Fellowship খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু কিছু কিছু ছাত্রছাত্রীর জীবনে। এই Fellowship ছাত্র-ছাত্রীদের প্রদান করে থাকে আর্থিক সহায়তা , সঠিক পরিবেশ এবং আরও অনেক কিছু।পূর্বে আমরা বেশ কিছু Fellowship এর সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি Abdul Kalam Technology Innovation National Fellowship এর সম্বন্ধে বিস্তারিত যা মূলত Engineering Student দের প্রদান করা হয়ে থাকে। Indian National Academy of Engineering এর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন এই Fellowship এর জন্য। Science and Engineering Research Board প্রদান করে থাকে এই Fellowship।
Abdul Kalam Technology Innovation National Fellowship কী ?
ভারতবর্ষের মেধাবী এবং অসামান্য অভিজ্ঞতাসম্পন্ন তরুণ Engineering দের Fellowship তথা বৃত্তি প্রদানের একটি অন্যতম প্রকল্প হল Abdul Kalam Technology Innovation National Fellowship। ভারতবর্ষের যে সমস্ত তরুণ Engineer রা Graduation Degree পাশ করার পরে কোন একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে Engineering বিভাগে কর্মরত রয়েছে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে উৎকর্ষতা অর্জনের জন্য এই Fellowship প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রত্যেক মাসে 25000 টাকা Fellowship প্রদান করা হয় এবং গবেষণামূলক অনুদান হিসেবে প্রত্যেক বছর 15 Lakh টাকা প্রদান করা হয়। প্রত্যেক বছর সর্বাধিক 10 জন প্রার্থী এই প্রকল্পে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Abdul Kalam Technology Innovation National Fellowship প্রদানের উদ্দেশ্য কী ?
এই Fellowship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো Engineering বিভাগে কর্মরত কর্মীদের মাসিক বৃত্তি প্রদান করা। এই Fellowship গ্রহণের মাধ্যমে প্রার্থীরা তাদের দক্ষতার বিকাশ ঘটাতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পাশাপাশি দেশের এবং সমাজের উন্নতিতে কাজ করতে পারবে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?
সমগ্র ভারতবর্ষের মধ্য থেকে যে সমস্ত প্রার্থীরা Graduation Degree পাশ করার পরে কোন একটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে Engineering বিভাগে কর্মরত রয়েছে তারা এই Fellowship এর জন্য আবেদন করতে পারবে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Important Dates:-
Abdul Kalam Technology Innovation National Fellowship Online Application Starting | * |
Abdul Kalam Technology Innovation National Fellowship Online Application Closing | 30/06/2022 |
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date ?
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Selection Process:-
এই Abdul Kalam Technology Innovation National Fellowship প্রকল্পের জন্য উপযুক্ত প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়া Search-Cum-Selection Expert Committee দ্বারা পরিচালনা করা হবে। এই নির্বাচনী কমিটি Fellowship এর সম্পূর্ণ নির্দেশিকা অনুসারে বিশেষ করে এই Fellowship প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Distribution Process:-
এই Fellowship প্রকল্পের জন্য নির্বাচিত হলে সরাসরি Bank Account এর মাধ্যমে প্রার্থীদের মাসিক বৃত্তি এবং অন্যান্য সুযোগ সুবিধা গুলি প্রদান করা হবে। প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে মোট 10 জন প্রার্থীকে এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়।
Abdul Kalam Technology Innovation National Fellowship Amount:-
এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের একাধিক Fellowship প্রদান করা হয়। যেমন –
- প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়মিত আয়ের পাশাপাশি প্রত্যেক মাসে অতিরিক্ত 25000 টাকা করে Fellowship প্রদান করা হয়।
- প্রত্যেক বছর গবেষণা অনুদান হিসেবে 15 Lakh টাকা প্রদান করা হয়।
- এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে প্রত্যেক বছর অতিরিক্ত 1 Lakh টাকা প্রদান করা হয়।
Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Eligibility:-
- প্রথমত একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে কোন একটি বেসরকারি বা সরকারি সংস্থা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে Engineering বিভাগে কর্মরত হতে হবে।
- প্রার্থীকে কমপক্ষে Graduation Degree পাস করতে হবে।
- উপযুক্ত এবং পর্যাপ্ত পেশাদারী যোগ্যতা থাকতে হবে।
- অ্যাওয়ার্ড প্রদানের তারিখ অনুযায়ী অভিভাবক সংস্থায় ন্যূনতম 5 বছরের পরিষেবা বাকি থাকতে হবে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Application Process:-
- এই Fellowship প্রকল্পের আবেদন করার জন্য প্রথমে নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করে নির্দিষ্ট ফরমেটে Application Form টি Download করে নিন।
- Application Form এর একটি কপি প্রিন্ট করে নিতে হবে।
- প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Application Form টি পূরণ করতে হবে।
- এই Application Form এবং Application Form এ উল্লেখিত ডকুমেন্টগুলি সহকারে একটি PDF ফাইল তৈরি করতে হবে।
- এরপরে এই PDF ফাইলটি নিম্নলিখিত Email ID তে মনোনয়নপত্র হিসেবে প্রেরণ করতে হবে।
OASIS Scholarship for ST, SC & OBC (2021-22) এর জন্য কেমন করে আবেদন করবেন ?
