OASIS Scholarship 2022 Last Date, Status Check, Apply Online, Renewal & More in Bengali !

ভারত সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপের পাশাপাশি ভারতের প্রত্যেকটি রাজ্য সরকার রাজ্যের অন্তঃস্থ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ এর সূচনা করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য এই বিষয়ে অন্যতম উল্লেখযোগ্য একটি রাজ্য। পশ্চিমবঙ্গে সরকারি ভাবে বিভিন্ন প্রকার স্কলারশিপ প্রদান করা হয়; যেমন – National Merit Scholarship Scheme, D.P.I. Special Stipend Scheme, Hindi Scholarship Scheme, West Bengal Govt. Merit-cum-Means Scholarship Scheme, Swami Vivekananda Merit-cum-Means Scholarship, Kanyashree, Sikhashree, ইত্যাদি। পশ্চিমবঙ্গে SC, ST এবং OBC শ্রেণীর অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিদ্যালয় স্তর থেকে Post Graduation স্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রদত্ত অন্যতম একটি Scholarship হলো OASIS Scholarship। আমাদের আজকের এই নিবন্ধে OASIS Scholarship সম্পর্কে বিস্তারিত তথ্য গুলি আলোচনা করা হয়েছে।

OASIS Scholarship কী ?

ভারত সরকারের অন্তঃস্থ Backward Classes Welfare Department ভারতবর্ষের তপশিলি জাতি ভুক্ত শিক্ষার্থী এবং অনগ্রসর শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকার শিক্ষা মূলক প্রকল্প অনুমোদনের সর্বদা সচেষ্ট। এই ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যের ST, SC & OBC অন্তর্গত ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি প্রকল্প চালু করেছে যা West Bengal OASIS Scholarship নামে পরিচিত। OASIS Scholarship হল একটি স্বতন্ত্র ধরণের Scholarship যা পশ্চিমবঙ্গের তপশিলি জাতি (Scheduled Caste), তপশিলি উপজাতি (Scheduled Tribe) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী  (Other Backward Class) এর অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন স্তরে পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার জন্য রাজ্য সরকার দ্বারা প্রদান করা হয় ।এই Scholarship এর সুবিধা ছাত্র ছাত্রীরা  প্রত্যেক বছর লাভ করতে পারবে  ।এই Scholarship গুলির প্রাপ্ত অর্থ ভারতের কেন্দ্রীয় সরকার স্পনসর করে এবং রাজ্য সরকার দ্বারা বিতরণ করা হয় ।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

OASIS Scholarship প্রদানের উদ্দেশ্য কী ?

পশ্চিমবঙ্গে বসবাসকারী ST, SC এবং OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত  ছাত্রছাত্রীদের শিক্ষাগত উন্নতির জন্য এবং অন্যান্য একাধিক উদ্দেশ্য সাধনে এই প্রকল্পের রুপায়ন করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রকল্পের উদ্দেশ্য গুলি নিম্নরূপ –

  • ST/ SC /OBC সম্প্রদায়ের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য প্রদান করা যা তাদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করবে ।
  • ST/SC/OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মহিলাদের স্বাবলম্বী করে তোলা ।
  • শিক্ষার সাহায্যে ছাত্র-ছাত্রীদের সচ্ছল করে তোলা ।
  • ছাত্র-ছাত্রীদের বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা ।
  • পশ্চিমবঙ্গে তাদের সাক্ষরতার হার বাড়ানো ।

OASIS Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

নিম্নলিখিত শর্ত গুলি পূরণ করার পরেই শিক্ষার্থীরা এই OASIS Scholarship এর জন্য আবেদন করতে পারবে –

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শুধুমাত্র ST, SC & OBC শ্রেণীর অন্তর্ভুক্ত শিক্ষার্থী।
  • পশ্চিমবঙ্গে অবস্থিত কোন সরকার স্বীকৃত বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে Post Graduation স্তর পর্যন্ত শ্রেণীতে পঠন-পাঠন রত।
  • নিজস্ব জাতিগত শংসাপত্র আছে এমন।

OASIS Scholarship এর  Important Dates:-

Scholarship Name Important Dates
Pre- Matric scholarship for ST/SC Students 15/02/2022
Pre- Matric scholarship for OBC Students 15/02/2022
Post- Matric scholarship for ST/SC Students 15/02/2022
Post- Matric scholarship for OBC Students 15/02/2022

Reliance Foundation Scholarship (2022-23) Get 4 Lakh & 6 Lakh Per Annum, Last Date, Application Form , Contact Number !

