Indian Army তে কাজের ইচ্ছা রয়েছে এমন অবিবাহিত পুরুষ চাকুরী প্রার্থীদের অভাব নেই আমাদের দেশে । আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি Indian Army TGC 135 Recruitment এর সম্বন্ধে।
Indian Army TGC 135 Recruitment Application Starting Date | 06/12//2021 |
Indian Army TGC 135 Recruitment Application Closing Date | 04/01/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
সূচি
Indian Army TGC 135 Recruitmentএর Vacancy সংখ্যা :-
Post Name | Vacancy |
Civil/ Building Construction Technology | 09 |
Architecture | 01 |
Mechanical | 05 |
Electrical/ Electrical & Electronics | 03 |
Computer Science & Engineering Computer Technology/ MSc Computer Science | 08 |
Information Technology | 03 |
Electronics & Telecommunication | 01 |
Telecommunication | 01 |
Electronics & Communication | 02 |
Aeronautical/ Aerospace/ Avionics | 01 |
Electronics | 01 |
Electronics & Instrumentation/Instrumentation | 01 |
Production | 01 |
Industrial/Industrial/Manufacturing/Industrial Engg & Mgt | 01 |
Opto Electronics | 01 |
Automobile Engg: | 01 |
IARI ICAR Recruitment 2021 | 600+ পদে নিয়োগ শেষ হতে চলেছে এই মাসেই জানুন বিস্তারিত!
Indian Army TGC 135 Recruitment এর Education Qualifications :-
- প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হতে হবে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষে থাকতে হবে।
- ডিগ্রী কোর্সের শেষ বর্ষের প্রার্থীদের 01 জুলাই 2022 এর আগে ডিগ্রী সম্পর্কিত তাদের সমস্ত পরীক্ষা শেষ করতে হবে।
- IMA-তে প্রশিক্ষণ শুরু হওয়ার তারিখ থেকে 12 সপ্তাহের মধ্যে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তৈরি করতে সক্ষম হওয়া উচিত।
- এই ধরনের প্রার্থীদের IMA-তে প্রশিক্ষণের খরচ পুনরুদ্ধারের জন্য অতিরিক্ত বন্ডের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে যেমন সময়ে সময়ে বিজ্ঞাপিত হয় সেইসাথে প্রদত্ত উপবৃত্তি এবং বেতন ও ভাতা, যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ডিগ্রি শংসাপত্র তৈরি করতে ব্যর্থ হয়। তারা আবেদন করতে পারবেন টাকা প্রতি মাসে
Indian Army TGC 135 Recruitment এ আবেদনের জন্য Age Limit:-
01/07/2022 অনুযায়ী 20 থেকে 27 বছর। যেই সব প্রার্থীরা 2রা জুলাই 1995 এবং 1লা জুলাই 2002 এর মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা আবেদন করতে পারবেন।
Indian Army TGC 135 Recruitment এর Salary:-
₹56,100/- টাকা প্রতি মাসে ।
NPCIL Recruitment 2021 | 70 + পোস্ট এর জন্য আবেদন শুরু , জানুন আবেদন প্রক্রিয়া !
Indian Army TGC 135 Recruitment এর Application Fees:-
Not Applicable
Indian Army TGC 135 Recruitment এর Application Process:-
- আবেদনের জন্য অফিসের ওয়েবসাইট ভিজিট করুন https://joinindianarmy.nic.in/
- ক্লিক করুন Officer Entry Apply/Log In এ এবং Register করুন যদি Register না করা থাকে।
- সমস্ত Guidelines পরে Form টি Fill Up করুন।
- পুনরায় একবার দেখি নি সমস্ত তথ্য ঠিকঠাক প্রধান প্রদান করেছেন কিনা।
- Edit করার প্রয়োজন পড়ে এডিট করুন আর যদি তথ্য ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
IOCL Apprentice 2022 | 300 + Vacancy তে নিয়োগ , জনুন আবেদন প্রক্রিয়া !
