আজকে আমরা যে Scholarship এর সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য না-ও হতে পারে। Holland Scholarship এক বিশেষ ধরনের Scholarship যা প্রদান করে থাকে Netherland এর সরকার কর্তৃপক্ষ। সমগ্র বিশ্বে ছাত্র-ছাত্রীদের কাছে Netherland এর শিক্ষাপ্রতিষ্ঠান গুলি কে জনপ্রিয় করে তোলা এর Holland Scholarship এর মূল লক্ষ্য।
Holland Scholarship কী ?
European Economic Area (EEA) অর্থাৎ ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরে যেসমস্ত ছাত্রছাত্রীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তাদের জন্য একটি অন্যতম Scholarship প্রকল্প হল Holland Scholarship। Dutch Higher Education Institutions এর অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের Undergraduate / Postgraduate Degree এর জন্য ভর্তি হবে তারা সকলে এই Scholarship এর আবেদনের জন্য যোগ্য। Holland Scholarship এর মাধ্যমে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের এককালীন 5000 Euro Scholarship প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের Degree Course এর প্রথম বর্ষে এই Scholarship পেয়ে থাকে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Holland Scholarship প্রদানের উদ্দেশ্য কী?
এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো Dutch Higher Education Institutions এ পাঠরত শিক্ষার্থীদের একটি আর্থিক সহায়তা প্রদান করা। যদিও এই Scholarship এর মাধ্যমে € 5,000 বা 4 Lakh Indian Rupees এর ও বেশি পরিমাণ অর্থ প্রদান করা হয় ।
Holland Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত শিক্ষার্থীরা Dutch Higher Education Institutions গুলিতে সম্পূর্ণ সময়ের জন্য Bachelor’s Degree অথবা Masters Degree তে ভর্তি হবে তারা সকলে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। এক কথায় এশিয়া মহাদেশের অন্তর্গত সমস্ত দেশের ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে । তবে European Economic Area (EEA) এর অন্তর্গত দেশের বাসিন্দারা এই Scholarship এর জন্য যোগ্য নয়।
Holland Scholarship এর Important Dates :-
Holland Scholarship Online Application Starting Date | * |
Holland Scholarship Online Application Closing Date | 01/02/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Holland Scholarship এর Selection Process:-
এই Scholarship এর জন্য যোগ্য শিক্ষার্থীদের নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। Application Form জমা করা শেষ হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের Application Form গুলি এবং শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা Documents গুলি বিচার বিবেচনা করবে। পরবর্তীতে Scholarship এর জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুলি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।
Holland Scholarship এর Distribution Process:-
যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তাদের সরাসরি Bank Account এর মাধ্যমে Scholarship এর টাকা গুলি প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা এই Scholarship প্রত্যেক বছরের হিসাবে পেতে থাকবে।
Holland Scholarship এর Scholarship Amount :-
যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তারা তাদের Course চলাকালীন প্রথম বর্ষে এককালীন € 5,000 বা 4 Lakh Indian Rupees টাকা Scholarship পাবে। এটি একটি এককালীন প্রদেয় অর্থ।
নির্বাচিত শিক্ষার্থীরা এই Scholarship বাদে অতিরিক্ত কোন টাকা পাবে না এবং এই প্রকল্প শিক্ষার্থীদের সম্পূর্ণ Tuition Fee প্রদান করার কোনো বাধ্যবাধকতা রাখে না।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Holland Scholarship এর Eligibility:
- যে সমস্ত শিক্ষার্থীরা Dutch Higher Education Institutions গুলিতে সম্পূর্ণ সময়ের জন্য Bachelor’s Degree অথবা Masters Degree তে ভর্তি হবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
- Netherland এর যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনপ্রকার Degree অর্জন করেনি এমন শিক্ষার্থীরা এই Scholarship এর আবেদনের যোগ্য ।
- European Economic Area (EEA) এর অন্তর্গত দেশের বাসিন্দারা এই Scholarship এর জন্য যোগ্য নয়।
- শিক্ষার্থীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে সেখানকার সমস্ত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয়তা গুলি পূরণ করতে হবে।
Holland Scholarship এর Application Process:-
- এই Scholarship এর আবেদন করার জন্য নিম্নলিখিত লিংকটিতে ক্লিক করুন। – https://www.studyinholland.nl/finances/holland-scholarship
- এরপরে শিক্ষার্থীদের নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি সিলেক্ট করতে হবে।
- শিক্ষা প্রতিষ্ঠান নিচে Online আবেদনের একটি লিংক দেওয়া থাকবে। এই লিংকটিতে ক্লিক করতে হবে।
- এরপরে Online আবেদনের একটি Format আসবে, প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করে Form টি পূরণ করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় কিছু Documents পোর্টালে আপলোড করতে হবে।
- Documents আপলোড করা হয়ে গেলে Form টি Submit করতে হবে।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Holland Scholarship Renewal:-
এই Scholarship এর ক্ষেত্রে Scholarship Renew করার কোন প্রয়োজন নেই। Scholarship এর টাকা টি নির্বাচিত প্রার্থীদের মধ্যে এককালীন প্রদেয় অর্থ হিসাবে প্রদান করা হবে।
Holland Scholarship এর Official Guideline Download:-
Holland Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
এই Scholarship এর জন্য কোন প্রকার সময় এর মেয়াদ উল্লেখ করা নেই। যেই সমস্ত প্রার্থীরা এই Scholarship এর জন্য নির্বাচিত হবে তাদের এককালীন 5 হাজার টাকা স্কলার্শিপ প্র দান করা হবে।শুধু এক বছরেই আপনি এই Scholarship এর লাভ পেতে পারেন ।
Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন
Holland Scholarship এর Bank Account Details :-
এই Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
Holland Scholarship এর Terms & Conditions :-
- Scholarship এর টাকা টি নির্বাচিত প্রার্থীদের মধ্যে এককালীন প্রদেয় অর্থ হিসাবে প্রদান করা হবে।
- এই Scholarship শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ টিউশন খরচ বহন করবে না।
- Scholarship এর জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গুলি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।
Holland Scholarship এর Contact Details:-
এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Neso India
29th Floor, World Trade Centre
Brigade Gateway Campus, Dr Rajkumar Road
Malleshwaram West, Bengaluru, Karnataka 560055
India
Phone: +91 80 49437802
Email: info@nesoindia.org
FAQ:-
1. Holland Scholarship এর আবেদনের Last Date কি ?
2. ভারত এর ছাত্র ছাত্রী রা কি আবেদন করতে পারবে ?
3. Holland Scholarship এর মাধ্যমে কত টাকা প্রদান করা হয়?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।