ভারত সরকারের অধীনস্থ Bank গলির মধ্যে অন্যতম একটি Bank হলো Indian Bank যার অবস্থান ভারতের সমস্ত রাজ্যে লক্ষণীয়। SO তথা Specialist Officer পদটি প্রতিটি Bank এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতি Indian Bank SO পদের জন্য Indian Bank SO Recruitment 2022 জারি করেছে, শুধুমাত্র Graduation পাস করলেই আপনি আবেদন করতে পারবেন এই Recruitment এর জন্য, এই সমন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
Indian Bank SO Recruitment 2022 Important Dates:-
Indian Bank SO Recruitment 2022 Notification Releasing | 23/05/2022 |
Indian Bank SO Recruitment 2022 Online Application Starting | 24/05/2022 |
Indian Bank SO Recruitment 2022 Online Application Closing | 14/06/2022 |
Delhi Police এ প্রচুসংখ্যক Driver নিয়োগ শুরু হয়ে গেছে,কেমন করে আবেদন করবেন
Indian Bank SO Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Senior Manager | 35 |
Manager | 110 |
Assistant Manager | 160 |
Chief Manager | 07 |
Total | 312 |
Indian Bank SO Recruitment 2022 Eligibility:-
Nationality:-
- আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা নেপাল ও ভুটানের বাসিন্দা হলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।
- Burma, Pakistan, Sri Lanka, Vietnam , Zaire, Kenya, Tanzania, Uganda, Zambia, Ethiopia, Malawi তে পাশ্চাত্য যেসব বাসিন্দারা ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছে তারাও আবেদন করতে পারবেন।
Almora Urban Cooperative Bank এ Graduation পাস এই আবেদনের সুযোগ শতাধিক পদের জন্য জানুন বিস্তারিত
Educational Qualification:-
- Senior Manager:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA / ICWA পাস করতে হবে।
- Manager:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA / ICWA পাস করতে হবে।
- Assistant Manager:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA পাস করতে হবে।
- Manager (Accounts):-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA পাস করতে হবে।
- Assistant Manager (Accounts):- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA পাস করতে হবে।
- Manager (Accounts):- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA/CS পাস করতে হবে।
- Chief Manager (Risk Management):- যেকোনো বিষয় এ Graduation পাস করতে হবে এবং সঙ্গে FRM GARP থেকে / PRM PRMIA থেকে পাস করতে হবে।
- Senior Manager (Risk Management):- যেকোনো বিষয় এ Graduation পাস করতে হবে এবং সঙ্গে FRM GARP থেকে / PRM PRMIA থেকে পাস করতে হবে।
- Senior Manager (Portfolio Management):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Business / Management /Administration / Finance / Banking / Risk Management/ Commerce এ দুই বছর এর Graduation Course পাস করতে হবে বা CA পাস করতে হবে বা যেকোনো বিষয় এ Graduation পাস করতে হবে এবং সঙ্গে FRM GARP থেকে / PRM PRMIA থেকে পাস করতে হবে।
- Manager (Portfolio Management):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Business / Management / Administration / Finance / Banking / Risk Management/ Commerce এ দুই বছর এর Graduation Course পাস করতে হবে বা CA পাস করতে হবে বা যেকোনো বিষয় এ Graduation পাস করতে হবে এবং সঙ্গে FRM GARP থেকে / PRM PRMIA থেকে পাস করতে হবে।
- Chief Manager (Data Analyst):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B. Tech/ B.E./ M Tech/ M.E পাস করতে হবে Computer Science/ IT/ Data Science/ Machine Learning এবং AI তে বা Data Science এ Post Graduation পাস করলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।
- Senior Manager(Data Analyst):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B. Tech/ B.E./ M Tech/ M.E পাস করতে হবে Computer Science/ IT/ Data Science/ Machine Learning এবং AI তে বা Data Science এ Post Graduation পাস করলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।
- Manager (Statistician):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Statistics / Applied Statistics এ Post Graduation পাস করতে হবে।
- Chief Manager (Economist):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Economics / Econometrics এ Post Graduation পাস করতে হবে।
- Chief Manager (Economist):-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Economics / Econometrics এ Post Graduation পাস করতে হবে।
- Manager (Economist):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Economics / Econometrics এ Post Graduation পাস করতে হবে।
- Assistant Manager (Industrial Development Officer):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.E / B.TECH পাস করতে হবে Electrical / Electronics / Chemical / Textile / Production / Civil তে।
- Senior Manager (Corporate Communication):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mass Communication /Journalism বা সমমানের কোনো বিষয়ে Masters Degree পাস করতে হবে।
- Manager(Security):- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো Computer Course এ Graduate পাস করতে হবে।
- Manager(Dealer):-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে Graduation পাস করতে হবে এবং সঙ্গে Dealing Room Operation Related Course এর Certificate থাকতে হবে।
Raipur Medical College এ প্রচুসংখ্যক Group C কর্মী নিয়োগ , জানুন বিস্তারিত
Experience:-