OASIS Scholarship এর  Selection Process:-

OASIS Scholarship প্রকল্পের জন্য শিক্ষার্থীদের মূলত দুই রকম আবেদন পদ্ধতিতে Selection করা হয়ে থাকে । এই Scholarship পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা Fresh Application এবং Renewal Application– এই দুই ভাবে আবেদন করতে পারবে । যেসকল শিক্ষার্থীরা প্রথমবারের জন্য আবেদন করবে তাদেরকে Fresh Application পদ্ধতিতে এবং যারা এর আগে আবেদন করেছেন বা Scholarship এর টাকা পেয়েছেন তাদের Renewal Application পদ্ধতিতে আবেদন করতে হবে । সমস্ত Application গুলি সংশ্লিষ্ট স্কুলের নোডাল শিক্ষকদের দ্বারা যাচাই করা হয় তারপর যোগ্যতার মানদণ্ড অনুযায়ী নির্বাচন করে Scholarship এর প্রাপ্ত রাশি সরাসরি ছাত্রছাত্রীদের Bank Account এ প্রদান করা হয় ।

 OASIS Scholarship এর  Distribution Process:-

প্রথম শ্রেণী থেকে শুরু করে Post Graduation স্তর পর্যন্ত এই Scholarship প্রদান করা হয়। বিদ্যালয়ের পাঠরত শিক্ষার্থীদের জন্য  প্রত্যেক বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এই Scholarship Renew করার প্রয়োজন হয়। তবে উচ্চশিক্ষা বিষয়ক Degree তে এই Scholarship এর মেয়াদ দীর্ঘস্থায়ী।

 OASIS Scholarship Amount :-

Scholarship Name Scholarship Amount
Pre-Matric Oasis Scholarship for ST/SC Students Day Scholars:- 150 টাকা প্রতি মাসে + 750 টাকা প্রতি বছর।

 

Hosteller:- 750 টাকা প্রতি মাসে + 1000 টাকা প্রতি বছর।

Post-Matric Oasis Scholarship for ST/SC Students
  •  500 টাকা প্রতি মাসে এবং 1200 টাকা (Hosteller)
  •  Medical, Engineering, B.Sc in Agri, M.Phil, PhD, and LLM Courses এর ক্ষেত্রে 500 টাকা প্রতি মাসে এবং 1200 টাকা (Hosteller)
  • B.Sc in Nursing, B.Pharm, Hotel management, and Post Graduate Courses এর ক্ষেত্রে 530 টাকা প্রতি মাসে এবং 820 টাকা (Hosteller)
  • Graduate Level এর কোনো Course এর ক্ষেত্রে 300 টাকা প্রতি মাসে এবং 750 টাকা (Hosteller)
  • Class 11, 12, Polytechnic, and ITI Students এর ক্ষেত্রে 230 টাকা প্রতি মাসে এবং 750 টাকা (Hosteller)
Post-Matric Oasis Scholarship for OBC Students
  • 350 টাকা প্রতি মাসে এবং 750 টাকা (Hosteller)
  • Medical, Engineering, B.Sc in Agri, M.Phil, PhD, and LLM Courses এর ক্ষেত্রে 350 টাকা প্রতি মাসে এবং 750 টাকা  (Hosteller)
  •  B.Sc in Nursing, B.Pharm, Hotel management, and Post Graduate Courses এর ক্ষেত্রে 335 টাকা প্রতি মাসে এবং 510 টাকা  (Hosteller)
  • Graduate Level এর Regular Course এর ক্ষেত্রে 210 টাকা প্রতি মাসে এবং 400 টাকা  (Hosteller)
  • Class 11, 12, Polytechnic, and ITI Students এর ক্ষেত্রে 210 টাকা প্রতি মাসে এবং 400 টাকা  (Hosteller) এর ক্ষেত্রে 160 টাকা প্রতি মাসে এবং 260 টাকা  (Hosteller)

 

JN Tata Endowment Loan Scholarship (2022-23) Deadline , Interview , Amount , Quora !

