবে তাদের গবেষণামূলক Presentation টি সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করার জন্য।
- এরপরে 5 মিনিটের একটি প্রশ্ন-উত্তর পর্ব চলবে।
CSIR Young Scientist Awards এর Benefit :-
- নগদ 50000 টাকা পুরস্কার,
- 5 বছরের গবেষণাকালে মোট 25 Lakh টাকা গবেষণা অনুদান,
- কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ একটি মানপত্র যেখানে CSIR এর ডিরেক্টর জেনারেল এবং ভাইস প্রেসিডেন্ট এর স্বাক্ষর থাকবে।
- এছাড়াও প্রার্থীদের একটি করে স্মারক প্রদান করা হবে।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
CSIR Young Scientist Awards এর Eligibility:-
- এই Scholarship পেতে ইচ্ছুক একজন প্রার্থীকে প্রথমত একটি CSIR ল্যাবরেটরি অথবা শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার কাজে যুক্ত থাকতে হবে।
- CSIR সিস্টেমের একজন রেগুলার সাইন্টিস্ট হতে হবে।
- বিগত বছরের 26 শে সেপ্টেম্বর এর পূর্বে CSIR ল্যাবরেটরীতে যুক্ত হতে হবে।
- আবেদনকারীর বয়স 35 বছর বা তার কম হতে হবে (বর্তমান বর্ষের 26 শে সেপ্টেম্বর এর হিসেবে)।
CSIR Young Scientist Awards এর Application Process:-
- এই স্কলারশিপের জন্য আবেদন করতে প্রথমে নিম্নে প্রদত্ত লিংকটিতে ক্লিক করুন – “ https://csirhrdg.res.in/Home/Index/1/Default/2239/67”
- এখানে Scholarship সংক্রান্ত বিভিন্ন তথ্য গুলি ভালোভাবে পড়ে নিন।
- এরপরে নিম্নলিখিত Email ID তে নিজেদের মনোনয়ন গুলি পাঠান ।
SSB YSA Unit, CSIR HRDG New Delhi
email -ssb@csirhrdg.res.in
- মনোনয়নপত্র পাঠানোর শেষ তারিখঃ 31 শে জানুয়ারি 2022 ।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
CSIR Young Scientist Awards Guideline Download :-
CSIR Young Scientist Awards এর Renewal:-
এই প্রকল্পটি Renewal করার কোন প্রয়োজন নেই। যে সমস্ত প্রার্থীরা তথা গবেষকরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা পরবর্তী পাঁচ বছর CSIR ল্যাবরেটরি অথবা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের গবেষণামূলক কাজ চালিয়ে যেতে পারবে।
CSIR Young Scientist Awards এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
এই প্রকল্পের মেয়াদ রয়েছে 5 বছর। নির্বাচিত প্রার্থীরা মোট 5 বছর বিভিন্ন বিষয়ে গবেষণা করার সুযোগ পাবে এবং প্রত্যেক বছর গবেষণার অনুদান স্বরূপ 5 Lakh টাকা করে পাবে।
Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন
CSIR Young Scientist Awards এর Bank Account সম্বন্ধিত Details:-
নির্বাচিত গবেষকদের যে গবেষণামূলক অনুদান দেওয়া হবে সেটি গ্রহণ করার জন্য প্রার্থীদের নিজেদের নামে একটি Valid এবং Active Bank Account থাকতে হবে। তবে Course শেষে যে 50000 টাকা পুরস্কার দেওয়া হবে সেটি সরাসরি প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
CSIR Young Scientist Awards এর Terms & Conditions :-
- প্রার্থীরা সাধারণত প্রতিটি বিভাগে সর্বাধিক দুইটি করে মনোনয়ন পত্র পাঠাতে পারবে।
- নির্বাচনী প্রক্রিয়ার সময় যদি কোনো প্রার্থী অনুপস্থিত থাকে তবে তাদের মনোনয়ন গুলি গ্রাহ্য করা হবে না।
CSIR Young Scientist Awards এর Contact Details:-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Head, Human Resource Development Group
Council of Scientific & Industrial Research
CSIR Complex, Library Avenue, Pusa
New Delhi 110 012
Phone: (011) 2584 6777
E-mail: ssb@csirhrdg.res.in
Young India Fellowship 2022-23 | Eligibility, Awards, Application Procedure , Dates etc.
FAQ:-
CSIR Young Scientist Awards কি ভারত সরকার প্রদত্ত?
CSIR Young Scientist Awards আবেদনের জন্য Last Date কি?
CSIR কোন Award প্রদান করে ?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।