Dhirubhai Ambani Scholarship (2022-23) Overview, Eligibility and Application Process, Last Date !

বর্তমান সময়ে ভারতবর্ষে বৃহত্তর ও একটি ব্যবসায়ী কোম্পানি হলো Reliance Industries। Reliance Foundation টি এই Reliance Industries এর একটি অংশ। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন Dhirubhai Ambani। তাঁর নামানুসারেই এই Scholarship এর নাম দেওয়া হয়েছে Dhirubhai Ambani Scholarship। এই প্রকল্পটি চালু করা হয় 1996 সালে। সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 11 হাজারেরও বেশি শিক্ষার্থীদের Scholarship প্রদান করেছে এই সংস্থা। এই আর্টিকেল পড়লে আপনারা বুঝতে পেরে যাবেন Dhirubhai Ambani Scholarship এর সম্বন্ধে বিস্তারিত।

Dhirubhai Ambani Scholarship কী?

ভারতবর্ষে মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জনে সহায়তা করতে যে সমস্ত Scholarship প্রদান করা হয় তাদের মধ্যে অন্যতম একটি  Scholarship  হলো Dhirubhai Ambani Scholarship। এই  Scholarship বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত একটি  Scholarship  যা প্রদান করে থাকে Reliance Foundation। ভারতবর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা CBSE Board  অথবা রাজ্য স্তরের Board  এর Higher Secondary পরীক্ষায় নির্দিষ্ট রাজ্যের মধ্যে প্রথম সারিতে রেঙ্ক করতে পারবে তাদের Undergraduate  স্তরের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য Scholarship প্রদান করা হয় এই Foundation এর মাধ্যমে। শুধুমাত্র Undergraduate স্তরের শিক্ষার্থীদেরই এই Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

Dhirubhai Ambani Scholarship প্রদানের উদ্দেশ্য কী?

এই Scholarship  প্রদানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা গ্রহণে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা এবং দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সাহায্য প্রদান করা। দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীরা এই Scholarship এর মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণ করে উচ্চশিক্ষা বা বিভিন্ন কারিগরি শিক্ষা অর্জন করবে এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ।

Dhirubhai Ambani Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন?

সমগ্র ভারতবর্ষের মধ্যে থেকে যে সমস্ত শিক্ষার্থীরা CBSE Board  অথবা রাজ্য স্তরের Board এর Higher Secondary পরীক্ষায় প্রথম সারিতে Rank করতে পারবে এবং Reliance Foundation এর তরফ থেকে যোগ্যতা সংক্রান্ত একটি করে চিঠি গ্রহণ করবে তারা সকলে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

Dhirubhai Ambani Scholarship এর Important Dates :-

Dhirubhai Ambani Scholarship Online Application Starting Date *
Dhirubhai Ambani Scholarship Online Application Closing Date 07/03/2022

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

Dhirubhai Ambani Scholarship এর Selection Process:-

এই Scholarship  এর জন্য যোগ্যতম প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ Reliance Foundation কর্তৃপক্ষ নির্ভর। Online আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পরে Scholarship কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় ইত্যাদি বিষয় গুলি যাচাই করবে। যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship  এর জন্য নির্বাচিত হবে তাদের Register  করা Email ID এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Dhirubhai Ambani Scholarship এর Distribution Process:-

যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship  এর  জন্য নির্বাচিত হবে তাদের সরাসরি Bank Account এর  মাধ্যমে Scholarship  এর টাকা গুলি প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা এই Scholarship প্রত্যেক বছরের হিসাবে পেতে থাকবে। প্রত্যেক বছর মোট নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে 50% সিট মেয়ে শিক্ষার্থীদের দেওয়া হয় এবং 20% সিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেওয়া হয়।

Dhirubhai Ambani Scholarship এর Scholarship Amount  :-

এই বৃত্তিতে যে পরিমাণ টাকা দেয়া হবে তা ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পড়াশোনার কাজে লাগাতে পারবে, যেমন – টিউশন ফি, হোস্টেল ফি, ইন্টারনেট ব্যবহার, বই, স্টেশনারি আইটেম, অনলাইন লার্নিং সেট-আপ ইত্যাদি। Undergraduate স্তরের আলাদা আলাদা বিষয় এর ভিত্তিতে এই প্রকল্পের মাধ্যমে প্রদেয় অর্থের পরিমাণ আলাদা আলাদা রয়েছে –