Indian Army TGC 135 Recruitment এর Selection Process:-
- অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত তালিকা – MoD (আর্মি) এর সমন্বিত সদর দপ্তর কোনো কারণ ব্যতিরেকে আবেদনপত্র বাছাই করার এবং প্রতিটি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন/স্ট্রিমের জন্য কাট-অফ শতাংশ নম্বর ঠিক করার অধিকার সংরক্ষণ করে।
- কাট-অফ শতাংশের উপর নির্ভর করে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত যোগ্য প্রার্থীদের সিলেকশন সেন্টার, এলাহাবাদ (UP), ভোপাল (MP) এবং ব্যাঙ্গালোর (কর্নাটক) এ মনোবিজ্ঞানী, গ্রুপ টেস্টিং অফিসার এবং ইন্টারভিউ অফিসার দ্বারা সাক্ষাতকার নেওয়া হবে। এসএসবি ইন্টারভিউয়ের জন্য কল আপ লেটার প্রার্থীর নিবন্ধিত ই-মেইল আইডি এবং শুধুমাত্র এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন কেন্দ্র জারি করবে। স্থানীয়ভাবে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে না। সিলেকশন সেন্টারের বরাদ্দ DG Rtg, IHQ MoD (আর্মি) এর বিবেচনার ভিত্তিতে এবং এই বিষয়ে পরিবর্তনের জন্য কোন অনুরোধ গ্রহণ করা হয় না।
- প্রার্থীরা দুটি পর্যায়ে নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে যাবেন। যারা প্রথম স্টেজ ক্লিয়ার করবে তারা দ্বিতীয় ধাপে যাবে। যারা প্রথম ধাপে ব্যর্থ হবে তাদের একই তারিখে ফেরত দেওয়া হবে। এসএসবি সাক্ষাত্কারের সময়কাল আগমনের দিন ব্যতীত পাঁচ দিন এবং এর বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়।
Swami Vivekananda Scholarship 2021 এর Eligibility Criteria, Scholarship Amount, Last Date?
Indian Army TGC 135 Recruitment এর Physical Standards :-
- পুরুষদের জন্য ন্যূনতম গ্রহণযোগ্য উচ্চতা এবং ওজন হল 157.5 সেমি সহ সম্পর্কিত ওজন। গোর্খা, নেপালি, অসমীয়া এবং গাড়োয়ালিদের মতো উত্তর-পূর্ব এবং পাহাড়ি এলাকার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 সেমি শিথিল করা হবে এবং কম উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন। লাক্ষাদ্বীপের প্রার্থীদের ক্ষেত্রে, ন্যূনতম গ্রহণযোগ্য উচ্চতা 2 সেমি কমানো যেতে পারে।
- ফিট পাস করার জন্য, একজন প্রার্থীকে অবশ্যই ভাল শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে যে কোনও অক্ষমতা থেকে মুক্ত।
- স্থায়ী শরীরের ট্যাটু। ট্যাটু নীতির জন্য, অনুগ্রহ করে জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে যান।
- ভারতীয় মিলিটারি একাডেমীতে কঠোর শারীরিক প্রশিক্ষণের কারণে কোনো আঘাত এড়াতে সম্ভাব্য প্রার্থীদের ব্যায়াম করার এবং নিজেদের শারীরিকভাবে ফিট রাখার পরামর্শ দেওয়া হয়। ট্রেনিং অ্যাকাডেমিতে শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্য করতে সক্ষম হওয়ার জন্য প্রার্থীদের IMA-তে যোগদানের আগে নিম্নলিখিত মানগুলি অর্জন করার পরামর্শ দেওয়া হয়, যদি শেষ পর্যন্ত নির্বাচিত হন:- (a) 15 মিনিটে 2.4Km দৌড়ানো (b) পুশ আপ – 13 নম্বর (c) ) সিট আপ – 25 নম্বর (ঘ) চিন আপ – 6 নম্বর (ঙ) দড়ি আরোহণ -3-4 মিটার ।
Nabanna Scholarship (নবান্ন বৃত্তি 2021-2022) কি ,তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Indian Army TGC 135 Recruitment এর Important Links :-
Download Official Notification | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
Indian Army TGC 135 Recruitment এর জন্য আবেদনের Last Date কি?
ANS:- 04/01/2021
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।