চিকিৎসাবিজ্ঞানের অতি প্রাচীন শাখা হলো Ayurveda যা শুধুমাত্র ভারতবর্ষে দেখা যায়। দিনদিন সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসাবিজ্ঞানের এই শাখা জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন শাখার মত Ayurveda সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছু পর্যালোচনা এবং পরিচালনার জন্য রয়েছে ভারত সরকারের অধীনস্থ সংস্থা যা আমাদের কাছে Central Council for Research in Ayurvedic Science নামে পরিচিত এবং এটি Ministry of AYUSH এর অন্তর্গত। সম্প্রতি এই সংস্থা চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে CCRAS Recruitment 2022। যদি আপনি চাকরির খোঁজ করে থাকেন তাহলে অবশ্যই এই Article টি সম্পূর্ণ পড়ুন আশা করি সমস্ত প্রশ্ন দূর হয়ে যাবে আপনার।
CCRAS Recruitment 2022 Important Dates:-
CCRAS Recruitment 2022 Online Application Starting | 26/04/2022 |
CCRAS Recruitment 2022 Online Application Closing | 05/05/2022 |
Admit Card Publishing | 08/05/2022 |
Exam | 15/05/2022 |
AIIMS Raipur এ প্রচুর কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, সুযোগ হাতছাড়া করবেন না
CCRAS Recruitment 2022 Vacancy সংখ্যা :-
Post | Vacancy |
Ayurveda Specialist (Panchkama) | 10 |
Ayurveda Specialist (Shalya) | 10 |
Ayurveda Specialist (kaya Chiktsa) | 10 |
Ayurveda Specialist (Prasutitantra) | 10 |
Ayurveda General Duty Medical Officers | 110 |
Ayurveda Pharmacist | 150 |
Panchakarma Therapists | 10 |
Total | 310 |
CCRAS Recruitment 2022 এর Eligibility:-
Educational Qualification:-
- Ayurveda Specialist (Panchkama):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Panchkama তে Post Graduation পাস করতে হবে। সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Ayurveda Specialist (Shalya):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Shalyaতে Post Graduation পাস করতে হবে। সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Ayurveda Specialist (Kaya Chiktsa):-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে Kaya Chiktsa তে Post Graduation পাস করতে হবে। সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Ayurveda Specialist (Prasutitantra):– Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে hasuti tantra এবং Stri Roga তে Post Graduation পাস করতে হবে। সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Ayurveda General Duty Medical Officersঃ- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনও Degree তে Post Graduation পাস করতে হবে। সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Ayurveda Pharmacist:- D. Pharma (Ayurveda) or DAN&P পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Panchakarma Therapists:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক বছরের Panchkarma Technician Course পাস করতে হবে।সঙ্গে আবেদনকারীর অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এখন শুধুমাত্র Madhyamik পাসেই পেয়ে যান Airport এ চাকরী
CCRAS Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
Post | Age Limit |
Ayurveda Specialist (Panchkama) | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 50 বছর। |
Ayurveda Specialist (Shalya) | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 50 বছর। |
Ayurveda Specialist (Kaya Chiktsa) | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 50 বছর। |
Ayurveda Specialist (Prasutitantra) | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 50 বছর। |
Ayurveda General Duty Medical Officers | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 45 বছর। |
Ayurveda Pharmacist | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 45 বছর। |
Panchakarma Therapists | Application Submission এ সময় সর্বোচ্চ বয়স হতে পারে 45 বছর। |
CCRAS Recruitment 2022 এর Application Fees:-
Not Applicable
IDBI Bank এ প্রচুর Executive নিয়োগ শুরু হয়ে গেছে , জানুন বিস্তারিত
CCRAS Recruitment 2022 এর Salary:-
Post | Salary Per Month in INR |
Ayurveda Specialist (Panchkama) | 75,000 |
Ayurveda Specialist (Shalya) | 75,000 |
Ayurveda Specialist (Kaya Chiktsa) | 75,000 |
Ayurveda Specialist (Prasutitantra) | 75,000 |
Ayurveda General Duty Medical Officers | 50,000 |
Ayurveda Pharmacist | 30,000 |
Panchakarma Therapists | 18,000 |
CCRAS Recruitment 2022 এর Application Process:-
CCRAS Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব IDBI এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন CCRAS এর Recruitment Website https://psurectt.in/
- Homepage এই পেয়ে যাবেন Recruitment অপশন সেটিতে ক্লিক করুন।
- যেই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তার পাশে থাকা APPLY NOW বাটনে ক্লিক করুন।
- আপনার সামনে এখন দুইটি অপশন আসবে তার মধ্যে থেকে সর্বপ্রথম Apply Now বাটনে ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করুন এবং Save বাটনে ক্লিক করুন।
- যদি প্রদান করা তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Edit বাটনে ক্লিক করে Edit করতে পারবেন এবং প্রয়োজনে View বাটনে ক্লিক করে দেখে নিন সম্পূর্ণ Application Form।
- প্রয়োজন অনুযায়ী Important Documents গুলি Upload করুন।0
- এখন Finally Preview বাটনে ক্লিক করে যাচাই করে নিন।
- আপনার সামনে Submit বাটন আসবে সেটিতে ক্লিক করুন। এখন আপনার Application Process সম্পন্ন হয়েছে।
হাজার হাজার কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে ONGC , হাতে আর মাত্র কয়েক দিন
CCRAS Recruitment 2022 এ আবেদনের জন্য Important Documents:-
- Educational Qualification সম্বন্ধিত Certificate (Madhyamik/Higher Secondary/Post Graduation Certificate/Marksheet)
- আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তোলা Color Photo
- Identity Proof যেমন Aadhar Card, Pan Card Passport ইত্যাদি।
CCRAS Recruitment 2022 এর Selection Process:-
CCRAS Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) Written Aptitude Test, 2) Interview এই সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
Post অনুযায়ী Written Test এর Syllabus ভিন্ন হবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।
CCRAS Recruitment 2022 এর Important Links:-
CCRAS Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
IDBI Bank এ Assistant Manager পদে নিয়োগ , Interview এর মাধ্যমে Direct নিয়োগ শেষ সুযোগ
FAQ:-
1. CCRAS Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
ANS:- Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
2. CCRAS Recruitment 2022 কবে থেকে Start হবে?
ANS:- 26/04/2022
3. CCRAS Recruitment 2022 Application Last Date কি?
ANS:- 05/05/2022
4. কত গুলো Vacancy তে নিয়োগ করা হবে CCRAS Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 310
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।