  • Engineering  এ পাঠরত  ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship Amount  36,000 টাকা প্রতিবছর।
  • Medical এ পাঠরত  ছাত্র-ছাত্রীদের জন্য Scholarship Amount 40,000 টাকা প্রতিবছর।

বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Course  College Fees Maintenance Allowance  Book Allowance  Total Scholarship Amount 
Engineering INR 19,500 INR 11,500 INR 5,000 INR 36,000
Medicine INR  23,500 INR 11,500 INR 6,000 INR 41,000
Agriculture INR  3,500 INR 11,500 INR  4,000 INR  19,000
Pharmacy INR  6,500 INR  7,500 INR 5,000 INR  19,000

Commerce/

Science/Arts/

D. El.Ed/Law

INR  2,000 INR  7,500 INR  3,000 INR  12,500

Management/

Biotech/

Computer Science/Media

INR  8,,000 INR  7,500 INR  3,000 INR  18,500
Others INR  2,000 INR  7,500 INR  3,000 INR  12,500

OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?

Dhirubhai Ambani Scholarship এর Eligibility:-

  • এই Scholarship  এর  জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম একজন আবেদনকারীকে CBSE Board অথবা রাজ্য স্তরের Board এর Higher Secondary পরীক্ষায় প্রথম সারিতে Rank করতে হবে।
  • ভারতবর্ষের মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া এই তিনটি রাজ্যের অন্তর্গত শিক্ষার্থীদের Higher Secondary পরীক্ষায় প্রথম দশম তম (10th)  স্থানে Rank  করতে হবে এবং ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের অন্তর্গত শিক্ষার্থীদের  Higher Secondary পরীক্ষায় প্রথম পঞ্চদশ  তম  (15th)স্থানে Rank  করতে হবে।
  • Higher Secondary  পরীক্ষায় উত্তীর্ণ হয়ে General Degree Course অথবা Diploma Course এ কোন একটি সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
  •  আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের 4 লক্ষ 50 হাজার টাকার কম হতে হবে। তবে যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ 50 হাজার টাকার কম তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • আবেদনকারীর বয়স 20 বছরের কম হতে হবে (বর্তমান বছরের 30 এপ্রিলের হিসেবে)।
  • যে সমস্ত শিক্ষার্থীরা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্যও এই Scholarship উন্মুক্ত রয়েছে।
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন প্রকার পারিবারিক আয় এর মানদণ্ড উল্লেখিত নেই।
  • যে সমস্ত শিক্ষার্থীরা Reliance Foundation এর তরফ থেকে যোগ্যতা সংক্রান্ত একটি করে চিঠি গ্রহণ করবে তারা শুধুমাত্র এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে।

PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা

Dhirubhai Ambani Scholarship এর Application Process:-

এই Scholarship  প্রদানের পদ্ধতি অন্যান্য কিছু Scholarship  এর চাইতে অনেকটা আলাদা। প্রথমত মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া এই তিনটি রাজ্যের অন্তর্গত যে সমস্ত শিক্ষার্থীরা Higher Secondary  পরীক্ষায় প্রথম দশম তম (10th) স্থানে Rank করবে তাদের প্রত্যেককে Reliance Foundation এর তরফ থেকে একটি করে চিঠি প্রেরণ করা হবে। এবং এই তিনটি রাজ্য ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের অন্তর্গত যে সমস্ত শিক্ষার্থীরা Higher Secondary পরীক্ষায় প্রথম পঞ্চদশ  তম  (15th)  স্থানে Rank  করবে Reliance Foundation প্রয়োজনীয় যোগ্যতা সংক্রান্ত একটি চিঠি প্রদান করবে। যে সমস্ত শিক্ষার্থীরা এই চিঠি গুলি গ্রহণ করবে তারা নিম্নলিখিত পদ্ধতিতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে –

  • প্রথমে নিম্নলিখিত লিংকটিতে ক্লিক করুন – “https://das.reliancefoundation.org/ ” – এটি Reliance Foundation এর অফিশিয়াল ওয়েবসাইট।
  • আবেদন করার জন্য ‘Login’ বাটনে ক্লিক করুন।
  • যোগ্যতা সংক্রান্ত চিঠিতে উল্লেখিত Log In ID  এবং Password  দিয়ে Log In করুন।
  • Log In সম্পন্ন হলে Online  আবেদনের একটি Form  আসবে, সমস্ত প্রয়োজনীয় তথ্য সহকারি এই Form টি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় কিছু Documents পোর্টালে আপলোড করতে হবে।
  • এরপরে “Submit” বাটনে ক্লিক করুন।

