প্রায় দুই বছর ধরে রাজ্যের সমস্ত Primary School বন্ধ। ইতিমধ্যে রাজ্যের সমস্ত High School খুলে গেছে এবার শুধু Primary School এ পঠন-পাঠন শুরুর অপেক্ষা। Corona কালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই বহুবার দাবি উঠেছে Primary School এ পঠন পাঠন শুরুর।
সম্প্রতি West Bengal Board of Primary Education Board Primary Board এর সমস্ত Primary School সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তে পঠন-পাঠন শুরু করার জন্য এক গুরুত্বপূর্ণ Notice (Notice No. 205BPE/2022 )প্রকাশ করেছে 14/02/2022 এ। Notice অনুসারে আগামী 16/02/2022 থেকে শুরু হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল এ পঠন পাঠন।
পূর্ব নির্ধারিত সময়ে স্কুল পরিচালিত হবে। প্রসঙ্গত Covid Protocols মেনেই ক্লাস গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যেনো Covid বিধি ঠিক মতো মানা হয় তার সমস্ত দায়িত্ব অর্পিত হবে শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক-শিক্ষিকার।
Primary School Opening Guidelines:-
- সব ক্লাসের ছাত্র ছাত্রীদের নির্ধারিত সময়ের 30 Minutes আগেই Report করতে হবে।
- Primary School এর সমস্ত ক্লাস গ্রহণ করা হবে Covid Guidelines ও Safety Norms মেনেই।
- সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 15/02/2022 এ শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হবে পর্যবেক্ষণের জন্য।
- সমস্ত Primary School সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র তে পড়াশোনা শুরু হবে 16/02/2022 থেকে।
- খুব গুরুত্বপূর্ণ না হলে Hostel বন্ধ রাখা যেতে পারে।
Primary School Opening Official Notice Download Link :-
FAQ:-
1. কবে থেকে Primary School এ পঠন-পাঠন শুরু হবে?
ANS:-16/02/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।