Hotel Management এর Course শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীর কাছে জনপ্রিয় নয় এটি সমগ্র বিশ্বে সমাদৃত হয়। গ্রাম বাংলার ছাত্র ছাত্রীরা বিশেষত তখন সমস্যায় পড়ে যখন তারা টাকার অভাবে তারা তাদের পছন্দের Course সম্পন্ন করতে পারেন না। ছাত্র-ছাত্রীর এই সমস্যার সমাধান হতে পারে সরকারি Hotel Management Course এ Admission । যদি আপনি নিজের ক্যারিয়ার Hotel Management এর মাধ্যমে সুরক্ষিত করতে পারবেন। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
NCHMCT JEE কী ?
NCHMCT JEE (National Council for Hotel Management & Catering Technology Joint Entrance Exam ) একটি জাতীয় Hospitality Entrance Exam যা BSc (Hospitality & Hotel Management ) এর অন্তর্গত। এই Entrance Exam টি NTA (National Testing Agency) প্রতিবছর গ্রহণ করে থাকে। এই Exam টি পাশ করলে আপনি 3 বছর এর BSc (NHA) Course (Institute of Hotel Management) এর Admission পেতে পারেন। মনে রাখবেন এই Exam টি সর্বভারতীয় Hotel Management Admission এর ক্ষেত্রে এই Exam টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাওয়া তথ্য অনুযায়ী 12000 এর ও বেশি ছাত্র-ছাত্রী NCHMCT JEE 2022 এর মাধ্যমে সরকারিভাবে সরকারিভাবে Hotel Management Course এ পড়ার সুযোগ পাবে।
NCHMCT JEE 2022 Important Dates :-
NCHMCT JEE 2022 Online Notification Publishing | 04/02/2022 |
NCHMCT JEE 2022 Online Registration Starting | 04/02/2022 |
NCHMCT JEE 2022 Online Registration Closing | 03/04/2022 |
Application Editing Window Opening for NCHMCT JEE 2022 | 04-06/04/2022 |
NCHMCT JEE 2022 Admit Card Releasing | May, 2022 |
NCHMCT JEE 2022 Exam | 28/05/2022 |
NCHMCT JEE 2022 Answer Key Publishing | May, 2022 |
Last Date to Challenge Answer Key | May, 2022 |
Declaration of NCHMCT JEE 2022 Result | June, 2022 |
NCHMCT JEE 2022 Counselling | July/August, 2022 |
WBCS 2022 Notification PDF, Exam Date, Form Fill Up, Syllabus, Age Limit & More in Bengali !
NCHMCT JEE 2022 এর Eligibility:-
- Nationality:- আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
- Academic Qualifications:- অন্ততপক্ষে Recognised শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary (10+2 Level )পাস করতে হবে।
- Subject:- Elective/Functional/Core Subject হিসাবে English পাস করতে হবে।
- Medical Fitness:- আবেদনকারীকে অবশ্যই Medically fit hote3 হবে এবং সঙ্গে Medical Certificate এর ও প্রয়োজন পড়বে।
NCHMCT JEE 2022 এ আবেদনের জন্য Age Limit:-
01/01/2022 এর হিসাব অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে 25 এর মধ্যে তাছাড়া ST/SC/PWD আবেদনকারীর বয়স হতে পারে 28 বছর পর্যন্ত।
NCHMCT JEE 2022 এর Application Fees:-
প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। মনে রাখবেন এই Application Fees কিন্তু Non Refundable।
Category | Application Fees in INR |
General | 1000 |
EWS | 700 |
ST/SC/PWD/Transgender | 450 |
NCHMCT JEE 2022 Application Process:-
- NCHMCT JEE 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন NCHMCT JEE এর অফিসিয়াল ওয়েবসাইট https://nchmjee.nta.nic.in/
- Homepage এ আপনি পেয়ে যাবেন Registration for NCHM JEE 2022 এর অপশন।
- সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
- প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
- Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
- Exam Center Select করুন।
- এখন আপনাকে Upload করতে হবে Photograph ও Signature।
- Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
- এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।
NCHMCT JEE 2022 এর আবেদনের জন্য Important Documents:-
- Government ID Proof (Aadhar Card/Pan Card/Passport/Ration Card Bank Account ইত্যাদি)
- Date of Birth (Madhyamik Admit Card)
- Educational Qualification সম্বন্ধিত Details
- Bank Account Details
- Passport Size Colour Photo
- Signature
- PwD Certificate (যদি থাকে)
NCHMCT JEE 2022 Exam Pattern:-
- Mode of Exam:- Exam সম্পূর্ণ Online এ (CBT) এর মাধ্যমে নেওয়া হবে।
- Number of Questions:- Online Exam এ মোট 200 টি প্রশ্ন থাকবে।
- Type of Questions:- MCQ Type এর Question মূলত থাকে CBT Exam এ।
- Total Marks :- Exam এর সর্বোচ্চ মান 800।
- Exam Duration:-Exam চলবে 3 ঘন্টা পর্যন্ত।
- Language:- পরীক্ষার্থীরা Exam Hindi ও English উভয় ভাষাতেই দিতে পারবে।
- Negative Marking:-প্রতি ভুল উত্তরের পরীক্ষার্থীর 1 Number কাটা হবে।
- Marking Scheme:– প্রতি সঠিক উত্তরে পরীক্ষার্থীর 4 Number পাবে।
NCHMCT JEE 2022 Syllabus:-
- English:- Conclusion, Articles, Idioms and Phrases, Theme Detection and Subject Verb Agreement, Fill in the Blanks, Vocabulary, Tenses, Error Correction, Unseen Passage, Word Formation, Sentence Correction, Synonyms ইত্যাদি ।
