Indian Coast Guard এর চাকরি ভারতবর্ষে এক সম্মানীয় চাকরি হিসেবে ধরা হয়। প্রতিবছর এই ভ্যাকেন্সি তে লক্ষ লক্ষ ছেলেরা আবেদন করে। আজকের আর্টিকেলে মাধ্যমে আমরা আলোচনা করব Indian Coast Guard এর Latest Vacancy সম্বন্ধে।
সূচি
Indian Coast Guard Recruitment 2021 Important Dates :-
Application Starting Date and Time | 06/12/2021 |
Application Closing Date and Time | 17/12/2021 |
Admit Card Download Starting | 28/12/2021 |
Preliminary Exam Starting | January, 2022 |
Date of Final Selection | Starting of April, 2022 |
Merit List Uploading | July , 2022 |
Date for Commencement of Training | June |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Indian Coast Guard Recruitment 2021 এর Vacancy সংখ্যা :-
এই নোটিফিকেশনের মাধ্যমে 50 টি পদে নিয়োগ করা হবে নিম্নে তার বিস্তৃত বিবরণ দেওয়া হলো পদ সহ।
পদ | Vacancy সংখ্যা |
General (Duty) | 30 |
Commercial Pilot Entry (CPL SSA) | 10 |
Technical (Engineering & Electrical) | 10 |
Indian Coast Guard Recruitment 2021 এর Education Qualifications :-
- General Duty:- যে প্রার্থীরা ন্যূনতম 60% নম্বর সহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করেছেন; 10+2+3 শিক্ষার স্কিম বা সমতুল্য মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত এবং পদার্থবিদ্যায় 60% সমষ্টির বিষয় হিসাবে গণিত এবং পদার্থবিদ্যা তে পাস হতে হবে।
- Commercial Pilot Entry:- ডিরেক্টর-জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) দ্বারা জারি করা বর্তমান/বৈধ বাণিজ্যিক পাইলট লাইসেন্স (CPL)ধারী প্রার্থীরা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা – দ্বাদশ পাস (পদার্থবিদ্যা এবং গণিত) মোট 60% নম্বর সহ।
- Technical (Engineering & Electrical): মোট 60% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে।
- Engineering Branch: নৌ স্থাপত্য বা যান্ত্রিক বা সামুদ্রিক বা স্বয়ংচালিত বা মেকাট্রনিক্স বা শিল্প এবং উত্পাদন বা ধাতুবিদ্যা বা নকশা বা অ্যারোনটিক্যাল বা মহাকাশ এর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ।
- Electrical Branch :-ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা ইন্সট্রুমেন্টেশন বা ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন বা পাওয়ার ইঞ্জি. বা পাওয়ার ইলেকট্রনিক্স এ অভিজ্ঞতা থাকবে।
Indian Coast Guard Recruitment 2021 এর Medical Standards :-
উচ্চতা সর্বনিম্ন 157 সেমি। পার্বত্য অঞ্চল এবং উপজাতীয় এলাকার প্রার্থীদের জন্য উচ্চতা হ্রাস কেন্দ্রীয় সরকার অনুসারে হবে।
সর্বনিম্ন 162.5 সেমি এবং সর্বোচ্চ 197 সেমি, পায়ের দৈর্ঘ্য সর্বনিম্ন 99 সেমি
Weight-উচ্চতা এবং বয়সের অনুপাতে, + 10% গ্রহণযোগ্য
Chest-ন্যূনতম প্রসারণ 5 সেমি
Eye Sight-
- Asst Commandant (GD) 6/6 6/9 – Uncorrected without Glass.6/6 6/6 – Corrected with Glass.
- Asst Commandant 6/6 in one eye and 6/9 in other CPL holders (SSA) correctable to 6/6.
