Notice: Uninitialized string offset: 0 in /home/u764637979/domains/bongsedu.com/public_html/wp-content/plugins/seo-by-rank-math/vendor/mythemeshop/wordpress-helpers/src/helpers/class-str.php on line 235
SBI Asha Scholarship এর মাধ্যমে এখন সবাই পাবে 15000 টাকার Scholarship | SBI Asha Scholarship 2022 Last Date, Eligibility, Benefits More!

SBI Asha Scholarship এর মাধ্যমে এখন সবাই পাবে 15000 টাকার Scholarship | SBI Asha Scholarship 2022 Last Date, Eligibility, Benefits more!

SBI Scholarship | SBI Asha Scholarship 2022 in Bengali | SBI Asha Scholarship Program 2022-23  | SBI Asha Scholarship Apply Online 

নিম্ন আয় পরিবার থেকে আসার সেই পরিশ্রমই শিক্ষার্থীদের জন্য SBI  Foundation একটি দুর্দান্ত উদ্যোগ গ্রহণ করেছে। এই বৃত্তি কর্মসূচির অধীনে Class 6 থেকে 12 পর্যন্ত অধ্যায়নরত শিক্ষার্থীদের বার্ষিক 15,000 টাকা করে অনুদান দেওয়া হবে। Buddy4Study এই Scholarship Program এর অংশীদারী। আরে স্কলারশিপ সম্বন্ধে তোমাদের মনে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। 

SBI Asha Scholarship 2022 কী? 

SBI বা State Bank of India ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তম  Banking সংস্থা। এই সংস্থার একটি Subsidiary হলো SBI Foundation যার মূল কাজ মানব হিতে কর্ম সাধন। এই এই ধরনের ই একটি মানব দরদী প্রকল্প হল SBI Asha Scholarship যা SBI Asha Scholarship Program নামেও পরিচিত  । এটি একটি Integrated Learning Mission (ILM) যেখানে যুবক / যুবতী শিক্ষার্থীরা পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু পারিবারিক আর্থিক কারণে শিক্ষা ক্ষেত্রের যাবতীয় ব্যয় বহন করতে পারে না তাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। সেই সমস্ত দরিদ্র Background মেধাবী শিক্ষার্থীরা SBI Foundation এর পক্ষ থেকে SBI Asha Scholarship টি পাবে। 

SBI Asha Scholarship 2022 এর উদ্দেশ্য কী? 

SBI Scholarship এর মূল উদ্দেশ্য হলো নিম্ন আয় গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা করে যেন তারা তাদের জীবন লক্ষ্যে পৌঁছতে পারে  এই উদ্দেশ্যেই SBI Asha Scholarship টি প্রদান করা হবে। 

SBI Asha Scholarship 2022 Important Dates:-

SBI Asha Scholarship 2022 Online Application Starting   
SBI Asha Scholarship 2022 Online Application Closing  15/10/2022

SBI Asha Scholarship 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে? 

ভারতবর্ষের  নিম্ন পরিবারের যেসমস্ত ছাত্রছাত্রীরা Class 6 থেকে 12 এ পাঠরত তারাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। 

SBI Asha Scholarship 2022 এর Distribution Process :-

Scholarship এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে DBT (Direct Benefit Transfer) Mode এ সরাসরি তাদের ব্যাংক একাউন্টে Scholarship এর  টাকা প্রদান করা হয় । নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নাম Public Financial Management System (PFMS) এ প্রেরণ করা হয়ে থাকে ।

SBI Asha Scholarship 2022 এর Selection Process :-

আবেদন গুলি গ্রহণ করার পরে যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং যাদের স্কলারশিপ প্রয়োজন এই সমস্ত  প্রার্থীদের নামগুলি আলাদা একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

  • শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা ডকুমেন্টগুলি যাচাই করা হবে,
  • এরপরে এই সমস্ত শিক্ষার্থীদের ফোন কলের মাধ্যমে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।

SBI Asha Scholarship 2022 এর Amount/Benefits:-

যে সমস্ত ছাএ-ছাত্রীরা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত  অর্থ্যাৎ (6 to 12) তাদের প্রতিবছর 15,000 টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে। আশা রাখছি এই Scholarship (বৃওি) এর টাকা দিয়ে শিক্ষাক্ষেত্রের যাবতীয় খরচ গুলি বহন করতে সক্ষম হবে। 

SBI Asha Scholarship 2022 এর Eligibility:-

Education Qualifications:-

  • এই Scholarship টি সমগ্ৰ ভারতের শিক্ষার্থীদের জন্য উমুক্ত। 
  • আবেদনকারী শিক্ষার্থীকে Class 6 থেকে 12 এর মধ্যে হতে হবে। 
  • এই Scholarship এর জন্য আবেদনকরী শিক্ষার্থীরকে পূর্ববর্তী পরীক্ষায় 75% নম্বর নিয়ে উওীর্ণ হতে হবে। 

