Staff Selection Commission এর General Duty Constable পরীক্ষার্থীদের জন্য বড় খবর। SSC GD Constable পরীক্ষাটি আগামী 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী 15 ই ডিসেম্বর পর্যন্ত টানা এক মাস ধরে এই পরীক্ষাটি চলতে থাকবে। Staff Selection Commission এর অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
SSC এর General Duty Constable বিভাগে শেষবারের মতো রিক্রুটমেন্ট হয়েছিল 2018 সালে। মাঝে দুই বছর এই বিভাগে কোন প্রকার রিক্রুটমেন্ট হয়নি। কেন্দ্রীয় পুলিশ বিভাগে চাকরি করার স্বপ্ন নিয়ে অনেক যুবক-যুবতীরা অপেক্ষার দিন গুনছিল। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বর্তমান বর্ষের জুন মাসে NIA, CRPF, CISF, SSB, ITBP, ASSAM RIFLES প্রভৃতি 8টি বিভাগের মোট 25271 টি ভ্যাকেন্সি সমন্বিত একটি নোটিফিকেশন প্রকাশ করে SSC; যেখানে পুরুষ প্রার্থীদের জন্য 22424 টি সিট এবং মহিলা প্রার্থীদের জন্য 2847 সিট পূরণ করার কথা বলা হয়। যথারীতি 17 ই জুলাই 2021 থেকে 30 শে আগস্ট 2021 পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হয়। প্রায় 50 লক্ষের বেশি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করেছে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
আগস্ট মাসে আবেদন সম্পন্ন হলেও মাঝখানে সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাসে Multi Taking Staff (Non Technical) এর পরীক্ষাটি নেয় SSC। Multi Taking Staff এর পরীক্ষাটি শেষ হতেই GD Constable পরীক্ষার কথা জানায় SSC।
SSC GD Admit Card 2021 Download Process :-
- নিম্নে প্রদান করা লিংকে ক্লিক করুন।
- Application Number অথবা নিজের নাম লিখুন,
- এরপরে নিজের নিজের DOB সেট করুন,
- সাধারণ একটি গণিতের সমাধান করুন,
- OK বাটনে ক্লিক করুন,
- এবারে Roll Number এবং পরীক্ষার স্থানটি শো করবে। Roll Number এর ওপরে ক্লিক করলেই Admit Card ডাউনলোড হয়ে যাবে।
- সকল পরীক্ষার্থীকে এডমিট কার্ড প্রিন্ট করে নিতে হবে এবং “Covid 19 Self Declaration” এর পাতাটি পূরণ করে নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে।
জেনে নিন SSC GD Constable 2021এর যোগ্যতা,সিলেবাস,পরীক্ষার তারিখ সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য
SSC GD Admit Card 2021 Download Link :-
আমরা নিম্নে SSC এর সম্পূর্ণ ভারতবর্ষের বিভিন্ন Zone অনুসারে Admit Card Download Link প্রদান করেছি। আপনি আপনার Zone অনুসারে পাশে দেওয়া Click Here টেক্সট এ ক্লিক করে উপরে উল্লেখিত স্টেপ গুলির মাধ্যমে খুব সহজেই আপনার SSC GD Admit Card Download করতে পারবেন।
রাজ্য | অঞ্চল | Admit Download Link |
দিল্লি, রাজস্থান এবং উত্তরাখণ্ড | Northern Region | Click Here |
উত্তর প্রদেশ এবং বিহার | Central Region | Click Here |
আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় | North Eastern Region | Click Here |
মহারাষ্ট্র, গুজরাট এবং গোয়া | Western Region | Click Here |
জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ | North Western Region | Click Here |
মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় | Madhya Pradesh Region | Click Here |
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পন্ডিচেরি | Southern Region | Click Here |
উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | Eastern Region | Click Here |
কর্ণাটক ও কেরালা | Karnataka Kerala Region | Click Here |
এবার Swami Vivekananda Scholarship 2021 পান মাত্র 60 % নম্বরেই , জানুন বিস্তারিত
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।