Types of OASIS Scholarship:-

Category  অনুসারে এই Scholarship কে মূলত তিন ভাগে ভাগ করা যায়।

  1. OASIS Scholarship for ST Students
  2. OASIS Scholarship for SC Students
  3. OASIS Scholarship for OBC Students

OASIS Scholarship Eligibility :-

  1. OASIS Scholarship for ST Students Eligibility:-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারীর ST সপ্রদায়ের হওয়া বাঞ্ছনীয় ।
  • রাজ্য / কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত শিক্ষাবোর্ডর দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে ।
  • পূর্ববর্তী ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে 50% মার্কস থাকতে হবে ।
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় 2 Lakhs টাকা বা তার কম হতে হবে।
  • এই Scholarship এর জন্য আবেদনকারী ছাত্র ছাত্রীদের বাধ্যতামূলক হিসেবে ST জাতির শংসাপত্র থাকতে হবে ।
  • পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Pre-Matric Scholarship এর জন্য যোগ্য নয় ।
  1. OASIS Scholarship for SC Students Eligibility:-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারীর SC সপ্রদায়ের হওয়া বাঞ্ছনীয় ।
  • রাজ্য / কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত শিক্ষাবোর্ডর দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে ।
  • পূর্ববর্তী ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে 50% মার্কস থাকতে হবে ।
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় 2 Lakhs টাকা বা তার কম হতে হবে।
  • এই Scholarship এর জন্য আবেদনকারী ছাত্র ছাত্রীদের বাধ্যতামূলক হিসেবে SC জাতির শংসাপত্র থাকতে হবে ।
  • পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Pre-Matric Scholarship এর জন্য যোগ্য নয় ।

AICTSD Albert Einstein International Scholarship Test | Check Application, Eligibility, Exam Pattern !

  1. OASIS Scholarship for OBC Students Eligibility:-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারীর SC সপ্রদায়ের হওয়া বাঞ্ছনীয় ।
  • রাজ্য / কেন্দ্র সরকারের কোনো স্বীকৃত শিক্ষাবোর্ডর দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে ।
  • পূর্ববর্তী ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে 50% মার্কস থাকতে হবে ।
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় 2 Lakhs টাকা বা তার কম হতে হবে।
  • এই Scholarship এর জন্য আবেদনকারী ছাত্র ছাত্রীদের বাধ্যতামূলক হিসেবে SC জাতির শংসাপত্র থাকতে হবে ।
  • পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Pre-Matric Scholarship এর জন্য যোগ্য নয় ।

 OASIS Scholarship Application Process:-

Student Registration:-

  • Scholarship এর জন্য আবেদন করার প্রথম ধাপ হলো Online Registration। শিক্ষার্থীদের নাম Register করার জন্য প্রথমে নিম্নে প্রদত্ত লিংকটি ক্লিক করুন https://oasis.gov.in/
  • প্রথমে Homepage এ থাকা Students Corner অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে “Student’s Registration” অপশনটি বেছে নিতে হবে।
  • এবারে নতুন একটি পেজ ওপেন হবে, এই পেজের মধ্যে প্রথমে শিক্ষার্থীদের নিজেদের জেলা নির্বাচন করতে হবে।
  • পরের পেজে শিক্ষার্থীদের Caste Certificate সম্বন্ধিত কিছু বিবরণ প্রদান করতে হবে। এই তথ্যগুলি Verify হবার পরে অন্য আরেকটি পেজ ওপেন হবে।
  • নতুন পেজটিতে শিক্ষার্থীদের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, Caste, sub-caste, লিঙ্গ, শিক্ষার্থীরা কোন Course এ ভর্তি হয়েছে তার Details ইত্যাদি পূরণ করতে হবে।
  • এরপরে শিক্ষার্থীদের Family Income সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে।
  • এরপরে শিক্ষার্থীরা পূর্বে যে শ্রেণীতে পড়াশোনা করত তার সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।
  • এরপরে একটি Captca Code পূরণ করতে হবে এবং এই ভাবেই শিক্ষার্থীদের Registration সম্পন্ন করতে হবে।
  • Registration Process সম্পন্ন হবার পরে শিক্ষার্থীদের দ্বারা প্রদত্ত Mobile Number এবং Email ID তে একটি করে User ID এবং Password প্রদান করা হবে। এই User ID এবং Password শিক্ষার্থীরা পরবর্তীতে পোর্টালে Log In করার জন্য ব্যবহার করতে পারবে ।

PG Indira Gandhi Single Girl Child Scholarship (2021-22) এর মাধ্যমে এখন সহজেই পেয়ে যান 72000 টাকা