- Asst Commandant (Tech) 6/36 6/36 – Uncorrected without Glass.6/6 6/6 – Corrected with Glass
Indian Coast Guard Recruitment 2021 এ আবেদনের জন্য Age Limit:-
- General Duty – জন্ম 01 জুলাই 1997 থেকে 30 জুন 2001 এর মধ্যে হতে হবে।
- Commercial Pilot Entry (CPL-SSA):জন্ম 01 জুলাই 1997 থেকে 30 জুন 2003 এর মধ্যে হতে হবে।
- Technical (Engineering & Electrical):জন্ম 01 জুলাই 1997 থেকে 30 জুন 2001 এর মধ্যে হতে হবে।
Indian Coast Guard Recruitment 2021 এর Salary:-
Not Enough Information
Indian Coast Guard Recruitment 2021 এর Application Fees:-
No application fees
Indian Coast Guard Recruitment 2021 এর Application Process:-
- ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in দেখুন ।
Opportunities বোতামে ক্লিক করুন। - Recruitment of Assistant Commandant 02/2022 Batch নির্বাচন করুন।নিম্নলিখিত যেকোন একটি থেকে আবেদন করার জন্য যেকোনো একটি পদ নির্বাচন করুন:-Asst Commandant General Duty, Asst Commandant Commercial Pilot License(CPL-SSA) -Male/Female, Asst Commandant (Engineering & Electrical)
- ‘I Agree’ বোতামে ক্লিক করুন এবং ‘অনলাইন আবেদন’ প্রদর্শিত হবে।
- আবেদন পত্র টি সম্পূর্ণ করুন ।
- প্রার্থীদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষরের আকার যথাক্রমে 10 kb থেকে 40 kb এবং 10 kb থেকে 30 kb হতে হবে।
- সাবমিট বোতামে ক্লিক করার আগে প্রার্থীরা নিশ্চিত করবেন যে সমস্ত ডেটা চেক করা হয়েছে। নাম, পিতার নাম, জন্মতারিখ, দ্বাদশ মার্কশিটে শতকরা (%) এবং বিভাগ সম্পর্কিত দ্বাদশ শংসাপত্রের কোনও পরিবর্তন পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
- সকল প্রার্থীকে সঠিকভাবে তাদের মোবাইল নম্বর পূরণ করতে হবে। এবং ই-মেইল আইডি। ক্ষেত্রে, প্রার্থীর মোবাইল নম্বর না থাকে, তার পিতা-মাতার/অভিভাবকের মোবাইল নম্বর। নামের সাথে উল্লেখ করতে হবে।
- অনলাইন আবেদন সফলভাবে জমা দিলে, প্রার্থীকে একটি অনন্য আবেদন/নিবন্ধন নম্বর প্রদান করা হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রার্থীদের অবশ্যই এই আবেদন নম্বরটি নোট করতে হবে।
Public Health Manager Vacancy 2021 | Fresh 67 টি পদে নিয়োগ , জানুন বিস্তারিত
Indian Coast Guard Recruitment 2021 এর Selection Process:-
যথাক্রমে Short Listing of Applications, Preliminary Selection, Final Selection এর মাধ্যমে নিয়োগ করা হয় ।
Indian Coast Guard Recruitment 2021 এর Important Links :-
Official Notice Download Link | Click Here |
Apply Online | Click Here |
FAQ :-
1. Coast Guard Assistant Commandant – 02/2022 batch Recruitment 2021-এর জন্য নির্বাচনের মানদণ্ড কী?
ANS :- Written And Interview.
Coast Guard Assistant Commandant – 02/2022 ব্যাচের নিয়োগ 2021-এর Closing Date কী?
ANS :-17 December 2021.
Coast Guard Assistant Commandant – 02/2022 ব্যাচের নিয়োগ 2021-এরStarting Date কী ?
ANS:- 6 December 2021.
Coast Guard Assistant Commandant 02/2022 ব্যাচের নিয়োগ 2021-এর মাধ্যমে কতগুলি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে?
ANS:- 50
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।