Jawahar Navodaya Vidyalaya ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের কাছে এক পরিচিত নাম। এই সংস্থা সম্পূর্ণ ভারতবর্ষে উন্নত মানের শিক্ষা প্রদান করে থাকে। সম্প্রতি Navodaya কর্তৃপক্ষ 1925 টি নতুন Vacancy এর জন্য Recruitment প্রকাশ করেছে। আজ আমরা এই NVS Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
NVS Recruitnt 2022 Important Dates :-
NVS Recruitment 2022 Online Application Starting | 12/01/2022 |
NVS Recruitment 2022 Online Application Closing | 10/02/2022 |
Fee Deposit Opening | 12/01/2022 |
Fee Deposit Closing | 10/02/2022 |
NVS Recruitment 2022 Tentative Exam CBT | 09/03/2022-11/03/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
NVS Recruitment 2022 এর Vacancy সংখ্যা :-
এই Recruitment এর মাধ্যমে সর্বমোট 1925 টি Vàcancy তে নিয়োগ হতে চলেছে বিস্তারিত নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Post | Vacancy |
Assistant Commissioner | 07 |
Female Staff Nurse | 82 |
Assistant Section Officer | 10 |
Audit Assistant | 11 |
Junior Translation Officer | 04 |
Junior Engineer | 01 |
Stenographer | 22 |
Computer Operator | 04 |
Catering Assistant | 87 |
Junior Secretariat Assistant | 630 |
Electrician Cum Plumber | 273 |
Lab Attendant | 142 |
Mess Helper | 629 |
Multi Tasking Staff | 23 |
Total | 1925 |
Jhargram Asha Recruitment 2022 শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ , কেমন করে আবেদন করবেন !
NVS Recruitment 2022 এর Eligibility :-
- Assistant Commissioner :-আবেদনকারীকে অবশ্যই Masters Degree পাশ করতে হবে বা School Education Planning এবং Administration এ কাজের অন্ততপক্ষে 5 বছর এর অভিজ্ঞতা থাকতে হবে, এক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 45 বছর।
- Assistant Commissioner (Administrator ) :Graduate Degree সহ Administrative বা Financial বিষয়ক কাজে অন্ততপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে , এক্ষেত্রে আবেদনকারী সর্বোচ্চ বয়স হতে পারে 45 বছর।
- Female Staff Nurse:- Higher Secondary পাশ সহ 3 বছর এর Diploma Course সম্পন্ন করতে হবে Nursing এ অথবা B. Sc Nursing পাস হতে হবে , এক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 35 বছর ।
- Assistant Section Officer-Computer এ Basic Knowledge সহ Graduation পাশ হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর এর মধ্যে।
- Audit Assistant:- Recognised Institution থেকে B.Com পাশ হতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে।
- Junior Translation Officer:- Masters Degree সহ Hindi থেকে English Translation মূলক কাজের অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 32 বছর।
- Junior Engineer:-Civil Engineering এ Diploma Degree অন্ততপক্ষে পাশ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 35 বছর।
- Stenographer:-আবেদনকারীকে Higher Secondary পাশ হলেই হবে, এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে।
- Computer Operator:-Recognised Institution থেকে এক বছর এর Diploma Degree পাশ করতে হবে Computer এ। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে পারে 18 থেকে 30 বছরের মধ্যে।
- Catering Assistant:-Madhyamik পাশ সহ Catering এ 3 বছর এর Diploma অথবা Higher Secondary পাশ সহ 1 বছর এর Hotel Management এর Diploma Degree পাশ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 35 বছর।
- Junior Secretariat Assistant:- Higher Secondary পাশ সহ Computer Operating সম্বন্ধে Knowledge থাকতে হবে । এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে পারে 18 থেকে 27 এর মধ্যে।
- Electrician Cum Plumber:-Madhyamik সহ সংশ্লিষ্ট বিষয় ITI পাশ হতে হবে কাজের অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 এর মধ্যে।
- Lab Attendant:-আবেদনকারীকে অন্তত পক্ষে Madhyamik পাশ হতে হবে Laboratory Techniques এর Diploma Degree থাকতে হবে অথবা Higher Secondary পাশ হতে হবে।
- Mess Helper,Multi Tasking Staff- Madhyamik পাশ হতে হবে এবং বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে।
Coochbehar Asha Recruitment 2022 | শতাধিক Asha Karmi নিয়োগ শেষ হচ্ছে এই মাসেই !
NVS Recruitment 2022 এর Salary:-
পদমর্যাদার ভিত্তিতে সমস্ত পোস্ট এর বেতন কিছু কম বেশী হয়ে থাকে।
- Assistant Commissioner এর Salary হতে পারে 78800 থেকে 209000 এর মধ্যে ,
- Assistant Commissioner (Administration) এর স হতে পারে 67700 থেকে 208700 এর মধ্যে।
- Female Staff Nurse এর Salary হতে পারে 44900 থেকে 142400 এর মধ্যে। ।
- Assistant Section Office এর Salary হতে পারে 35, 400থেকে 113400 এর মধ্যে।
- Audit Assistant /Junior Translation Officer এর Salary হতে পারে 35400থেকে 112400এর মধ্যে।
- Junior Engineer (Civil) এর বেতন হতে পারে 29200 থেকে 92300 এর মধ্যে।
- Stenographer/Computer Operator এর Salary হতে পারে 25500 থেকে 81100 এর মধ্যে।
- Junior Secretariat Assistant / Electrician Cum Plumber এর Salary হতে পারে 19900 থেকে 63200 এর মধ্যে।
- Lab Attendant /Mess Helper/Multi Tasking Staff এর Salary হতে পারে 18000 থেকে 56900 এর মধ্যে।
NVS Recruitment 2022 এর Application Fee:-
Post | Fees in Rupees |
Assistant Commissioner | 1500 |
Female Staff Nurse | 1200 |
Lab Attendant | 750 |
Mess Helper | 750 |
MTS | 750 |
Others Post | 1000 |
Jalpaiguri Asha Recruitment 2022 | শুরু হয়ে গেছে Asha Karmi নিয়োগ , কেমন করে আবেদন করবেন !
NVS Recruitment 2022 এর Application Process:-
- NVS এর Official Website https://navodaya.gov.in/ ভিসিট করুন।
- Homepage এ থাকা NVS Recruitment লিংকে ক্লিক করুন।
- New Applicant হলে Register করুন।
- Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে।
- প্রয়োজনীয় Application Fee প্রদান করুন।
- Future Reference এর জন্য Application Form টি Download করুন।
NVS Recruitnt 2022 Important Links:-
Official Notification Download | |
Apply Now |
FAQ:-
1. NVS Recruitment 2022 এর আবেদনের Official Website কোনটি?
ANS:- https://navodaya.gov.in/
2. NVS Recruitment 2022 আবেদনের Last Date কি?
ANS:-10/02/2022
3. NVS Recruitment 2022 এর জন্য Application কবে থেকে শুরু হয়েছে?
ANS:-12/01/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।