Apply Online:-

  • Scholarship এর আবেদন করার জন্য শিক্ষার্থীদের প্রথমে Scholarship পোর্টালে যেতে হবে https://oasis.gov.in/
  • Students Corner. বক্স থেকে “Registered Student’s Login” অপশনে ক্লিক করতে হবে।
  • প্রথমে শিক্ষার্থীদের নিজেদের জেলা ও নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে এবং Submit বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে একটি Log In Form আসবে, এই ফর্মে শিক্ষার্থীদের Registration এর সময় প্রাপ্ত User ID এবং Password প্রদান করে Login করতে হবে।
  • সঠিকভাবে Login করার পরে Scholarship এর আবেদন করার জন্য নতুন একটি Form আসবে।
  • এই Form এর ওপরের দিকে পূর্বে থেকে কিছু তথ্য পূরণ  করা থাকবে। শিক্ষার্থীরা চাইলে এই তথ্যগুলি পরিবর্তন করতে পারবে। এরপরে শিক্ষার্থীদের সম্পূর্ণ Form টি ভালোভাবে পূরণ করতে হবে।
  • প্রদত্ত তথ্যগুলি একবার ভালোভাবে যাচাই করে নিয়ে তারপরে Form টি Submit করতে হবে এবং অবশ্যই Form টি Lock করতে হবে।
  • শিক্ষার্থীরা নিজেদের সুবিধার্থে এই Form এর একটি কপি Download করে Print করে রাখতে পারে।

OASIS Scholarship Renewal:-

Scholarship Renew  করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন –

  • প্রথমে https://oasis.gov.in/ এই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • Students Corner. বক্স থেকে ““Renew Scholarship” অপশনে ক্লিক করতে হবে।
  • প্রথমে শিক্ষার্থীদের নিজেদের জেলা ও নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে এবং Submit বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে একটি Log In Form আসবে, এই Form এ শিক্ষার্থীদের Registration এর সময় প্রাপ্ত User ID এবং Password প্রদান করে Log In করতে হবে।
  • সঠিকভাবে Log In করার পরে Scholarship এর আবেদন করার জন্য নতুন একটি Form আসবে।
  • শিক্ষার্থীরা প্রথমে নিজের নাম এবং DOB যাচাই করে নেবে এবং পরে Application Form সংক্রান্ত তথ্য গুলি একবার ঠিকঠাকভাবে দেখে নেবে।
  • Prompt for Renewal of Application বাটনে ক্লিক করতে হবে এবং Renewal Application Form টি পূরণ করতে হবে।
  • এরপরে Form টি Submit করতে হবে।

Post Graduate Scholarship for University Rank Holders কি, কেমন করে আবেদন করবেন ?

 OASIS Scholarship এর Important Documents:-

For Fresh Application:-

  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর শেষ পাস করা Exam এর Marksheet
  • আবেদনকারীর Caste Certificate
  • আবেদনকারীর Bank Passbook এর 1st Page
  • Aadhar Card এর Copy
  • Birth Certificate বা Madhyamik Admit Card বয়সের প্রমাণপত্র হিসাবে।
  • আবেদনকারীর PAN Card/Voter Card/Ration Card/Bank Passbook
  • আবেদনকারীর পিতা মাতার Voter Card
  • পিতা-মাতা অথবা রক্তের সম্পর্ক আছে এমন কারো Caste Certificate
  • Panchayat/Municipality থেকে প্রাপ্ত স্বাক্ষর করা Income Certificate

For Renewal Application:-

  • আবেদনকারীর Passport Size Photo,
  • আবেদনকারীর Caste Certificate/Acknowledgement Slip,
  • আবেদনকারীর শেষ পাস করা Exam এর Marksheet

OASIS Scholarship Status Checking Process:-

আপনার OISIS Scholarship এর Status Check করার জন্য নিম্নে উল্লেখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে।

  • Browser এ OISIS Scholarship লিখে সার্চ করুন বা প্রদান করা লিংক https://oasis.gov.in/apps/server/?redirect=/apps/portal/students/track_status.bcw এ ক্লিক করুন।
  • Track an Application নামে একটি অপশন পাবেন সেই অপশনে ক্লিক করুন
  • পরবর্তী পেজে বিভিন্ন জেলার নাম চলে আসবে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটিতে ক্লিক করুন লিস্ট থেকে এবং OK বাটনে সঙ্গে ক্লিক করুন ।
  • এরপরে আপনাদের সামনে ওপেন হবে Track Application এর Status। এই উইন্ডোজে আপনাকে প্রদান করতে হবে Application ID বা User ID , জেলার নাম,Session ,Captcha Code ।Details গুলি যথাযথ ভাবে প্রদান করার পর Check Status এ ক্লিক করুন ।
  • পরের Tap এ আপনি আপনার Application এর Status সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পেয়ে যাবেন।

