Vidya Lakshmi Portal এ Education Loan এর Interest Rest, Application Form, Process সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানুন

আজ আমরা আলোচনা করতে চলেছি Vijay Laxmi Education Loan Scheme সম্বন্ধে । শিক্ষার বিস্তার এবং উচ্চ শিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য ভারত সরকার সর্বদা সচেষ্ট । ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রায়শই দেখা যায় যে, উচ্চ শিক্ষা লাভের ইচ্ছা থাকলেও কখনো কখনো পরিবারের অর্থাভাব মেটানোর জন্য ছাত্র-ছাত্রীদেরকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয় । ফলে বন্ধ হয়ে যায় তাদের পড়াশোনা ভেঙ্গে যায় তাদের যতসব স্বপ্ন । এই সমস্ত সমস্যাগুলি দূরীকরণের জন্য ভারত সরকার ব্যবস্থা করেছে পাঠরত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকমের স্কলারশিপের এবং বিনা শুল্কে লোন প্রদানের ।

ছাত্র-ছাত্রীদের সাহায্যের লক্ষ্যে ভারত সরকারের একটি অভিনব উদ্যোগ হলো Vidya Lakshmi Education Loan Scheme । যেখানে ছাত্র-ছাত্রীদেরকে অতি অল্প সুদের হারে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য লোন প্রদান করা হয় । এই Vidya Lakshmi Education Loan প্রক্রিয়াটি পরিচালনা করছে ভারতের ফিন্যান্স বিভাগের অন্তর্গত National Securities Depository Limited (NSDL)

Scholarship Name Vidya Lakshmi Portal এ Education Loan Official Link
Starting Date  

 

Apply Now

Last Date Not Applicable

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Vidya Lakshmi Portal এর সুবিধাঃ-

ভারতবর্ষের 34 টি ব্যাংক এই প্রকল্পের আওতাভুক্ত এবং প্রায় 70 টির বেশি লোনের সুবিধা রয়েছে Vidya Lakshmi প্রকল্পে । Vidya Lakshmi Education Loan এর জন্য কোনো গ্যারান্টার প্রয়োজন হয় না । এছাড়া এই প্রকল্পের আরও একটি সুবিধা হলো ভারতে এবং ভারতের বাইরে অন্য কোনো দেশে পড়াশোনা করলেও এই শিক্ষামূলক লোন পাওয়া সম্ভব ।

Vidya Lakshmi Portal এ Education Loan পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতাঃ-

  1. প্রথমত আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে ।
  2. আবেদনকারীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ।
  3. আবেদনকারীকে কোনো টেকনিক্যাল কিংবা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে যেখান থেকে কাজের সুযোগ তুলনামূলকভাবে অনেক বেশি ।
  4. আবেদনকারীকে এই বিষয়টি স্পষ্ট করতে হবে যে, সে কোর্স চলাকালীন মাঝপথে পড়াশোনা বন্ধ করবে না ।

কিভাবে পাওয়া যাবে Vidya Lakshmi Education Portal Loan?

গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেখানে গিয়ে প্রথমে জেনে নিতে হবে যে ওই প্রতিষ্ঠানটি “Vidya Lakshmi”  প্রকল্পে রেজিস্টার কি না, অথবা সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে কোন শিক্ষামূলক লোন পাওয়া যায় কি না । কলেজে ভর্তি নিশ্চিত হবার পর কলেজ কর্তৃপক্ষের থেকে একটি প্রভিশনাল সার্টিফিকেট নিতে হবে যেখানে কোর্সের ব্যয় সম্পর্কিত সমস্ত তথ্য উল্লেখ থাকবে । তারপর, পোর্টালে লোনের জন্য আবেদন করতে হবে । আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীদেরকে ব্যাংক কর্তৃপক্ষ ডেকে পাঠাবে । এইভাবে ব্যাংক কর্তৃপক্ষের থেকে ছাত্র-ছাত্রীদেরকে লোনের অনুমোদন দেওয়া হবে । ছাত্র-ছাত্রীরা একসঙ্গে মোট 3 টি ব্যাঙ্কে Vidya Lakshmi লোনের জন্য আবেদন করতে পারবে ।

Medhavi Scholarship 2021 কেমন করে আবেদন করবেন ? জানুন সমস্ত প্রয়োজনীয় তথ্য

Vidya Lakshmi Portal এ Education Loan লোন পরিশোধের সময়সীমা এবং Process :-

ব্যাংক থেকে লোন অনুমোদন হওয়ার পরে যতদিন না পর্যন্ত কোর্স শেষ হচ্ছে ততদিন ছাত্র-ছাত্রীদেরকে কোনো প্রকার লোন পরিশোধ করতে হবে না; শিক্ষা সংক্রান্ত সমস্ত খরচ ব্যাংক বহন করবে । কোর্স শেষ হওয়ার পরে ছাত্র-ছাত্রীদেরকে কোন চাকরি অথবা কোন প্রকার কাজ অর্জন করতে হবে এবং তারপরে ধীরে ধীরে ব্যাংকের কাছে লোনের টাকাটি পরিশোধ করতে হবে । লোন পরিশোধ করার জন্য ব্যাংক ছাত্র-ছাত্রীদেরকে তিন বছর অর্থাৎ 36 মাস সময় দেবে । তবে কোনো কোনো ক্ষেত্রে লোন পরিশোধের সময়সীমা বর্ধিত করা হয়ে থাকে ।