- General Knowledge and Current Affairs: General politics, Indian Constitution, Countries and Capitals, Sports, Economic Scene, Current Events, National Current Affairs, Scientific Research ইত্যাদি ।
- Reasoning and Logical Deduction: Alphabet Test, Verbal Series, Classification, Routes and Networks, Data Sufficiency Test, Analytical Reasoning, Linear Agreement,Symbols and Nations, Blood Relationships ইত্যাদি ।
- Numerical Ability and Analytical Aptitude: Races and Games, Mixture and Alligation, Problems on Ages, Elementary Mathematics,Square Roots, HCF ,LCM, Logarithms, Arithmetic, Cube Roots, Clocks ও Calendars, Profit and Loss Partnerships, Pipes এবং Cisterns ইত্যাদি ।
Syllabus অনুসারে নম্বর বিন্যাস নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Subjects | প্রশ্ন সংখ্যা |
English | 60 |
General Knowledge & Current Affairs | 30 |
Reasoning and Logical Deduction | 30 |
Numerical Ability and Analytical Aptitude | 30 |
Aptitude for Service Sector | 50 |
Total | 200 |
NCHMCT JEE 2022 Admit Card :-
পরীক্ষার্থীরা NCHMCT JEE 2022 এর Admit Card https://nchmjee.nta.nic.in/ থেকেই Download করতে পারবে । শুধুমাত্র Online এ এই Admit Card Download সম্ভব। Admit Card এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে Exam Centres, Exam Date, Exam Time, Reporting Time ইত্যাদি। মনে রাখবেন Admit Card এছাড়া কোনো পরীক্ষার্থী Exam এ বসতে পারবে না। NCHMCT JEE 2022 এর Admit Card Officially প্রকাশ হলে এই এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।
NCHMCT JEE 2022 Answer Key:-
Exam গ্রহণের কিছুদিনের মধ্যেই Officially প্রকাশ করা হয় Answer Key । এই Answer Key এর মাধ্যমে পরীক্ষার্থীরা জেনে নিতে পারবে তাদের Performance। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Answer Key জেনে নিতে পারবে। পরীক্ষার্থীরা Answer Key প্রকাশ এর পর Answer Key Challenge করার সুবিধা পাবে নির্দিষ্ট সময়ের জন্য। এই সম্বন্ধে বিস্তারিত জানব Answer Key Publish হলে।
Eastern Coalfields Recruitment 2022 : Apply for 313 Fresh Vacancy , Learn more in Bengali !
NCHMCT JEE 2022 Result:-
NTA অফিশিয়াল ওয়েবসাইটে Scorecard প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ ScoreCard জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।
NCHMCT JEE 2022 Merit List:-
Merit List আলাদা করে Publish করা হয় না। Score Card এর মাধ্যমেই এটি Publish করা হয়। পরীক্ষার্থীর Ranking বা Merit Score নির্ভর করবে NTA Score এর ওপর। একাধিক পরীক্ষার্থীর NTA Score এক হলে Tie Breaker এর মাধ্যমে তাদের NTA Score নির্ধারিত হবে।
- যেসব পরীক্ষার্থীরা English এ যত বেশি Number পাবে তাদের NCHM JEE Rank ততো বেশী হবে।
- কোন ক্ষেত্রে পরীক্ষার্থীর Overall Score সহ English Number এক হলে Service Aptitude Component এ। যে বেশী Number পাবে তাকে পাস করানো হবে।
- উপরিউক্ত শর্ত মেনে নেওয়ার পরও যদি Tie হয়ে থাকে তাহলে যার বয়স বেশি তাকে বেছে নেওয়া হবে।
NCHMCT JEE 2022 Counselling:-
Counselling Process সম্পূর্ণরূপে Online এ চলবে এবং এই সম্বন্ধিত সম্পূর্ণ Details পরীক্ষা আছে না জানতে পারবে nchmcounselling.nic.in থেকে।Counselling এর এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে Registration, Choice Filling, Seat Allotment, Choice Locking , Documents Uploading এবং Payment । Counseling এর এরপর Central Institutes of Hotel Management, State Government Institutes of Hotel Management , Public Sector Undertaking ও Private Institutes of Hotel Management এর অন্তর্গত College এ Admission পেতে পারে।
Indian Navy Tradesman Recruitment 2022 : Notification out for 1531 Group C Posts More in Bengali !
NCHMCT JEE 2022 Documents Verification :-
Counselling এর অন্তিম অর্ধেই পরীক্ষার্থীদের Documents Verification সম্পন্ন হবে। পরীক্ষার্থীর প্রয়োজনীয় Documents নিম্নে উল্লেখ করা হলো।
- Madhyamik Mark Sheet ও Certificate
- Higher Secondary Mark Sheet ও Certificate
- NCHMCT JEE 2022 Admit Card
- NCHMCT JEE 2022 Score Card
- Medical Certificate
- Caste Certificate
- Transfer Certificate
NCHMCT JEE 2022 Important Links:-
NCHMCT JEE 2022 Official Notice Download | Click Here |
NCHMCT JEE 2022 Official Bulletin Download | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
1. NCHMCT JEE 2022 Exam Date কি?
2. NCHMCT JEE 2022 Official Website কোনটি?
3. NCHMCT JEE 2022 Syllabus কি?
4. NCHMCT JEE কি Tough ?
5. NCHMCT JEE Good Score কি ?
6. NCHMCT Cut of Marks কি ?
7. Negative Marking কি আছে NCHMCT JEE 2022 তে ?
8. NCHMCT JEE 2022 Application Form Last Date কি?
9. NCHMCT JEE 2022 Registration কোন Website থেকে সম্ভব?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।