Glow & Lovely Careers Scholarship (2021-22) Last Date ,Eligibility , Important Dates ইত্যাদি জানুন

OASIS Scholarship এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

Form জমা দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের নিজস্ব Bank Account এ এই Scholarship এর  টাকা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু পরিবারের শিক্ষার্থীরা এই Scholarship পেয়ে থাকে।

OASIS Scholarship এর Bank Account সম্বন্ধিত Details:-

এই Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Active Bank Account থাকতে হবে। তবে  বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে Joint Account থাকলেও তারা Scholarship পেতে পারে।

OASIS Scholarship এর  Terms & Conditions:-

  • Scholarship এর আবেদন করার সময় শিক্ষার্থীদের Family Annual Income Certificate এর Annual Income Certificate Submit করতে হবে।
  • Scholarship Renew করার জন্য শিক্ষার্থীদের বিগত বছরের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর অর্জন করতে হবে।
  • ধারাবাহিকভাবে Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের প্রত্যেক বার্ষিক পরীক্ষায় অথবা সেমিস্টারের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর সহকারে উত্তীর্ণ হতে হবে।
  • শিক্ষার্থীরা যদি বিদ্যালয়ের কোন আইন শৃঙ্খলা লংঘন করে অথবা Scholarship এর শর্তাবলী অস্বীকার করে তবে তৎক্ষণাৎ তাদের জন্য এই Scholarship বাতিল করা হবে।
  • আবেদন করার সময় শিক্ষার্থীরা যদি কোন প্রকার ভুল তথ্য আপলোড করে থাকে অথবা কোন প্রকার মিথ্যা উপায়ে Scholarship গ্রহণ করে তবে তৎক্ষণাৎ Scholarship বাতিল করা হবে এবং এ যাবৎ প্রদত্ত সম্পূর্ণ Scholarship এর টাকা ফেরত নেওয়া হবে।
  • শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মেইনটেনেন্সের টাকা এই Scholarship এর মাধ্যমে প্রদান করা হবে।

OASIS Scholarship Contact Details:-

এই Scholarship এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

+91-8420023311

Lady Tata Trust Young Researcher Award 2022-23 : Application Process, Eligibility , Last Date etc.

FAQ:-

1. OASIS Scholarship 2022 Status Check করবেন কিভাবে ?
2. OASIS Scholarship Amount List কোথায় পাবেন ?
ANS:- উপরে Scholarship Amount সেকশনে আলোচনা করেছি, ক্লিক করে জেনে নিন।
3. OASIS Scholarship Renewal এর Important Documents কি কি ?
ANS:- আবেদনকারীর Passport Size Photo, আবেদনকারীর Caste Certificate/Acknowledgement Slip, আবেদনকারীর শেষ পাস করা Exam এর Marksheet।
4. OASIS Scholarship Login কিভাবে করবেন ?
ANS:- https://oasis.gov.in/ এর মাধ্যমে।
5. OASIS Scholarship Online Apply কোন Website থেকে করতে পারবেন ?
ANS:- https://oasis.gov.in/ এর মাধ্যমে।
6. OASIS Scholarship Online Apply Last Date কি ?
ANS:- 15/02/2022
7. আমি কি ইতিমধ্যে সংরক্ষিত তথ্য এবং কত সময় পর্যন্ত সম্পাদনা করতে পারি ?
ANS:- আপনি ইনস্টিটিউটে “অনলাইন আবেদন Lock এবং Forword না করা পর্যন্ত আপনার দ্বারা পূরণ করা তথ্য সম্পাদনা করতে পারেন।
8.  আমি কি Scholarship এর জন্য আবেদন করতে পারি, যদি আমি Course এর  প্রথম বছরে এটি না পাই ?
ANS:- হ্যাঁ আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ।
9. আমি পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত ইনস্টিটিউটের ছাত্র হলে কিভাবে আমি Scholarship এর জন্য আবেদন করতে পারি?
ANS:- হ্যাঁ আপনি পারেন তবে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823