LIC Scholarship 2021 | Application Form, Amount, Eligibility Criteria, How To Apply?

LIC Golden Jubilee Scholarship একটি খুব গুরুত্বপূর্ণ Scholarship যা LIC Scholarship নামেও পরিচিত। প্রয়োজনীয় শিক্ষার্থীদের পড়াশোনা সাহায্য করার উদ্দেশ্যে ভারতের সর্ববৃহৎ বীমা প্রদানকারী সংস্থা LIC এই Scholarship এর প্রচলন করেছে। আজকে আমরা LIC কর্তৃক প্রদত্ত LIC Golden Jubilee Scholarship ওরফে LIC Scholarship এর সমন্ধে আলোচনা করতে চলেছি।

LIC Scholarship কি ?

Life Insurence Corporation of India অর্থাৎ LIC ভারতবর্ষের কারিগরি শিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য একটি Scholarship প্রকল্পের ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিক Degree তে বিশেষ ক্যাটাগরির কিছু মহিলা শিক্ষার্থী এবং Undergraduate Degree তে  বিশেষ বিশেষ যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ হিসাবে Scholarship পেয়ে থাকে। এই Scholarship ভারতবর্ষের বেসরকারি Scholarship গুলির মধ্যে অন্যতম একটি Scholarship যেখানে আর্থিক ভাবে পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উদ্যোগে গড়ে তোলার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।

LIC Scholarship প্রদানের  উদ্দেশ্য কি ?

এই Scholarship প্রদানের  প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষালাভে আর্থিক সাহায্য প্রদান করা। এই Scholarship এর  মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণ করে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় আগ্রহী হবে এবং ভবিষ্যতে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে Scholarship কর্তৃপক্ষের বিশ্বাস।

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount,  Last Date?

LIC Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

ভারতবর্ষের যে কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত শিক্ষার্থীরা সকলেই এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে। এছাড়াও National Council for Vocational Training (NCVT) এর সঙ্গে অনুমোদিত শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট / শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে।

LIC Scholarship এর Selection Procedure :-

শিক্ষার্থীদের Madhyamik  অথবা Higher Secondary  পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে একটি Merit List প্রকাশ করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের পারিবারিক আয়, পরিবারের সচ্ছলতা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হবে। তবে এ ক্ষেত্রে পারিবারিক আয় এর বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

LIC Scholarship এর Distribution Process :-

এই Scholarship এর   জন্য নির্বাচিত শিক্ষার্থীদের Scholarship এর   টাকা টি সরাসরি NEFT Mode এ তাদের Bank Account  এ প্রেরণ করা হবে। এজন্য যে সমস্ত শিক্ষার্থীরা Scholarship এর    জন্য নির্বাচিত হবে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, IFSC কোড এবং সুবিধাভোগীর নামের সাথে বাতিল চেকের কপি সঠিকভাবে প্রদান করতে হবে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

LIC Scholarship এর Scholarship Amount:-

এই Scholarship এর   জন্য নির্বাচিত Regular Scholarship ছাত্রছাত্রীরা প্রত্যেক বছরে 20,000 টাকা করে Scholarship পাবে। এই সরাসরি টাকা টি তিনটি কিস্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রদান করা হবে। উচ্চমাধ্যমিক Degree তে পাঠরত বিশেষ ক্যাটাগরির মহিলা শিক্ষার্থীরা যারা এই Scholarship এর   জন্য নির্বাচিত হবে তারা প্রত্যেক বছর 10,000 টাকা করে Scholarship পাবে। এই সরাসরি টাকাটিও তিনটি কিস্তির মাধ্যমে শিক্ষার্থীদের প্রদান করা হবে।

LIC Scholarship এর Eligibility Criteria :-

General Regular  বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য-

  • শিক্ষার্থীদের Madhyamik  কিংবা Higher Secondary পরীক্ষায় 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পাস করেছে তাদেরকে কোন সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে Vocational Course  নিয়ে ভর্তি হতে হবে অথবা Industrial Training Institutes (ITI) কলেজে ভর্তি হতে হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা Higher Secondary পাস করেছে তাদের Medicine  বিভাগে বা Engineering বিভাগে, যেকোনো বিষয়ে Undergraduate Course , যে কোন প্রকারের Diploma  Degree অথবা এর সমতুল্য কোন Degree Course, Industrial Training Institutes (ITI) কলেজে ভর্তি হবে তারা এই Scholarship এর   জন্য আবেদন করতে পারবে।
  • আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয়ের 2 Lakh টাকার কম হতে হবে।

B.Ed Course Details (2021) এ Eligibility, Fees, Syllabus, Job, Salary, Admission ইত্যাদি জানুন

বিশেষ ক্যাটাগরির মহিলা শিক্ষার্থীদের জন্য –

  • যে সমস্ত মহিলা শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় পাস করে Higher Secondary Degree তে ভর্তি হবে তারা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
  • এই Scholarship এর জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের কে Madhyamik পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর অর্জন করতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 2 Lakh টাকার কম হতে হবে।

