বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করেছি বিভিন্ন লেটেস্ট Recruitment সম্বন্ধে। প্রথম থেকেই আমাদের ইচ্ছে ছিল জেলা ভিত্তিক Recruitment সম্বন্ধে আলোচনা করা । আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা শুরু করতে চলেছি জেলা ভিত্তিক বিভিন্ন Recruitment এর সম্বন্ধে। আজ আমরা আলোচনা করতে চলেছি North 24 Pargana এর অন্তর্গত Khardah Municipality এর একটি Latest Recruitment এর সমন্ধে।
সূচি
Khardah Municipality Recruitment এর Important Dates :-
Application Starting Date and Time | 18/11/2021 |
Application Closing Date and Time | 10/12/2021 |
Khardah Municipality Recruitment এর Vacancy সংখ্যা:-
43 টি ।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Khardah Municipality Recruitment এর Educational Qualifications বা Work Experience:-
- শুধুমাত্র মহিলা বিবাহিত/আইনগত বিবাহবিচ্ছেদ/বিধবা প্রার্থীরা আবেদন করতে পারবেন
- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস (১০ম শ্রেণী পাস)।
- উদ্বিগ্ন পৌরসভার স্থায়ী বাসিন্দা
Khardah Municipality Recruitment এর আবেদনের জন্য Age Limit :-
01/01/2021 এর হিসাবে ন্যূনতম 30 বছর ও সর্বাধিক 40 বছর হতে পরে।
Khardah Municipality Recruitment এর Salary:-
4500+ প্রতিমাসে।
Khardah Municipality Recruitment এর Application Fees:-
Not Applicable
Public Health Manager Vacancy 2021 | Fresh 67 টি পদে নিয়োগ , জানুন বিস্তারিত
Khardah Municipality Recruitment এর Application Process:-
- Offline এ আবেদন করতে হবে।
- সর্বপ্রথম নিম্নে দেওয়া ডাউনলোড বাটন থেকে অফিসের নোটিশ টি ডাউনলোড করুন।
- বিজ্ঞপ্তিটি অফিস ভালোভাবে পড়ে নিন এবং সঙ্গে আবেদন পত্রের ফরম টি ডাউনলোড করে Print Out কপি বের করুণ।
- যথাযথ বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং অফিসিয়াল নোটিশে উল্লেখিত সমস্ত নথি সহ নির্ধারিত ড্রপ বক্সে কার্যদিবসের মধ্যে খড়দাহ পৌরসভা অফিসে শারীরিকভাবে জমা দিন।
Address: Khardah Municipality Office, 21, B.T. Road, Khardah, Kolkata -7001 18
Khardah Municipality Recruitment Official Notice Download Link:-
Central Bank of India Specialist Officer Recruitment 2021 | Fresh 115 টি Vacancy তে নিয়োগ , জানুন বিস্তারিত !
FAQ :-
1. Khardah Municipality Recruitment এর জন্য আবেদনের Last Date কি?
ANS :- 10/12/2021
2. অন্যান্য জেলার প্রার্থীরা কি আবেদন করতে পারবেন?
ANS :- হ্যা পারবেন , কিন্তু প্রাধান্য দেওয়া হবে নিজ জেলার বাসিন্দাকেই ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।