- Senior Manager:- Credit ও Finance বিভাগে 5 বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Manager:- Credit ও Finance বিভাগে 5 বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Assistant Manager:- Accounts / Audit / IND-AS/ IFRS/ Direct Tax / Indirect Tax বিভাগে 5 বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Manager (Accounts):-IFRS / IFRS 9 – ECL তে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Chief Manager (Risk Management):- যে কোনো Bank এর Risk Management Sector এ 7 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Senior Manager (Risk Management):-যে কোনো Bank এর Risk Management Sector এ 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Senior Manager (Portfolio Management):- যে কোনো Bank এর Credit/Credit Risk/ Market Risk Sector এ 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Manager (Portfolio Management):-যে কোনো Bank এর Credit/Credit Risk/ Market Risk Sector এ 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Chief Manager (Data Analyst):- Data Analytics / Data Science এ পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Senior Manager (Data Analyst):- Data Analytics / Data Science এ 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Manager (Statistician):- Bank / Financial Institution / PSU / Corporate Sector এ Data handling/ data analysis / data interpretation / statistics এ তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Chief Manager(Economist):-Bank / Financial Institution / PSU / Corporate Sector এ Economic Research এ সাত বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Manager (Economist):-Bank / Financial Institution / PSU / Corporate Sector এ Economic Research এ 3 বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Experience এর সমন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
BSF এ যোগদানের সুবর্ণ সুযোগ আর কয়েকদিন মাত্র চলবে আবেদন প্রক্রিয়া
Indian Bank SO Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
Post | Age Limit |
Senior Manager | 25 থেকে 38 এর মধ্যে |
Manager | 25 থেকে 35 এর মধ্যে |
Assistant Manager | 20 থেকে 30 এর মধ্যে |
Chief Manager | 27 থেকে 40 এর মধ্যে |
Manager (Security) | 25 থেকে 40 এর মধ্যে |
Category অনুযায়ী আবেদনকারীরা Age Relaxation এর সুযোগ পাবে , বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Category | Age Relaxation |
Scheduled Caste/Scheduled Tribe (SC/ST) | 5 |
Other Backward Classes (OBC Non-Creamy Layer) | 3 |
Persons with Disabilities (PWD) | 10 |
Ex-Servicemen (Army personnel) | 5 |
Widows/Divorced Women | 9 |
Persons with Domicile of Jammu &Kashmir during the period of 1-1-1980 to 31-12-1989 | 5 |
Persons affected by 1984 riots | 5 |
Regular Employees of Union Carbide Factory, Bhopal retrenched from service(for MP state Only) | 5 |
Madhyamik পাসেই Border Road Organization এ কাজের সুযোগ, জানুন বিস্তারিত
Indian Bank SO Recruitment 2022 Salary:-
Scale | Pay Scale |
Scale I | 36000-1490(7 years)-46430–1740(2 years)-49910-1990(7 years)-63840 |
Scale II | 48170-1741(1 year)-49910-1990(10 years)-69810 |
Scale III | 36840-1990(5 years)-73790-2220(2 years)-78230 |
Scale IV | 76010-2220(4 years)-84890-2500(2 years)-89890 |
Indian Bank SO Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
SC/ST/PWBD | 100 |
General | 600 |
Indian Bank SO Recruitment 2022 Application Process:-
এই Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে প্রদান করার পদ্ধতি অবলম্বন করুন এই Recruitment এর জন্য আবেদন করার জন্য।
- নীচে থাকা Download Section এ প্রদান করা লিঙ্কে ক্লিক করুন।
- সর্বপ্রথম Homepage থেকে Online Registration বাটনে ক্লিক করুন।
- Valid Email ID ও Mobile Number প্রদান করে সর্বপ্রথম Registration করুন।
- প্রাপ্ত Details প্রদান করে Log In করুন এবং আপনার Personal Details প্রদান করুন।
- সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা একবার মিলিয়ে নিন যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখন Submit বাটনে ক্লিক করুন।
- প্রয়োজনীয় Application Fees এখন আপনাকে প্রদান করতে হবে।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
Indian Bank SO Recruitment 2022 Online Application এর জন্য Important Documents:-
- আবেদনকারীর Color Photo
- Signature
Indian Bank SO Recruitment 2022 Selection Process:-
দুই টি পর্যায়ে সম্পন্ন হবে Indian Bank SO Recruitment এর আবেদন প্রক্রিয়া । যথা:-
- Written Exam
- Interview
Indian Bank SO Recruitment 2022 Exam Pattern:-
- Mode:- Indian Bank SO Recruitment Computer Based Test বা CBT Mode এই আয়োজন করা হবে।
- Marking Scheme:- প্রতি প্রশ্নের সঠিক উত্তর পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
- Negative Marking:- প্রতি চারটি প্রশ্নের উত্তর ভুল করলে আবেদনকারীর এক নম্বর কাটা হবে।
- Duration:- পরীক্ষার্থীরা হাতে সময় পাবে 1 ঘন্টা।
- Section:- Professional Knowledge (Respective Domain), English Language ও General Awareness with Special Reference to Banking Industry এই তিন ভাগে প্রশ্নপত্রে ভাগ থাকবে।
Subjects | Number of Questions | Marks |
Professional Knowledge (Respective Domain), | 60 | 60 |
English Language | 20 | 20 |
General Awareness with Special Reference to Banking Industry | 20 | 20 |
Total | 100 | 100 |
B.Ed/ D.El. Ed পাশেই এখন কেন্দ্র সরকারি চাকরিতে যোগদানের সুযোগ বিস্তারিত
Indian Bank SO Recruitment 2022 Important Links:-
Indian Bank SO Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. Indian Bank SO Recruitment 2022 এর Application Starting Date কি?
ANS: –24/05/2022
2. Indian Bank SO Recruitment 2022 এর Application Starting Date কি?
ANS:- 14/06/2022
3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Bank SO Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 312
4. Indian Bank SO Salary কি?
ANS:- সাধারণত 36000 থেকে শুরু হয়।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।