National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) 2021-22 Application Process ও অন্যান্য তথ্য

Dhirubhai Ambani Scholarship এর Important Documents:-

Online এ আবেদন করার সময় যে সমস্ত Documents প্রয়োজন সেগুলি হল –

  • Higher Secondary Mark Sheet
  • Family Annual Income Certificate
  • Disability Certificate (যদি থাকে)।

Dhirubhai Ambani Scholarship এর Renewal :-

Scholarship  Renew  করার জন্য শিক্ষার্থীদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষায় ধারাবাহিকভাবে উত্তীর্ণ হতে হবে। Scholarship পোর্টালে Login ID এবং Password দিয়ে Log In  করে বিগত বছরের পরীক্ষার Mark Sheet  এবং বর্তমান বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রশিদ গুলি সাবমিট করলে Scholarship বর্তমান বর্ষে Renew হয়ে যাবে।কোনো কারণবশত শিক্ষার্থীরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে অথবা পড়াশোনা বন্ধ করে দেয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাঁটাই করা হয় , তবে তাদের জন্য Scholarship টি বন্ধ হয়ে যাবে।

Dhirubhai Ambani Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

Scholarship অ্যাপ্রুভ হওয়ার পরে যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের নির্দিষ্ট  Course টি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেক বছর Scholarship এর টাকা টি তাদের Bank Account এ  জমা হয়ে যাবে।

Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন

Dhirubhai Ambani Scholarship এর Bank Account সম্বন্ধিত Details:-

ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে একটি Active Bank Account  থাকতে হবে এবংঅবশ্যই  Bank Account এর  সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকতে হবে।

Dhirubhai Ambani Scholarship এর Contact Details:-

এই Scholarship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Reliance Foundation

Reliance Corporate Park, First Floor, Project Office, Near Gate B, Ghansoli, Navi Mumbai: 400 701.

Landline No.: +9122-79675197, +9122-79675150, +9122-44775175

Email: da.scholarship@reliancefoundation.org

SOF Girl Child Scholarship Scheme (GCSS) 2022-23 Apply Online, Eligibility, Last Date

FAQ:- 

1. Ambani কি কোনো Scholarship প্রদান করে ?
ANS:- হ্যাঁ ,Ambani  Foundation বেশকিছু Scholarship প্রদান করে থাকে যার মধ্যে অন্যতম Dhirubhai Ambani Scholarship ।
2. Dhirubhai Ambani Scholarship আবেদনের জন্য Official Website কোনটি?
3. Dhirubhai Ambani Scholarship আবেদনের Last Date কি?
ANS:- 07/03/2022
4. আবেদনকারীরা কেমন করে জানবেন তার Application Approved হয়ে গেছে Scholarship কর্তৃপক্ষ দ্বারা?
ANS:-  Application Approved হয়ে গেলে কর্তৃপক্ষ দ্বারা আবেদনকারীদের একটি Mail  পাঠানো হয় এর মাধ্যমে আপনি খুব সহজেই জেনে যেতে পারবেন আপনার Application Approved হয়েছে কিনা।
5. ST/SC/OBC অন্তর্ভুক্ত আবেদনকারীদের জন্য কি কোন Reservation রয়েছে Dhirubhai Ambani Scholarship এর জন্য?
ANS:-  না , যোগ্যতার ভিত্তিতে যাচাই করেই এই Scholarship প্রদান করা হয়ে থাকে ।
6. সব বোর্ডের ছাত্রছাত্রীরা কি আবেদন করতে পারবেন Dhirubhai Ambani Scholarship এর জন্য?
ANS:- ICSE Board বাদে সমস্ত Board  এর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন এই Scholarship এর জন্য।
7. Dhirubhai Ambani Scholarship এর মাধ্যমে কত টাকা প্রদান করা হয়?
ANS:- Engineering ও Medical Course এর ক্ষেত্রে যথাক্রমে 36,000 ও 40,000 টাকা প্রদান করা হয়।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823