LIC Scholarship এর Application Process :-

  • এই Scholarship এর  জন্য আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের Life Insurence Corporation of India – এর Home Page এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন – https://licindia.in/Home
  • LIC Scholarship এর Homepage এ নীচে থাকা Golden Jubilee Foundation Link  এ ক্লিক করুন।
  • এরপর স্ক্রীন এর ডান দিকে থাকা Golden Jubilee Scholarship Scheme এর Link এ ক্লিক করুন।
  • পরের পেজে আপনার সামনে আসবে LIC Scholarship এর সমন্ধে বিস্তারিত তথ্য।
  • পরের পেজে থাকা Apply Online বাটনে ক্লিক করুন।
  • সমস্ত তথ্য যেমন Educational Qualifications ,Bank Details  ইত্যাদি যথাযথ প্রদান করুন
  • এরপর আপনি আপনার Email ID তে এক Confirmation Email পাবেন।
  • ভবিষ্যতে যোগাযোগের জন্য সঠিক Email Address সহ অন্যান্য Contact Details প্রদান করুন।
  • আপনার আবেদন পত্র গ্রহণ হয়ে গেলে কর্তৃপক্ষ থেকে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করা হবে।

Post Graduate Scholarship for University Rank Holders কি, কেমন করে আবেদন করবেন ?

Important Documents LIC Scholarship এর আবেদনের জন্য:-

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং IFSC কোড
  • সুবিধাভোগীর নামের সাথে বাতিল চেকের কপি
  • Income Proof
  • Scanned signature
  • Birth certificate
  • Caste certificate
  • Passport size photo
  • আগের পরীক্ষার Mark sheet

LIC Scholarship এর (Duration) টাকা কখন  কোন  সময়ের জন্য দেওয়া হয় ?

General Regular এর ছাত্রছাত্রীরা যারা  এই Course  এ ভর্তি হয়েছে সেই  Course টি সম্পন্ন হওয়া পর্যন্ত তারা এই Scholarship পেতে থাকবে। এবং বিশেষ ক্যাটাগরির মহিলা শিক্ষার্থীরা সর্বাধিক দুই বছর পর্যন্ত এই Scholarship পাবে।

South Eastern Railway Recruitment Fresh 1788 Apprentice পদে নিয়োগ , জানুন বিস্তারিত

কয়েকটি  Terms and Conditions LIC Scholarship এর :-

  • একটি পরিবার থেকে সর্বাধিক একজন শিক্ষার্থী এই Scholarship পেতে পারে।
  • শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিত থাকতে হবে যার মাপকাঠি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে।
  • যদি কোন শিক্ষার্থী Scholarship Portal এর কোন নিয়ম নীতি না মানতে পারে অথবা Scholarship এর  কোন বিধি-নিষেধ লংঘন করে তবে তার আবেদন স্থগিত রাখা হবে অথবা বাতিল করে দেওয়া হবে।
  • যদি এমনটা দেখা যায় যে কোনো শিক্ষার্থী ভুল তথ্য প্রদান করে Scholarship এর  জন্য আবেদন করেছিল তবে তৎক্ষণাৎ Scholarship এর   জন্য তার আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এর সাথে সাথে ভুল তথ্য প্রদানের পরে শিক্ষার্থীরা যত টাকা Scholarship  পেয়েছে তার সম্পূর্ণ অংশ Scholarship কর্তৃপক্ষকে ফেরত দিতে হবে।
  • LICGJF দ্বারা নিয়মিত বিরতিতে প্রকল্পটি মূল্যায়ন করা হবে।
  • LICGJF – এর বোর্ড অফ ট্রাস্টির বিবেচনার ভিত্তিতে যে কোনও সময়ে প্রবিধানগুলি পরিবর্তন করা যেতে পারে৷

LIC Scholarship Contact  Details :-

  • Email ID: co_gjf@licindia.com
  • Address: Life Insurance Corporation of India – Corporate Office, Yogakshema Building, Jeevan Bima Marg, P.O. Box No – 19953, Mumbai – 400 021.
  • Fax Number: 022-22884103

Higher Secondary (HS ) Routine 2022 (West Bengal) Official Notice সহ জানুন

1. কোথায় LIC দ্বারা বৃত্তি শিক্ষার্থীদের জন্য উপলব্ধ করা হবে?
2. LIC Scholarship কাদের দেওয়া হয়ে থাকে ?
ANS:- শিক্ষার্থীরা যারা  10  বা 12  শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যে কোনো UG কোর্সে ভর্তি হয়েছে, তারা  LIC Golden Jubilee Scholarship এর  জন্য আবেদন করতে পারে।
3. LIC Scholarship 2021 এর শেষ তারিখ কবে ?
ANS:- 31শে ডিসেম্বর ,2021

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823