Family Income:-

আবেদনকারী প্রার্থীর পারিবারিক আয় INR-3,00,000 এর বেশি হওয়া উচিৎ নয়।

SBI Asha Scholarship 2022 এর Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program 
  • লিংকে ক্লিক করলে SBI Alo Scholarship এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে।  Scholarship এর   জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship এর   জন্য Log In করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

SBI Asha Scholarship 2022 এর Renewal:-

এই Scholarship টি এককালীন প্রদেয় । Result Release এর কিছুদিনের মধ্যে আবেদনকারীর সাথে যোগাযোগ করে তার নিজস্ব Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে। একটা কথা মাথায় রাখবেন এই Scholarship টি এককালীন প্রদেয় Renewal এর কোনো ব্যবস্থা নেই।

SBI Asha Scholarship 2022 এর আবেদনের জন্য Important Documents:-

  • পূর্ববর্তী শিক্ষাবর্ষের মার্কশিট,
  • আধার কার্ড, প্যান কার্ড 
  • চলতি বছরের ভর্তির প্রমাণ, প্রতিষ্ঠানের পরিচয়পত্র,
  • আবেদনকারী বা পিতামাতার ব্যাঙ্কের বিবরণ,
  • বার্ষিক Income Certificate
  • আবেদনকারীদের পাসপোর্ট সাইজের ছবি।

SBI Asha Scholarship 2022 এর টাকা কখন (Duration) বা কোন সময়ের জন্য দেওয়া হয়?

এই Scholarship শুধুমাত্র School Degree ছাএ-ছাত্রীরদের  জন্য দেওয়া হয়। কারণ School Degree Course চলাকালীন প্রতি বছর শিক্ষার্থীরা এই Scholarship পাবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর  পরীক্ষা তে ব্যর্থ হয় তবে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

SBI Asha Scholarship 2022 এ আবেদনের জন্য  Bank Account  সমন্বিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি  Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে।

SBI Asha Scholarship 2022 সংক্রান্ত Important Terms and Conditions : –

  • ভারতবর্ষের কোন স্থায়ী বাসিন্দা ভারতবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তবে তারা এই Scholarship পাবে।
  • Scholarship এর টাকা শিক্ষার্থীদের নিজস্ব Bank Account প্রদান করা হবে না, প্রত্যেক বর্ষের Tution Fees  হিসেবে এই টাকা কলেজের Account এ জমা পড়বে।
  • Distance Mode এ পড়াশোনা করার ক্ষেত্রে এই Scholarship প্রদান করা হয় না, এই Scholarship শুধুমাত্র Regular বেসিসের ছাত্র-ছাত্রীদের জন্য।
  • আবেদনপত্র প্রত্যাখ্যান করা কিংবা আবেদনপত্র বাতিল করে দেওয়া, Scholarship প্রক্রিয়া সংশোধন বা স্থগিত রাখার সমস্ত অধিকার SBI Foundation  এর আছে।
  • ভুল তথ্য দিয়ে আবেদনপত্র জমা করলে কিংবা Scholarship প্রকল্পের শর্তাবলী লংঘন করলে Scholarship বন্ধ হতে পারে।

SBI Asha Scholarship 2022 Result Checking Process:-

  • Buddy4Study এর HDFC Bank Parivartan Scholarship এর Page টি ভিসিট করুন।
  • উক্ত Page এ আপনি পেয়ে যাবেন Result অপশনটি সেই অপশনে ক্লিক করুন।
  • Porer Page আপনার সামনে চলে আসবে চলতি বছরের Scholarship প্রাপকদের নাম। 

তাছাড়া আবেদনকারীরা তাদের Log In Details প্রদান করেও জেনে নিতে পারবে তাদের Result ।

SBI Asha Scholarship 2022 Contact Details:-

  • Phone Number:- 011-430-92248 (Ext: 303) (Monday to Friday – 10:00AM to 6PM)
  • Email ID:- [email protected] 
  • Official Website:- https://www.buddy4study.com/ 

SBI Asha Scholarship 2022 Important Link:-

SBI Asha Scholarship 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. SBI Asha Scholarship 2022 Online Application Last Date কি? 

ANS:- 15/10/2022

2. SBI Asha Scholarship 2022 এর বার্ষিক অনুদান কত? 

ANS:- 15,000 

3. SBI Asha Scholarship 2022 এর Official Website কোনটি? 

ANS:- https://www.buddy4study.com/ 

Subhajyoti
Subhajyoti

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 826

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *