DRDO NSTL Visakhapatnam Junior Research Fellowship (2022-23) Now Get 31000 Rupees Per Month

ভারতবর্ষের গর্ব DRDO ও ISRO ভারতীয় ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞানচেতনা জানানোর উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মধ্যে এমন অনেক রয়েছে যারা বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করতে চায় , ইচ্ছা থাকে দেশ সেবার। তাদের সকলের জন্য আজকের Fellowship টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর সম্বন্ধে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship কী ?

ভারতবর্ষের যেসমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন Professional Degree  বিষয়ে অর্থাৎ BE/BTech কিংবা ME/M Tech (Mechanical Engg.) Degree সম্পন্ন করে কোন প্রকার Fellowship পাবার চেষ্টা করছেন তাদের জন্য ভারতবর্ষের Defence Research and Development Organisation (DRDO) অনেক বড় একটি সুযোগ নিয়ে এসেছে। Professional Degree বিষয়ে Undergraduate কিংবা Postgraduate Degree অর্জন করা ছাত্র-ছাত্রীদের জন্য Junior Research Fellowship প্রদানের ব্যবস্থা করেছে DRDO-NSTL Visakhapatnam। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের Fellowship  প্রদানের পাশাপাশি প্রত্যেক মাসে 31000 টাকা পর্যন্ত Stipend  প্রদান করা হয়। এই কারণে ভারতবর্ষের সকল Professional Degree এর  ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্পটি অনেক বড় অপরচুনিটি হয়ে দাঁড়িয়েছে।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship প্রদানের উদ্দেশ্য কী?

এই Fellowship প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন প্রকার Professional Course এর অন্তর্গত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাসিক বৃত্তি প্রদান করা। এই Fellowship গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতার বিকাশ ঘটাতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পাশাপাশি দেশের এবং সমাজের উন্নতিতে কাজ করতে পারবে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

বিভিন্ন প্রকার কারিগরি শিক্ষা (Mechanical Engg.) বিষয়ে শুধুমাত্র Undergraduate  অথবা Undergraduate  এবং Postgraduate Degree Course  সম্পন্ন করা সমস্ত ছাত্র-ছাত্রীরা এই Fellowship প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Important Dates :-

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship Application Starting Date and Time 15/01/2021
DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship Application Closing Date and Time *

Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship  এর Selection Process:-

  • আবেদনকারীদের মধ্যে প্রথমে তাদের NET/GATE Score বিবেচনা করে প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে।
  • এরপরে নির্বাচিত প্রার্থীদের মধ্যে Interview নেওয়া হবে। এই Interview পরীক্ষার ভিত্তিতেই Fellowship প্রকল্পের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship  এর Distribution  Process:-

প্রত্যেক বছর সমগ্র ভারত বর্ষ থেকে সীমিত সংখ্যক কিছু শিক্ষার্থীকে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়। Interview  পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই শিক্ষার্থীরা এই Fellowship পাবার যোগ্যতা অর্জন করবে। একমাত্র মেধাবী ছাত্র ছাত্রীরাই নিজেদের মেধার পরিচয় দিয়ে এই প্রকল্পের যোগ্যতা অর্জন করতে পারবে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Fellowship Amount  :-

যে সমস্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে তারা প্রত্যেক মাসে 31000  টাকা করে Stipend পাবে। এছাড়াও শিক্ষার্থীদের বাসস্থানের খরচ গুলিও এই প্রকল্পের দ্বারা বহন করা হবে।

Aikyashree Scholarship (ঐক্যশ্রী প্রকল্প 2021) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Eligibility:-

  • বিভিন্ন প্রকারের Professional Degree যেমন BE/BTech (Mechanical Engg.)  প্রভৃতি বিষয়ে বৈধ NET/GATE স্কোর সহকারে  Undergraduate Degree পাস করতে হবে।

অথবা

  • যেসমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকারের Professional Degree যেমন ME/M Tech (Mechanical Engg.)  প্রভৃতি বিষয়ে Postgraduate Degree পাস করবে তারাও এই Fellowship এর  জন্য আবেদন করতে পারবে। Postgraduate Degree  এর  ছাত্র-ছাত্রীদের জন্য NET/GATE এর প্রয়োজন নেই।
  • আবেদনকারীদের বয়স 28 বছরের কম হতে হবে।

Sikshashree Scholarship কি ,গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Application Process :-

  • এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া টি শুধুমাত্র Offline  মাধ্যমে হয়ে থাকে। যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই Junior Research Fellowship  এর জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে ক্লিক করতে হবে https://www.drdo.gov.in/ ওয়েবসাইট এ ।
  • এরপরে ‘what’s new’ অপশন থেকে এই Fellowship  এর জন্য প্রয়োজনীয় Application Form এর একটি PDF  ফাইল Download করতে হবে।
  • এই Application Form টি প্রিন্ট করে নিতে হবে এবং সঠিক তথ্য সহকারে সম্পন্ন Application Form টি পূরণ করতে হবে।আপনাদের সুবিধার্থে আমরা Application Form টি Download সেকশন এ প্রদান করেছি, Download করে নিতে পারবেন খুব সহজেই।
  • এরপরে প্রয়োজনীয় কিছু Documents  সহকারে আবেদনপত্রটি নিম্নলিখিত ঠিকানায় পোস্ট করতে হবে –

The Director, NSTL, Vigyan Nagar,

Visakhapatnam–530027

LIC Scholarship 2021 | Application Form, Amount, Eligibility Criteria, How To Apply?

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Important Documents:-

  • দুটি সাম্প্রতিক সময়ে তোলা Passport Size Photo
  • DOB প্রমানকারী Documents যেমন Birth Certificate বা Madhyamik Admit Card।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Renewal :-

এই Scholarship  তথা Fellowship  প্রোগ্রামের জন্য প্রকল্পটি Renew করার কোন প্রয়োজন নেই। প্রকল্পের জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীরা প্রত্যেক মাসে 31000 টাকা করে Stipend পাবে এবং প্রশিক্ষণ পর্ব শেষ না হওয়া পর্যন্ত এই Fellowship চলতে থাকবে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

এই Fellowship প্রকল্পটির মেয়াদ রয়েছে এক বছর। এই এক বছর সময়কালের মধ্যে প্রত্যেক মাসে শিক্ষার্থীরা 31000  টাকা করে Stipend পাবে এবং মোট 12 মাস ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকবে।

Begum Hazrat Mahal National Scholarship এর জন্য কেমন করে আবেদন করবেন ?

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship এর Terms and Conditions:-

  • এই Fellowship এর ক্ষেত্রে SC/ST/OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয় না।
  • Interview পরীক্ষার মাধ্যমে যেসমস্ত ছাত্রছাত্রীরা এই Fellowship এর  জন্য নির্বাচিত হবে তাদের নাম সহকারে একটি প্যানেল তৈরি করা হবে। বর্তমান বছরের ভেকেন্সি অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করার পরেও যদি যোগ্য প্রার্থীর সংখ্যা বেশি হয় তবে সেই সমস্ত প্রার্থীদের পরবর্তী বছরের ভ্যাকেন্সি জন্য অপেক্ষা করতে হবে।
  • Interview এর  ফলাফল ঘোষণার পর থেকে পরবর্তী এক বছর পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের প্যানেলটি স্থায়ী হবে।

DRDO-NSTL Visakhapatnam Junior Research Fellowship Contact Details:-

এই Fellowship সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Government Of India, Ministry Of Defence

Defence Research & Development Organisation

Naval Science & Technological Laboratory

Vigyan Nagar, Visakhapatnam-530027

Phone: 0891-2586013/2586403

E-Mail: [email protected]

JN Tata Endowment Loan Scholarship (2022-23) Deadline , Interview , Amount , Quora !

FAQ:-

1. DRDO NSTL Visakhapatnam Fellowship এর জন্য আবেদনর Last Date কি?

ANS:-নতুন সেশন এর জন্য Fellowship প্রদান এখনো শুরু হয়নি।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *