12.11.2021 এ Staff Selection Commision প্রকাশ করল Multi Tasking (Non-Technical) Staff Examination – 2020 পরীক্ষার সম্ভাব্য উত্তর পত্র তাদের নিজস্ব ওয়েবসাইটে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল তারা তাদের User ID এবং Password দিয়ে লগইন করে তাদের পরীক্ষার উত্তরপত্র গুলো Download করতে পারবে।
SSC MTS এর যোগ্যতা ,সিলেবাস , পরীক্ষার তারিখ সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য জানুন
প্রসঙ্গত SSC MTS 2020-2021 পরীক্ষাটির নোটিফিকেশন প্রকাশ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এবং এই পরীক্ষার TIER 1 পরীক্ষাটি নেওয়া হয়েছিল গত 5th October থেকে 2nd November 2021পর্যন্ত। প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা চলেছিল। সম্পন্ন পরীক্ষা প্রক্রিয়াটি শেষ হবার পর গত 12th November SSC MTS 2020-2021 পরীক্ষাটির Answer Key প্রকাশ করেছে। পোর্টাল এর তরফ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য একটি লিংক প্রদান করা হয়েছে । সকল পরীক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি প্রদান করে তাদের পরীক্ষার উত্তরপত্র গুলি জানতে পারবে।নিম্নে প্রদান করা Download Link এর মাধ্যমে আপনি আপনার Answer Key Download করতে পারবেন
SSC MTS 2020-2021 Answer Key Download Process:-
- প্রথমে উপরে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
- এরপর Submit বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে নিচে থাকা Click Here অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপরে এডমিট কার্ডে থাকা User ID এবং Password (জন্মতারিখ) প্রদান করতে হবে এবং Log In অপশন এ ক্লিক করতে হবে।
- উপরে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর গুলি শো করবে। পরীক্ষার্থীরা চাইলে উত্তরপত্রটি প্রিন্ট করে রাখতে পারে।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
NOTE – এই পরীক্ষার উত্তরপত্র ডাউনলোড করার অনলাইন পোর্টালটি আগামী 12th November থেকে 18th November সন্ধ্যে 6টা পর্যন্ত চালু থাকবে। তাই যে সমস্ত পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রগুলো Download করতে ইচ্ছুক তাদেরকে 18th November সন্ধ্যে 6 টার মধ্যে Download নিতে হবে।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।