Vidya Lakshmi Portal এ  Education Loan এর Application Process :-

  • রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ-

👉  আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল পোর্টাল- “https://www.vidyalakshmi.co.in/Students/” এ যেতে হবে ।

👉  তারপর, হোম পেজে উপরের দিকে থাকা “REGISTER” অপশনটিতে ক্লিক করতে হবে ।

👉  তারপর, সেখানে প্রথমে প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে ‘Terms & Condition’ একসেপ্ট করে নিয়ে “SUBMIT” বাটনে ক্লিক করতে হবে ।

👉 এইভাবে ছাত্র-ছাত্রীদের নামে Vidya Lakshmi পোর্টালে একটি একাউন্ট তৈরি হয়ে যাবে ।

👉  এরপরে ছাত্র-ছাত্রীদের ইমেইলে একটি মেইল আসবে যেখানে একটি অ্যাক্টিভেশন লিংক থাকবে যার মাধ্যমে একাউন্টটি অ্যাকটিভ করতে হবে । এরপর থাকবে আবেদনের জন্য ফর্ম ফিলাপ প্রক্রিয়া ।

এবার Swami Vivekananda Merit cum Means Scholarship পান মাত্র 60 % নম্বরেই , জানুন বিস্তারিত

  • আবেদন প্রক্রিয়াঃ-

👉 রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর Vidya Lakshmi Education Loan এর আবেদন করার জন্য “Loan Application Form” অপশনটিতে ক্লিক করতে হবে ।

👉 এরপরে “Basic Information” অপশনটিতে ক্লিক করতে হবে । সেখানে একে একে ছাত্র-ছাত্রীদের সমস্ত ডিটেলস তারপর ছাত্র-ছাত্রীদের অভিভাবক সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি দিয়ে সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে ।

👉  তারপর, “SAVE” করে “NEXT” অপশনে ক্লিক করতে হবে । তারপর থাকবে ব্যাঙ্ক সংযুক্তিকরণ ।

  • ব্যাংক সংযুক্তিকরণঃ-

👉  ব্যাংক সংযুক্তিকরণের জন্য “Present Banker Details” অপশনটিতে ক্লিক করতে হবে ।

👉  এরপর একে একে ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, IFSC কোড এবং ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ।

👉  তারপরে, “SAVE” অপশনে ক্লিক করতে হবে ।

  • কোর্স সংক্রান্ত তথ্য প্রদানঃ-

👉  তারপর পরবর্তী পর্যায়ে লোনের প্রকৃতি, লোন এর সময়সীমা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কোর্সের নাম, কোর্সের সময়সীমা ইত্যাদি তথ্যগুলি প্রদান করতে হবে ।

👉  সমস্ত তথ্য প্রদান করা হয়ে গেলে “SAVE” করে “NEXT” বাটনে ক্লিক করতে হবে ।

👉  তারপর, ছাত্র-ছাত্রীদের তাদের কোর্সের জন্য প্রয়োজনীয় ফি এবং অন্যান্য সমস্ত ফিগুলি উল্লেখ করতে হবে । কোর্স ফিগুলি প্রদান করা হয়ে গেলে ফর্মটিতে স্বয়ংক্রিয়ভাবেই কত টাকা লোন প্রয়োজন তা দেখতে পাবেন ।

👉  তারপর আবার “SAVE” অপশনে ক্লিক করতে হবে ।

Sikshashree Scholarship কি ,গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

  • Documents  Upload Process-

👉  তারপর পরবর্তী পর্যায়ে ফর্মে উল্লিখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে ।

👉  ডকুমেন্টগুলি যথাযথ আপলোড করে “SAVE” অপশনে ক্লিক করে আপনার দ্বারা প্রদান করা সমস্ত ডকুমেন্টগুলি আরো একবার ভেরিফাই করে নিতে হবে । সমস্ত তথ্যগুলি যাচাই করে “SUBMIT” বাটনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যাবে ।

👉  সবশেষে আবেদন ঠিকঠাক হয়েছে কি না তা পোর্টালের হোমপেজে থাকা “Application Status” অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে ।

Vidya Lakshmi Portal এর Helpline:-

ছাত্র-ছাত্রীদের Vidya Lakshmi প্রকল্পের যেকোনো রকম সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় হেল্পলাইনগুলি নিম্নরূপ-

Head Office:-

Mumbai

Times Tower, 1st Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai – 400 013.

Fax – (022) 2491 5217

Central Sector Scholarship Scheme (2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Branch:

Kolkata

 5th Floor, The Millenium, Flat No. 5W, 235/2A, Acharya Jagdish Chandra Bose Road, Kolkata – 700 020.

FAQ:-

 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *