ভারতীয় Railway প্রতিবছর প্রচুর ছেলে-মেয়ের রোজগার প্রদান করে থাকে। প্রতিবছরের মতো এই বছরের শুরুতে RRC CR প্রকাশ করেছে Apprentice Recruitment । এই আর্টিকেল এ আপনা জানতে চলেছেন RRC CR Apprentice Recruitment 2022 এর সম্বন্ধে বিস্তারিত।
RRC CR Apprentice Recruitment 2022 Important Dates:-
RRC CR Apprentice Recruitment 2022 Notification Published | 14/01/2022 |
RRC CR Apprentice Recruitment 2022 Online Application Starting | 17/01/2022 |
RRC CR Apprentice Recruitment 2022 Online Application Closing | 16/02/2022 |
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
RRC CR Apprentice Recruitment 2022 Vacancy সংখ্যা :-
এই Recruitment এর মাধ্যমে সর্বমোট 2422 টি Post এ নিয়োগ করা হবে। Vacancy সংখ্যা সম্বন্ধে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Cluster Name | Total Post |
Mumbai Cluster (MMCT) | 1659 |
Bhusawal Cluster | 418 |
Pune Cluster | 152 |
Nagpur Cluster | 114 |
Solapur Cluster | 79 |
Total | 2422 |
BEL Recruitment 2022 in Bengali, Online Applications for 247 New Vacancies, Salary up to Rs 55,000 !
RRC CR Apprentice Recruitment 2022 এর Education Qualifications :-
- যেসব আবেদনকারীরা আবেদন করতে চান এই Recruitment এর জন্য তাদের অবশ্যই Madhyamik পাস হতে হবে অন্তত 50% মার্কস সহকারে।
- আবেদনকারীকে অবশ্যই ভারত সরকার স্বীকৃত NCVT বা SCVT এর অন্তর্গত বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ITI পাশ হতে হবে।
RRC CR Apprentice Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
এই Recruitment এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম বয়স হতে হবে 15 ও সর্বোচ্চ বয়স হতে পারে 24 বছর 17/01/2022 এর হিসাব অনুযায়ী।
RRC CR Apprentice Recruitment 2022 এর Salary:-
বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে উপবৃত্তি হিসাবে 10,400 টাকা পাবেন।
IOCL Apprentice 2022 For 1196 Posts : Across India, Apply @iocl.com
RRC CR Apprentice Recruitment 2022 এর Application Fees:-
RRC CR Apprentice Recruitment এর জন্য Application Fees 100 টাকা ধার্য করা হয়েছে, যা আপনাকে Online এ প্রদান করা হবে।
RRC CR Apprentice Recruitment 2022 এর Application Process:-
- যারা RRC CR Apprentice Recruitment এর জন্য আবেদন করতে চান , তারা নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন।
- সর্বপ্রথম ভিজিট করুন RRC CR Official Website https://www.rrccr.com/ ।
- Homepage এ থাকা Online Application for Engagement of Apprentice under the Apprentice Act 1961 for the Year 2021-22 এ ক্লিক করুন।
- Click Here to Register বাটনে ক্লিক করুন।
- প্রয়োজনীয় ডিটেইলস প্রদান করুন এবং আপনার মোবাইল নম্বর টি Register করুন , Register এর সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটি Password Generate হয়ে যাবে।
- পূর্বে প্রাপ্ত Log In Details দিয়ে Log In করুন পুনরায়।
- প্রয়োজনীয় সমস্ত Details প্রদান করুন।
- Photo ও Signature আপলোড করুন।
- প্রয়োজনীয় Application Fees Online এ প্রদান করুন ও Application Form টি Submit করুন।
- Application Form টি Download করুন এবং প্রয়োজনে Form টির Print Out কপি বের করুন।
CISF Constable Recruitment 2022 : Apply for 1149 Posts on cisfrectt.in, Learn More !
RRC CR Apprentice Recruitment 2022 এর Selection Process:-
Selection Merit List এর ভিত্তিতে হবে। Merit List প্রস্তুত করা হবে Madhyamik ও ITI Course এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
RRC CR Apprentice Recruitment 2022 এর Important Links:-
RRC CR Apprentice Recruitment 2022 Official Notice Download | Click Here |
Apply Now | Click Here |
NVS Recruitment 2022 : Apply Online for 1925 Various Non-Teaching Vacancies, Learn More !
FAQ:-
1. RRC CR Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 17 January,2022
2. কত গুলো Vacancy তে নিয়োগ হবে এর RRC CR Apprentice Recruitment এর মাধ্যমে?
ANS:- 2422
3. RRC CR Apprentice Recruitment 2022 এর জন্য আবেদন এর Last Date কি?
ANS:-16 February,2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।