Abdul Kalam Technology Innovation National Fellowship Nomination Form Download Link:-
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Renewal:-
এই Fellowship প্রকল্পটি Renew করার কোন প্রয়োজন নেই। এই Fellowship এর জন্য নির্বাচিত হলে প্রার্থীরা পরবর্তী 3 বছর পর্যন্ত (পারফরমেন্সের উপর ভিত্তি করে সম্ভাব্য আরো 2 বছর) Fellowship মাসিক বৃত্তি এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি পেতে থাকবে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?
সাধারণভাবে এই Fellowship প্রদানের সময়কাল রয়েছে 3 বছর। তবে শিক্ষার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই Fellowship আরো 2 বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Bank Account Details ?
এই Fellowship এর মাধ্যমে প্রদেয় টাকা গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account থাকতে হবে। Bank Account এর সঙ্গে অবশ্যই Aadhar Number সংযুক্ত থাকতে হবে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Terms and Conditions:-
- এই Fellowship এর জন্য মনোনয়ন পত্র পাঠাতে পারবে –
- শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থার প্রধান
- National science/engineering একাডেমিগুলির সভাপতি মহাশয় অথবা নির্বাচিত Fellow
- SS Bhatnagar পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা
- JC Bose পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা
- Engineering, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং প্রযুক্তির সমস্ত ক্ষেত্র এই Fellowship এর আওতায় রয়েছে।
- এই Fellowship এর মেয়াদ সর্বাধিক 5 বছর।
- সাধারণভাবে এই Fellowship প্রদানের সময় কাল রয়েছে 3 বছর। তবে শিক্ষার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে এই Fellowship আরো দু বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
- ভারত সরকারের IT Rules অনুযায়ী নির্বাচিত Fellow দের ট্যাক্স প্রদান করতে হবে।
- প্রার্থীরা একাধিক Fellowship গ্রহণ করতে পারবে না, নির্বাচনী প্রক্রিয়াতে প্রার্থীদের যেকোনো একটি Fellowship বেছে নিতে হবে।
Abdul Kalam Technology Innovation National Fellowship এর Contact Details:-
এই Fellowship প্রকল্প সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
Brig RajanMinocha
Convener cum Member Secretary (Abdul Kalam Technology Innovation National Fellowship)
Indian National Academy of Engineering (INAE
6th Floor, Unit No. 604-609, SPAZE I-Tech Park,
Tower A, Sector 49, Sohna Road,
Gurgaon – 122018
Phone: 0124-4239480
Fax: 0124-4239481
Email: inaehq@inae.in
Website: www.inae.in
Winnie Sun Scholarship 2022-23 : Apply Online, Eligibility, Scholarship Amount, Last Date !
FAQ:-
1. Abdul Kalam Technology Innovation National Fellowship কি ভারত সরকার প্রদত্ত?
2. Abdul Kalam Technology Innovation National Fellowship Last Date কি?
3. APJ Full Form কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।